ঈদ নিয়ে আমার জীবনের কিছু স্মৃতি। Date:o6.12.2023

in hive-129948 •  11 months ago 

ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। এটি যদি হয় পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো তবে খুশির মাত্রা বেড়ে যায় আরো বহুগুণ। যদি ঈদটি হয় ঈদুল ফিতর তাহলে আনন্দ আরো বহুগুণ বেড়ে যায়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা,সংযম ও ত্যাগের পর মুসলমানরা এই দিনটি খুব আনন্দের সাথে পালন করে থাকে। সবার মুখে মুখে থাকে আনন্দের হাসি। বাংলাদেশ হচ্ছে একটি মুসলিম প্রধান দেশ এবং ঈদ উল ফিতর হচ্ছে একটি বৃহত্তম বাৎসরিক উৎসব।
এ দিনে সকল মুসলমান সব দুঃখ-কষ্ট ভুলে যে যার সাধ্য মতো খুশিতে মেতে ওঠে। এ যেন এক বাঁধ ভাঙ্গা খুশির মেলা। এ খুশি সবচেয়ে বেশি ছরিয়ে পরে শিশুদের মাঝে। এ দিনে সবাই তাদের সাধ্য মতো নতুন জামা-কাপড় পরে।

eid photo 1.jpg

বড়দের ঈদ শুরু হয় সবাইকে সাথে নিয়ে ঈদ এর নামাজ পড়া থেকে শুরু করে। ঈদের নামাজ শেষে সবাই খুশি মনে একে অন্যকে জরিয়ে ধরে কোলাকুলি করে সবাই এক হয়ে যায় ধনী- গরিবের ভেদাভেদ ভুলে। বড়দের আনন্দ কিন্তু কম না , তাদের সারাদিন কাটে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, আত্মীয়-স্বজনের বাড়িতে ঘোরাঘুরি করে।

eid12.png

আমার ঈদ ও ঠিক এমনি কাটে।
আমি বাংলাদেশের বগুড়া জেলার একটি গ্রামে বসবাস করি।যদিও পড়ালেখার জন্য আমি বেশিরভাগ সময়ই আমার জেলার বাইরে থাকি কিন্তু ঈদের ছুটিতে বাড়িতে চলে আসি। ঈদের আগের দিন আমরা সব বন্ধুরা একসাথে হই । পরিবারের ছেলে সদস্যরা সবাই মিলে ঈদের নামাজ আদায় করতে
যাই। নামাজ আদায় শেষে কবর জিয়ারত করে সাবার সাথে কোলাকুলি করে বাসায় আসি। সবাই একসাথে খাওয়া - দাওয়া শেষ করে বন্ধুদের সাথে আড্ডা দিতে যাই। সবাই সবার বাড়িতে বেড়াতে যাই। তারপর আত্মীয় - স্বজনের বাড়িতে বেড়াতে যাই।

eid 13.jpg

কিন্তু এখন আর সেই ঈদের আমেজটা নেই হারিয়ে গেছে বললেই চলে। এর প্রধান কারণ হলো কর্ম ব্যস্ততা। সবাই সবার নিজ নিজ কর্ম সংস্থানে ব্যস্ত।
এখন সবাই ঈদের ছুটিতে বাড়িতে আসলেও আর আগের মতো আড্ডা হয়না। বেশিরভাগ সময় কাটে টিভি চ্যানেলের বিভিন্ন প্রোগ্রাম দেখা।

আমি আশাকরি আপনারা আমার পোস্ট উপভোগ করবেন । আমার পোস্টে শেয়ার করুন এবং আমার পোস্টে কমেন্টস করুন,......

ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য...
@rimon1

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ঈদ নিয়ে আপনার লেখা গুলো পড়ে বেশ ভালো লাগলো আমার। তবে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে হলে আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটির নিজস্ব ডিসকর্ড চ্যানেলে যুক্ত হয়ে আমাদের কমিউনিটির সম্মানিত মডারেটর এবং এডমিনদের নিকট থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল নিয়মকানুন গুলো জানতে হবে। তারপর সেই নিয়ম অনুসারে আপনাকে কাজ করতে হবে। আমি আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন।

জি ভাইয়া আমাকে ডিসকড এ ঢোকার লিংক টি দিন অথবা‌ কিভাবে আপনাদের সাথে যুক্ত হতে পারব সে ব্যবস্থা করে দিন। please....

আপনি কমিউনিটি রুলস ভঙ্গ করেছেন। আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না।

কমিউনিটির নিয়মাবলী :
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source: Unknown

ধন্যবাদ ভাইয়া।আসা করি আর কোন রকম ভুল হবে না আমার দ্বারা। আমি নতুন তো তাই কোন রকম নিয়ম সম্পর্কে অবগত ছিলাম না।