মানুষ বড়ই বিচিত্র। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা চিন্তাভাবনা। আলাদা আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে। বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে মানুষ মহান হয় আবার নিকৃষ্ট হয়ে ওঠে। সমাজ জীবনে বহু মানুষের দর্শন মেলে যারা কিনা তথাকথিত সফলতা অর্জন করতে পেরেছে। আর এই সফলতা এই উচ্চ শিখরে পৌঁছানোর ওজন সবাই নিতে পারে না। তাদের সাথে সাধারণ মস্তিষ্কে স্বাভাবিকভাবে কোন আচরণ করলেও অনেক সময় বিপরীত প্রতিক্রিয়া দেখা যায়।
মানুষকে আল্লাহ্তালা সৃষ্টির সেরা জীব বানিয়েছেন। নিশ্চয়ই ধনী-গরীব উঁচু-নিচু সবাই সেই সেরা জীব সম্মানের আওতায় পড়ে। এখানে বিভেদ শুধু আমাদের মধ্যেই। আমরাই আলাদা করে ফেলেছি মানুষ মানুষের মধ্যকার সমতা। একজন উচ্চ পর্যায়ের ব্যক্তিত্ব নিম্ন পর্যায়ে মানুষের সাথে সাধারণত মিশতে চায় না। কথা বললে এড়িয়ে যেতে চায়। আমি তাদের নিয়ে কোন কিছু বলতে চাই না। কারণ তাদের নিয়ে আমার কোন ইন্টারেস্ট নেই। জীবনটা সাধারন একজন মানুষ হিসেবে কাটিয়ে দিতে পারাটাই আমার কাছে বড় পাওয়া। সবচেয়ে বড় এচিভমেন্ট সেটাই যখন মৃত্যুর পর সবাই বলবে সে ভালো মানুষ ছিল। ভালো মানুষ থাকাটাই সবচেয়ে দামি।
যারা আজ আপনাকে গুরুত্ব দিচ্ছে না তাদেরকে এড়িয়ে চলুন। কী আছে তার মধ্যে যেটা আপনার মধ্যে নেই? ভাগ্য সব সময় সবার ফেভার করে না। একজন ভালো উচ্চতায় পৌঁছতেই পারে, আপনি যে পারবেন না তা তো নয়। আর না পারলেও বা কি!! সবাইকেই কি একই ধারায় চলতে হবে? সুস্থ সুন্দর শান্তিপূর্ণ জীবন যাপন করার মধ্যেই সাফল্য বিরাজমান। বহু মাল্টিমিলিওনিয়ার আছে যাদের জীবনে বিন্দুমাত্র সুখ নেই। সুখ টাই মেইন।
আপনি যদি কোন দামি ব্যক্তিত্বের মানুষের সাথে কথা বলতে যান সে যদি ইন্টারেস্ট না দেখায় তাহলে বাদ দিন। সিম্পলি নো নিড। সমাজের সবার সাথেই আপনাকে মিশতে হবে সমাজের সবার সাথে আপনার ভালো সম্পর্ক রাখতে হবে এমনটা নয়। তাদের সাথেই সময় কাটানো উচিত যাদের কাছে আপনার মূল্য রয়েছে। একটা বিষয় মনে রাখবেন মানুষ তার সাথেই মিশতে চায় যার থেকে কিছু একটা পাওয়া যায়। আপনি নিরবে চেষ্টা করুন নিজের শক্তিশালী অস্তিত্ব তৈরি করার। অথবা চেষ্টা করুন সহজ সরলভাবে আপনার মত করে বাঁচার। প্রয়োজন নেই প্রচুর বন্ধু বানানোর, বিশ্বস্ত আপনার মত মন মানসিকতার বন্ধু একটা হলেই যথেষ্ট।
আসলে আমরা অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটাই কিন্তু নিজেকে সময় দেয়ার মতো সময় পাইনা। নিজেকে সময় দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। নিজেকে সময় দিয়ে নিজেকে চিনতে পারা, নিজের ভালো কাজ কে অ্যাপ্রিসিয়েট করা, ত্রুটিপূর্ণ দিকগুলোকে চিহ্নিত করে বাদ দেওয়া এগুলোই জরুরী। আপনার জীবনে যাকে একেবারেই কোনো প্রয়োজন নেই এমন মানুষের সাথে শুধু শুধু সময় নষ্ট করতে যাবেন না। কী প্রয়োজন ইগনোরের স্বীকার হয়ে তবুও সেখানে যাওয়ার? হিসাব মিলানোর চেষ্টা করুন নিজেই। তার সাথে কী আপনার কোন প্রয়োজন আছে আদৌ? যদি না থাকে তাহলে সিমপ্লি তার সাথে শুধু শুধু সময় নষ্ট করতে যাবেন না। আপনি যত ইগনোর হবে না আপনার কাছে আত্মমর্যাদা ততোই কমতে থাকবে।
বড় বড় কথা লেখা আসলে সহজ। জীবন চালানো ততটাই কঠিন। তবে সঠিক সিদ্ধান্ত এবং সঠিক পদক্ষেপই মানুষকে অনন্য করে তোলে। বেশি জ্ঞান দেওয়ার মতন জ্ঞান আমার একদমই নেই। তবে আমি একটা কথা বলে যাচ্ছি যে আপনাকে ইগনোর করে তার কাছে দ্বিতীয়বার যাওয়ার চেষ্টা করবেন না। আপনিও ইগনোর করে বেরিয়ে আসুন। আল্লাহ্ হাফেজ।
image source & credit: copyright & royalty free PIXABAY
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ভালো লাগলো ভাইয়া পোস্টটি পড়ে। খুব সুন্দর কিছু কথা লিখেছেন। আসলে দিনশেষে এটাি সত্যি যত অন্যেরটা দেখবেন ততই অশান্তি।নিজের যা আছে তা শক্তি করে নিয়ে এগিয়ে যাওয়া উচিত।সব সময় সব কিছু থাকা মানেই কিন্তু শান্তি নয়।আমাদের দরকার এমন একজন মানুষের পাশে থাকা যে আমার মূল্য বুঝবে।নয়ত ইগনোর করা উচিত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit