সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদন - আগস্ট চতুর্থ সপ্তাহ (Weekly Plagiarism Report -August -4th week)

in hive-129948 •  3 years ago  (edited)

Polish_20210823_101637284.jpg

23-08-2021

চৌর্যবৃত্তি একটি মারাত্মক ব্যাধি। এটি একটি কমিউনিটির পরিবেশ দূষিত করে। এখানে চৌর্যবৃত্তি কখনোই কাম্য নয়। একটি কমিউনিটিকে সুন্দরভাবে সাজানে হলে কমিউনিটির প্রত্যেকটা মেম্বারের সহযোগিতা প্রয়োজন হয় । আমাদের এই কমিউনিটিতে অনেক ইউজার আছে যারা নিয়মিত খুব ভালো মানের বিষয়বস্তু উপহার দিচ্ছে। তারা সত্যিই প্রশংসার দাবিদার।

চৌর্যবৃত্তের সংখ্যা এই সপ্তাহে ও বৃদ্ধি পেয়েছে। আমাদের কমিউনিটি সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আপনারাও আমাদের পাশে থাকুন এবং চৌর্যবৃত্তি দূর করতে সহযোগিতা করুন। নিম্নে গত সাত দিনের প্রতিবেদন প্রকাশ করা হলোঃ

ক্রমিক নংনামপোস্ট লিংকচৌর্যবৃত্তির শতকরাপ্রধান উৎস
@iabdurতাল ..
100%
উৎস
@joynalabedinমোটর ..
100%
উৎস

কপিরাইট বিধি লঙ্ঘন:

ক্রমিক নংনামপোস্টপ্রধান উৎস
@limon88লিংক উৎস
@shahriar33লিংক উৎস
@sohan-bhuiyanলিংক উৎস

রিপিট পোস্টার :

ক্রমিক নংনামপ্রধান পোস্টপুনরাবৃত্তি
@shohel02লিংকলিংক


যাদেরকে অপরাধী হিসেবে শনাক্ত করা হয়েছে তাদের কোন বক্তব্য থাকলে ডিসকর্ডে আমাদের সাথে যোগাযোগ করুন। যদি আমাদের ডিসকর্ড সার্ভারে আপনি যুক্ত না থাকেন তাহলে নিচে দেওয়া এই লিংক থেকে জয়েন হয়ে নিন।


JOIN WITH US ON DISCORD SERVER

Support @amarbanglablog by delegating STEEM POWER.
100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover_copy.png

Follow @amarbanglablog for last updates

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুবই ভালো একটা রিপোর্ট।সবার সাবধান হওয়া উচিত কারণ চুরি করলে ধরা পড়বেই।

আশাকরছি যারা এইরকম ভূল করছে পরবর্তীতে আর এই ভূল করবে না। আপনার রিপোর্ট টা খুবই মানসম্পন্ন হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আশা করি এক সময় এই চৌর্যবৃত্তি শুন্যর কোঠায় নেমে আসবে।

শূন্যের কোঠায় কখনোই আসবেনা। শুধু ঝাঁটা নিয়ে সব সময় দাঁড়িয়ে থাকতে হবে, এই আরকি।

কথা সত্য ভাইয়া।মানুষ বইলা কথা।অন্য প্রাণী হলে এতো নকল করতো না😁

ভুল করে অনেক শিক্ষা পাওয়া যায় এবং এই শিক্ষা ভুলতে চাইলেও ভোলা যায় না।

এখন থেকে সকালের সর্তক হওয়া উচিৎ।

ভাই আপনার চোখ ফাঁকি দেওয়া অসম্ভব। আপনি একটা স্ক্যানার মেশিন এর মত সব সময় এলার্ট থাকেন। চমৎকার একটা কাজ।

ভাইয়া এইবার দেখছি পরিচিতমুখ ও আছে আপনার রিপোর্টে। সবাই আসলে ভাবে আপনাকে ফাঁকি দিতে পারবে। রিপোর্টটি সুন্দর উপস্থাপন করেছেন।

সময় একদিন এমন আসবে জে আর এই কমিউনিটিতে কেউ চৌর্যবৃত্তি করতে ভুলে যাবে। কেননা সুমন ভাই যে পদক্ষেপ গ্রহণ করেছে এটি খুবই ভাল একটি পদক্ষেপ।

আমার নিজের পোস্টগুলো করতে খুবই ভয় লাগে নাজানি কোন ভাবে চৌর্যবৃত্তি হয়ে যায়। আমি সাবধানে আছি সকলেই সাবধান থাকবেন

অযথা সুমন ভাইয়ের কাছে ধরা খাইয়েন না কেউ

সবাইকে সুন্দর মানের পোস্ট করার জন্য আহ্বান করা হলো এবং চৌর্যবৃত্তি থেকে বিরত থাকার জন্য বলা গেল

আর সাধুবাদ জানাই সুমন ভাইয়ের এমন পদক্ষেপগুলোকে

  ·  3 years ago (edited)

কমিউনিটিতে স্বচ্ছ রাখতে @rex-sumon দাদার অবদান অনস্বীকার্য। দাদা যেভাবে সবার পোস্টে নজর রাখে নিঃসন্দেহে আমাদের কমিউনিটি 100% স্বচ্ছ থাকবে সবসময়। দাদা যেভাবে কাজ করে যাচ্ছেন। যদিও মাঝে মাঝে কেউ কোথায় ও স্পাম , কপি পেস্ট করে চালায় দাদার নজর ফাঁকি দিয়ে যাওয়া দুস্কর। দাদার এই কাজগুলো সবার দেখে সবাই সতর্ক থাকবে বলে আমি মনে করি। যারা থাকবে না দাদার নজরে এড়িয়ে যেতে পারবেন না। তাই সকলকে বলবো। কমুনিটির নিয়ম মেনে সবাই কাজ করুন। সত্যিই কোটি কোটি প্রশংসা পাওয়া যোগ্য সুমন দাদা। অনেক অনেক ধন্যবাদ @rex-sumon দাদা।

আশা করছি এই রকম চৌর্যবৃত্তি পরর্বতীতে আর কেউ করবে না,রিপোর্ট টা অনেক ভালো হয়েছে,অনেক পরিচিত মুখ দেখতেছি,কাউকেই ক্ষমা করা হবে না,আশা করছি এই রিপোর্ট দেখে সবাই সংশোধন হয়ে যাবে

দেখাই যাচ্ছে যে প্রতি সপ্তাহে চুরি করেও কোন ঠাই নেই।ধরা যে পড়তে হবে সেটা তো জানে তবুও চৌর্যবৃত্তি বাদ দিতে পারলো না🐜
যাই হোক কমিউনিটি মোটামুটি পরিষ্কার হতে যাচ্ছে।আগের তুলনায় কমেছে মনে হচ্ছে।।ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য❤️।

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া ,অনেক সুন্দর করে রিপোর্টটি শেয়ার করছেন।আর যারা এই রকম ভুল করছেন ,তা পরবর্তীতে সময় এই রকম আর ভুল করবেন না ভাই।আশা করছি যারা করেন নাই তারা এই চৌর্যবৃত্তে থেকে দুরে থাকেন।

এটি আমাদের কমিউনিটির জন্য খুবই দুঃখজনক বিষয়।চৌর্যবৃত্তি কমতে কমতে আবার বেড়ে গেল।বলতে খারাপ লাগলেও বলছি আসলে বাঙালিদের স্বভাব বদলাতে একটু সময় লাগবে।যাইহোক মানুষ মাত্রই ভুল হয়।আশা করি পরবর্তীতে সবাই কমিউনিটির স্বচ্ছতার কথা চিন্তা করে কাজ করবেন।অশেষ ধন্যবাদ @rex-sumon দাদা,কমিউনিটির স্বচ্ছতা বজায় রাখার জন্য।

ভাই খুব সুন্দর তথ্য তুলে ধরেছেন ভাই।

আপনি খুব সুন্দর করে একটি রিপোর্ট তৈরি করেছেন যা আমাদের জন্য খুবই উপকার আমরা এ থেকে শিক্ষা অর্জন করতে পারব যে আমাদের কোনটা করনিও এবং কোনটা বর্জনীয় সব সময় এইভাবে আমাদের জন্য পোস্ট দিলে আমরা সত্যি অনেক উপকৃত হব দোয়া রইল আপনার জন্য

আমরা সবাই সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কমিউনিটিকে সমৃদ্ধ করি।

ভুল থেকে শিক্ষা নিয়ে , নতুন করে শুরু হোক পথচলা ।

আশা করি এই পোস্টটি দেখার পর চৌর্যবৃত্তির ব্যাপারে সবাই সতর্ক হবে।

প্রত্যেক সপ্তাহে রিপোর্ট পাবলিশ করার পরও এখনও দুই-একজন ঠিকই এ কাজ করে যাচ্ছে। আপনার কমিউনিটির জন্য এই কঠোর পরিশ্রমকে সাধুবাদ জানাই এবং অনেক ধন্যবাদ

আমার তেমন কোন ভুল আছে বলে আমি মনে করি না। লিখাটি নির্দ্বিধায় আমার, আমার সৃজনশীলতা তারপরও কেন আমাকে এই লিস্টে মেনশন করা হয়েছে জানিনা। আর তেমন কিছু বলার নেই।

আপনি খুব সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন,,, ধন্যবাদ ভাইয়া আপনাকে...❤️❤️