হেলো বন্ধুরা
সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @rimon76 চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে।আমার আজকের ব্লগে থাকছে লেভেল ওয়ান হতে আমি কি কি শিখেছি সেই সম্পর্কে। আশা করি ভূলত্রুটি ক্ষমা করবেন।
ভিত্তিহীন বা বানোয়াট কোনো বার্তাকে স্পামিং বলে। যেমন:-
★ কারও পোস্টে বার বার একই কথা কমেন্ট করা।
★ কোন বিষয় ঘুরিয়ে পেছিয়ে উপস্থাপন করা।
★ অপ্রয়োজনীয় কাজে কাউকে বারবার মেনশন করে বিরক্ত করা।
কপিরাইটকে মূলত আমারা আইন হিসাবে জানি।অন্যের জিনিস পারমিশন ব্যবতিত ব্যবহার করাকে কপি রাইট বলে।মালিকের কাছ থেকে ছবি বা ভিডিও ব্যবহারের পারমিশন না নিয়ে নিজের কাজে ব্যবহার করলে এটা কপি রাইট আইন লঙ্ঘন করা হবে।
তিনটি ওয়েবসাইটের নাম বলুন, যেখানে থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়।
1.https://pixabay.com
2.https://www.pexels.com
3.https://www.freeimages.com
পোষ্টের ট্যাগ ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অন্য কারোর পোস্ট খুব সহজে খুঁজে বের করার জন্য ট্যাগ ব্যবহার করা হয়। ট্যাগ ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক অবলম্বন করতে হবে। যেহেতু পোস্ট উপর ভিত্তি করে আগে থেকেই ট্যাগ নিরোদন করা থাকে। তাই যে বিষয়ের উপর পোস্ট করব ঠিক সে বিষয়ের উপর ট্যাগ নির্বাচন করতে হবে।
★ ধর্মীয় এপ্লিয়েশনের উপর কোন পোস্ট।
★ সামাজিক বর্ণ বৈষম্য ও সমর্থন মূলক করার পোস্ট।
★ পশু পাখির কোনো মর্মান্তিক দুর্ঘটনা
★ সেক্সচুয়াল বিষয় নিয়ে
★ শিশু শ্রমূলক পোস্ট
★ নারী নির্যাতনমূলক যেকোনো ধরনের পোস্ট
★ গরুর মাংস, শুকুরের মাংস।
★ চাইল্ড পর্নোগ্রাফি যে কোন কনটেন্ট।
★ গুজব ও কুসংস্কার মূলক পোস্ট।
★ উদ্দেশ্য প্রাণোদিতভাবে ব্যক্তির বিশেষের নামে ঘৃণা ও অবজ্ঞা সূচক পোস্ট
★ রাস্তাঘাটে মর্মান্তিক কোন দুর্ঘটনা
- পোস্ট করার সময় অবশ্যই আমাদের এই বিষয় গুলা এড়িয়ে চলতে হবে। আর যদি একান্তই পোস্ট করতে হয় তাহলে অবশ্যই NSFW ট্যাগ ব্যাবহার করতে হবে।
প্লাগারিজম বলতে আমারা মেধা চুরি করাকে বোঝায়। অন্যের কোন লেখা, কাজ, অভিজ্ঞতা যাই হোক না কেনো সেটা নিজের বিলে চালিয়ে দেওয়াকে প্লাগারিজিম বলে। অন্যের একটি বিষয় বা লেখাকে বার বার ঘুরিয়ে পেচিয়ে সাজিয়ে সেটাকে নিজের বলে চালিয়ে দেওয়াকে প্লাগারিজম বলে।
অন্য কারও লেখা নিজের বলে চালিয়ে দেওয়া বা কোন সাইড থেকে তথ্য চুরি করে সেটা নিজের বলে চালিয়ে দেওয়াকে re-write আর্টিকেল বলে।
★ ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?
কোন লেখা হুবহু কপি করে নিজের আর্টিকেলে লেখা। প্রধান অর্থ বা কোন সোর্স ব্যাবহার না করে লেখা। সঠিক বিষয় যাচাই করে সঠিক ভাবে সোর্স ব্যাবহার করা। ২৫% সোর্স থেকে লেখা যাবে আর বাকি ৭৫% নিজে লিখতে হবে।
১০০ শব্দের নিচে যদি কোন পোস্ট লেখা হয় এবং নির্দিষ্ট পরিমানের চেয়ে কম ছবি পোস্ট করা হয় তখন সেই পোস্টটি মাইক্রোপোস্ট হিসাবে গন্য হবে।
প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে ? [আমার বাংলা ব্লগ কমিউনিটিতে]
- আমার বাংলা ব্লগে কমিউনিটিতে একজন ব্লগার প্রতি ২৪ ঘন্টায় মাত্র ৩ টি পোস্ট করতে পারবে।
আপনি দেখছি আজকে লেভেল ওয়ানের লিখিত পরীক্ষা দিয়েছেন। আপনার লিখিত পরীক্ষা দেখে মনে হচ্ছে আপনি লেভেল ওয়ানের বিষয় গুলো ভালো ভাবে বুঝতে পেরেছেন। আসলে ক্লাস করার সময় মনযোগ সহকারে ক্লাস করলে, এই বিষয় গুলো খুবই সুন্দর ভাবে বুঝা যায়। আপনি প্রতিটি প্রশ্নের উত্তর খুবই সুন্দর ভাবে দেয়ার চেষ্টা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লেভেল ওয়ান হতে আপনি স্টিমিট এর পথ চলার যে নিয়ম কানুন সে বিষয়ে সুন্দর ধারনা পেয়েছেন এবিবি স্কুল থেকে।আপনার জন্য শুভ কামনা আগামী লেভেল গুলো ভালোভাবে উত্তির্ন হন সেই কামনা করি । ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit