🌿🌿 বাড়ীতে এবং টপে ফুল চাষ 🌹🌹

in hive-129948 •  3 years ago  (edited)

ফুল প্রকৃতির কাছে টানে

Picture _ 01

20191216_104809.jpg

সৌন্দর্য ও লাবণ্যের প্রতীক ফুল, বাসা-বাড়ির আঙিনা, বারান্দা বা ব্যালকনিতেও ফুটিয়ে তোলা যায় সহজেই। টবেও চাষ করা যায় সবার প্রিয় ফুলটি।

বৃক্ষজাতীয় দীর্ঘজীবী ফুলগুলো টবে রোপণ না করাই ভালো। বিভিন্ন মৌসুমী ফুল টবের চাষের জন্য সবথেকে ভালো। তবে যে ফুলগাছই রোপণ করা হোক না কেন, সেগুলো যেন রোদ পায়। একটু পরিকল্পনা করে টবে ফুলগাছ রোপণ করলে সারা বছরই ।

Picture _ 02

FB_IMG_1572570230912.jpg

গ্রীষ্মকালে টবে ফুল চাষের জন্য রজনীগন্ধা, সূর্যমুখী, গন্ধরাজ, দোপাটি, জিনিয়া ইত্যাদি চাষ করা যায় | বর্ষায় ভালো হবে জুঁই,হাইড্রেঞ্জিয়া, বেলি, চাঁপা প্রভৃতি। শীতকালে গাঁদা, গোলাপ, ন্যাস্টারশিয়াম, প্যানজি, পিটুনিয়া, ভারবেনা, ক্যামেলিয়া, ডালিয়া, চন্দ্রমল্লিকা, কারনেশন, স্যালভিয়া, গোলাপ, জারবেরা, এজালিয়া ইত্যাদি। সারা বছর কাঞ্চন (সাদা), জবা, কামিনী, করবী, অলকানন্দা, জয়তী, হাজারপুটিয়া, নয়নতারা, সন্ধ্যামালতী বা সন্ধ্যামণি ইত্যাদি।

Picture _ 03

20191224_104655.jpg

Please visit my website -
https://rifatstock.com
[email protected]
Mobile-01715122290

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে।তবে চেষ্টা করবেন আরো একটু বেশি ফটোগ্রাফ শেয়ার করার এবং ফটোগ্রাফির নিচে ফুল গাছের বর্ণনা দেবার, তাহলে দেখবেন আপনার পোস্টটি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

Steemit সম্পর্কে মতামত দেওয়ার জন্য প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তীতৈ আশা করি আরো সুন্দর সুন্দর ফটো পোষ্ট করবো। যা আপনাকে অথবা অন্যদের জন্য উপকারে আসবে এবং পোষ্টগুলো চমৎকার হয়ে উঠবে। আপনার মতামত ও পরামর্শ আমার ভবিষতের পথ চলার পাথেও হয়ে রইল।

#rifatstock

আপনার পোস্টটি দেখে বেশ ভালো লাগলো। বাড়ির টবে ফুল চাষ। আমিও এটি করে থাকি। আমার বাসায়ও অনেকগুলো টব আছে যেখানে আমি ভিন্ন ধরনের ফুলের গাছ লাগিয়েছি।