Weekly Plagiarism Report -January -2nd week - সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদন - জানুয়ারি দ্বিতীয় সপ্তাহ ।

in hive-129948 •  3 years ago 

jpg_20220103_080147_0000.jpg

09-01-2022

চৌর্যবৃত্তি একটি কমিউনিটির পরিবেশ দূষিত করে। এখানে চৌর্যবৃত্তি কখনোই কাম্য নয়। একটি কমিউনিটিকে সুন্দরভাবে সাজাতে হলে কমিউনিটির প্রত্যেকটা মেম্বারের সহযোগিতা প্রয়োজন হয় । আমাদের এই কমিউনিটিতে অনেক ইউজার আছে যারা নিয়মিত খুব ভালো মানের বিষয়বস্তু উপহার দিচ্ছে। তারা সত্যিই প্রশংসার দাবিদার।

আমাদের কমিউনিটি সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আপনারাও আমাদের পাশে থাকুন এবং চৌর্যবৃত্তি দূর করতে সহযোগিতা করুন। নিম্নে গত সাত দিনের প্রতিবেদন প্রকাশ করা হলোঃ

ক্রমিক নংনামপোস্ট লিংকচৌর্যবৃত্তির শতকরাপ্রধান উৎস
@sonu777সম্পর্ক..
100%
উৎস
@subhadipসারদা দেবী..
100%
উৎস


যাকে অপরাধী হিসেবে শনাক্ত করা হয়েছে তার কোন বক্তব্য থাকলে ডিসকর্ডে আমাদের সাথে যোগাযোগ করুন। যদি আমাদের ডিসকর্ড সার্ভারে আপনি যুক্ত না থাকেন তাহলে নিচে দেওয়া লিংক থেকে জয়েন হয়ে নিন।

Amar Bangla Blog

||
আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

break.png

Amar Bangla Blog Discord Server


এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য

break.png


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দেখে অনেক ভালো লাগল যে কমিউনিটিতপ চৌর্যবৃত্তির সংখ্যা দিন দিন কমতেছে।আশা করি অল্প কিছু দিনের আমরা সম্পূর্ণ সংখ্যা চৌর্যবৃত্তি মুক্তি পাব।আর অনেক ধন্যবাদ জানাই সুমন ভাইকে যিনি অনেক পরিশ্রম করছেন এর উপর।

বাহ!! খুবই ভালো লাগলো আজকে মাত্র দুইজনের নাম আসছে। আমি আশা করি সামনের সপ্তাহে এটাও থাকবে না।বাংলা ব্লগের কোন খারাপদের স্থান নাই এখনেই নিজে টিকিয়ে রাখতে হলে নিজের কিছু করতে হবে।

test

সময়ের সাথে সাথে চৌর্যবৃত্তি অনেকটা কমে এসেছে এটা দেখে অনেক ভালো লাগলো। চৌর্যবৃত্তি কমিউনিটির পরিবেশ নষ্ট করে। ভাইয়া আপনি দক্ষতার সাথে এই চৌর্যবৃত্তি প্রতিবেদন তৈরি করেছেন। আশা করছি এই প্রতিবেদনের মাধ্যমে সকলে সচেতন হবে এবং চৌর্যবৃত্তির মতো অপরাধমূলক কাজ থেকে দূরে থাকবে।

এটি খুব ভালো ব্যাপার যে চৌর্যবৃত্তি কমেছে।
ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে এটি শূন্যের কোঠায় নেমে আসবে আশাকরি।
সবার জন্য শুভকামনা রইল 🥀

আমাদের প্রত্যেকেরই উচিত চৌর্যবৃত্তি কে পরিত্যাগ করা এবং নিজের মেধাকে কাজে লাগানো। চৌর্যবৃত্তি আমাদের কমিউনিটির পরিবেশকে সম্পূর্ণরূপে নষ্ট করে। তাই এরকম বাজে কাজ থেকে বিরত থাকুন এবং সুস্থ্য ধারায় কাজ করুন। এ সপ্তাহে মাত্র দুজন চৌর্যবৃত্তির সাথে জড়িত, আমরা অবশ্যই আশা করব আগামী সপ্তাহে চৌর্যবৃত্তি আর কেউ করবে না। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

খুবই চমৎকার একটা প্রতিবেদন দিয়েছেন। আমাদের সবারই উচিত এইসব কাজ থেকে বিরত থাকা এবং কমিউনিটির সৌন্দর্য বজায় রাখা।

আজকে মাত্র দুইজন। খুবই ভালো লাগলো ভাই আশা করি সামনে এটা আর থাকবে না। যত দিন যাচ্ছে ততই চৌর্যবৃত্তি অনেকটা কমে এসেছে। আসলে চৌর্যবৃত্তি কমিউনিটির পরিবেশ নষ্ট করে। কিন্তু আপনি প্রতি সপ্তাহে দক্ষতার সাথে এই চৌর্যবৃত্তি প্রতিবেদন তৈরি করছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আশা করছি আমরা সবাই এরকম অপরাধমূলক কাজ থেকে বিরত থাকবো।

রিপোর্ট কি দেখে খুব ভালো লাগলো। আমার বাংলা ব্লগ পরিবার দিনদিন বিশুদ্ধতা চর্চা করছে তা বোঝা যাচ্ছে। এখানে আর চৌর্যবৃত্তি চর্চা করা লোক সংখ্যা খুবই কমে গেছে কেউ নাই বললেই চলে। এভাবেই আপনার দক্ষ নেতৃত্বে আমাদের এই প্ল্যাটফর্ম চৌর্যবৃত্তি মুক্ত হোক। ধন্যবাদ ভাই আপনাকে।

কপি পেস্টের যুগে এক সপ্তাহে মাত্র ২টি এমন পোস্ট পাওয়া গিয়েছে দেখে খুশি হলাম। যাদের নাম পোস্টে উল্লেখ আছে আশা করি তারা আমার বাংলা ব্লগ কমিউনিটির সব নিয়ম কানুন মেনে পোস্ট করবেন এবং চৌর্যবৃত্তির হার শূন্যে নেমে আসবে।

আজকের রিপোর্টটি দেখে মনে হচ্ছে যে আমার বাংলা ব্লগে চৌর্যবৃত্তি দিন দিন কমে যাচ্ছে। কারণ আগে বেশ কয়েকজনের নাম থাকত লিস্টে, আজকে মাত্র দুজনের নাম দেখলাম যা দেখে খুবই ভালো লাগলো। আশা করি ভবিষ্যতে এই লিস্ট শূন্য হয়ে যাবে। সবই সুমন ভাই এর কৃতিত্ব। শুভকামনা রইল ভাইয়ের জন্য।

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

সত্যি আগের তুলনায় খুবই কম মানুষ শনাক্ত হয়েছে এবং আপনি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন কমিউনিটির জন্য। আশা করি এটি বজায় থাকবে এবং সকলে ভাল ভাবে কাজ করবে ইনশাআল্লাহ


IMG_20220106_113311.png

যদিও চৌর্যবৃত্তি অনেকটাই কমেছে তবুও এ ব্যাপারে আমাদের আরো সচেতন হতে হবে। এরকম সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আমার বাংলা ব্লগ কমিউনিটি এত সুব্যবস্থা করার পরেও কেন যে আমরা প্লাগারিজম করি এটাই আমার মাথায় আসে না। সবকিছু স্পষ্ট ভাষায় সবাইকে বুঝিয়ে দেওয়া হচ্ছে তার পরেও সবাই, কেউ না কেউ প্লাগারিজম করছে বিষয়টা খুবই দুঃখজনক। আমাদেরকে এইসব চিন্তা ধারা থেকে বেরিয়ে আসতে হবে। এবং সততার সাথে কাজ করতে হবে । এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য, ভাইয়ের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা অবিরাম।

ভাই আমার কাছেও আজকের সাপ্তাহিক চৌর্যবৃত্তি পোস্টটি দেখে খুবই ভালো লাগছে যে আমাদের এই কমিউনিটিতে এর সংখ্যা দিন দিন কমে এসেছে। এটা অবশ্য যারা নতুন তাদের বোঝার ভুলের কারণে হয়ে থাকে আমার যেটা ধারণা। তবে আপনার কঠিন নেতৃত্বে একটি সফল হয়েছে এটা আমি বিশ্বাস করি এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা।

বাহ চমৎকার আগের থেকে চৌর্যবৃত্তি খুব কম দেখে মনটা আনন্দে ভরে গেল । এভাবে আমার বাংলা ব্লগ যদি চলতে থাকে অবশ্যই উন্নতির চরম শিখরে পৌছাতে পারবে ।আমরা সবাই মিলেমিশে দুর্নীতিকে দূরে ঠেলে ভালোভাবে কাজ করে পরিশ্রম করে উন্নতির চরম শিখায় পৌছাতে পারব ।ধন্যবাদ ভাই।

আমাদের সবার চৌর্যবৃত্তির দিকে লক্ষ্য রাখতে হবে।আমার বাংলা ব্লগ কমিউনিটি কোন ধরনের চৌর্যবৃত্তি পছন্দ করে নাহ।সবাইকে সর্তকভাবে চৌর্যবৃত্তি কাজ করা উচিৎ সেটাই কামনা করি।

আজকের লিস্ট টা দেখে অনেক ভালো লাগলো আগের থেকে অনেক ছোট হয়ে গেছে লিস্টা সবই সুমন ভাইয়া আপনার জন্য।খুব সুন্দর একটি রিপোর্ট ছিলো।আশা করি একদিন এই লিস্টা একদম ইউজার হীন হবে🥰

আপনার কাজ নিয়ে বলার কিছুই নাই,আপনার চোখ ফাকি দিয়ে চৌর্যবৃত্তি করতে পারলে বোধয় কেউ নিজেকে নিয়ে গর্ব করতো😁।স্যালুট ইউ ভাই😊🥰
শুভেচ্ছা এবং ভালোবাসা নিয়েন 🤗

ধীরে ধীরে চৌর্যবৃত্তি পরিমান কমে যাচ্ছে। এটা আমার বাংলা ব্লগের জন্য খুবই ভালো একটি সংবাদ। বরাবরের মতো আপনি সুন্দর রিপোর্ট দিয়েছেন। আপনাকে ধন্যবাদ

আলহামদুলিল্লাহ এটা ভেবে ভাল লাগছে যে খুব কম মানুষ এখন অন্যের সাথে লিপ্ত হচ্ছে। লিস্টে মাত্র দুইজন এর নাম দেখে সত্যিই খুব ভালো লাগা কাজ করলো। ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন আপনি লিস্টে আর কারো নাম দিতে পারবেন না। কারণ আমাদেরকে আপনারা যেভাবে সময় দিয়ে সবকিছু শেখাচ্ছেন আশা করি আমাদের সামনে আর কোন ভুল হবেনা।

আজকে অনেক ভালোই লাগছে চৌর্যবৃত্তির রিপোর্ট সময়ের সাথে কমে এসেছে। সম্ভবত এরা নতুন ইউজার। আশা করি সামনের দিকে এগুলোও থাকবেনা।

আলহামদুলিল্লাহ
গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের রিপোর্ট খুব ভালো।
গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের আমি ভালো পোস্ট করেছি সকল ব্যবহারকারী এগুলো সবগুলোই গুণগত মান এবং ইউনিক পোস্ট ছিল।

ধন্যবাদ সুমন ভাইকে আপনার পরিশ্রম গুলো আমাদের কমিউনিটির কাজে ব্যবহার করার জন্য। এগুলো আমাদের কমিউনিটি তে পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সুন্দর রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে প্রতিনিয়ত

বাহ,এইবারের সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদন দেখে খুবই ভালো লাগলো।আশা করি পরের সপ্তাহে এই লিস্ট ও থাকবে না।খুবই সুন্দর প্রতিবেদন তৈরি করেছেন দাদা।ধন্যবাদ আপনাকে ।

নিজের সৃজনশীলতা প্রকাশের প্লাট ফর্মে এসে তারা অর্থ উপার্জনের মোহে আচ্ছন্ন হয়ে এ ধরনের কাজ করছে।
আশা করি পরের সপ্তাহে আমরা আর কোনো ব্যাক্তিকে এ ধরনের কাজ করতে দেখবো না।