"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা -০৫ ( স্ট্রীটফুড রিভিউ প্রতিযোগিতা ) || "Amar Bangla Blog" Contest - 05 (street food review contest )

in hive-129948 •  3 years ago  (edited)

Contest-5.png

সবাই কমবেশি স্ট্রিটফুড অর্থাৎ রাস্তার খাবার পছন্দ করে। বিশ্বব্যাপী স্ট্রীট ফুডের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে । স্ট্রিট ফুড হলো হকার, বা অস্থায়ী দোকানদারদের দ্বারা, রাস্তায় বা অন্য কোন পাবলিক প্লেসে যেমন বাজার বা মেলায় বিক্রি করা খাবার বা পানীয়। এটি খুব সহজলভ্য। এটি স্থানভেদে বিভিন্ন রকমের হয়ে থাকে। আবার কিছু স্ট্রিটফুড আঞ্চলিক। কিন্তু প্রত্যেকেরই নিজস্ব পছন্দের একটি তালিকা আছে। আমরা চাই আপনি আপনার প্রিয় স্ট্রিটফুড সবার সাথে শেয়ার করেন এবং এটির একটি পর্যালোচনা অর্থাৎ রিভিউ দিন। এই প্রতিযোগিতাটি অসাধারণ হতে চলেছে।

আমরা যখন কোথাও যাই তখন রাস্তার পাশে যদি স্ট্রিটফুড দেখি তাহলে লোভ সামলানো কঠিন হয়ে পরে। আপনি আপনার ঘনিষ্ঠজন, ভাইবোন, পরিবারের সাথে রাস্তার খাবার উপভোগ করতে পারেন। আপনি যদি সেই মুহুর্তটি সবার সাথে ভাগ করেন, আপনার মুহূর্তটি দুর্দান্ত হবে। আসুন সবাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। নিজে অংশগ্রহণ করুন এবং অন্যকে উৎসাহিত করুন।আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি।

প্রতিযোগিতার বিষয়ঃ স্ট্রিটফুড রিভিউ (রাস্তার খাবার পর্যালোচনা)

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, আপনাকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে:

  • যেকোনো একটি নির্দিষ্ট রাস্তার খাবারের দোকানে যেতে হবে।

  • আপনি যে দোকানে গিয়েছিলেন তার একটি ছবি দিতে হবে।

  • দোকানের ছবির সাথে গুগল প্লাস লোকেশন কোড বা What3words লোকেশন কোড , যুক্ত থাকতে হবে।

  • এরপর আপনার পছন্দমত একটি খাবার বাছাই করুন এবং সেটি আপনার হাতে নিয়ে একটি সেলফি তুলুন। ( যদি কোন মেয়ে তার চেহারা দেখাতে না চায় সেক্ষেত্রে সেলফি না দিলেও হবে। তবে পূর্বে কোন পোষ্টের মধ্যে যদি তার ছবি শেয়ার করে থাকে, সে ক্ষেত্রে তার সেলফি দিতেই হবে )

  • খাবারের একটি পরিষ্কার ছবি নিন এবং তার বিবরণ দিন।

  • কেন এটি আপনার প্রিয় তা উল্লেখ করুন।

  • কমপক্ষে পাঁচটি ছবি শেয়ার করুন।

  • পোস্টটি কমপক্ষে দুইশত ওয়ার্ডের হতে হবে।

  • পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে করতে হবে।

  • ট্যাগ হিসেবে ব্যবহার করুন #streetfoodreview #amarbanglablog-contest

  • আপনার তৈরি করা পোস্টের লিংক এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন ।

  • Plagiarism নিষিদ্ধ , Plagiarism পাওয়া গেলে অংশগ্রহন বাতিল করা হবে।

  • এই প্রতিযোগিতা চলবে ৯ দিন। আপনি ৯ দিনের মধ্যে যে কোন সময় আপনার এন্ট্রি জমা দিতে পারেন। (১৩ আগস্ট থেকে - ২২ আগস্ট পর্যন্ত )

  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটির subscriber হতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।

পুরস্কারে যা থাকছেঃ

অবস্থানপুরস্কারঅতিরিক্ত
১২ স্টিম১০ Tachyon
১০ স্টিম৮ Tachyon
৮ স্টিম৬ Tachyon
৬ স্টিম৪ Tachyon
৪ স্টিম২ Tachyon

এই প্রতিযোগিতার বিচারক মন্ডলী দায়িত্বে থাকবেন



প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ২৬ আগস্ট, ২০২১ ইং রোজ বৃস্পতিবার। ইন্ডিয়ান সময় রাত ৯ টায়, বাংলাদেশ সময় রাত ৯ঃ৩০ মিনিটে। আমাদের কমিউনিটির DISCORD CHANNEL এর voice Hangout এর মাধ্যমে।


JOIN WITH US ON DISCORD SERVER

Support @amarbanglablog by delegating STEEM POWER.
100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover_copy.png

Follow @amarbanglablog for last updates

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

স্ট্রীটফুড পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে অনেক কম আছে। আমার অনেক ভালো লাগে এসব খাবার খেতে যদিও সেগুলোর বেশিরভাগই স্বাস্থ্যসম্মত নয়। অবশ্যই আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য @rex-sumon সুমন ভাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্য, মডারেটর এবং এডমিন কে। শুভ কামনা সকলের জন্য।

স্ট্রীট মানেই জ্বিহ্বে পানি চলে আসে। আপনাকে ধন্যবাদ এই রকম একটি সুন্দর প্রতিযোগিতা আমাদের উপহার দেওয়ার জন্যে। চেষ্টা করবো, এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে।

অসাধারণ একটি প্রতিযোগিতা। আমরা প্রায় সকলেই স্ট্রীট ফুড পছন্দ করি। বিশেষ করে এধরনের খাবার আমার অনেক প্রিয়। আশা করি আমি প্রতিযোগিতা টিতে সফল ভাবে অংশগ্রহণ করতে পারব।
আমি ধন্যবাদ জানাই @rex-sumon ভাইয়াকে এবং আমার বাংলা ব্লগ কমিউনিটিকে এতো সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
ধন্যবাদ।

স্ট্রিট ফুড, স্ট্রিট ম্যানদের কাছে, খুবই লোভনীয় খাবার হিসেবে, সব খাবারের শীর্ষে। আমিও অংশগ্রহণের চেষ্টা করব।আসুন, সবাই মিলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, প্রতিযোগিতা নিয়ে মেতে উঠি। কার কোনটি পছন্দের খাবার, তা প্রকাশ করে সমালোচনার হৈ হুল্লোড়ে মেতে উঠি। ধন্যবাদ আয়োজন কারী সহ কমিউনিটির সবাইকে।

সবগুলো প্রতিযোগিতার মধ্যে এবারের কনটেস্ট সবথেকে সুন্দর এবং এবারের বিষয়টি সবথেকে ভালো হয়েছে। যেহেতু এখন লকডাউন নেই এবং হাতের কাছে পাওয়া যাবে এই কনটেস্ট এর পূরণ করার জন্য জিনিসপত্রগুলো।

ইনশাল্লাহ অংশগ্রহণ করব

অসাধারণ একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। আমারও স্ট্রিটফুড খেতে খুব ভালো লাগে অর্থাৎ লোভ সামলানো দায়। এত সুন্দর আয়োজন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের কমিউনিটি তে অনেক সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব।

ফুটপাতের খাবার মানে লোভনীয় খাবার, মুখরোচক খাবার, দেখলেই জিভে জল এসে যায়। যাইহোক অসাধারণ একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।

আমার অংশগ্রহণ পোস্ট:-
https://steemit.com/hive-129948/@limon88/10-beneficiaries-shy-fox

CollageMaker_20210820_195659035.jpg

JLypLpqVPBaKaRaouqJKpK1JreX63Cyei6SL51PK9fWosuHZYQpQrTtuN2aJNyP3ij3DB1eDat3FBeUhfSs4id6fRzDWCQffzKtuXdCxmr6wFZhGzfmx2Zj4VVRugGzfsk82uqp6iWtzKGAnJPs7XJ4H1MaBAeWsVn2b96AamK8u5qCwc42gqrD8kWTDxFPpTx.png

Loading...
  ·  3 years ago (edited)

ভাই সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন ধন্যবাদ আপনাকে

অনেক সুন্দর একটি কনটেস্ট, অসাধারণ আপনাকে ধন্যবাদ এই রকম একটি সুন্দর প্রতিযোগিতা আমাদের উপহার দেওয়ার জন্যে। চেষ্টা করবো, এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে। আমার বাংলা ব্লগের জন্য শুভকামনা রইলো

খুব সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন দাদা।কিন্তু এখন রাস্তাঘাটে খুব কম লোকেরই স্ট্রীটফুডের দোকান চোখে পড়ে।কারণ অনেকেই এখন বাইরের খাবার খেতে চান না।এখনো করোনার রেশ পুরোপুরিভাবে কাটেনি বরং এখনো করোনা হওয়ার ঝুঁকি রয়েছে।যাইহোক তবুও চেষ্টা করবো প্রতিযোগিতাই অংশগ্রহণ করার।

বাহ খুবই সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাই,ইনশাআল্লাহ অংশগ্রহণ করবো

খুব সুন্দর একটা কনটেস্ট ছাড়ছেন ভাইয়া!!আমার বাইরে খাবার অনেক প্রিয় ,আশা রাখি ঈশ্বর কৃপায় আমিও এই প্রতিযোগিতা অংশগ্রহন করবো।এই রকম প্রতিযোগিতা ছাড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ!!

অপেক্ষায় থাকলাম। মজার মজার কনটেন্ট দেখার জন্য। শুভেচ্ছা রইল সকলের জন্য।

Tachyon কি জিনিস, সিনিয়র। জানার ইচ্ছে হচ্ছে। আমার নামের পাশে ফুলটি কিসের চিহ্ন। বুঝিনা।

আমি বিষয়টির ব্যাখ্যা ডিসকর্ডে দিয়ে দিবো পার্সোনালি আপনাকে। চিন্তা করার কিছুই নেই।

সুন্দর একটা প্রতিযোগীতার আয়োজন করেছেন।এটা একটা ভিন্ন ধরনের প্রতিযোগীতা।ধন্যবাদ ভাই।

#ContestAlerts

This contest has been included in the daily Active Contest Listing

👉 Contest Alerts: Active Contest List on 14th August 2021 – Win 2650+ STEEM

Follow & Resteem for more updates.

এবার মজা হবে স্বাদের প্রিয় খাবারগুলো নিয়ে, পছন্দের খাবারগুলো সামনে চরে আসবে এবার।

আপনার জন্য শুভ কমনা রইল

এটি একটি খুব ভাল প্রতিযোগিতা, willingশ্বরের ইচ্ছায়, যদি কোন সমস্যা না হয়, আমি এই প্রতিযোগিতায় যোগ দেব

অনেক ভালো একটা প্রতিযোগিতা। চেষ্টা করবো অংশগ্রহণ করার।

যদিও রাস্তার খাদ্য স্বাস্থ্য সম্মত নয়,তবুও খুব জনপ্রিয় খাবার, মুখরোচক খাবার স্ট্রিট ফুড।
শুনেই জিহবায় জল আসছে।আহা! @rex-sumon ভাই কি কন্টেস্টটাই না দিলেন।মজার প্রতিযোগিতা। অংশগ্রহণ করার চেষ্টা করবো।
এতো সুন্দর একটি প্রতিযোগিতার ব্যবস্থা করায় সুমন ভাইকে অনেক অনেক ধন্যবাদ।

স্ট্রেটফুর্ড অনেক ভালো লাগে স্ট্রেট ফুডের নাম শুনলেই জিভে পানি চলে আসে যদিও অস্বাস্থ্যকর খাবার। তবে এই প্রতিযোগিতা দেওয়াতে আমরা অনেক খুশি। এখান থেকে অনেক কিছু জানতে পারবো।ধন্যবাদ ভাই।

  ·  3 years ago (edited)

@rme দাদা@rex-sumon ভাই এবং কমিউনিটি সবাইকে অসংখ্য ধন‍্যবাদ ।আসাধারন প্রতিযোগিতা।এই প্রতিযোগিতা আমি অংশগ্রহণ করবো।
স্ট্রীটফুড আমার সব সময় পছন্দ।

খুব সুন্দর একটি প্রতিযোগিতা ।অংশগ্রহন করবো ইংশাআল্লাহ।

আমার এন্ট্রী

https://steemit.com/hive-129948/@khan55/7jbxy9

আমার অংশগ্রহণ:
https://steemit.com/hive-129948/@shopon700/or-or-shopon700

খুবই সুন্দর একটি প্রতিযোগিতা,,প্রতিযোগিতাটি দেখে খুব ভালো লাগলো,

আমার অংশগ্রহণঃ https://steemit.com/hive-129948/@sumon02/4cqg3h-or-or

খুব সুন্দর একটি কনটেস্ট দিয়েছেন ভাই,ইনশাআল্লাহ অংশগ্রহণ করবো।

ধন্যবাদ @rex-sumon ভাই কনটেস্ট এর এত সুন্দর একটি টপিক দেওয়ার জন্য। আশা করি অনেকেই অংশগ্রহণ করতে পারবেন কারণ বিষয়টি অনেক জনপ্রিয় একটি বিষয় আমাদের দেশে।

আমার অংশগ্রহণের লিনক
https://steemit.com/hive-129948/@engrsayful/or-or-street-food-review

আমার অংশগ্রহণ পোস্ট :https://steemit.com/hive-129948/@emon42/or-or-beneficiaries-shy-fox

আমার অংশগ্রহণ পোস্ট :https://steemit.com/hive-129948/@emon42/or-or-beneficiaries-shy-fox

"( যদি কোন মেয়ে তার চেহারা দেখাতে না চায় সেক্ষেত্রে সেলফি না দিলেও হবে। তবে পূর্বে কোন পোষ্টের মধ্যে যদি তার ছবি শেয়ার করে থাকে, সে ক্ষেত্রে তার সেলফি দিতেই হবে )"

একবিংশ শতাব্দীতে কোনো মেয়ে তার ফেস দেখাতে চায় না , বিশ্বাস করাই কঠিন :)

ইসলাম ধর্মে কিছু restricted rules আছে তো, যারা ধার্মিক তারা সেগুলো মেনেই চলে। এই জন্য এই নিয়মটা দেওয়া।

আমার পোস্টের লিংক

https://steemit.com/hive-129948/@biplob25/62gljr

খুবই সুন্দর একটি প্রতিযোগিতা আমি ইনশাআল্লাহ এখানে অংশ নিবো।

আমার এন্ট্রি :https://steemit.com/hive-129948/@emonv/5vkhwp-or-or

সুন্দর খাবার ভাই

আমার অংশগ্রহণ লিংক
https://steemit.com/hive-129948/@green015/10-payout-to-shy-fox

আমার অংশগ্রহণ লিংকঃ
https://steemit.com/hive-129948/@haideremtiaz/or-beneficaries-shy-fox

স্ট্রীটফুড মানেই একটি অন্য রকম বিষয়।ইনশাআল্লাহ অংশগ্রহনের চেষ্টা করবো।

প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ:https://steemit.com/hive-129948/@alamin-islam/or-or-or-10-beneficiary-to-shy-fox

বেশ মজার একটি প্রতিযোগিতা। মজার কিছু মুহূর্ত এনে দিয়েছে । আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-129948/@roy.sajib/75wtg9

আমার অংশগ্রহণ।

https://steemit.com/hive-129948/@bdhero/5fb7cg

আমার পোস্ট লিংক:-

https://steemit.com/hive-129948/@oishi001/6k7poq

  ·  3 years ago (edited)

আমার অংশগ্রহনঃ-

https://steemit.com/hive-129948/@jibon47/benificiary-shy-fox

আমার অংশগ্রহণ,,,,
https://steemit.com/hive-129948/@shohel02/6mahrz