হ্যালো বন্ধুরা।
আসসালামুআলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা বান্দরবান ভ্রমণে সবচেয়ে সুন্দরতম সকাল কাটিয়েছি রেমাক্রি থেকে নাফাখুম যাওয়ার সকালে। আমরা একদম ভোরে ঘুম থেকে উঠে পড়েছিলাম। ঘুম থেকে উঠে সকালের নাস্তা ও করিনি। ফ্রেশ হয়ে দ্রুত সবাই বেরিয়ে পড়েছিলাম।
আমরা যে জায়গাটায় ছিলাম সেই জায়গা থেকে যখন নিচে নামছিলাম তখন সেই সেখানকার দৃশ্য দেখে জাস্ট থমকে গিয়েছিলাম। ছোট্ট সাঙ্গু নদী দিয়ে পানি বয়ে যাচ্ছে আর তার উপর থেকে মনে হচ্ছে ধোঁয়া উঠছে। ঘন কুয়াশা আর মেঘের কমল শীতল স্পর্শ মাখিয়ে সাঙ্গু নদী হেঁটেই পার দিলাম।
রেমাক্রি জলপ্রপাতের প্রান্তে গিয়ে আমরা অপরপ্রান্তে গেলাম খুব সাবধানতার সাথে কারণ পানির শ্রোত অনেক বেশি ছিলো। এই জায়গাটা থেকে আমি খুব বেশি একটা ফটোগ্রাফি করতে পারিনি কারণ এতটাই মুগ্ধ হয়েছিলাম যে নিজেই শুধু উপভোগ করে গেছি।
জায়গাটার দৃশ্য এতটা সুন্দর মনোমুগ্ধকর ছিলো যে এখানে শুধুমাত্র একটা সকাল কাটিয়ে পরিপূর্ণ ফিল নেওয়া সম্ভব নয়। যাইহোক জলপ্রপাত পেরিয়ে সামনের দিকে গহীন পথ ধরে এগিয়ে চললাম। দু'পাশে পাহাড় মাঝখান দিয়া ঝিরি পথ। জোরে কথা বললে প্রতিধ্বনি হয়ে বারবার ফিরে আসে নিজের কথা। অনেক জোরে 'আই লাভ ইউ' বললাম, সাথে সাথে আমার কথার প্রতিধ্বনি বাজতে লাগলো চারিদিকে।
চলতি পথে অনেক রকম অভিজ্ঞতা হয়েছে। আমরা সাথে করে বিশেষ এক ধরনের জুতা পড়ে এসেছিলাম যার কারণে পাথরের উপর দিয়ে হাঁটতে তেমন একটা অসুবিধা হচ্ছিল না। রেমাক্রি থেকে নাফাখুম যাওয়ার পথে এতো ভালো কিছু অভিজ্ঞতা ছিল যা বলে প্রকাশ করা সম্ভব নয়। এই যাত্রা পথের ঘটনা নিয়ে আরও একটি পর্ব আপনাদের সাথে শেয়ার করব।
https://youtube.com/shorts/3vpvdTRGl90?si=dhEdCeQU0Z8TjEZ9
এই ভিডিওটি স্পেশালি আপনাদের জন্য শেয়ার করলাম। নাফাখুম অব্দি যাওয়ার সময়ের ছোট ছোট ভিডিও ক্লিপ দিয়ে ছোট্ট এই ভিডিওটি বানানো। নাফাখুম যাওয়ার প্রত্যেকটি পর্বে এই ভিডিওটি এটাস্ট করে দিব যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আশা করি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
https://youtube.com/shorts/3vpvdTRGl90?si=dhEdCeQU0Z8TjEZ9
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations, your post has been upvoted by @upex with a 0.82% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Keep up the good work! #upex
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সেদিনের সকালের সৌন্দর্য কখনো ভুলবার নয় ।এমন প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখছ আমরা সবাই মুগ্ধ হয়ে গিয়েছি। সকালে ঘুম থেকে উঠে সাঙ্গু নদীর এমন সৌন্দর্য দেখো আমরা কেউ ভাবতেই পারিনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সকালের অপুর্ব রেমাক্রির ফটোগ্রাফি ও অনুভূতি গুলো পড়ে ভালো লাগলো ভাইয়া।রেমাক্রি থেকে নাফাখুম যাওয়ার পথে আপনাদের অনেক বেশি অভিজ্ঞতা হয়েছিল।সেই সব হয়ত পরের পর্বে জানতে পারবো।আপনি কিছু ভিডিও শেয়ার করবেন।এতে আমরা ও উপভোগ করবো আশাকরি।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সকালে ঘন কুয়াশার মধ্যেও জায়গাটি সুন্দর লাগছে ফটোগ্রাফি তে।রেমাক্রি জলপ্রপাত এতো সুন্দর ছিল যে আপনি ফটোগ্রাফি করতে পারেন নি। নাফাখুম যাওয়ার সময় ছোট ছোট ভিডিও ক্লিপ গুলোর লিংক শেয়ার করেছেন যা খুবই সুন্দর ছিল এবং বাকি অভিজ্ঞতা পরবর্তী পোস্ট থেকে জানতে পারবো।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই ভিডিওটা দেখে শুধু একটা কথাই বারবার বলতে ইচ্ছে করছে, জাস্ট ওয়াও। এমন মনোমুগ্ধকর পরিবেশ মাত্র একটি সকালে উপভোগ করা যাবে না কোনো ভাবেই। এমন জায়গায় বেশ কয়েকবার না গেলে মন ভরবে না। ভাই অনেক জোরে আই লাভ ইউ বলার পর কি ঐশী ভাবীর নাম নিয়েছিলেন নাকি😂? যাইহোক আপনারা এককথায় দুর্দান্ত সময় কাটিয়েছেন সেখানে। পোস্টটি পড়ে এবং ফটোগ্রাফি গুলো দেখে এক কথায় মুগ্ধ হয়ে গিয়েছি। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সেটা ভিডিও করে অবশ্য তাকেই পাঠিয়েছিলাম। 🥰
আসলে জায়গাটা ক্যামেরা থেকে বাস্তবে অনেক অনেক অনেক বেশি সুন্দর ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সাঙ্গু নদীর নামটি ভীষণ সুন্দর।আপনারা নদীর দারুণ দৃশ্য উপভোগ করেছেন জেনে ভালো লাগলো।দূরের ওই সিঁড়িটি দেখে সাপের মতো মনে হচ্ছে কিছুটা।আর যদি সেই প্রতিধ্বনি আমাদের ভাবি শুনতে পেত কতই না খুশি হতেন দাদা😊।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যখন দু'পাশে পাহাড়ের মাঝখানে ঝিরি পথে দাড়িয়ে আই লাভ ইউ বলেছেন তখন যদি কোন আদিবাসী পাহাড়ী সুন্দরী মেয়ে শুনতে পেতো তাহলে আজীবনের জন্য রেমাক্রিতেই রেখে দিতো,হা হা হা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit