সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদন - সেপ্টেম্বর তৃতীয় সপ্তাহ (Weekly Plagiarism Report -September-3rd week )

in hive-129948 •  3 years ago  (edited)

Polish_20210823_101637284.jpg

14-09-2021

চৌর্যবৃত্তি একটি মারাত্মক ব্যাধি। এটি একটি কমিউনিটির পরিবেশ দূষিত করে। এখানে চৌর্যবৃত্তি কখনোই কাম্য নয়। একটি কমিউনিটিকে সুন্দরভাবে সাজানে হলে কমিউনিটির প্রত্যেকটা মেম্বারের সহযোগিতা প্রয়োজন হয় । আমাদের এই কমিউনিটিতে অনেক ইউজার আছে যারা নিয়মিত খুব ভালো মানের বিষয়বস্তু উপহার দিচ্ছে। তারা সত্যিই প্রশংসার দাবিদার।

আমাদের কমিউনিটি সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আপনারাও আমাদের পাশে থাকুন এবং চৌর্যবৃত্তি দূর করতে সহযোগিতা করুন। নিম্নে গত সাত দিনের প্রতিবেদন প্রকাশ করা হলোঃ

ক্রমিক নংনামপোস্ট লিংকচৌর্যবৃত্তির শতকরাপ্রধান উৎস
@getstartedকিছু..
100%
উৎস
@emonvসোনার..
100%
[উৎস](Rabindranath's song)
@md-ashikমুভি..
100%
উৎস

কপিরাইট বিধি লঙ্ঘন:

ক্রমিক নংনামপোস্টপ্রধান উৎস
@dreamland24লিংক উৎস
@getstartedলিংক উৎস
@lamotলিংক উৎস

রিপিট পোস্টার :

ক্রমিক নংনামপ্রধান পোস্টপুনরাবৃত্তি
@robiullলিংকলিংক১ , লিংক ২,
@nargiskhatunলিংকলিংক


যাদেরকে অপরাধী হিসেবে শনাক্ত করা হয়েছে তাদের কোন বক্তব্য থাকলে ডিসকর্ডে আমাদের সাথে যোগাযোগ করুন। যদি আমাদের ডিসকর্ড সার্ভারে আপনি যুক্ত না থাকেন তাহলে নিচে দেওয়া এই লিংক থেকে জয়েন হয়ে নিন।


JOIN WITH US ON DISCORD SERVER

-cover_copy.png

Follow @amarbanglablog for last updates

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এই রকম পরিস্তিতি আমি অনেক বার ফেস করেছি। আমি একজন ফ্রিল্যান্সার তাই ফ্রিল্যাসিং এর ক্ষেত্রেও এই ধরনের মানসিকতার মানুষের কার্যক্রম চোখে পড়েছে। যেমন আমার করা ডিজাইন হুবুহু কপি করে আবার পোষ্ট করা ফ্রিল্যান্সিং সাইটে। আবার এখানেও দেখছি একি ধরনের কর্মকান্ড । তবে আপনাকে ধন্যবাদ যে আপনি এগুলো খুব ভাল ভাবে সনাক্ত করতে পেরেছেন। শুভ কামনা রইলো । ভাল থাকবেন

মেধাচুরি করার মনমানসিকতা একটা জাতিকে মেধাকে ধবংস করে দেয়।
আমাদের উচিত এই ধরনের কার্যকলাপ থেকে নিজেকে বিরত থাকা। ধন্যবাদ বাংলা ব্লগকে এতো সুন্দর প্রতিবেদন প্রকাশ করা জন্য

হঠাৎ করে কমিউনিটিতে এই ধরনের এক্টিভিটিস বেড়ে গিয়েছে। যারা এই ধরনের খারাপ কাজের সঙ্গে জড়িত তারা নিজেদের সংশোধন করুন। নয়তো কঠিন সিদ্ধান্তের সম্মুখিন হবেন।

ধন্যবাদ ভাইয়া এটি নিয়ে পোস্ট করার জন্য।।

আপনারা যারা এই কাজটি করেছেন ।। তারা কাজটি ভালো করেননি।। হয়তো বা এটি ভুল বসতো করে ফেলেছেন আমার মতো ।।। আমি ও কিছুদিন আগে একই ভুল করে ফেলেছিলাম । পরে @rex-sumon ভাইয়ের কাছে ক্ষমা চাই যে এটি আমার ভুল হয়েছে । পরবর্তীতে আর আমি এরকম কাজ করিনি এটি আসলেই একটি খারাপ কাজ , আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা এরকম কাজ আর করিয়েন না । ভালো থাকবেন সবাই।

এবং সুমন ভাইয়ের জন্য ভালোবাসা ও শুভ কামনা রইল ❤️🥰

জ্ঞানচুরি করে এরা নিজেদের বিবেকের সামনে মুখোমুখি হয় কি করে!নাকি নিজের বিবেক কে আগেই জলাঞ্জলি দিয়ে দেয় ওরা!তাই হবে হয়তো। এই চিন্তাধারা ধ্বংসের লক্ষণ।দোয়া করি নিজে যেনো এই পথে জীবনেও পা না বাড়াই।

খুব সুন্দর। কমুনিটিতে স্বচ্ছ রাখতে দাদা অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। সত্যিই দাদার কাজ গুলো খুবই প্রশংসনীয় ।অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা। এভাবেই কমুনিটিকে পরিস্কার ততা সকলকে সতর্কতা জারি করানোর জন্য আপনার অবদান অপরিসীম।

আশা করি এই প্রতিবেদনটির মাধ্যমে সকলে সচেতন হবে। আমাদের সকলের উচিত এই ধরনের কার্যকলাপ থেকে নিজেদেরকে সবসময় বিরত রাখা।

খুবই কষ্টসাধ্য এবং অনেক গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছেন কমিউনিটির জন্য যা সত্যিই অনেক প্রশংসার দাবিদার, এই কাজটি না করলে আরো চৌর্যবৃত্তির হার বেড়ে যেত এবং ভবিষ্যতে এ থেকে সকলেই শিক্ষা গ্রহণ করবে আশা করা যায়।

এটা সত্যি অনেক দুঃখজনক। এই পোষ্ট টি করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এখন থেকে আমাদেরও শিক্ষা নেয়া উচিত।

এমন ভুল আমার যেন কখনও না হয় আজ এই সুন্দর পোস্ট টা দেখে নিজেকে আরো একটু বেশি সতর্ক করে রাখলাম।

ভাই আপনার কাজের কারণে কমিউনিটিতে আস্তে আস্তে সকল অপরাধমূলক কাজ গুলো কমে আসছে। আশা করছি খুব শীঘ্রই সবাই সতর্ক হয়ে যাবে এই ব্যাপারে এবং ভালো মানের পোস্ট শেয়ার করার চেষ্টা করবে।

কমিউনিটিকে স্বচ্ছ রাখতে সুমন দাদার তুলনা নেই।সত্যিই তিনি অনেক পরিশ্রম করেন।আমাদের উচিত নিজের যেটুকু মেধা আছে তা সম্পূর্ণভাবে উন্মোচন করা সঠিক পথে সকলের সামনে।তাছাড়া অন্যের লেখা কিছু নিয়ে চালানো একজন মানুষের ক্ষেত্রে বড়ো মূর্খতার পরিচয়।ধন্যবাদ দাদা।

ধন্যবাদ ভাই এই পোষ্টি করার জন্য ।এটা দেখে কেউ হয়তো ভুল পথে পা বাড়াবৈে না ভাই ।ধন্যবাদ ভাই।

আশা করি নিজের ভুলটা শুধরে নিয়ে নতুন উদ্যমে নিজের মেধাকে কাজে লাগিয়ে কাজ শুরু করবে।

আমার বাংলা ব্লগ সম্প্রদায়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এবং একটি দূষণমুক্ত সম্প্রদায় গড়ে তুলতে সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদন দাখিলের ভূমিকা অপরিসীম। আমার বাংলা ব্লগ সম্প্রদায় @rex-sumon ভাইয়ার কঠোর পরিশ্রম এবং নজরদারিতে আরো বেশি সামনের দিকে অগ্রসর হচ্ছে। চৌর্যবৃত্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করি আমার বাংলা ব্লগ সম্প্রদায় থেকে চৌর্যবৃত্তি চিরতরে নির্মূল হবে।

এখানে শুধু একজন অ্যাক্টিভ লিস্টের মেম্বার ভুল করেছে। তার পরেও প্রতিনিয়ত ও যেভাবে আমাদের গ্রুপে মেম্বার যুক্ত হচ্ছে সে অনুযায়ী বিষয়টি হয়তো বা তেমন কিছু নয়। তার পরেও আমাদের কমিউনিটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আপনার এই সুন্দরতম কাজগুলোকে অন্তরের অন্তস্থল থেকে অভিনন্দন জানাই।

কমিউনিটির গুণগত মান বজায় রাখতে আপনার এই উদ্যোগটি সত্যিই অসাধারণ।। অবশ্যই সুন্দর এবং গুণগত মানের কমিউনিটি তৈরি করতে সক্ষম হবো আমরা খুব দ্রুতই।

অনেক অনেক ভালোবাসা এবং প্রত্যাশা নিয়ে এগিয়ে যাবে আমাদের কমিউনিটি

আমাদের সকলের উচিত চৌর্যবৃত্তি থেকে নিজেকে দুরে রাখা।এবং নিজেদের মেধার বিকাশ ঘটানোই আমাদের লক্ষ হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ সবাইকে।

@rex-sumon আপনাকে অনেক ধন্যবাদ ভাই।আর আশা করি এই পোস্টটির মাধ্যেমে সকলেই সচেতন হবেন।এ সব কাজ থেকে বিরতে থাকবেন।

এটা চরম ঘৃণিত একটা কাজ।
মোটেই কাম্য নয়

এরকম প্রতি সপ্তাহে প্রতিবেদন প্রকাশের পরও সংখ্যাটা মাঝে মাঝে বেড়ে যায় যেটা খুবই হতাশাজনক। তারা কি এটা না বুঝে করেন নাকি বুঝে বুঝে ইচ্ছা করে কাজ করছেন সেটাই বুঝতে পারছি না।