হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব একটি ফালতু রোগের কথা যেটার জন্য ইতিমধ্যে আমি নিজেও সাফার করতেছি।
এলার্জি কমবেশি প্রায় সবারই আছে। খুব অল্প মানুষ আছে যাদের কোন এলার্জির সমস্যা দেখা যায় না। তারা সত্যিই অনেক ভালো আছে। আমার অনেক ছোটবেলা থেকেই এলার্জির সমস্যা। আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার এলার্জি শুধুমাত্র ইফেক্ট করতো চোখে। প্রচন্ড চোখ চুলকাতো আর লাল হয়ে যেত। অনেক ডাক্তার দেখানোর পরেও কোন সমাধান পাওয়া যায়নি। শুধুমাত্র ওষুধ খেলে কমে থাকতো।
বড় হওয়ার পর এলার্জি আমার প্রচুর জ্বালিয়েছে। আপনারা জানেন এলার্জির কারণে শরীরে আরো অনেক অনেক সমস্যার বাসা বাঁধে। করোনার টিকা নেয়ার পর থেকে আমার এলার্জি ভয়াবহ রূপ ধারণ করে। গত বছর অনেক ভালো একটা ডাক্তারকে দেখিয়েছিলাম। দীর্ঘ চিকিৎসার পর ৪-৫ মাস হলো বেশ ভালই ছিলাম। তখন এক ধরনের সমস্যা ছিলো, এবার আবার নতুন আরেক সমস্যার দেখা দিয়েছে। গত বছরের সমস্যাটা এতটাই প্রকট ছিলো যে আমি আমার একটা সেমিস্টার গ্যাপ দিয়েছি। ভার্সিটিতে যেতে পারতাম না, এতই সমস্যা হতো।
এবার আবার সমস্যা দেখা দিয়েছে শরীরের কোথাও কোন কিছু দৃশ্যমান না, কিন্তু প্রচন্ড চুলকায় সারা শরীরে। এলার্জির কোন খাবার না খেলেও একই অবস্থা। ডাক্তার দেখাচ্ছি আজ এক মাস হলো কোন পরিবর্তন নেই। এলার্জির কারণে শরীরে আমার অনেক ক্ষতি হয়েছে ইতিমধ্যেই। আমার মাথার চুল ছিল খুবই সুন্দর। প্রচুর ঘন আর কালো চুল ছিলো। চুল সবসময় বড় বড় রাখতাম। বর্তমানে আমার চুল সবসময় ছোট রাখি। আর চুলের অবস্থা এতই বাজে, বলার বাইরে।
নিয়মিত যখন ওষুধ খাই তখন শরীরটা সারাদিনই প্রায় দুর্বল থাকে। এলার্জির ওষুধ খেলে শরীর প্রচুর ক্লান্ত হয়ে যায়। আমি জানি ওষুধ খেয়ে কখনোই এলার্জি সারানো সম্ভব না। ওষুধ খেলে শুধুমাত্র সাময়িক সময়ের জন্য উপশম পাওয়া যায় কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। আপনাদের কি কোন সমাধান জানা আছে? জানলে অবশ্যই আমাকে পরামর্শ দিবেন।
যার এলার্জির সমস্যা আছে সেই জানে এটা কতটা ফালতু একটা রোগ। শুধুমাত্র শরীরে চুলকাবে ব্যাপারটা তা না। দীর্ঘদিন ধরে এলার্জি সমস্যা হলে শরীরে স্থায়ীভাবে অনেক ক্ষতি হয়। আবার দীর্ঘদিন ধরে এলার্জির ওষুধ খেলেও শরীরে ব্যাপক ক্ষতি হয়। মোটকথা যারা এলার্জি হবে তার অবস্থা ধীরে ধীরে খারাপের দিকেই যাবে। কিছু মানুষের থেকে গল্প শুনেছি অনেকের নাকি এলার্জি ভালো হয়েছে কিছু প্রাকৃতিক ঔষধি সেবন করে। আপনাদের কোন সমাধান জানা থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এরকম চুলকানি ভীষণ ভয়ানক হয়।নিম পাতা ভাজা খাবেন মাঝে মাঝে ও স্নানের জলে নিমপাতা সহ জল ফুটিয়ে স্নান করতে দেখতে পারেন ভাইয়া।মাঝে মাঝে কাঁচা হলুদ ও নিমপাতা বেটে পুরা শরীরে মেখে দেখতে পারেন উপকার হতে পারে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এলার্জি আসলেই খুব খারাপ। মনমতো খাওয়া দাওয়া তো করাই যায় না, এমনকি চুলকানির কারণে একেবারেই শান্তি পাওয়া যায় না। তবে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমার এলার্জি জনিত কোনো সমস্যা নেই। যাইহোক আপনার ব্যাপারটা জেনে ভীষণ খারাপ লাগলো ভাই। ডক্টর দেখিয়ে মেডিসিন না খেয়ে, প্রাকৃতিক ঔষধ সেবন করলেই ভালো হবে। তবে প্রাকৃতিক ঔষধের ব্যাপারে আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই বললেই চলে। যাইহোক আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার এলার্জির সমস্যা একেবারেই নেই। তবে আমার মা বলেছিল আমাকে এই করোনা টিকা নেওয়ার পর থেকে তার নাকী এইরকম চুলকানি হয়। প্রথম দিকে আমি গুরুত্ব দেয়নি। কিন্তু আপনার পোস্ট টা পড়ার পরে বিষয়টা আমাকে ভাবিয়ে তুলেছে। ব্যাপার টা একেবারে অনাকাঙ্খিত। এর হয়তো কোন সমাধান নেই। একেবারে বাজে একটা ব্যাপার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit