প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? বাংলা ব্লগের বিভিন্ন আয়োজন সব সময় ইউজারদেরকে মাতিয়ে রাখে এটা অস্বীকার করার কোন সুযোগ নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন কনটেস্ট, বিভিন্ন অনুষ্ঠান, আড্ডা, ডিজে পার্টি, হ্যাংআউটসহ নানান রকমের উৎসবে মেতে থাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি। আজ আমি আপনাদের জন্য ছোট্ট একটি প্রতিযোগিতার আয়োজন করতে চাচ্ছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
প্রথমেই বলে নিচ্ছি এটা কমিউনিটির পক্ষ থেকে কোন অফিসিয়াল কন্টেস্ট নয়। এটি শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে আপনাদের জন্য আয়োজন করা ছোট্ট প্রতিযোগিতা। যেখানে শুধুমাত্র কমেন্টের মাধ্যমেই আপনারা পার্টিসিপেট করতে পারবেন। বিস্তারিত নিয়ম কানুন নিচে উল্লেখ থাকবে। এই প্রতিযোগিতাটি শুধুমাত্র ফটোগ্রাফি রিলেটেড হবে। অনেক সময় গ্যালারিতে অবহেলিতভাবে নিজের কিছু মাস্টারপিস ফটোগ্রাফি থেকে থাকে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সবাই সেই ফটোগ্রাফি গুলোকে দেখতে চাই।
ভিজুয়াল আর্ট এর আধুনিক সংযোজনকে বলা হয় ফটোগ্রাফি। বিভিন্ন কারণে আমাদের দেশে ফটোগ্রাফারদের মূল্যায়ন খুবই নিম্ন পর্যায়ে। একজন ফটোগ্রাফারের মাস্টারপিস ছবির মূল্য কোটি টাকাতেও পৌঁছে যায়। আবার কিছু ফটোগ্রাফি কোন মূল্যের মাপকাঠিতে মাপা যায় না। ফটোগ্রাফি এমন একটা জিনিস যেটা সাধারণ কোন সাবজেক্ট বা অবজেক্ট কে অনন্য রূপে প্রদর্শন করতে পারে। আচ্ছা যাই হোক তাহলে চলুন আমরা প্রতিযোগিতার নিয়ম কানুন গুলো জেনে নিই।
আজকের টপিক্স: মেঠোপথের ফটোগ্রাফি।
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম:
- ফটোগ্রাফিটি সম্পূর্ণ আপনার নিজের হতে হবে।
- ফটো ডিটেলস উল্লেখ করতে হবে। যেমন: ফোকাল ল্যান্থ, ফ্ল্যাশ, ইডিটেড ওর নন ইডিটেড ইত্যাদি।
- ফটোগ্রাফি সম্পর্কে বিস্তারিত লেখা বাধ্যতামূলক নয় তবে আপনার দৃষ্টিভঙ্গিতে ফটোগ্রাফির কনটেক্সট অর্থাৎ প্রসঙ্গ উল্লেখ করবেন।
- ফটোগ্রাফিটি শুধুমাত্র এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন।
- শুধুমাত্র বাংলা ব্লগ কমিউনিটির মেম্বারগণ পার্টিসিপেট করতে পারবে।
- সময়সীমা সাত দিন।
এগুলোই ছিলো নিয়ম কানুন। বেশি জটিলতা নেই, জাস্ট ফটো আপলোড করুন আর ফটো ডিটেলস মেনশন করে দিন। ফটো ডিটেইলস পেতে হলে আপনার ফটোর ডিটেলস অপশনে গিয়ে সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর ফটো কন্টেক্সট অর্থাৎ ফটো সম্পর্কে আপনার চিন্তাভাবনার দু এক লাইন লিখে দিবেন। ব্যাপারটা খুবই সিম্পল।
পুরস্কার থাকছে:
প্রথম জন পাবে ৩ স্টিম। দ্বিতীয় এবং তৃতীয় জন পাবে ২ স্টিম করে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ জন পাবে এক স্টিম করে।
প্রাইজ হিসেবে থাকবে ১০ স্টিম। মাসে দুইটি প্রতিযোগিতা চলবে। আপনার ক্যাপচার করা দারুন দারুন ফটোগ্রাফি এখন আর গ্যালারির কোনায় না রেখে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি খুবই এক্সাইটেড আপনাদের ফটোগ্রাফি গুলো দেখার জন্য।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
![Heroism_3rd.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRejDSNMUFmRz2tgu4LdFxkyoZYmsyGkCsepm3DPAocEx/Heroism_3rd.png)
আশা করি ভাইয়া, ভালো আছেন? মেঠোপথের ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছেন দেখে খুব ভালো লাগলো। গ্রাম বাংলার মেঠোপথ দিয়ে হেঁটে যেতে খুব ভালো লাগে। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য চমৎকার ভাবে উপভোগ করা যায়। এতো সুন্দর ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করার জন্য ভাইয়া আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডিভাইস- realme C55
ফোকাল ল্যান্থ-4.70 mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড- ইডিটেড
বিবরণ: গ্ৰাম বাংলার মেঠোপথের ফটোগ্রাফি টি পড়ন্ত বিকেলে গ্রামে ঘুরতে গিয়ে তুলেছি। রাস্তা দুই পাশে ছোট ছোট গাছ, রাস্তার পাশে জমিতে পানি, নীল আকাশ, আকাশে সাদা মেঘের ভেলা আর সবুজে সমাহার সবমিলিয়ে মেঠোপথের প্রাকৃতিক দৃশ্য খুবই দৃষ্টিনন্দন ছিলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডিভাইস- Samsung Galaxy S23 ultra
ফোকাল ল্যান্থ-23 mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড- ইডিটেড
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডিভাইস- Samsung F54
ফোকাল ল্যান্থ- 1.8
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড- নন ইডিটেড
বিবরণ: গ্রামীণ মেঠো পথের অপরূপ সৌন্দর্য হৃদয়কে মুগ্ধ করে দেয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাংলার প্রায় প্রতিটি মেঠোপথের মাঝেই ভীষণ মিল রয়েছে। এবারের মজার প্রতিযোগিতার মাধ্যমে আশা করছি অনেকের অংশগ্রহণ এ অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফির দেখা পাবো। এসপ্তাহের মজার ফটোগ্রাফির বিষয়টি কিন্তু দারুণ সিলেক্ট করেছেন ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডিভাইস- Samsung Galaxy S23 ultra
ফোকাল ল্যান্থ-23 mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড- ইডিটেড
গ্রামের মেঠো পথ গুলো দিয়ে হাঁটতে সত্যি অনেক ভালো লাগে। এখন তো বর্তমানে খুব সুন্দর সুন্দর প্রকৃতির মাঝে মেঠো পথ তৈরি হয়েছে। এই ফটোগ্রাফি টা কিছুদিন আগেই করেছিলাম।তাই ভাবলাম এখানে শেয়ার করি। চারপাশের সবুজ প্রকৃতির সাথে খুব সুন্দর মিশে গেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মেঠোপথের ফটোগ্রাফি দেখতে দারুণ লাগে। এবারের টপিকটাও দারুণ হয়েছে ভাই। আশা করি এই প্রতিযোগিতার মাধ্যমে মেঠোপথের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাবো। যাইহোক এতো চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহে ও নতুন একটি ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছেন। আমরা এই প্রতিযোগিতার মাধ্যমে খুবই সুন্দর সুন্দর গ্ৰামীন মেঠোপথের ফটোগ্রাফী দেখতে পারবো।আমি আমার জায়গা থেকে এই ফটোগ্রাফি প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করার চেষ্টা করবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশেষে আরোও একটি নতুন কনটেস্ট এর অ্যানাউন্সমেন্ট করে দিলেন ভাইয়া। প্রতিবারই চমৎকার টপিকস নির্ধারণ করে থাকেন। এইবারের মেঠোপথের ফটোগ্রাফি টপিক টাও দারুন লেগেছে আমার কাছে। অবশ্যই চেষ্টা করবো অংশগ্রহণ করার জন্য।আশা করি প্রত্যেকেই এই কনটেস্টে অংশগ্রহণ করবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডিভাইস - Samsung Galaxy S24 Ultra
ফোকাল ল্যান্থ - 2.20 mm
ফ্ল্যাশ - ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড - ইডিটেড
কিছুদিন আগে গ্রামের দিকে গিয়েছিলাম কিছু ফটোগ্রাফি করতে। তো অনেক দিন পর গ্রামের মেঠোপথ দেখে ভীষণ ভালো লেগেছিল আমার। তাই সাথে সাথে ফটোগ্রাফিটা ক্যাপচার করে নিয়েছিলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মুসাপুর গ্রামে ঘুরতে গিয়েছিলাম। তখন আসার পথে এই ফটোগ্রাফিটি করা।
ডিভাইস -m32
ফোকাল ল্যান্থ - 4.60mm
ফ্ল্যাশ - ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড - নন ইডিটেড
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মেঠো পথ আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখতে। আর মেঠো পথের ফটোগ্রাফি আরো বেশি ভালো লাগবে দেখতে। আমি অবশ্য চেষ্টা করবো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আশা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাবো। এত সুন্দর একটা টপিক নিয়ে ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ক্যাপশন: কুয়াশা ভেজা ঘাস।
ডিভাইস- Samsung Galaxy A52
ফোকাল ল্যান্থ- 24 mm
ফ্ল্যাশ- No Flash
ইডিটেড ওর নন ইডিটেড- No Edited
বর্ননা: জানুয়ারি মাসের শেষ সপ্তাহে বান্দরবান যাওয়া নিয়ে আমাদের একটা মিটিং ছিল। মূলত মিটিংটার লোকেশন ছিল পদ্মার চরে। পদ্মার চড়ের মেঠো পথ দিয়ে অনেক কষ্টে বাইক নিয়ে আমরা একটি ফাঁকা জায়গায় গিয়ে বসে ছিলাম আর তখন বাইক নিয়ে পদ্মার যে মেঠো পথ দিয়ে বাইক ড্রাইভ করেছিলাম সেই মেঠো পথের একটি ছবি তুলে রেখেছিলাম সেটাই এই প্রতিযোগিতায় শেয়ার করেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডিভাইস - poco m2
ফোকাল ল্যান্থ - 3.789mm
ফ্ল্যাশ - ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড - নন ইডিটেড
বিবরণ:এটা হচ্ছে পার্কের মধ্যে মেঠোপথের দৃশ্য।অর্থাৎ বর্ধমান শহরের সবথেকে সুন্দর স্থান গোলাপবাগ।আর সেই গোলাপবাগের মধ্যে কৃষ্ণসায়র পার্ক,পার্কের মধ্যে ইয়া বড় একটি ঝিল রয়েছে।ঝিলের পাড়েই রয়েছে এই সুন্দর মেঠো রাস্তাটি,তার পাশ দিয়ে বড় বড় গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে।এককথায় প্রকৃতির মধ্যে দারুণ হেঁটে চলার মতো এক পরিবেশ, যেখানে গ্রাম্য জীবনের মতো শহুরে জীবনেও এই মেঠোপথটির স্বাদ আস্বাদন করা যায়।এটি তার অন্যতম উদাহরণ।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডিভাইস- Samsung A-1o
ফোকাল ল্যান্থ-27 mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড অর নন ইডিটেড=নন ইডিটেড
বিবরণ:বিকালে গ্রামে হাঁটতে গিয়ে ফটোগ্রাফি করেছিলাম।দু'ধারে ভুট্টা ক্ষেতের মাঝখানে চলে গেছে মেঠো পথটি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডিভাইস- Redmi12
ফোকাল ল্যান্থ-4.22mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড- নন ইডিট
বিবরণ:-উপরে যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কৃষকদের জমির মাঝখান দিয়ে চলে যাওয়া একটি রাস্তা। যেটাকে বলতে পারেন একটি ছোট মেঠো পথ। এই পথ ধরেই কৃষকরা তাদের প্রত্যেকের জমিতেই চলে যায়। সবুজের পাশ দিয়ে এরকম মেঠো পথগুলি দিয়ে হেঁটে যেতে সত্যিই অনেক বেশি ভালো লাগে। আমিও আজকে গিয়েছিলাম কৃষকদের জমিতে উৎপন্ন করা সবুজের সমারোহ আলু ক্ষেত দেখতে। তখনই এই মেঠো পথের দৃশ্য আমার চোখে পড়ে। সেখান থেকেই ফটোগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মজার ফটোগ্রাফি প্রতিযোগিতায় আপনি চমৎকার একটি টপিকস সিলেক্ট করলেন এবার। আশা করি গ্রাম বাংলার মেঠো
পথের সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাব। গ্রাম বাংলার মেঠো পথ দেখতে খুবই সুন্দর হয়। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি টপিক্স নির্বাচন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিবরণ: এটি বাংলাদেশের রংপুর জেলার শ্যামপুর সুগার মিল ক্যাম্পাসে প্রবেশ করার জন্য একটি চিকন রাস্তা। গত বেশ কিছুদিন আগে আমি এই জায়গার মধ্যে গিয়েছিলাম ঘোরাঘুরি করার জন্য। আসলে এই জায়গা অনেক বেশি সুন্দর একটা জায়গা ।
ক্যামেরা: আইফোন ১১.
ডুয়েল ক্যামেরা
নন ফ্ল্যাশ
নন এডিটেড।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটা টপিকের উপর ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মেঠো পথ দেখলেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমি অবশ্যই চেষ্টা করবো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আশা করি অন্যদের মাধ্যমেও সুন্দর ফটোগ্রাফি দেখবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অও,অসাধারণ একটি বিষয় দিয়েছেন দাদা।মেঠো পথ এখন দেখা যায় না বললেও চলে, তবে এটি গ্রামীন ঐতিহ্য বহন করে।চেষ্টা করবো অংশ নেওয়ার জন্য,ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বরাবরের মতোই সুন্দর একটি প্রতিযোগিতা দিয়েছেন ভাই। আমি চেষ্টা করব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে । ধন্যবাদ আপনাকে সবসময় প্রতিযোগিতাটি চলমান রাখার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit