ইউটিউব গ্রাম - YouTube Village

in hive-129948 •  3 years ago  (edited)



ট্রাভেল ব্লগ


  • The 09th March , 2022
  • Wednesday

হ্যালো বাংলা ব্লগ কমিউনিটি বাসি। কেমন আছেন সবাই ? আজকে আমি একটা ভিন্ন রকম জিনিস আপনাদের সাথে শেয়ার করব। বিচিত্র এই জগতে আমরা কত কিছুই না দেখি প্রতিনিয়ত। পৃথিবীতে ভালো মানুষ খারাপ মানুষ উভয়ই আছে। আজ আমি ভালো একজন মানুষের উদ্যোগের কথা আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ব্যতিক্রমী একটি উদ্যোগ। আশা করি আপনাদের ভালো লাগবে।

অনেকদিন হলো দূরে কোথাও ঘুরতে যাওয়া হয়না। সময় এর অভাব এবং আশেপাশের সব দেখার মত জায়গায় ঘোরাঘুরি শেষ। এজন্য ভেবে পাইনা যে নতুন করে কোথায় ঘুরতে যাব। গতকাল ফ্রি সময় বের করলাম সবাই। কিন্তু চিন্তা করে পারছিলামনা যে কোথায় যাওয়া যায়। তিনটা বাইক নিয়ে পাঁচ-সাতজন বেরিয়ে পড়েছিলাম কিন্তু উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্যহীন ভাবে রাস্তায় ঘুরতে ঘুরতে হঠাৎ মাথায় আসে একটি গ্রামের কথা। গ্রামটির নাম হল ইউটিউব গ্রাম। কি অবাক হলেন? এমন ও কোন গ্রামের নাম হয়? হ্যাঁ এরকম একটি গ্রাম আছে। যে গ্রামটি পুরোটা একটি পার্কের মতো। বিভিন্ন সময় ইউটিউব ভিডিও বানানোর উদ্দেশ্যে বিভিন্ন রকম জীবজন্তুর ভাস্কর্য তৈরি করা হয়েছে, বিভিন্ন ইউনিক কিছু অবকাঠামো তৈরি করা হয়েছে যেগুলো এখন পর্যন্ত রয়ে গেছে।

গ্রামটাতে ঢুকলে মাঝেমধ্যেই নজর কাড়বে দানবের মত জীবজন্তুর ভাস্কর্য । কিন্তু গ্রামটিতে একটি প্রধান কেন্দ্র আছে যেখানে পার্কের মত করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। আমরা পৌছে গেলাম সেই জায়গাটাতেই। আমি জীবনের প্রথম এই জায়গাটাতে গেলাম আগে কখনো যাওয়া হয়নি। আমি যখন ওখানে গেলাম তখন দেখলাম জায়গাটা অতটাও উন্নত নয়, তবে কাজ চলছে।

1646788951742-01.jpeg

এখন এই ইউটিউব গ্রামের কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি।

ইউটিউব গ্রামঃ-

কেন এই ইউটিউব গ্রাম এবং কিভাবে এই ইউটিউব গ্রাম? এ প্রশ্নটা জানি সবার মনেই উদয় হবে। আসলে এই গ্রামটার নাম হচ্ছে শিমুলিয়া। এইখানে একটি ব্যক্তির ইউটিউব চ্যানেল ছিল। ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে অ্যারাউন্ড বিডি। তিনি এই গ্রামের বিভিন্ন বয়সের লোকদের নিয়ে বিভিন্ন সময়ে রান্নাবান্না করতেন এবং সেগুলোর ভিডিও ধারণ করে ইউটিউবে ছেড়ে দিতেন। রান্নার প্রসেস গুলো দেখানো হতো এবং গ্রামবাসী যখন খাবার খেতো তখন সেটা ভিডিও করে ইউটিউবে প্রকাশ করা হতো। কিছুদিনের মধ্যে এই ভিডিওগুলো খুব বেশি মার্কেট পেয়ে যায়। প্রচুর প্রচুর মানুষ ভিডিওগুলো দেখতে থাকে। দেশ-বিদেশের অনেক ভিউয়ারস জেনারেট করতে পারে । এর ফলে ভিডিও গুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ হতে থাকে । মিলিয়ন ভিউ এর কারণে তারা আরও বেশি উৎসাহিত হয় এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম খাবার দাবার রান্না করতে থাকে। আর গ্রামবাসী সবাই ফ্রিতে সেগুলো খেয়ে থাকে।

1646789157279-01.jpeg

1646789126093-01.jpeg

1646789274866-01.jpeg

1646789304184-01.jpeg

সফলতা যখন হাতের মুঠোয় ধরা দিয়েছে তখন তারা বিভিন্ন রকম জীবজন্তুর অবকাঠামো তৈরি করতে থাকে বিভিন্ন জায়গায়। এগুলো তৈরি করত তারা গ্রামের মধ্যেই। এই ভিডিওগুলো ও অনেক মার্কেট পায়। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জীবজন্তুর ভাস্কর্য তৈরি এবং রান্না করে খাওয়ানোর ব্যাপার গুলো সাধারণ মানুষের মাথায় ধরে যায়। সবাই বিষয়টা অনেক ভালোভাবে নেয়। বিষয়টা ইন্টারেস্টিং লাগে সবার কাছে। ওই সময়ে থেকেই সবাই এই গ্রামটার নাম দিয়েছে ইউটিউব গ্রাম। আমরা যেহেতু গতকালকে ভিজিট করেছি, তো ওই খানকার কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করছি। যদিও আমি ফটো তোলার ওপর বেশি একটা মনোনিবেশ করি নি। যার কারণে ভালো ভালো ফটো আপনাদের সাথে শেয়ার করতে পারছিনা। আর অনেক জিনিসের ছবিও তুলিনি।

1646789021371-01.jpeg

1646789052916-01.jpeg

1646789096960-01.jpeg

আমরা এখানে যেয়ে বুঝলাম এখানে প্রচুর পরিমাণে লোকজন আসে জায়গাটিকে ঘুরে দেখার জন্য। আর এখানে গড়ে উঠেছে স্ট্রীট ফুডের দোকান, একটি নাগরদোলা এবং বাচ্চাদের খেলনার আরো কিছু জিনিস। বিনোদনের অনেক সুন্দর একটি সুযোগ তারা এখানে করে রেখেছে। অভারঅল জায়গাটি খুবই ভালো লেগেছে আমার।

বাংলাদেশের কিছু টিভি চ্যানেল এই জায়গাটি নিয়ে ইতিমধ্যেই কয়েকটি প্রতিবেদন তৈরি করেছে। আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি।


  • Jamuna TV প্রতিবেদন।


  • Somoy TV প্রতিবেদন।

  • Boishakhi TV প্রতিবেদন।

আমরা যখন ইউটিউব ভিলেজ এর মধ্য থেকে ঘোরাঘুরি করে চলে এলাম তখন এমনি সিম্পল জায়গাগুলোতেও দেখি অনেক রকম জিনিসপত্র বানিয়ে রেখেছে। গ্রামের আনাচে কানাচে অনেক জায়গাতেই এমন অনেক জিনিস আছে যেগুলো তারা বানিয়েছিল কিন্তু সেগুলো এখনো রয়ে গেছে। আমরা ফিরে আসার সময় গ্রামের মধ্যে আরও একটি জায়গা দেখলাম, যেখানে রান্নাবান্নার বিশাল বন্দোবস্ত করে রাখা হয়েছে। বড় বড় চুলা আর পাশেই শামিয়ানা টানিয়ে চেয়ার টেবিল সাজিয়ে রাখা হয়েছে খাবার-দাবারের জন্য। আজ এখানে কেউ নেই। আমি শুনেছি প্রত্যেক শুক্রবারে এখানে রান্নাবান্নার আয়োজন করা হয়।

1646789220728-01.jpeg

1646789192541-01.jpeg

জায়গাটি দেখে আমার একটু লোভ লাগলো যে যদি আজকে রান্না বান্না হতো তাহলে একটু খাওয়া-দাওয়া করেই যেতাম। এই গ্রামের মানুষগুলো সত্যিই হ্যাপি। তারা প্রতিনিয়ত ফ্রি ফ্রি সুন্দর সুন্দর খাবার খেতে পারছে। এটা আনন্দের একটা ব্যাপার আসলে। যাইহোক এটাই ছিল আমার কালকের অভিজ্ঞতা যা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলো শেয়ার করতে পেরে। আপনাদের জানাতে পেরেছি, আপনারা জেনেছেন এটাই সবচেয়ে বড় বিষয়। আজ আমি বিদায় নিচ্ছি। ভাল থাকবেন সবাই। আল্লাহ্ হাফেজ।

ইউটিউব গ্রামের ইউটিউব চ্যানেলঃ-
https://youtube.com/c/AroundMeBD



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে অ্যারাউন্ড বিডি।

অ্যারাউন্ড মি বিডি। এই চ্যানেল সাবস্ক্রাইব করছি প্রায় ২ বছর আগে। এর চ্যানেল দেখে তখনই অবাক হইছিলাম বাংলাদেরশের সব চেয়ে বেশি সাবস্ক্রাইব এর চ্যানেল ছিলো এক সময়। বর্তমানে এই চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা ৪.১২ মিলিয়ন। তবে এখন সময় টিভি বাংলাদেশের সব চেয়ে বড় চ্যানেল। যাইহোক আপনি সেই গ্রামে গিয়েছিলেন দেখে অনেক ভালো লাগলো। ইউটিউব গ্রামের মানুষগুলো অনেক সহজ সরল তাদের ভিডিও দেখেই বুঝা যায়। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। ইউটিউব গ্রাম ঘুরার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য৷ 💞💞💞

এই চ্যানেলের ভিডিও আগে মাঝেমধ্যেই সামনে আসতো। কিন্তু আমি নিজেও জানতাম না যে এই চ্যানেলের পিছনের গল্প এরকম।

ইউটিউব গ্রাম আজকে তো নতুন শুনলাম।হুম পৃথিবীতে ভালো মানুষ ও খারাপ মানুষ উভয়ই আছে। আসলেই পার্কটির একটি রিভিউ দিয়েছিল এর আগে ইমন ভাই।সত্যিই খুব ভালো একটি উদ্যোগ । খুব শিগগিরই ইউটিউব গ্রামে যেতে মন বলছে। আসলে খেলনা গুলো অনেক ভাল লাগলো দারুন ভাস্কর্য। সত্যিই টিভি চ্যানেল এ এত প্রচার দেখে আমি মুগ্ধ হলাম। সত্যিই এইটাই আমাদের কাছে বড় পাওয়া। অনেক সুন্দর কিছু জানতে পারলাম।

আসলেই এটা অনেক ভালো একটি উদ্যোগ ছিল। এদের জন্য গরিব গ্রামবাসী ভালো মন্দ খেতে পারছে।

তিনটা বাইক নিয়ে পাঁচ-সাতজন বেরিয়ে পড়েছিলাম কিন্তু উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্যহীন ভাবে রাস্তায় ঘুরতে ঘুরতে হঠাৎ মাথায় আসে একটি গ্রামের কথা। গ্রামটির নাম হল ইউটিউব গ্রাম।

ভাইয়া আপনি একজন ভ্রমন প্রিয় মানুষ এটা আমরা সকলেই জানি। সত্যি ভাইয়া আপনি এবং আপনার বন্ধুরা মিলে সব সময় নতুন কোন জায়গায় ঘুরতে যান এবং সুন্দর সময় কাটান এটা আমার কাছে খুবই ভালো লাগে। আসলে আপনার বন্ধুরা সবাই অনেক ভ্রমণপ্রিয়। আজকে আপনি অনেক সুন্দর একটি জায়গা নিয়ে লিখেছেন। ইউটিউব গ্রাম আমার কাছে অনেক ভালো লেগেছে। জায়গাটি সত্যি অনেক সুন্দর। আমারও ইচ্ছে করছে সেখানে যেতে। ফটোগ্রাফিগুলো দেখে মনে হচ্ছে জায়গাটি ভীষণ সুন্দর। ধন্যবাদ ভাইয়া আপনার ফটোগ্রাফির মাধ্যমে এই গ্রামটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো ভাইয়া।❤️❤️❤️

সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

ভাই আজকে আপনার পোস্টটি পড়ে আমার খুবই ভাল লাগল এবং শিমুলপুর গ্রাম কিভাবে ইউটিউব গ্রাম হল সে বিষয়ে খুবই সুন্দর তথ্য দিয়েছেন। এর আগে আমি এই গ্রামের প্রতিবেদন দেখেছিলাম। তারপরও আজকে আপনার পোস্টটি পড়ে এবং আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। আসলে গ্রামবাসীকে এই খাওয়ানোর বিষয়টি খুবই ভালো লেগেছিল প্রতিটা মানুষের। যার কারণে তাদের ভিডিও সবার কাছে ভালে লাগে, বিষয়টি আমারও অনেক ভালো লাগে। গ্রামবাসীরা ফ্রিতে খেতে পারছে, আমার খুবই ভালো লাগেছে বিষয়টা। আপনার পোস্টটি পড়ে এবং ফটোগ্রাফি দেখে গ্রামে ভ্রমণ করার খুব ইচ্ছা জাগল। আপনার জন্য রইল শুভকামনা।

গ্রামবাসীর খাওয়ানোর এই ব্যাপারটা আমার কাছেও খুবই ভালো লেগেছে। আমাদের এলাকার আশেপাশে হলে আমি মাঝেমধ্যেই গিয়ে খেয়ে আসতাম।

ইউটিউব গ্রাম ইউনিক একটা নাম। কয়েকদিন আগে যমুনা টেলিভিশন এ একটা প্রতিবেদন দেখছিলাম। খুবই ভালো লেগেছে গ্রামটা । ভাইয়া আপনার পোস্ট এর মাধ্যমে আরো অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা গ্রামের চিত্র তুলে ধরার জন্য ।

আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি মন্তব্য করার জন্য।

আসলে জায়গাটার আধুনিক নামের সাথে সৌন্দর্যের অনেক মিল রয়েছে। আপনার করা ফটোগ্রাফ গুলো দেখলেই বোঝা যায় জায়গাটা কতটা সুন্দর। তাছাড়া এই ইউটিউব ভিলেজ নিয়ে বিভিন্ন টিভি চ্যানেলে সংবাদ হয়েছে সেটি জেনে খুব ভালো লাগলো। নতুন কিছু আপনার মাধ্যমে জানতে পেরে বেশ ভালো লাগলো শুভকামনা রইলো ভাইয়া।

দাদা পুরো চমক লাগানো একটা গ্রাম দেখলাম এই প্রথম। আমি কখনো এই গ্রামের কথা শুনিনি বা দেখিনি। আজকে প্রথম। শুরুতেই ইউটিউব গ্রাম এই নামটা দেখে ভীষণ অবাক হয়ে গেছিলাম। তারপরে পুরো লেখাটা যত পড়েছে ততই অবাক হয়েছি। সত্যি বলতে ভালো লেগেছে সবটা। একদম ব্যতিক্রমধর্মী আয়োজন। খবরের চ্যানেল এর নিউজগুলো পোস্ট এর মাঝে দিয়ে অনেক ভালো করেছো। জায়গাটা তাহলে কুষ্টিয়ায়। কুষ্টিয়ার নাম আমি দেখেছি। ইন্ডিয়া থেকে যখন বাংলাদেশ যাচ্ছিলাম আমাদের গাড়িটা কুষ্টিয়া ক্রস করছিল এটুকু মনে আছে। আমার তো ভীষণ মজা লাগলো এবং ইচ্ছা আছে যখন বেশি সময় নিয়ে বাংলাদেশে থাকবো একবার ঘুরে আসব এই গ্রাম থেকে।

হুম অবশ্যই। আসলেতো জানাবে আমাকে। আর কলকাতা থেকে বাংলাদেশে আসলে যশোর এবং কুষ্টিয়া দিয়েই ঢুকতে হয়।

আজকে আমি প্রথম এই গ্রামের নাম শুনলাম। শুনে অনেক ভালো লাগলো। আর ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পারলাম আপনার ইউটিউব গ্রাম সম্পর্কে। দেখে মনের মধ্যে যাওয়ার ইচ্ছা প্রবল হয়ে বাঁধলো। আশা করি খুব তাড়াতাড়ি সেখানে প্রবেশ করতে পারব। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

জি,, এখানে এসে ঘুরে যেতে পারেন। আশা করি ভালো লাগবে।

ইউটিউব গ্রাম নামটা শুনে আসলে অবাক। কিন্তু আপনার পোস্টের ভিতরে এসে পড়ে জানতে পারলাম ইউটিউব গ্রাম সম্পর্কে। আর এটা সম্পর্কে আসলে জানা ছিল না তেমন একটা খবর দেখা হয় না। তবে আপনার পোষ্ট করে আজকে ইউটিউব গ্রাম সম্পর্কে অনেক কিছু জেনেছি। আর সুন্দর সুন্দর দৃশ্য দেখেছি অনেক ধন্যবাদ আপনাকে এই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার জন্যই যে এই বিষয়টি জানতে পারলেন এটা জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাই আপনাকে।

ইউটিউব গ্রাম দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। আমি এবার টিভিতে এই গ্রামের নিউজ দেখেছিলাম। তবে এভাবে এত সুন্দর ভাবে আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে এই গ্রামের অপরূপ সৌন্দর্য তুলে ধরেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনি নিশ্চয়ই অনেক সুন্দর সময় কাটিয়েছেন এই গ্রামে গিয়ে। অনেক সুন্দর করে আপনার ভ্রমণের মুহূর্ত ও ফটোগ্রাফি সকলের মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

জ্বী আপু ঠিক বলেছেন। ওখানে গিয়ে অনেক ভালো সময় কাটিয়েছিলাম।

ভাই আসলে আপনার তোলা ছবিগুলোর মাধ্যমেই বোঝা যাচ্ছে ইউটিউব গ্রামটি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, দেখে খুব ভালো লাগলো। আর ইউটিউব এর নামে একটি গ্রাম এর আগেও আমি টিভি চ্যানেলগুলোতে দেখেছি আজকে আবার আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পারলাম এবং আপনার পোষ্টের মাধ্যমে আরও বিস্তারিত ভাবে জানতে পেরে খুবই উৎসাহ জাগলো। অবশ্যই যদি কখনো সুযোগ পাই একদিন ঘুরে আসবো গিয়ে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

জায়গাটিতে আরও সংস্কার চলছে। ২/৪ মাসের মধ্যে আরো বেশি সুন্দর পরিবেশ তৈরী হয়ে যাবে আশা করি।

ইউটিউব গ্রামের কথা আমিও শুনেছি। কোন এক টিভি চ্যানেলে হয়তো দেখেছিলামও একটি প্রতিবেদন। আপনার কাছ থেকে আবারো জানতে পারলাম। একজন মানুষের প্রচেষ্টায় কিভাবে একটি গ্রাম পরিবর্তন হয়ে যায়। এমন একটি গ্রামে ভ্রমণ করতে পারলে খারাপ লাগতো না। সুন্দর এই পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

বিষয়টি সত্যিই আমার কাছেও অবাক লেগেছে। একটা গ্রাম শুধুমাত্র ইউটিউব ভিডিওর জন্য কিভাবে পরিবর্তন হয়ে যেতে পারে।

আমি আসলেই আপনার পোষ্টের মাধ্যমে পুরো বিষয়টি জানলাম। আসলে আজকাল খুব একটা টিভি দেখার সুযোগ হয় না। ধন্যবাদ আপনাকে পুরো বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং টিভি নিউজের লিংকটি শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই আপনাকে। আমাদের এলাকায় আসলে আপনাকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসব। 🥳

পুরোই অবাক হয়ে গেলাম দেখে!কারো কারো প্রচেষ্টা আর দলগত কাজে একেবারে গ্রামটাই বদলে দেওয়া সম্ভব।আসলেই সৃজনশীলতার দারুণ বহিঃপ্রকাশ ছিলো।

হ্যাঁ আপু আপনি ঠিক বলেছেন। সত্যিই অবাক করার মতন পরিবেশ।

সত্যি অবাক হলাম আপনার পোষ্ট টি পড়ে এবং ভিডিও গুলো দেখে। আমি তো জানতামই না বিষয় টি। আপনার পোষ্ট এর মাধ্যমে জানতে পারলাম।

ইউটিউব গ্রাম

নামটিও সুন্দর। ইউটিউবের বদৌলতে মানুষ গুলো অন্তত আনন্দ পাচ্ছে। গ্রামটি সুন্দর হচ্ছে। হয়তো তাদের পরিকল্পনা পরবর্তীতে প্রসারিত হবে । পুরো বাংলাদেশ কে হয়তো এক সময় ইউটিউব দেশ বলে ডাকা হবে। যাই হোক তথ্যবহুল পোষ্ট । খুবি ভাল লাগলো। শুভেচ্ছা রইল।

গ্রামবাসীকে খাওয়ানোর ব্যাপারটি আমার কাছে দারুন লেগেছে। আমার আশেপাশে হলে আমিও মাঝে মাঝে যেয়ে খেয়ে আসতাম।

মনের কথাটা বলেছেন ভাই। 😍

ভাইয়া আপনার পোস্টটি পড়ে অজানা কিছু তথ্য জেনে নিতে পারলাম। অসম্ভব ভালো লাগলো আপনার পোস্ট টি পড়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ইউটিউব গ্রাম আশ্চর্য্য নাম।তবে নামটির পিছনের কাহিনি জেনে ভাল লাগলো দাদা।মনে হচ্ছে আমি এই চ্যানেলের ভিডিও দেখেছি ।কারণ মাঝে মাঝে বাংলাদেশের ফুড ভিডিও দেখা পড়ে ইউটিউবে।অনেক মানুষ একসঙ্গে বসে খাওয়ার আনন্দটাই আলাদা।তবে জায়গাটি ছোট খাটোর মধ্যে ভালোই উপভোগ্য আপনার ছবি দেখে বুঝলাম।আপনারা আশা করি দারুণ সময় কাটিয়েছেন, ধন্যবাদ দাদা।

হয়তো বা দেখেছেন। কারণ এদের ভিডিওগুলো মোটামুটি সব বয়সের মানুষই দেখতে পছন্দ করে।