আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- আমরা এখন মরুর বুকে
- ০৬, জুন ,২০২৩
- মঙ্গলবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি " আমরা যখন মরুর বুকে " গল্প শেয়ার করছি । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
গল্প - আমরা এখন মরুর বুকে
দিনকাল কেমন চলছে সবার এই কথাটা বলাও যেন অনেক বড় অন্যায়।😎 বর্তমান সময়ে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে আছি যেটা বলার ভাষা খুঁজে পাচ্ছি না । এর আগে কখনো এরকম পরিস্থিতির শিকার হয়নি। বর্তমানে সবাই যে খারাপ পরিস্থিতি সম্মুখীন হয়েছে একদিকে অর্থনৈতিক সমস্যা অন্যদিকে লোডশেডিং আবার বর্তমানের আবহাওয়ার যে অবস্থা । যেকোন একটা পরিস্থিতির সামাল দেওয়া কষ্টসাধ্য হলেও মানসিক দিক থেকে তৃপ্তি পাওয়া যায়। যখন ত্রিমুখী সমস্যার সম্মুখীন হয়েছি আমরা তখন আর কি সমাধান থাকতে পারে।
আমাদের দেশে সরকার ব্যবস্থার কথা কি বলবো সাধারণ জনগণ এ কথা সারাদিন বললে তার এক পয়সা কোন দাম নেই। মনে হয় অপরাধী কোন ব্যক্তি বা জনগোষ্ঠী এখানে বসবাস করে। হয়তো আমরা বিভিন্ন দলের লোক হতে পারি কিন্তু জনস্বার্থের জন্য সবার যে সচেতন থাকা দরকার সেটা আমাদের মধ্যে নেই। যেটা আমাদের অনেক বড় একটি সমস্যা। এদেশে যে যখন সুযোগ পায় ঝোপ বুঝে কোপ মারে। সুযোগের অপব্যবহার বেশি হয়ে থাকে সেজন্য আজ আমাদের এই বেহাল দশা।
বর্তমান আবহাওয়ার যে প্রভাব যেটা আমি আগে কখনো দেখিনি। ধারাবাহিকভাবে রাত দিন যে তাপমাত্রার সাথে আমরা লড়ছি সত্যিই টিকে থাকা অনেক কষ্টের। আমার কেন জানি মনে হচ্ছে বাংলাদেশের আবহাওয়ার যে বিরূপ প্রভাব মরুর দেশের সাথে তুলনা করলে ভুল হবে না। কখনো মরুর দেশে যাওয়া হয়নি সেখানকার তাপমাত্রা সম্পর্কে অনেক কিছুই জেনেছি অন্যান্য জায়গা থেকে সেখানকার তাপমাত্রা অনেক বেশি যেখানে কোন গাছপালা নেই।
ঠিক তেমনি পরিস্থিতির সাক্ষী হয়েছি আমরা। যেমন তাপমাত্রা তেমন লোডশেডিং বিদ্যুৎ কতৃপক্ষের দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ড আজ আমাদেরকে ভোগাচ্ছে । এমন একটি দেশে এখন বসবাস করি যেখানে শুধু সংকট হাহাকার ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছি না। সত্যিই এই পরিস্থিতি মানুষের মধ্যে ভয় ভীতি তৈরি করা স্বাভাবিক বিষয়। ঠিকমতো ঘুম হচ্ছে না বিশ্রাম তো দূরের কথা কোথাও শান্তি মত যেতে পারছি না। শুধু একটু তৃপ্তির আশায় গাছপালা নিচে আশ্রয় নিচ্ছি।
অনেকদিন যাবত বৃষ্টি হয় না উষ্ণ আবহাওয়া যেটা মরুর দেশে পরিণত হয়েছে। সেজন্য আমি মনে করি, এখন আমরা মরুভূমিতে আছি যেখানকার তাপমাত্রা আমাদের জন্য অসহনীয়। সেই রকম পরিবেশকে মানিয়ে নিতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। মরুর দেশে যেমন বৃষ্টিপাত হয় না তেমনি আমাদের দেশে বৃষ্টিপাত একদমই কমে গিয়েছে। সেজন্য বারবার একটি কথাই মনে হচ্ছে আমরা এখন মরুর দেশে আছি। আপনারা কেমন আছেন? কেমন দিনকাল চলছে আশা করি কমেন্টের মাধ্যমেই জানতে পারবো। 😐😐
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit