image source & credit: copyright & royalty free PIXABAY
হ্যালো প্রিয় বন্ধুরা? কেমন আছেন সবাই? অনেকদিনের অপেক্ষার পর অবশেষে গত দুইদিন যাবত পরিবেশে শীতলতা লক্ষ করছি। মেঘলা আকাশ, হালকা বাতাস এমন ওয়েদার কার না ভালো লাগে ? যাই হোক আশা করি এমন ওয়েদার সবাই অনেক এনজয় করছেন। আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে আসলাম সেটি হচ্ছে "আসক্তি"। এটি ছোট্ট একটি ওয়ার্ড, কিন্তু ভয়াবহতা বিশাল।
দিন বদলেছে। আমরা কেমন যেন বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দেওয়া মাঠে গিয়ে খেলাধুলা করা ওই দিনগুলো থেকে ফিরে এসেছি। গত দুই বছর আগে যখন করোনা মহামারী দেখা দিল ওই সময় আমি এলাকাতেই ছিলাম। বিকাল টাইমে মাঠে গিয়ে দেখতাম হাজার হাজার ঘুড়ি উড়ছে আকাশে । এত পরিমান ঘুরি আমি একসাথে আগে কখনই দেখিনি। ছোটবেলায় বন্ধুদের সাথে বিকেলবেলা ঘুড়ি উড়াতে যেতাম। তখন আমাদের বয়সী প্রায় সবাই ঘুড়ি উড়াত। কিন্তু সেবার করোনা মহামারীর লকডাউনে সবাই বাড়ি থাকায় বড় ছোট সবাইকেই ঘুড়ি উড়তে দেখেছিলাম। এখন দেশের পরিবেশ মোটামুটি ঠিকঠাক। কিন্তু এখন মাঠে গেলে দু'চারটে ঘুড়ি ছাড়া আর তেমন কোন ঘুড়ি দেখতে পাই না। সবার শখ কি এক নিমিষেই ফুরিয়ে গেল ?? না, যাদের এখন ঘুড়ি ওড়ানোর বয়স তাঁরা এখন ফোনে গেম খেলতে ব্যস্ত।
হায়রে সোনালী বয়স। এই সোনালী বয়সটা আমরা মিস করি সবসময়। আফসোস করি, যদি ওই বয়সটা আবার আমরা ফিরে পেতাম!! কিন্তু এরা কোন স্মৃতি নিয়ে রড় হচ্ছে?? ওরা এত সুন্দর একটা সময় পার করছে, ওদের উচিত ছিল এখন খেলাধুলা করে বেড়ানো, দৌড়োদৌড়ি হইহুল্লোড় করে বেড়ানো। কিন্তু না এখন ভার্চুয়াল গেমের কারাগারে বন্দি। ওরা হারাচ্ছে রোদের সোনালী ছেলেবেলা। এর জন্য দায়ী ওই গেম আসক্তি। বিকেল বেলা যখন মাঠে যাই তখন দেখি ছোট ছোট ছেলেপেলে যারা মাত্র সিক্স সেভেনে পড়ে তারা বসে বসে এনিমি মারছে।
ফোনের প্রতি আসক্তি, গেমের প্রতি আসক্তি এই জেনারেশনকে অন্ধ করে ফেলছে। তবে শুধু এই জেনারেশনকে দোষ দিলে হবে না। আমরাও কিন্তু চরম মাত্রার আসক্তির মধ্যে পড়ে আছি। facebook-youtube আমাদের প্রচুর প্রচুর মূল্যবান সময় খেয়ে নিচ্ছে, আমাদের চরম অবহেলাতেই। ফেসবুক এবং ইউটিউব এ সবসময় আপডেট নিউজ পাওয়া যায়। কিছু পজেটিভ সাইড আছে কিন্তু সময়ের সাথে সাথে ফেসবুকে যখন ভিডিও কনটেন্ট আসতে শুরু করেছে তখন ফেসবুক কেমন যেন একটা সময় খেকো মেশিন হয়ে গেছে। একটু ফ্রি সময় পেলে দু'চারটে ভিডিও দেখার জন্য ঢুকলে ঘন্টার পর ঘন্টা কেটে যায় তারপরেও হুশ ফেরে না। কিন্তু এটা মারাত্মক আসক্তি। এটা থেকে বেরিয়ে না আসতে পারলে খুবই খারাপ হবে। ফেসবুকের শুধুমাত্র একটাই পজিটিভ সাইড আমি খুঁজে পাই সেটা হচ্ছে বিভিন্ন ধরনের নিউজ সবার আগে পাওয়া সম্ভব। কিন্তু দিনের একটা নির্দিষ্ট সময়ে ঢুকলেই সারাদিনের নিউজ পেয়ে যাওয়া যায়।
আপনি চাচ্ছেন facebook-youtube আসক্তি থেকে নিজেকে সরিয়ে রাখতে, কিন্তু পারছেন না?? এর একটা দারুণ সমাধান আছে আমার কাছে। এইতো কিছুদিন আগের কথা, আমি যখন ফোনটা হাতে নিতাম কোন ইম্পর্টেন্ট কাজে সেটা শেষ হওয়ার পর যদি আর কোনো কাজ না থাকতো তাহলে মনের অজান্তে কিভাবে যেন আমার আঙুলটা ফেসবুকের আইকনের উপর চলে যেত। আমি মনের মধ্যে একটুও ভাবি নি যে এখন ফেসবুকে ঢুকবো। কিন্তু মনের অজান্তে ফেসবুক আইকনের উপর ক্লিক করে ফেসবুকে ঢোকা হয়ে যেত। এরপর ফেসবুকে ঢুকেই স্ক্রল করা। স্ক্রল করতে করতে কখন যে দু এক ঘণ্টা পার হয়ে যায় বুঝতেই পারতাম না। একদিন আমার ভীষণ রাগ হয়ে গেল। হঠাৎ করে আমার আঙুলটা আমার অজান্তেই চলে গেল ফেসবুক আইকনের উপর। এই বিষয়টা আমি তখনই খেয়াল করলাম। খেয়াল করেই আমার মেজাজটা একটু গরম হয়ে গেলো। এরপর আমি সিদ্ধান্ত নিলাম ফেসবুকের উপরে আসক্তির আমাকে যে করেই হোক কমাতে হবে।
আমি সিদ্ধান্ত নিলাম কয়েক সপ্তাহ ফেসবুক থেকে বিরতি নিব। আমি কোন কিছু চিন্তা না করে সরাসরি ফেসবুক আনইন্সটল করে দিলাম। ফেসবুক আনইন্সটল করার পর থেকে দু-একদিন যাবৎ একটা বিষয় আমি লক্ষ করলাম। আগের মতোই আমার আঙুলটা কেমন জানি ফেইসবুক যে পজিশনে ছিল ওইখানে চলে যাচ্ছে । কিন্তু যখন ফেসবুকে ঢুকতে পারছি না তখন এক ধরনের তৃপ্তি পেতাম। এভাবে বেশ কয়েকদিন যাওয়ার পর ফেইসবুক চালানোর প্রতি আমার ইচ্ছাটা নষ্ট হয়ে গেল। ফেসবুক ছিল, যেখানে ঢুকে সময় কাটাতাম, মনের অজান্তে ঢুকে ঘণ্টার পর ঘণ্টা সময় পার করতাম সেই জায়গাটার প্রতি আমার আর ইচ্ছেই জাগছে না। বিষয়টি এত সুন্দরভাবে কাজ করবে ভাবেনি আমি এখন সবাইকে পরামর্শ দেবো এই কাজটাই করতে যারা ফেসবুক থেকে ফেসবুকের আসক্তি থেকে মুক্তি পেতে চান তারা এমনটা করতে পারেন।
সমাধান একটা দিয়ে দিলাম। আ্যপ্লাই করে দেখুন । কাজে লাগবে। ঠিকাছে আমি আজ তাহলে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোন কথা নিয়ে। আজ অনেক ট্রাভেল করতে হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ্ হাফেজ।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
![Heroism_3rd.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRejDSNMUFmRz2tgu4LdFxkyoZYmsyGkCsepm3DPAocEx/Heroism_3rd.png)
ঠান্ডা আবহাওয়া আমরা সকলেই উপভোগ করছি। এছাড়া ঘুড়ি উড়ানোর যে বিষয়টি বলেছেন সেটি সত্যিই আমার কাছে অনেক ভালো লেগেছে। আমরাও ছোটবেলায় অনেক ঘড়ি উড়িয়েছি। আসক্তির শব্দটি সত্যিই ছোট কিন্তু এর ভয়াবহতা খুবই খারাপ। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@tipu curate
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 5/6) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার পোস্টটি পড়ে আমি অনেকটাই মিল পেলাম। আসলে আমি ফেসবুকে ঢুকতে চাই না কিন্তু অটোমেটিক আমার হাতের আঙ্গুলগুলো ফেসবুকের অ্যাপস এর উপরে চলে যায় এবং তখনই ফেসবুকে প্রবেশ করি, এবং অনেকটা সময় ব্যয় হয়ে যায়। এটা আমি ইচ্ছাকৃতভাবে করিনা তারপরেও কেমনে হয়ে যায় বুঝতেই পারিনা। আজকে আপনার পোষ্টটি পড়ে আমি সাথে সাথেই ফেসবুকে অ্যাপটি আনইন্সটল করে দিলাম এবং আমিও চেষ্টা করব আপনার মত সফল হতে পারে কিনা। যাইহোক আপনার এই পরিকল্পনা আমার খুবি ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটা বিষয় নিয়ে আজকের আলোচনা করেছেন। আর এই কথাটা একদম যথার্থ বলেছেন।
আমাদের ঘরেও একজন আছে সারাদিন শুধু গেমস নিয়ে বসে থাকে। কোন কিছুতেই যেন কাজ হয় না। এমনকি রাতে সারারাত গেমস খেলে এবং সারাদিন ঘুমায়, আবার ঘুম থেকে উঠে আবারো গেমস খেলে। শুধু এটাই যেন রোজকার রুটিন হয়ে গেছে। কি যে হবে বুঝতে পারছিনা।
আর হল ফেসবুক আপনার ফেসবুক থেকে লিভ নেওয়ার আইডিয়াটা আমার কাছে বেশ লেগেছে। কিন্তু সত্যি বলতে আমি কখনোই ফেসবুকের প্রতি আসক্ত ছিলাম না এমনকি এখনও নেই। কেন জানিনা আমার ফেসবুক একদম ভালো লাগেনা। কিন্তু অনেককে দেখি সারাক্ষণ ফেসবুক নিয়ে বসে থাকতে। আমিতো ভালোই আছি। আর এখন তো সময় কাটানোর জন্য এই প্লাটফর্ম অনেক মূল্যবান। আমিতো এখন সারাদিন এখানেই কাজ করি। এমনকি তার সাথে অনেক আনন্দ লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসক্তি সময়ের সাথে এখন একটি ভয়াবহ শব্দে রূপায়িত হয়েছে। যার কারণে অনেক জেনারেশন বাস্তবতা থেকে অনেক দূরে। সময়ের সাথে প্রকৃতির লোকালয় গুলো যেন হারিয়ে যাচ্ছে। যন্ত্রের সাথে মানুষ হয়ে যাচ্ছে যান্ত্রিক। বিস্তীর্ণ খেলার মাঠ বিলীন হয়ে যাচ্ছে। নতুনধারার এমন চিন্তা কৌশল আপনার লেখায় ফুটে ওঠায় খুবই ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবার শখ আগের মতোই আছে কিন্তু ফোনে গেম খেলতে ব্যস্ত। তারা এখন আর মাঠে খেলতে যায় না। তারা দিন দিন স্মার্ট ফোনের উপর আসক্ত।
ছোটবেলার কথা মনে পড়লে আমাদের কত ভালো লাগে বিকেল হলেই আমরা খেলতে যেতাম মাঠে। দুপুরবেলা গোসল করতে যেতাম পুকুরে সবাই মিলে পুকুরে কি যাপা যাপি করতাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা যখন ছোট ছিলাম তখন মোবাইল ফোনের ব্যবহার তেমন একটা দেখা যায়নি।যার ফলে ওই বয়সে আমরা ঘুড়ি ওড়ানো, মাঠে খেলাধুলা করা থেকে শুরু করে দৌড়ঝাঁপ বউচি, কানামাছি, আরো নানান ধরনের খেলা খেলেছি। আর এখন কার উঠতি ছেলেমেয়ে গুলো মোবাইল ফোনে গেমস খেলতে ব্যস্ত রয়েছে। যার ফলে তাদের সোনালী শৈশবকে তাঁরা হারিয়ে ফেলছে। সুন্দর বিষয়টি তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই সোনালী দিন গুলো হারিয়ে যাচ্ছে। আমার ঘরেই দুই ভাই সারাদিন এই মোবাইল নিয়ে পরে থাকে। বাইরে বাচ্চাকাচ্চা খেলাধুলা করে কিন্তু তারা কখনই তাদের সাথে খেলতে যায় না। সব সময় ফ্রি ফায়ার কিংবা ইউটিউব নিয়ে পরে থাকে। আম্মু অনেকবার মারেনি তাও না, তাও আসলে এসব ছাড়তে পারে না। আমার মনে হচ্ছে ওরা যদি এই পথটা অনুসরণ করে তাহলে ছাড়তে পারবে। কিন্তু সমস্যা হচ্ছে তারা কথাই শুনতে চায় না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার মনে হয় মোবাইল ফোন আর কম্পিউটার আসার কারণে এখন আমাদের সবকিছু ভার্চুয়াল হয়ে গেছে। আগে যেখানে সবাই সকালে বা বিকেলে বন্ধু-বান্ধবদের সঙ্গে একসাথে আড্ডা দিত কিন্তু এখন সেটা ভার্চুয়াল হয়ে গেছে। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো বা অন্য কোনও সোশাল নেটওয়ার্ক সার্ভিসের মাধ্যমে আড্ডা চলছে। আবার খেলাধুলার কথাই ধরুন, আগে বাচ্চা-কাচ্চারা খেলাধুলার জন্য সবাই মাঠে গিয়ে দলবদ্ধভাবে একসাথে খেলাধুলা করত এখন হয় মোবাইল অথবা ল্যাপটপেই খোলার কাজে ব্যস্ত। আসলে এই আসক্তিতে ভালো কিছু নেই সম্পূর্ণটাই ক্ষতিকর একটা ব্যাপার। ধন্যবাদ এমন একটি বিষয়ে সবাইকে সচেতন করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ভাই ঠিকই বলেছেন আপনি। আমরা সেই ছোট বেলার সোনালী দিনগুলো কথা এখনো মনে হয়। তবে এখনকার যারা জেনারেশন আছে এরাই সোনালী দিনের কথা বোঝেনা। কারণ তারা তো ভাই ওই সময়টাই কাটা হচ্ছে না। তারা এই সময়টা পার করতেছে মোবাইলে গেম খেলে ইউটিউব ভিডিও দেখে। দোষটা আসলে ওদের না ভাই দোষটা আমাদের। কারণ ছোটবেলা থেকেই তাদের হাতে মোবাইল ফোন ধরে দিচ্ছি আমরা। তাদের কাছে হাতের নাগালে ল্যাপটপ মোবাইল। স্বাধীন তারা এগুলো নিয়ে ব্যস্ত রয়েছে। তবে ওদের দোষ দিলে হবে না আমাদের আসক্তি কম না। আর আপনার আইডিয়াটা আমার অনেক ভালো লেগেছে ভাই। আমরা 24 ঘণ্টার মধ্যে 16 ঘণ্টা ফেসবুকে থাকি। যাইহোক আপনার আইডিয়া টা কাজে লাগানোর চেষ্টা করব। ধন্যবাদ ভাই এরকম সুন্দর একটি বিষয় নিয়ে আমাদের সামনে তুলে ধরার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঘুড়ি উড়ানোর শখ তাদের এক নিমিষেই শেষ হয়ে যায়নি। আসলে এখনকার সময়ের ছেলে মেয়েরা সবাই এতোটাই মোবাইল ফোনে আসক্ত হয়ে গেছে যে ঘুড়ি উড়ানো তাদের কাছে ভালো লাগে না। শুধুমাত্র যে তাদের ক্ষেত্রে এই জিনিসটি হয়েছে তা কিন্তু নয়। আমাদের ক্ষেত্রেও এরকমটা হয়েছে। মোবাইল ফোন একবার যদি হাতে নেই তাহলে কখন যে ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে যায় বুঝতেই পারিনা। এই আসক্তি থেকে দূরে থাকার জন্য আপনি অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। আশা করছি আপনার এই গুরুত্বপূর্ণ পরামর্শ যদি আমরা সবাই মানি তাহলে আমাদের সময়ের অপচয় রোধ হবে। খুবই শিক্ষণীয় বিষয় তুলে ধরেছেন ভাইয়া। অনেক সুন্দর ও গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো ভাইয়া। সবশেষে একটি কথাই বলছি আপনার ট্রাভেল শুভ হোক। ❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কথাগুলো একদম সত্যি ভাইয়া। আমিও নিজেকে অনেকবার চেষ্টা করার পরে ফেসবুক থেকে দূরে সরাতে পেরেছি। আর এখন ফেসবুকের প্রতি কোনো নেশা নেই বললেই চলে।
আমরা ছোটবেলায় কত দুষ্টামি কত খেলাধুলা করেছি বাহিরে ঘুরাঘুরি করেছি। আর এখনকার বাচ্চারা একটি হাতে ফোন পেলেই যথেষ্ট।
আর দিন দিন এই ফোনের আসক্তি তাদের ফেসবুকের মতোই জ্বালিয়ে খাবে। আর সবশেষে মুছে যাবে সবার জীবন থেকে শৈশব কথাটি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই কিছু পেতে হলে মূল্যবান কিছু সেক্রিফাইস করতে হয় আর যেটা করছে আমাদের পরের জেনারেশন।তাদেরও জে খুব একটা দোষ এমনটা না।আসলে যুগের সাথে যদি তাল না মিলে তবে দেখা যাবে আমাদের পার্শ্ববর্তী রা আমাদের রেখে কয়েক ধাপ এগিয়ে যাচ্ছে।আর যেহেতু গেমিং এ এখন ফিউচার আছে এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত গেম যারা খেলে তাদের ব্রেন্ট অনেক ফার্স্ট কাজ করে।আমি শুধু চাইবো যারা গেম খেলে বা আসক্তি সেটা যেনো তাদের ভালোর জন্যেই হয়☺️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই খুব চমৎকার একটি আইডিয়া দিয়েছেন। আসলে কোন বিষয়ে যদি আমরা আসক্ত থাকি তাহলে সেটি এইভাবে বর্জন করা উচিত। তবে আপনি খুব সহজে পেরেছেন অনেকেই হয়তো বা অনেক কষ্টে পারবেও না আবার অনেকে পারবে। আর হ্যাঁ এটা ঠিক বলেছেন ছোট ছোট বাচ্চারা এখন গেমের মধ্যে এমন আসক্ত হয়েছে যা বলার মতো কিছু নয়। ছোট ছোট বাচ্চারা এখন ফ্রি ফায়ার খেলার ব্যস্ত। আর বেশিরভাগ মানুষ ফেসবুকে এমন ভাবে নিজেকে আসক্ত করে নিয়েছে যেন এক সপ্তাহ ফেসবুক না থাকলে মরেই যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও মাঝে মাঝে এই বিষয়টা চিন্তা করি। আগের দিনে বৈশাখী মেলা থেকে ৪-৫ টা করে ঘুড়ি কিনতাম। সারা দিন ঘুড়ি উড়াতাম। আবার বৃষ্টি আসতে নিলে তাড়াহুড়ো করে ঘুড়ির সুতো গুছাইতাম। দিনগুলো অনেক মিস করি। এখন সময় সুন্দর থাকলেও ঘুড়ি উড়ানোর সময় পায় না ছেলেরা। সবাই বিজি থাকে মোবাইল নিয়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফেসবুক ইউটিউব গেম নিয়ে খুবই চমৎকার আসক্তির কথা তুলে ধরেছেন যাব যে আমার কাছে অনেকগুলো কমন মনে হয়েছে।এবং যে সূত্রটি আপনি এপ্লাই করেছেন সেটি বেশ ভালো লেগেছে।খুব সুন্দর করে সহজ একটি সমাধান আপনি দিয়েছেন।তবে মোবাইল ফোনের আসক্তি সত্যিই আমাদের সোনালীর সময়টাকে বিনষ্ট করছে অনায়াসে♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit