"আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা"-১৩ || বসন্ত ফুলের ফটোগ্রাফি(১০%লাজুক খ্যাকের জন্য)

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • বসন্ত ফুলের ফটোগ্রাফি
  • ০১, মার্চ ,২০২২
  • মঙ্গলবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ বসন্ত ফুলের ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশাকরি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।



GridArt_20220301_225631355-01.jpeg


Device : A20s
বসন্ত ফুলের ফটোগ্রাফি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



ফটোগ্রাফি আমার শখ আমি শখ হিসেবে ফটোগ্রাফি করি।প্রকৃতির সৌন্দর্য গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি। প্রকৃতি তার সৌন্দর্য দ্বারা মানুষকে মুগ্ধ করে। ঋতুরাজ বসন্তের আগমন ঘটেছে। ঋতু পরিবর্তনের মাধ্যমে প্রকৃতি তার নতুন রূপে সৌন্দর্যতা নিয়ে হাজির হয়েছে ।যেটা প্রকৃতিপ্রেমীরা উপভোগ করতে থাকে। বসন্তের এই মৌসুমের বিভিন্ন ধরনের ফুলের সৌন্দর্য তা দেখতে পাওয়া যায় ।যেটা আমি উপভোগ করতে খুবই ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতি সপ্তাহে প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঋতুরাজ বসন্তের ফুলের ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যার মাধ্যমে বিভিন্ন ধরনের ফুলের সৌন্দর্য তা প্রতিযোগিতায় ফুটিয়ে তোলার চেষ্টা করবো। সেজন্য আমি প্রথমে ধন্যবাদ জানাই @shuvo35 ভাইকে বসন্তের ফুলের ফটোগ্রাফি প্রতিযোগিতা নিয়ে আসার জন্য।



20220301_165309-01.jpeg

20220301_165258-01.jpeg


Device : A20s
ছোট গাঁদা ফুল
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

শীতের শেষে বসন্তের শুরুতে এই ফুল ফুটতে শুরু করে ।যেটা দেখতে খুবই সুন্দর লাগে ।এই ফুলের বিভিন্ন ধরনের জাত আছে। একসাথে অনেকগুলো ফুল ফুটে থাকে। আমি একটি ফুলের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

20220301_170539-01.jpeg

20220301_170606-01.jpeg

20220301_170519-01.jpeg


Device : A20s
বড় গাঁদা ফুল
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

এটি হলো গাঁদা ফুল যেটা হলুদ বর্ণের হয়ে থাকে। অনেকগুলো পাপড়িতে সন্নবেষ্টিত থাকে। গাঁদা ফুল শীতের শেষে বসন্তের শুরুতে ফুটতে দেখা যায়। যেটা গ্রাম বা শহর এর যেকোনো জায়গায় দেখতে পাওয়া যায়। একটি গাছে অনেকগুলো ফুল একসাথে ফুটে সৌন্দর্য তা বৃদ্ধি করে।

20220206_160649-01.jpeg

20220206_160703-01.jpeg


Device : A20s
কালিজিরা ফুল
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

কালিজিরা খুবই উপকারী একটি খাবার। যেটাকে সকল রোগের ওষুধ বলা হয়ে থাকে। বসন্তের সময় কালিজিরা ফুলের সৌন্দর্য তা দেখতে পাওয়া যায় ।কালিজিরা ফুলের ঘ্রাণ আমার কাছে খুবই ভালো লাগে । তাই ফটোগ্রাফি করার চেষ্টা করলাম।

20220128_161611-01.jpeg

20220128_161348-01.jpeg

20220128_161355-01.jpeg


Device : A20s
পিয়াজের কদম ফুল
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

পেঁয়াজের কদম ফুল। বীজ উৎপাদনের জন্য পেঁয়াজের কদম আবাদ করা হয়। যেটা সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। আমার কাছে কদম ফুলের সৌন্দর্য উপভোগ করতে খুবই ভালো লাগে।

20220129_114131-01.jpeg

20220129_114119-01.jpeg


Device : A20s
ধুনেপাতার ফুল
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

ধুনেপাতার যেকোনো জিনিস বিশেষ করে তরকারির মাঝে দিয়ে খেতে সবাই বেশি পছন্দ করে। আমার কাছে ধুনেপাতার ফুলের ঘ্রাণ খুবই ভালো লাগে চারিদিকে সুগন্ধি ছড়িয়ে দেয় ।তাছাড়াও ধুনেপাতা ফুলের সৌন্দর্য অনেক ভালো লাগে যেটা ফটোগ্রাফি করে শেয়ার করার চেষ্টা করলাম।

20220301_170703-01.jpeg

20220301_171039-01.jpeg

20220301_171113-01.jpeg


Device : A20s
সজিনা ফুল
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

সজিনা ফুলের আগমন ঘটে বসন্তের শুরুতে যেটা শুধু গাছে ফুলের সমাহার ঘটে থাকে। দেখতে অনেক সুন্দর লাগে পাতাবিহীন শুধু ফুলের দৃশ্য দেখতে পাওয়া যায়। যেটা উপভোগ করতে সবাই পছন্দ করে বসন্তের সৌন্দর্য এর অন্যতম প্রতীক।

20220301_171739-01.jpeg

20220301_171727-01.jpeg

20220301_161731-01.jpeg


Device : A20s
আমের মুকুল ফুল
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

আমাদের দেশে আম খুবই জনপ্রিয় ফল। যেটা বসন্তের শুরুতে প্রতিটি আমের গাছে মুকুলে পরিপূর্ণ থাকে। যা পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে ।প্রতিটি গাছে মুকুলের সমাহার দ্বারা পরিবেষ্টিত থাকে। দেখতে অনেক সুন্দর লাগে তার ফটোগ্রাফি করে শেয়ার করলাম।

20220221_174002-01.jpeg

20220221_174028-01.jpeg


Device : A20s
শিমুল ফুল
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

শীতের মৌসুমে বিভিন্ন গাছের পাতা ঝরে যায়। বসন্তের শুরুতে সেই সকল গাছে ফুল ফুটতে দেখা যায়। শিমুল ফুল গ্রামের সব জায়গাতেই বসন্তের শুরুতে ফুল ফুটতে থাকে। পাতাবিহীন গাছের শুধু ফুলের সমাহার ঘটে দেখতে অনেক সুন্দর লাগে। সেই দৃশ্যপটভূমি আমি তুলে ধরার চেষ্টা করেছি।

ধন্যবাদ সবাইকে



logo.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বসন্তের ফুল ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই অসাধারণ হয়েছে। আপনি খুব সুন্দর করে সময় নিয়ে ছবিগুলো তুলেছেন খুবই দুর্দান্ত হয়েছে। ফুলের সৌন্দর্য হৃদয় ছুঁয়ে গেছে। আশা করছি আপনি এই প্রতিযোগিতার প্রথম সারিতে অবস্থান করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

বসন্তের প্রকৃত রুপ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এমনিতেই ফুলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

বসন্ত ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। গাছের মধ্যে নতুন পাতা কি যে অসাধারণ দেখতে। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

আপনাদের কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম। সুগঠিত মতামত এর জন্য ধন্যবাদ।

ওয়াও ভাইয়া সত্যিই খুব সুন্দর বসন্তের ফুলের ফটোগ্রাফি করেছেন। দেখে তো আমি একদম মুগ্ধ হয়ে গেলাম। ফুল দেখলে যে এত ভালো লাগে সেটা বলার বাহিরে। ফুল যতই দেখি যেন মন ভরে না। আপনার সবগুলো ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি খুব সুন্দর করে ফটোগ্রাফি গুলো করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি নিয়ে প্রতিযোগিতা অংশগ্রহণের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

আমি ভালো ফটোগ্রাফি করার চেষ্টা করি। ফটোগ্রাফিকে আমার সখ আমি সখ হিসেবে ফটোগ্রাফি করে থাকি। এতো সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

অনেক সুন্দর হয়েছে ভাইয়া আপনার ছবিগুলো। খুবই দারুণ ভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অসম্ভব সুন্দর ফুলের ছবিগুলো ধারণ করেছেন আপনি। বিশেষ করে সবুজের মাঝে হলুদ গাঁদা ফুল টি অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করবার জন্য আপনার ছবিগুলো। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

বসন্তের সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। আপনাদের ভালো লাগায় এটাই বড় পাওয়া ধন্যবাদ।

চোখ ধাঁধানো সব ফুলের ফটোগ্রাফি। একদম মনমুগ্ধকর হয়েছে সম্পূর্ণ পোস্টটি । শুভেচ্ছা রইল ।

চেষ্টা করেছি বসন্ত ফুলের সৌন্দর্য ফুটিয়ে তোলার। আপনার সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। কোনটা রেখে কোনটা প্রশংসা করবো খুজে পাচ্ছিনা ।আপনি প্রতিটি ফুলকে সুন্দরভাবে ক্যাপচার করেছেন ।আসলে ফুলের দিকে তাকিয়ে থাকলে মন ভালো হয়ে যায় আর ফুলের প্রেমে পড়ে যাই আমি। শুভকামনা রইল আপনার জন্য

যেকোন একটার প্রশংসা করলেই চলবে।এতো সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

আপনার তোলা ছোট গাঁদা ফুলের ছবি অনেক সুন্দর হয়েছে। আর পিয়াজের কদম ফুল অনেক সুন্দর হয়েছে। আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে বসন্তকে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

চেষ্টা করেছি বসন্ত ফুলের সৌন্দর্য ফুটিয়ে তোলার। আপনার সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

বসন্তের ফুলের প্রতিযোগিতার জন্য, আপনি কিছু কমন এবং আনকমন ফুলের, ফটোগ্রাফি আমাদের সাথে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, এবং আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য।

হ্যা চেষ্টা করেছি আনকমন রুপ তুলে ধরার। আপনার সুগঠিত মতামত এর জন্য ধন্যবাদ।

ওয়াও অসাধারণ ফটোগ্রাফি
প্রত্যেকটি ফটোই অনেক সুন্দর লাগতাছে। সত্যিই আপনি অনেক সুন্দর ভাবে প্রত্যেকটি ফটো মনোযোগ সহকারে ক্যামেরাবন্দি করেছেন। আমার কাছে একান্ত আপনার প্রত্যেকটি ফটো অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর সুন্দর ফটো আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য,,,

চেষ্টা করি ভালো ফটোগ্রাফি করার। বসন্তের কিছু রুপ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ধন্যবাদ।

ভাই আপনার প্রত্যেকটা ফুলে ছিল দেখার মতো। আমি মনে হয় কালিজিরা ফুলে প্রথম দেখলাম আপনার পোষ্টের মাধ্যমে, আমি আর কখনো কালিজিরা ফুল দেখিনি। আর এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো সাথে বিস্তারিত বর্ণনা। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

আপনি নতুনত্ব কিছুর সাথে পরিচয় হতে পেরেছেন জেনে ভালো লাগলো। চেষ্টা করেছি ভালো ফটোগ্রাফি করার। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

ভিন্ন রং এর ফুলের সাজে সাজিয়ে তুলেছেন আপনার এই ফুলের ফটোগ্রাফি পর্বটি। প্রতিটা ফুলের ছবি অনেক নিখুঁতভাবে তুলেছেন যেটা আপনার তোলা ছবিগুলো দেখলেই বোঝা যায়। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

বসন্ত মানেই বিভিন্ন ফুলের সমাহার। আলাদা আলাদা কিছু ফুলের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ধন্যবাদ।

আপনাকে স্বাগতম ভাইজান 💚

ধন্যবাদ জানাই সুন্দর একটি প্রতিযোগিতার মাধ্যমে সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন‍্য। আপনি বরাবরই অনেক ভালো ফটোগ্রাফি করেন সেটা বলার উপেক্ষা রাখে না। প্রতিটি ফুল খুব সুন্দর লেগেছে। এক কথায় সব গুলো ফটোগ্রাফি অসাধারণ। সুন্দর অনুভূতি এবং ফটোগ্রাফি সম্পর্কে ভালো উপস্থাপনা করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন‍্য

ফটোগ্রাফি আমার শখ আমি শখ হিসেবে ফটোগ্রাফি করে থাকি।আপনার সুগঠিত মতামত এর জন্য ধন্যবাদ।

আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই অসাধারণ দেখাচ্ছে। আমার কাছে তো বিশেষ করে শিমুল ফুল গাছের ফটোগ্রাফি টা অসাধারন লাগলো। এরকম ফটোগ্রাফি গুলো করতে অনেক ধৈর্য্য এবং সময়ের দরকার হয়। আপনি খুবই চমৎকার ভাবে সবগুলো ফটোগ্রাফি করে আমাদের সাথে ভাগ করে নিলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗

চেষ্টা করি ভালো ফটোগ্রাফি করার। আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম ধন্যবাদ আপু।

প্রতিযোগিতায় আপনাদের তোলা ছবিগুলো দেখি আর একটু একটু করে হতাশাগ্রস্ত হয়ে যাযই। পুরস্কার পাওয়া বোধহয় হবে না আর হাহাহাহা। অনেক ভালো ছবি তুলেছেন আপনি। রীতিমতো প্রশংসা পাবার যোগ্য।

ভাই চেষ্টা করি ভালো ফটোগ্রাফি করার বসন্তের প্রকৃত ফুলের সৌন্দর্য ফুটিয়ে তোলার। আপনিও অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার জন্য দোয়া করি যেন একটা অবস্থান পান।অনেক অনেক শুভকামনা রইল ভাই।

বেশ ভালোই রাঙিয়ে তুলেছেন পোস্টটি । সুন্দর ছিল ফুলের ফটো গুলো ।

বসন্তের প্রকৃত ফুলের রূপ বৈচিত্র্যময় দৃশ্য পটভূমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সুন্দর মন্তব্য করায় আমি ধন্য।

আপনার ফটোগ্রাফি গুলো অনেক ভালো হয়েছে। আসলে ফটোগ্রাফি করাটাও যোগ্যতার ব্যাপার। যেই জিনিসটা আপনার ভিতরে রয়েছে। আমার কাছে গাঁদা ফুল অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য সুন্দর ফটোগ্রাফি গুলো। আপনার জন্য শুভকামনা রইল।

চেষ্টা করি ভালো ফটোগ্রাফি করার আপনাদের অনুপ্রেরণায়।আপনার সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

বসন্তের ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে । খুবই সুন্দর সুন্দর ফুলের ফটো নিখুঁতভাবে ক্যাপচা করে উপস্থাপন করেছেন । হব গুলোই ভাল হয়েছে তবে, এর ভেতরে কালো জিরা ধনিয়া গাছের ফুল গুলো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাই এত সুন্দর সুন্দর বসন্তের ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

হ্যাঁ বসন্তফুলের কিছু ইউনিক ফটোগ্রাফি করার চেষ্টা করেছি ।আপনাদের কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।

আপনার বসন্ত ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে।ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

হ্যা চেষ্টা করেছি ভালো ফটোগ্রাফি করার। আপনার সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা আপনার অংশগ্রহণ দেখে খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন সেইসাথে দারুণভাবে বর্ণনা করেছেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে। বিশেষ করে আমের গাছে মুকুল এসেছে দেখে খুব ভালো লাগলো। এত সুন্দর একটি পোষ্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

চেষ্টা করেছি ভালো ফটোগ্রাফি করার। আপনার সুগঠিত মতামত এর জন্য ধন্যবাদ।

খুবই সুন্দর ছিল আপনার ফটোগ্রাফি গুলো।সবগুলো ছবিই একদম নজরকাড়া ছিল।তবে শিমুল ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে।

চেষ্টা করেছি বসন্ত ফুলের সৌন্দর্য ফুটিয়ে তোলার। আপনার সুগঠিত মতামত এর জন্য ধন্যবাদ।