"এক বৃদ্ধের জীবন সংগ্রাম"( beneficiary 10% @shy-fox)

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম



হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • এক বৃদ্ধের জীবন সংগ্রাম
  • ১০, সেপ্টেম্বর , ২০২১
  • শুক্রবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে ভিন্ন ধরনের গল্প তুলে ধরার চেষ্টা করবো। আমার গ্রামের একজন বয়স্ক লোকের জীবন জীবিকার তাগিদে অক্লান্ত পরিশ্রমের রুপকথা। আশকরি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG_20210807_124310-01.jpeg


পৃথিবীর প্রতিটি মানুষই জীবনের তাগিদে কম বেশি সংগ্রাম করে থাকেন। মানুষ তার জীবনকে সফলতার লক্ষ্যে পৌঁছাতে সংগ্রাম করে থাকেন। আর সেই সংগ্রামের পথ বয়সের সাথে সাথে বিলীন হয়ে যায়। আবার কিছু মানুষের জীবন সংগ্রাম বয়সকে হার মানায়।বয়সকে হার মানানো এক ব্যক্তির গল্প আপনাদের সামনে তুলে ধরবো। তার বয়স কম পক্ষে আশি বছর হবে। তার নাম কালাম গ্রামের মানুষ তাকে কালো মোল্লা বলেই ডাকে। তাকে দেখতে ঠিক ভারতের মহাত্মা গান্ধীর মতো। আপনারা মহাত্মা গান্ধীকে যদি দেখে থাকেন তাহলে ঠিক বুঝতে পারবেন।


IMG_20210810_053715.jpg


আমি তো তাকেই ভারতের মহাত্মা গান্ধী বলেই সম্মোধন করি।আমি তাকে যেদিন থেকে চিনি তার মধ্যে মহাত্মা গান্ধীর চেহারা টা খুঁজে পাই।যাইহোক, তার জীবনের সংগ্রামের কথা তুলে ধরার চেষ্টা করছি । প্রথম ছবিতে দেখতে পারছেন তার এক হাতে লাঠি আর অন্য হাত একটি ব্যাগ।তিনি এই লাঠিতে ভর করেই চলা ফেরা করে। এখন তিনি গ্রামের উদ্দেশ্য বের হয়েছেন সবজি জাতীয় মালামাল কেনার জন্য। তিনি গ্রাম থেকে কাঁচা তরিতরকারি কিনে বাজারে বিক্রি করেন। সামান্য দুই থেকে তিনশো টাকা নিয়ে মালামাল কিনে থাকেন। এই সামান্য পুঁজির উপর তার জীবন জীবিকা নির্বাহ করে।


IMG_20210810_053706.jpg


তিনি দিনের বেলা গ্রামে বের হন মালামাল কেনার জন্য আর সকাল ও বিকেলে হাটে বিক্রি করেন। তিনি এই বয়সে গ্রাম থেকে মালামাল কিনে কাধে করে বাড়িতে নিয়ে আসেন। যা আমাকে প্রতিনিয়ত অনেকটা ভাবায়। বর্তমান যুগের মানুষের পক্ষে অসম্ভব প্রায়।তারপর তিনি মালামাল গুলো তার বাড়ি থেকে কিছুটা দূরে একটি বাড়িতে রেখে যান।তার বাড়ি রাস্তা থেকেই কিছুটা দূরে হওয়ায় রাস্তার পাশের বাড়িতে রাখেন। তার সুবিধার জন্য এটি করেন। তিনি সকাল ভোরে ঘুম থেকে উঠে মালামাল নিয়ে বাজারে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেন। তিনি সকাল ভোরে এসে মালামাল রেখে যাওয়া বাড়ির গেটের সামনে অপেক্ষা করেন। কখন বাড়িওয়ালা গেট খুলবেন আর তিনি হাটে যাবেন।শুধু তাকে বাড়িওয়ালার জন্য অপেক্ষা করতে হয় না। মালামাল বহনের জন্য গাড়ির অপেক্ষায় থাকতে হয়।


IMG_20210808_175726.jpg


যেটা তার প্রতিদিনের রুটিন। কখনো কখনো আবার বাড়িওয়ালার বকবকানি শুনতে হয়। জীবনের তাগিদে মানুষকে কতো কিছুই না করতে হয়।সেটা যদি হয় আবার বৃদ্ধ বয়সে। তবুও তিনি হাল ছারেনি তার জীবন সংগ্রাম এর পথ থেকে। এভাবেই হাটে বাজারে মালামাল বিক্রি করেন। কোন সময় লাভ হয় আবার লোকসানও হয়।ব্যবসার যেটা নিয়ম।তাকে কখনো হাসি মুখে ফিরতে হয় আবার কখনো তৃষ্ণার্ত অবস্থায় ফিরতে হয়।এই বৃদ্ধ বয়সে যদি এমন জীবন যাপন করতে হয়। তখন জীবনটা কত কষ্টের সেই সময়ে একটু হলেও ভাবায়। যদিও সবার জীবনের মানে একরকম হয় না।


IMG_20210808_175928.jpg


আবার অনেকের জীবনের মানে জানার প্রয়োজন হয় না। তিনি যখন সামান্য পুঁজির মালামাল বিক্রি করে কিছুটা লাভ হয়।তখন একটু হলেও সস্তি কাজ করে। আজ তিনি মালামাল বিক্রি লাভ করেছেন। সেই টাকা দিয়ে একটি ছোট মাছ কিনেছেন। তার হাসিটি দেখেই বুঝতে পেরেছেন তিনি কতটা খুশি হয়েছেন। তিনি মালামাল বিক্রি করে সামান্য লাভবান হন।তার হাসির মাধ্যমে পেছনের সকল দুঃখ কষ্ট ভুলে যান।এটাই তার জীবনের শ্রেষ্ঠ সুখ। তার হাসি দেখে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ। এটাই তার জীবনের পথ চলা। এভাবেই জীবনের প্রতিটা দিন সংগ্রামের পথ অতিক্রম করছে। তার জীবন সংগ্রাম আমাকে প্রতিনিয়ত ভাবায়। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে আমার লেখা এক বৃদ্ধ এর জীবন সংগ্রাম।

@rme
@amarbanglablog

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি ঠিকই বলেছেন তার চেহারা ঠিক মহাত্মা গান্ধীর মতোই লাগে।তার কালা মোল্লার জীবন কাহিনীটি আমার কাছে খুবই ভালো লেগেছে।তার এমন সংগ্রাম আমাকে সত্যিই মুগ্ধ করেছেন।এমন বৃদ্ধ বয়সে এসে সে কচা সবজির ব্যাবসা করে। শেষ মুহূর্তে তার হাসিটা দেখে খুব ভালো লাগলো।

আপনার সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

সুখ দুঃখের মাঝেই চলে জীবন নামের এই ছোট্ট মহ টা। কিন্তু বৃদ্ধ বয়সেও তিনি এক অপরাজিত সৈনিক স্যালুট বস!!!

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে