ফলাফল ঘোষণা -প্রকৃতির ফটোগ্রাফি প্রতিযোগিতা (Amarbanglablog Contest-07 Result)

in hive-129948 •  3 years ago 


Polish_20211001_111035379.jpg

প্রকৃতির হাজারো রূপ আছে। সেটাকে ভিন্নরূপে সবার কাছে তুলে ধরার সর্বোত্তম উপায় হল ফটোগ্রাফি। গত সপ্তাহে "আমার বাংলা ব্লগ"কমিউনিটি থেকে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল । প্রতিযোগিতাটি @shuvo35 এবং আমি পরিচালনা করেছি। অনেক পার্টিসিপেন্ট এই প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছে। প্রায় ৫০ জন এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। সবার এই স্বতস্ফূর্ত অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়।

প্রতিযোগিতার বিষয় ছিলঃ- "আমার বাংলা ব্লগ" প্রকৃতির ফটোগ্রাফি প্রতিযোগিতা

গতকাল রাতের হ্যাংআউটে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়েছে। পাঁচজনকে পুরস্কৃত করা হয়েছে আমাদের কমিউনিটির পক্ষ থেকে। নিম্নে বিজয়ীদের তালিকা ঘোষণা করা হলোঃ

অবস্থাননামএন্ট্রি লিংকপুরস্কারের পরিমান
@mrahul40লিংক১২ STEEM
@green015লিংক১০STEEM
@labib2000লিংক৮ STEEM
@emon42লিংক৬ STEEM
@shuvo2030লিংক৪ STEEM

নির্ধারিত পাঁচজনকে পুরস্কৃত করার পরেও "আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রতিষ্ঠাতা এডমিন, আরো একজন অংশগ্রহণকারীকে পুরস্কৃত করার ঘোষণা দেন। নিম্নে অংশগ্রহণকারীর নাম ও পুরস্কারের পরিমাণ উল্লেখ করা হলোঃ

ক্রমনামএন্ট্রি লিংকপুরস্কারের পরিমান
@shuvo2021 লিংকআপ ভোট $25 (USD)




JOIN WITH US ON DISCORD SERVER

-cover_copy.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে.... নিজের নাম আছে ৫ নাম্বার পজিশনে 💖💖
আপনাদের সাপোর্ট না পেলে হইতো বিজয়ী হতাম না।

অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমাকে সাপোর্ট দেয়ার জন্য। 💖💖

সকল বিজয়ীদের অভিনন্দন, আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য শুভকামনা রইলো

সকল অংশগ্রহণকারী এবং বিজয়ীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা।

আমাকে এই প্রতিযোগিতার বিজয়ীদের তালিকায় অন্তভূক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং সকল বিজয়ী কে অভিনন্দন।।

সকল বিজয়ীদের অনাবিল শুভেচ্ছা জানাচ্ছি♥

প্রথমে জানাই সকল বিজয়ীদেরকে উষ্ণ অভিনন্দনএবং প্রতিযোগিতায় সকল অংশগ্রহণকারীকে শুভেচ্ছা।আমাকে প্রতিযোগিতায় বিজয়ী ঘোষণা করে তালিকায় অন্তর্ভূক্ত করার জন্য "আমার বাংলা ব্লগের" প্রতিষ্ঠাতা এবং সকল এডমিন ও মডারেটর ভাইয়াদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

বিজয়ীদের প্রতি অসংখ্য ধন্যবাদ

বিজয়ীদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন

সর্বপ্রথম প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল বন্ধুদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আসলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারাটাই বড় কথা। প্রথম কিংবা শেষ এটি কোনো বড় কথা নয়। তার পরেও যারা এই প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ স্থান এবং আমাদের এডমিন @rme দাদা কর্তিক পুরস্কৃত হয়েছেন তাদের সকলকে অভিনন্দন। এবং যাঁরা এই প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় কিংবা তৃতীয় স্থান অধিকার করতে পারেননি তারা আগামী কোন প্রতিযোগিতায় ভালো করার চেষ্টা করুন।

লেগে থাকুন সফলতা সুনিশ্চিত

সকলকে আবারো অভিনন্দন

সকল বিজয়ীদের অভিনন্দন। যারা অংশগ্রহণ করেছে কিন্তু জিততে পারেননি তারাও এক ধরনের বিজয়ী। ধন্যবাদ সকলকে।

বিজয়ীদের জন্য অনেক অনেক শুভকামনা

এই কনটেস্টে বিজয়ীদের জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা।

সকল অংশগ্রহণকারী এবং বিজয়ী কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।

সকল অংশগ্রহণকারী এবং বিজয়ীদের কে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।

সকল বিজয়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে সকল অংশগ্রহণকারীদের সকলকে শুভেচ্ছা

প্রকৃতি আলোকচিত্র প্রতিযোগিতার বিজয়ীদের অভিনন্দন
🏆🎉🏆

অভিনন্দন সবাইকে। আগামীর জন্য শুভকামনা রইল

সকল বিচারক দের অসংখ্য ধন্যবাদ আমাকে বিজয়ীদের মাঝে স্থান দেবার জন্য। সকল অংশগ্রহণকারীদের জন্য শুবেচ্ছা ও অভিনন্দন রইল।

সকল ফটোযোদ্ধা বিজয়ী বন্ধুদের জানাই, বিজয়ী অভিনন্দন।

সুমন ভাই এবং "আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রতিষ্ঠাতা এডমিন, সকল কে শুভেচ্ছা ও ধন্যবাদ আমাকে পুরস্কৃত করার জন্য।সকলে ভাল থাকবেন।

অংশগ্রহণ করেছিলাম,বিজয়ী হতে পারিনি।তাতেও সমস্যা নেই।আবার চেষ্টা করবো।তবে পোস্টটি অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ।

সকল বিজয়দের শুভেচ্ছা ও অভিনন্দন ।

বিজয়ী সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।বিচারক রা খুব সুন্দর ভাবে পোস্ট গুলো সিলেক্ট করেছেন।সব গুলো পোস্ট যোগ্য পোস্ট।@shuvo2021 আপনাকে অনেক স্বাগতম।

আপনাকেও ধন্যবাদ ভাই

খুব খারাপ লেগেছে অংশগ্রহণ করতে পারিনি বলে। কারণ আশেপাশে তেমন কোনো জায়গাই ছিলোনা যার ছবি তুললে সুন্দর আসবে।
এরপরের কোনো কনটেস্টে অংশগ্রহণ এর চেষ্টা করবো।
বিজয়ীদের শুভেচ্ছা জানাই।

যারা অংশগ্রহণ করেছেন এবং তাদের মধ্য থেকে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই।

সকল বিজয়ীদের অনেক অনেক অভিনন্দন 😇

সবাইকে অনেক অনেক অভিনন্দন। সবার জন্য অনেক শুভ কামনা রইলো।

সকল বিজয়ীদের অভিনন্দন। আগামীতেও আমরা সকলে এই বাংলা ব্লক কমিউনিটির যেকোনো প্রতিযোগিতায় অংশ গ্রহন করব।

বিজয়ীদের সবাইকে অভিনন্দন। ধন্যবাদ সবাইকে।

অভিনন্দন সকল বিজয়ীকে । শুভেচ্ছা রইল সবার জন্য।

সকল বিজয়ীদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন । কিছু ব্যস্ততার কারণে অংশগ্রহণ করতে পারি নাই। পরবর্তী প্রতিযোগিতায় চেষ্টা করবো।