প্রকৃতি আমাদের ক্ষমা করবে তো?

in hive-129948 •  4 years ago  (edited)

মানুষ তার প্রায় সমস্ত মৌলিক চাহিদাগুলো পরোক্ষ ও প্রত্যক্ষ ভাবে প্রকৃতি থেকেই পূরণ করে থাকে। কিন্তু এর বিনিময়ে আমরা প্রকৃতিকে কি দিয়েছি। আপনি গত 10 বছর পূর্বের কথা চিন্তা করুন । তখন এবং এখনকার পরিবেশ কি একই রকম আছে? মানুষের বিভিন্ন রকম চাহিদা পূরণের জন্য প্রতিনিয়ত নতুন নতুন জিনিসপত্র উদ্ভাবন হচ্ছে। চারিদিকে গড়ে উঠেছে শত শত কল কারখানা । সেগুলো থেকে নিঃসৃত বর্জ্য নদীনালা খালবিলে এসে পতিত হচ্ছে। আমরা আধুনিক হয়ে গিয়েছি। আমরা প্রচুর আধুনিক হয়ে গিয়েছি এবং আজ আমাদের পরিবেশকে আমরা দূষিত করে ফেলেছি। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে প্রকৃতি মানুষকে দিয়ে আসছে। কিন্তু আমরা প্রকৃতিকে কিছুই দিতে পারেনি। এটা আমাদের অনেক বড় ব্যর্থতা।
1625621555924-01.jpeg


Device : Redmi note 9 pro max
Google plus : V8CF+68 Gopgram
What's 3 Word Location :https://w3w.co/wagging.
Taken on: 3 July 2021

1625621465817-01.jpeg

লেখা পড়ার সুবাদে আমাকে বাংলাদেশের রাজধানী ঢাকা থাকতে হয়। গ্রামে বেশি একটা আসা হয়না। করোনাকালীন পরিস্থিতির জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এজন্য আমি কিছুদিন পূর্বে গ্রামের বাড়িতে এসেছি। আমাদের বাড়ির পাশে একটি বড় মাঠ আছে। বর্ষাকালে সে মাঠে প্রায় হাটু পর্যন্ত পানি জমে থাকে। এবার গ্রামের বাড়িতে এসে আমি এবং আমার কিছু বন্ধু হাঁটতে হাঁটতে মাঠের মধ্যে গেলাম। মাঠের মধ্যে দিয়ে একটি রাস্তা আছে। রাস্তার পাশে একটি কালভাট আছে। সেখানে গিয়ে যা দেখলাম সত্যিই আমি হতাশ হয়েছি।

1625621353379-01.jpeg


Device : Redmi note 9 pro max
Google plus : V8CF+68 Gopgram
What's 3 Word Location :https://w3w.co/wagging.
Taken on: 3 July 2021

বর্ষাকালের বৃষ্টির ফলে মাঠে অনেকটা পানি জমে রয়েছে এর ফলে খাল -বিল এবং পুকুর থেকে অনেক প্রজাতের মাছ মাঠে চলে আসে। কিন্তু আমাদের ধৈর্য দেখুন। নিচের ছবিটি লক্ষ্য করুন একটি একটি জাল কালভার্টের সম্মুখে আটকে রাখা হয়েছে। যেন ছোট বড় সকল ধরনের মাছ এই জালে আটকা পরে। মানুষ তো মাছ ধরবে এবং খাবে এটাই স্বাভাবিক কিন্তু এখানে সমস্যাটা কি জানেন, আমি অনেকক্ষণ যাবৎ এই স্থানে বসে ছিলাম এবং কোন বড় মাছ আমার নজরে পরেনি। আমি লক্ষ করেছি এই জালের মধ্যে যেসকল মাছ ধরা পরছে তারা অধিকাংশই ছোট চারাপোনা।

1625621685016-01.jpeg

আজ থেকে 10 বছর পর আমরা মাঠে ঘাটে আর মাছ পাবো তো? আমার এই ভয়টি পাওয়ার যথেষ্ট কারণ আছে। আমি যখন ছোট ছিলাম তখন ঠিক একই স্থানে বর্ষাকালে এত বেশি বড় মাছ পাওয়া যেত, যা এখন অকল্পনীয় । আমার দেখা সবচেয়ে বেশি মাছ আমি একসাথে এই স্থানটিতেই দেখতাম ছোটবেলায়। আহ্, কতই না চমৎকার ছিল সেই দিনগুলি । কিন্তু মাছের পরিমাণটাই শুধু সুন্দর ছিল। ভুল তো আমরা সেই সময় থেকেই করে আসছি। বড় মাছ গুলোর পাশাপাশি ছোট চারাপোনা গুলো আমরা আমূলে ধ্বংস করে ফেলেছি । তখন থেকেই যদি শুধু বড় মাছগুলো শিকার করার প্রতি মানুষের ঝোঁক থাকতো তাহলে হয়তো এখনো সেই পূর্বের ন্যায় অনেক বেশি মাছ আমরা দেখতে পেতাম।

কিন্তু সেই ভুলটা আমরা এখনো করেই যাচ্ছি। পরবর্তী প্রজন্ম আমাদেরকে গালি ছাড়া আর কিছুই উপহার দিবে না। আমি যখন এই স্থানে বসে ছিলাম তখন আরো একটি খারাপ বিষয় আমার নজরে পরেছে। একটি শোল মাছের ঝাঁক পানির মধ্যে ঘুরে বেড়াচ্ছে কিন্তু দুঃখজনক ব্যাপার হলো তাদের সাথে মা মাছটি নেই। সেটি হয়তো কোন একজন শিকার করে ফেলেছে। এখন চিন্তা করুন এই ছোট শোল মাছের পোনা গুলো কিভাবে সারভাইব করবে তাদের মা ছাড়া। আমি একটি ভিডিও ধারণ করেছিলাম সেটি গিফ আকারে কনভার্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম:

20210707_071603.gif


What's 3 Word Location :https://w3w.co/wagging.

আরো একটি ভয়াবহ ব্যাপার হল,যে জালটি কালভার্টের সম্মুখে আটকানো আছে সেই জলের দ্বারপ্রান্তে এই ছোট মাছগুলো ঘোরাফেরা করছে। তারা যেকোনো মুহূর্তে জালে আটকা পরতে পারে। আর জালে আটকা পড়লে আপনি চিন্তা করুন কতগুলো ছোট মাছ মারা পরবে। সেগুলো বড় হওয়ার সুযোগ পেলে প্রচুর মাছ বৃদ্ধি পেত । আমরাই বেশি মাছ পেতাম।

JOIN WITH US ON DISCORD SERVER:

Support @amarbanglablog by delegating STEEM POWER.

__

100 SP250 SP500 SP1000 SP2000 SP

_

-cover_copy.png

Follow @amarbanglablog for last updates

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমরা প্রকৃতির সাথে অনেক অন্যায় অত্যাচার করছি মাফ করো হে আল্লাহ ।

এখন থেকে আমাদের উদ্যোগী হওয়া উচিত প্রকৃতিকে রক্ষা করার।

জ্বী ভাইয়া দোয়া করবেন যেন উদ্যোগী হতে পারি।

সুন্দর লিখনি 👌😍

খুবই সুন্দর লিখেছেন ভাই।আমাদের সবাইকেই প্রকৃতি নিয়ে ভাবা উচিত

প্রকৃতিকে প্রকৃতির মত চলতে দেওয়া উচিত। না হই প্রকৃতি আমাদের উপর প্রতিশোধ নিবে। তখন আমাদের কিছুই করার থাকবে না।

সত্যিই আমরা প্রকৃতির প্রতি প্রতিনিয়ত শুধু জুলুম ই করে যাচ্ছি। প্রকৃতির কাছে আমরা সকলেই ঋণী। আমাদের সকলের প্রকৃতির সাথে বন্ধুত্বসুলভ মনোভাব গড়ে তোলা উচিত। যখন আমরা প্রকৃতিকে ভালোবাসতে পারবো তখনই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবো।

অসাধারণ লিখেছেন ভাই।❤️

প্রকৃতিকে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী ব‍্যবহার করছি। এর বিরুপ প্রতিক্রিয়ার ফলে মানবজাতির ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে।

তুমি সঠিক বলেছো। আমাদের এ ধরনের ইচ্ছা থেকে বেরিয়ে আসতে হবে।

হুম 😔😔।

আমার বন্ধু আশ্চর্যজনক প্রাকৃতিক সৌন্দর্য, ভাগ করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ

আপনার কাছ থেকে আমার কাজের প্রশংসা পেয়ে ভালোই লাগলো।

ভাই আপনার লেখা দেখে আমি মুগ্ধ

আপনার কমেন্ট দেখে আমি মুগ্ধ।

প্রকৃতি আমাদের পরম বন্ধু। অসাধারণ লিখেছেন ভাই আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো।‌

এভাবেতো ভেবে দেখিনি।ধন্যবাদ মনটাকে জাগ্রত করার জন্য।

এখনই সময় ভাবার। ভাবতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে।

সুন্দর লিখেছেন। প্রত্যেকটা ছবি অসাধারণ হয়েছে।

আমার ফটোগ্রাফীর সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে ধন্যবাদ।

অনেক সুন্দর হয়েছে ভাই।

মন্তব্যের জন্য তোমাকে ধন্যবাদ

সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু পাল্টে যাচ্ছে।প্রকৃতি ও কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে।প্রকৃতি সম্পর্কে ভালো
ব্যাখ্যা করেছেন। ধন্যবাদ দাদা।

আমরা যদি এখনই সচেতন না হই, তাহলে ভবিষ্যতে আমাদেরকেই এর ফল ভোগ করতে হবে।

ঠিক বলেছেন দাদা।

দিনশেষে আসলেই আমরা প্রকৃতির সঙ্গে অনেক নির্যাতন করে ফেলেছি, আমার মনে হয় না যে প্রকৃতি আমাদের ক্ষমা করবে। ভালো লিখেছেন ভাইয়া।

প্রকৃতির প্রতি চলমান এ ধরনের নির্যাতনের ফল এক সময় মানুষকে ভোগ করতেই হবে।

দুঃখজনকভাবে সত্য যে, আমরা বড়ই অকৃতজ্ঞ এই ক্ষেত্রে, কারন প্রকৃতি উদারভাবে আমাদের জন্য করে আর আমরা বিনিময়ে নানাভাবে প্রকৃতিকে ধ্বংস করে চলছি। শ্রেষ্ঠ হয়েও বড় অদ্ভুত আমরা মানুষ!

আমাদের এই অকৃতজ্ঞতার ফল, একদিন আমাদেরকেই পেতে হবে।

প্রকৃতি রুদ্র রূপ ধরলে কি হতে পারে তা আমরা প্রতিনিয়ত দেখছি, কিন্তু তা থেকে শিক্ষা গ্রহণ করছি কি ?

আমরা জাতি হিসেবে অনেকটাই কিউট। সবকিছু ভুলে যাই।