18-01-2022
চৌর্যবৃত্তি একটি কমিউনিটির পরিবেশ দূষিত করে। এখানে চৌর্যবৃত্তি কখনোই কাম্য নয়। একটি কমিউনিটিকে সুন্দরভাবে সাজাতে হলে কমিউনিটির প্রত্যেকটা মেম্বারের সহযোগিতা প্রয়োজন হয় । আমাদের এই কমিউনিটিতে অনেক ইউজার আছে যারা নিয়মিত খুব ভালো মানের বিষয়বস্তু উপহার দিচ্ছে। তারা সত্যিই প্রশংসার দাবিদার।
আমাদের কমিউনিটি সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আপনারাও আমাদের পাশে থাকুন এবং চৌর্যবৃত্তি দূর করতে সহযোগিতা করুন। নিম্নে গত সাত দিনের প্রতিবেদন প্রকাশ করা হলোঃ
ক্রমিক নং | নাম | পোস্ট লিংক | চৌর্যবৃত্তির শতকরা | প্রধান উৎস |
---|---|---|---|---|
১ | @avikz | অভীক.. | 100% | উৎস |
২ | @shakil001 | পাকোরা. | 100% | উৎস |
৩ | @muktadir00 | রক্ত. | 100% | উৎস |
কপিরাইট বিধি লঙ্ঘন:
ক্রমিক নং | নাম | পোস্ট | প্রধান উৎস |
---|---|---|---|
১ | @engtariqul | লিংক | উৎস |
২ | @shakil001 | লিংক | উৎস |
৩ | @muktadir00 | লিংক | উৎস |
যাকে অপরাধী হিসেবে শনাক্ত করা হয়েছে তার কোন বক্তব্য থাকলে ডিসকর্ডে আমাদের সাথে যোগাযোগ করুন। যদি আমাদের ডিসকর্ড সার্ভারে আপনি যুক্ত না থাকেন তাহলে নিচে দেওয়া লিংক থেকে জয়েন হয়ে নিন।
কিছুটা কমেছে এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যারা এবিবি স্কুল থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছে এবং লেভেল গুলোতে আছে তাদের মধ্যে এই প্রবণতা একেবারেই নেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখে খুব ভালো লাগল ভাইয়া। আপনার অক্লান্ত পরিশ্রমের আজ আমাদের এই প্লাটফর্ম প্রায় চৌর্যবৃত্তি শূন্যের দিকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে এই প্লাটফর্ম এর জন্য অক্লান্ত ভাবে কাজ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুলনামূলক ভাবে হিসেব করলে আগের চেয়ে অনেকটাই কমেছে।আশা করি এমন একটি সময় আসবে যে সপ্তাহের পর সপ্তাহ চলে যাচ্ছে।তবে আপনি এই টপিকের পোস্ট আর করতে পারছেন না অর্থাৎ আর কেও চৌর্যবৃত্তই করবে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আগের সপ্তাহে মাত্র দুইজন ছিলেন এই তালিকায় তবে আজ এবার বৃদ্ধি পেয়ে ছয়জন হয়েছে।মনে হয় নতুন সবাই, যাইহোক কমিউনিটির স্বচ্ছতার জন্য দাদা আপনার তুলনা নেই।প্রত্যাশা করি একদিন এই তালিকায় কারো নাম আসবে না।ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশা করি আস্তে আস্তে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এক সময় কোনো প্রকার চৌর্যবৃত্তি মূলক কনটেন্ট খুঁজে পাওয়া যাবে না। কারণ এখানে সবাই সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে। আমার মনে হয় না এবিবি স্কুলের ক্লাশ করার পর কেউ নিজেকে এই চৌর্যবৃত্তি মূলক কাজে জড়াবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চৌর্য বীর্য আসলে একটি কমিউনিটিকে একেবারে নষ্ট করে দেয় ।যেমন দুধের ভিতর সামান্য চানা পড়লে দুধ নষ্ট হয় ।তাই কমিউনিটিকে পরিচ্ছন্ন রাখতে সবার আরও সক্রিয় হতে হবে ।তাহলে আরও সামনে বাড়তে পারবে কমিউনিটি ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চৌর্যবৃত্তি আসলেই একটি কমেন্ট দেখে নষ্ট করে। মাঝে মাঝে এর পরিমাণ টা খুব কমে যায় তখন দেখতেও ভালো লাগে। কিন্তু আজকে পড়তে বেশ কয়েকজনের নাম এসেছে আশা করি তারা নিজেদের ভুল গুলো শুধরে নিবে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চৌর্যবৃত্তি কিছুটা কমেছে। তবে এটা সত্যি যারা @abb-school থেকে পাস করেছে তারা এগুলোর সম্পর্কে ভালো ধারণা থাকায়, এগুলো থেকে বিরত রয়েছে। যাক সবার জন্য শুভকামনা রইল 🥀
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গত সপ্তাহের প্রতিবেদনটা বেশ ভালই ছিল। কিন্তু এই সপ্তাহে আবার একটু অন্যরকম। যাইহোক এটা স্বাভাবিক।
প্রতিটি ব্যবহারকারী নতুন। আশা করছি আমার বাংলা ব্লগ কম্মুনিটি সাথে থাকলে আগামীতে এরাও ইউনিক এবং অরিজিনাল কনটেন্ট শেয়ার করতে সক্ষম হবে।
কমিউনিটিকে পরিচ্ছন্ন এবং সুন্দর করতে সুমন ভাইয়ের এমন পদক্ষেপকে সবসময়ই অভিনন্দন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit