ইউটিউব ভিলেজে ঘুরাঘুরি (পর্ব -১) || @shy-fox 10% beneficiary by ripon40

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • ইউটিউব ভিলেজে ঘুরাঘুরি
  • ১৯, সেপ্টেম্বর ,২০২২
  • সোমবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি বিকেল মুহূর্তে ইউটিউব ভিলেজে ঘুরাঘুরি মুহূর্তের গল্প শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



_1663583504844-01.jpeg


Device : A20s
ইউটিউব ভিলেজে ঘুরাঘুরি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



তাহলে চলুন গল্পটি শুরু করি


ঘোরাঘুরি করতে পছন্দ করে না এমন লোক খুব কমই খুঁজে পাওয়া যাবে। আমিও খুবই ঘোরাঘুরি করতে পছন্দ করি। ছোটবেলা থেকেই বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে খুবই পছন্দ করতাম। আমার কিছু বন্ধু ছিল তারাও ঘুরতে খুবই পছন্দ করে। বন্ধুদের চাওয়া-পাওয়ার সাথে মিল থাকলে তাহলে তো কোন কথাই নেই। যেখানে দুচোখ যায় সেখানেই যেতে মন চায় মন শুধু চায় ছুটাছুটি করতে বিভিন্ন জায়গায় অচেনা দৃশ্য গুলো উপভোগ করতে।

IMG_20220916_164228-01.jpeg

IMG_20220728_181737-01.jpeg


Device : A20s
ইউটিউব ভিলেজের লাভ পয়েন্ট
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



অনেকদিন হলো কোথাও যাওয়া হয় না। আগে বিকেল হলে স্কুল মাঠে গিয়ে ফুটবল খেলতাম সেটাও বন্ধ হয়ে গেছে একটি ঘটনার পরে। তাই আর ভালো লাগছিল না আমার এক বন্ধু দুপুর টাইমে ফোন দিলো চলো ইউটিউব ভিলেজে ঘুরে আসি। অনেকদিন হলো কোথাও যাওয়া হয় না আমিও রাজি হয়ে গেলাম। সে আমাকে বলল বিকেল পাঁচটার দিকে আমরা বের হব আমি মোটরসাইকেল নিয়ে তোমার বাড়ির পাশে আসবো তুমি রেডি হয়ে থাকো। আমরা রেডি হয়ে বিকেল পাঁচটার দিকে ইউটিউব ভিলেজের উদ্দেশ্যে রওনা দেই। আমাদের বাসা থেকে ইউটিউব ভিলেজের দূরত্ব ৮ কিলোমিটার মোটরসাইকেল নিয়ে যেতে বেশি সময় লাগবে না সর্বোচ্চ 15 মিনিট।

IMG_20220916_163918-01.jpeg

IMG_20220728_180708-01.jpeg


Device : A20s
ইউটিউব ভিলেজের ঝর্ণা
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



যাইহোক, অপরিচিত কোথাও যেতে আমার খুবই ভালো লাগে। অচেনা জায়গা গুলো আমার কাছে অনেক সুন্দর লাগে নতুন পরিবেশের সাথে নিজেকে পরিচিত করতে পেরে খুবই ভালো লাগছিল। একজন সফল ইউটিউবার তার নিজ গ্রামে এত সুন্দর দর্শনীয় স্থানের উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে। যেখানে যে কোনো উৎসবে মানুষ এসে ভিড় জমায় ।গ্রামটির নাম ছিল শিমুলিয়া গ্রাম বর্তমান সারা বাংলাদেশের নাম ছড়িয়ে পড়েছে ইউটিউব ভিলেজ নামে। অ্যারাউন্ড মি বিডি নামক একটি ইউটিউব চ্যানেল আছে যেটা বাংলাদেশের ইউটিউব চ্যানেল গুলোর মধ্যে সেরা অবস্থানে রয়েছে। তার অক্লান্ত প্রচেষ্টা এবং পরিশ্রমের ফলে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। প্রথমদিকে জায়গাটি তেমন একটা সুন্দর ছিল না আস্তে আস্তে সৌন্দর্যতা বৃদ্ধি করা হচ্ছে।

IMG_20220728_174132-01.jpeg

IMG_20220728_174144-01.jpeg


Device : A20s
ইউটিউব ভিলেজের রেলগাড়ি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



জায়গাটির প্রধান দৃষ্টি আকর্ষণ করেছে বিভিন্ন বাঁশ বা কাঠের তৈরি সুন্দর সুন্দর ছাউনী আকৃতির ঘর। এখানকার একজন স্থানীয় লোকের কাছে জানতে পারলাম মাত্র দু'বছরের মধ্যেই অনেক কিছুই তৈরি করে সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। আরো অনেক কিছু তৈরি করার প্রক্রিয়া চলছে ।পরিকল্পনা হাতে নিয়েছে তার স্বপ্ন জায়গাটি বাংলাদেশের দর্শনীয় স্থানের মধ্যে একটি গড়ে তুলবে ।তার এই উদ্যোগকে সাধুবাদ জানাই অবশ্যই তার স্বপ্ন পূরণ হবে। আমার কাছে জায়গাটি অনেক ভালো লাগলো ।একটি গ্রামের মাঝে এরকম সুন্দর দৃশ্য থাকলে গ্রাম্য মানুষের আকর্ষণ করবে জায়গাটি ঘুরে আসার। শহর মুখী প্রবণতা একটু কমে যাবে।

IMG_20220728_173903-01.jpeg

IMG_20220728_173645-01.jpeg


Device : A20s
তৈরি ঈগল পাখি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



জায়গাটির আয়তন হবে 15 থেকে 20 বিঘা জমির উপর। তিনি শুরু থেকেই অনেক জায়গা নিয়ে পরিকল্পনা মাফিক কাজ শুরু করে দিয়েছে। আমরা ঘুরতে ঘুরতে শেষের দিকে একটি পুকুরের মাঝে বাঁশের তৈরি ঘর দেখে সেখানে গেলাম ।তার পাশে কৃত্রিম ঝরনা তৈরি করা হয়েছে যেটা সৌন্দর্যতা আমার অনেক ভালো লাগলো ।সেখানে অনেক গিয়ে তাদের সুন্দর মুহূর্ত উপভোগ করছে। আমরাও সেখানে গিয়ে উপড়ে উঠলাম আমার বন্ধু সর্বোচ্চ উচ্চতায় উঠলো। আমি তার অন্ধকারাচ্ছন্ন দুটো ছবি তুললাম। মাত্র কয়েকজন লোক সেখানে উঠায় সেটা নড়াচড়া করছিল। আমার মনে হয় ভিত্তিটা তেমন একটা শক্তিশালী হয়নি। সেজন্য এইরকম নড়াচড়া করছে একটু ভয় ভয় কাজ করছিল। অনেক মেয়ে মানুষ প্রথমে জায়গাটিতে উঠতে ভয় পেয়ে আবার নিচের দিকে নেমে যায়। আশা করি আপনাদের কাছে এই দৃশ্যটি অনেক ভালো লাগবে। পরবর্তী পর্বে আরো সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি ঠিক বলেছেন ভাইয়া ঘুরাঘুরি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আমি নিজে ঘোরাঘুরি করতে খুব পছন্দ করি। ইউটিউব ভিলেজের নাম অনেক ছড়িয়ে পড়েছে এটি অনেক নাম করেছে কিন্তু আমি নিজে কখনো গিয়ে দেখিনি। ফটোগ্রাফার মাধ্যমে অনেকবার দেখা হয়েছে অনেকেই ইউটিউব ভিলেজের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনাদের ছবিগুলো দেখে আমার কিন্তু খুব যেতে ইচ্ছে করছে। ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে জায়গাগুলো প্রাকৃতিক নিরিবিলি খুব সুন্দর।

হ্যাঁ দিনে দিনে এই জায়গাটি অনেক জনপ্রিয়তা পাচ্ছে সত্যিই বিকেল মধ্যে পরিবারের সাথে করে কাটানোর দারুণ একটা মুহূর্ত।

ইউটিউব ভিলেজ ঘোরাঘুরিতে বেশি ইনজয় করেছেন। সাথে ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। এই ভিলেজ্রীর নাম অনেক শুনেছি। যদি কখনো ওদিকে যাওয়া হয় তাহলে দর্শনের আশা রয়েছে। আপনার ফটোগ্রাফির মাধ্যমে দারুন একটা দর্শনীয় স্থান দেখলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

হ্যাঁ ইউটিউবে যে অনেকদিন পর দারুন সময় অতিবাহিত করলাম দিনে দিনে youtube ভিলেজের সৌন্দর্যতা বৃদ্ধি পাচ্ছে।

ঘুরাঘুরি আমারও খুব পছন্দ।ইউটিউব ভিলেজের নাম আমি শুনেছি তবে যাওয়া হয়নি কখনো। আপনার ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। অনেক বড় জায়গা নিয়ে করেছে। যদি ক্খনো ঢাকা থেকে রাজশাহী যাই তাহলে অবশ্যই ইউটিউব ভিলেজ ঘুরে আসব। ধন্যবাদ ভাইয়া।

ইউটিউব ভিলেজ এখন অনেক জনপ্রিয়তা পেয়েছে হ্যাঁ অনেক বড় জায়গা নিয়ে যায় সৌন্দর্য বৃদ্ধি করেছে আসবে না এখানে।

অনেকদিন পরে ঘুরতে গিয়েছেন অনেকদিন পরে যাওয়ার কারণে অনেক ভালো মুহূর্তই কাটিয়েছেন দেখে মনে হচ্ছে। অনেকজন ভিত্তি টার উপরে ওঠার কারণে নড়াচড়া করছিল মনে হয়। আমারও ভীষণ ভয় লাগে যখন এরকম কিছু হয়। আপনার আজকের এই পোস্ট ভীষণ দারুন ছিল ‌‌।

হ্যাঁ অনেকদিন পর জায়গাটিতে দারুন সময় অতিবাহিত করলাম যেটা করতে ভালই লাগলো।

আপনার ইউটিউব ভিজে ঘুরাঘুরি সময়টুকু করে অনেক ভালো লাগলো। সুন্দর সময় কাটানো পাশাপাশি ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন আপনার জন্য শুভকামনা রইল

আমাদের তো ছবি তোলাই কাজ চেষ্টা করি সব সময় ভালোভাবে ছবিগুলো তুলে আপনাদের সাথে শেয়ার করার