আসসালামু আলাইকুম।
দাদা - দাদি। প্রত্যেকটা মানুষের শৈশবের এক সুখের জায়গা দাদা দাদি। ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে দাদা দাদির আরো বেশি বৃদ্ধ হয়ে যাওয়া বা গত হয়ে যাওয়ার সাক্ষী হয়ে যেতে হয়।
আমার দাদাকে হারিয়েছি তখন আমার বয়স তিন-চার বছর হবে হয়তো। আমার দাদার সাথে আমার মাত্র দুটো স্মৃতি মনে আছে। এক হচ্ছে বাহিরে একটা চরাটে দাদা বসে ছিল সেখানে আমি দাদার সাথে বসে ছিলাম। দাদার সাথে কি একটা যেন দুষ্টুমি করছিলাম সেখানে বসে। আর একটা কথা মনে আছে যে যেদিন দাদা মারা গেলেন সেদিন দাদার গোসল করাচ্ছিলো কাকুদের উঠানে। দাদা মারা গিয়েছেন ২৫ বছরের আশেপাশে হবে।
দাদার মৃত্যুর আনুমানিক ২৫ বছর পর গত পরশুদিন রাতে আমার দাদী ও শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সন্ধ্যে রাত্রে মারা গিয়েছিলেন তিনি। ঘরে একা ছিল কেউ বুঝতে পারেনি। বুঝতে বুঝতে রাত ১১ টা। গতকাল সকাল ১১:৩০ মিনিটে জানাজা হয়। এখন চিরনিদ্রায় শায়িত তিনি। রেখে আসলাম দাদিকে অন্ধকার ঘরে।
দাদির অনেক স্মৃতি মনে পড়ছে আজ খুব। কদিন আগেও দাদি সেই আগেকার আমলের দাদাদের সময়ের গল্প শুনেছিল আমাকে। দাদি আমার পাশে পেলেই বিভিন্ন রকম গল্প বলা শুরু করত। শীতের সময় রোদ পোহাতে দাদি আমাদের উঠানে অনেক সময় বসে থাকতেন। দাদি যখন দেখতো আমি গাড়ি নিয়ে বের হচ্ছি তখনই বলতো তোর গাড়ি চালানো আমার পছন্দ হয় না। আস্তে চালাবি। গাড়ির এখানে ধুলা, ওখানে ধুলা গাড়ি পরিষ্কার রাখা যায় না??
নানান রকম ভুল ধরতো আমার। চুল, দাড়ি,মোচ বড় হলেই দাদি হাজার কথা শুনাতো। সবচেয়ে বেশি যেই কথাটা আমি মিস করছি সেটা হল নিত্যি বাটেল বেলা লাইস ক্যা?
নিত্যি বাটেল বেলা লাইস ক্যা? এই কথাটা আমি খুব মিস করছি। দাদি আগেকার মানুষ। এভাবেই কথা বলে। দাদি আমাদের উঠানেই বসে থাকতো আর আমার দেড়ি করে গোসলে যাওয়া দেখলেই এই কথা বলতো। সত্যি বলতে কথাটায় আমি খুব মজা পেতাম।
কখনো যদি দেখতাম দাদি আমাকে দেখেনাই তখন উনার সামনে ইচ্ছে করেই যেতাম গোসলে যাওয়ার আগে। উনার মুখ থেকে ওই কথাটা শুনতে আমার ভালো লাগতো। আজ দাদির কবরে গিয়েছিলাম আড়াইটার দিকে। ভাবছিলাম কবর থেকে ফিরে গোসল করবো। দাদির কবরের পাশে গিয়েই মনে হলো দাদি এখনো রাগ করে বলছে তুই নিত্যি বাটেল বেলা লাইস ক্যা?
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আপনার দাদির রুহের শান্তি কামনা করি। মানুষ চলে যায় ভাই কিন্তু এইরকম স্মৃতিগুলো থেকে যায়। আপনার তো মোটামুটি দাদা দাদি দুজনের সাথেই স্মৃতি রয়েছে মনেও আছে। কিন্তু আমার জন্মের আগেই আমার দাদা দাদি নানা নানি সবাই মারা গিয়েছে। তাদের সাথে আমার কোন স্মৃতিই নেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্মৃতি গুলো বড্ড বেশী কষ্ট দেয় আমাদের। আপনার অনুভূতি গুলো পড়ে আমার চোখ দুটো জলে ছলছল করে উঠলো।আপনার দাদির এ কথাটা নিত্যি বাটেল বেলা লাইস ক্যা? যদিও আমি বুঝিনি।তবে আমার বাবার কথা মনে এসে খুব কষ্ট হচ্ছে এখন।আব্বু বলতো,তুমি বাসায় কবে আসবে।এখন সেই মানুষ গুলো নেই,শুধু কথারাই রয়ে গেছে।দাদিকে আল্লাহ জান্নাতবাসী করবেন দোয়া রইলো,আমিন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটার অর্থ : প্রতিদিন বিকেলে গোসল করিস কেন.?
আপনার কষ্ট বুঝতে পারছি আপু।
আল্লাহ আঙ্কেলকে ওপারে ভালো রাখুন৷ আমিন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফিডব্যাক দেয়ার জন্য শুকরিয়া ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার দাদি গত পরশুদিন মারা গিয়েছে, জেনে খুব খারাপ লাগলো ভাই। আল্লাহ তায়ালা যাতে উনাকে জান্নাত নসিব করেন,সেই কামনা করছি। আসলে দাদা দাদির সাথে কাটানো মুহূর্ত গুলো দারুণ হয়। বিশেষ করে মজার মজার অনেক গল্প শোনা যায়। আমার দাদা দাদি অনেক আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। কিন্তু উনাদের অনেক স্মৃতি এখনও আমার মনে পড়ে। যাইহোক আপনি দেরিতে গোসল করতে গেলে তো আপনার দাদি অনেক সুন্দর একটা ডায়ালগ দিতেন। এই ডায়ালগ সারাজীবন আপনার অবশ্যই মনে থাকবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা-দাদির সাথে কাটানো মুহূর্তগুলো অনেক সুন্দর হয়। নিত্যি বাটেল বেলা লাইস ক্যা? এখন থেকে যখনই দেরি করে গোসল করতে যাবেন তখনই এই কথাটা মনে পড়ে যাবে। সৃষ্টিকর্তা যেন আপনার দাদিকে জান্নাতবাসী করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রিয় মানুষগুলো জীবন থেকে হারিয়ে গেলেও মন থেকে কখনোই মুছে যায় না।আপনার দাদীর আত্মার শান্তি কামনা করছি দাদা।আসলে তারা সবসময় আমাদের ভালো উপদেশ দিতেন তেমনি আপনার দাদিও।ওপারে ভালো থাকুন সেটাই প্রত্যাশা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit