"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৬ || শীতকালীন ফটোগ্রাফি by ripon40

in hive-129948 •  3 months ago  (edited)

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • শীতকালীন ফটোগ্রাফি
  • ১৯, ডিসেম্বর, ২০২৪
  • বৃহস্পতিবার


শীতের শুরুতে দারুন একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শীতকালীন সময়ে প্রকৃতি ভিন্ন এক সৌন্দর্যে সেজে ওঠে। যেটা আমরা উপভোগ করতে খুবই পছন্দ করি। গতবার শীতের মৌসুমে শীতকালীন সময়ের প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। আমাদের কমিউনিটিতে অনেকেই অনেক ভালো ফটোগ্রাফি করে থাকে। শীতকালীন সময়ে প্রাকৃতিক দৃশ্য ভিন্ন রূপে সেজে ওঠে প্রকৃতি তার রূপ বদলায় যেটা উপভোগ করতে সবাই পছন্দ করে। শীতের সকাল শীতের বিকেল সেই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে সবাই পছন্দ করে। বিশেষ করে কুয়াশাচ্ছন্ন শিশির ভেজা সবুজের সমারোহ ভিন্নরূপে সেজে ওঠে। তাছাড়া শীতকাল আসলে বিভিন্ন পিঠা খাওয়ার ধুমধাম পড়ে যায়। যেহেতু শীতের শুরুতে দারুন একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সেজন্য আমি চেষ্টা করেছি প্রতিযোগিতায় শীতকালীন সময়ের কিছু দৃশ্য ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরার। তাছাড়া প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো প্রতিনিয়ত করা হয় ।যেটা আপনাদের সাথে শেয়ার করে থাকি। আশা করি শীতকালীন সময়ের কিছু ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লাগবে।



📸 ফটোগ্রাফি 📸



IMG_20230215_065259-01.jpeg

IMG_20230114_063401-01.jpeg

IMG_20230114_063354-01.jpeg


Device : Redmi note 11
কুয়াশাচ্ছন্ন সকালের দৃশ্য পটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



ফটোগ্রাফি করতে খুবই ভালবাসি ।যখন প্রতিযোগিতার আয়োজন করা হয় তখন ফটোগ্রাফি করার প্রস্তুতি নিয়ে থাকি ‌। শীতের সময় চারিদিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ দ্বারা ভিন্ন এক সৌন্দর্য মন্ডিত দৃশ্য দেখতে পাই। সকালে ঘুম থেকে উঠে মাঠের উদ্দেশ্যে গিয়েছিলাম সবুজ ফসলি দৃশ্যের ফটোগ্রাফি করতে ।তাছাড়া চারিদিকে হালকা কুয়াশা আচ্ছন্ন পরিবেশ ছিল। একটি নির্দিষ্ট সীমার মধ্যে পরিষ্কার দেখতে পাচ্ছিলাম । ফাঁকা মাঠের চারিদিকে সাদা কুয়াশাচ্ছন্ন পরিবেশ দৃশ্যমান ছিল যেটা অনেকক্ষণ দাঁড়িয়ে উপভোগ করলাম কয়েকটি ছবি তুলে নিলাম।


IMG_20241109_062308-01.jpeg

IMG_20241109_062302-01.jpeg

IMG_20241109_054034-01.jpeg


Device : Redmi note 11
হাতের আঙ্গুলের উপর লাল ফড়িং
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



এই মুহূর্তটা এবার শীতের শুরুতে বেস্ট ছিল। যখন সকাল ভোরে শীতের সুন্দর মুহূর্ত উপভোগ করছিলাম ঠিক তখনই একটি ফড়িং সে হাতের আঙ্গুলের উপর বসে পরলো। এর চেয়ে মজার দৃশ্য আর কি হতে পারে । যেটা ভালোই উপভোগ করেছিলাম। অনেক সময় ধরে সে হাতের উপর বসে ছিল তার ফটোগ্রাফি কিভাবে আমি মিস করি। যেটা করতে আমি খুবই পছন্দ করি। খুব সুন্দর করে ফটোগ্রাফি করার চেষ্টা করেছি দেখতে দারুন লাগছিল।

IMG_20221209_072535-01.jpeg

IMG_20221209_075139-01.jpeg


Device : Redmi note 11
খেজুর গাছের দৃশ্য পটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



শীতকাল আসলেই যেন খেজুরের রস এবং আখের রস এগুলো খাওয়ার ধুমধাম পড়ে যায়। এমন কিছু জায়গা রয়েছে যেখানে এই খেজুরের রস এবং গুড় দুটোই পাওয়া যায় । সেখানে মানুষ শীতকালীন সময় এসে ভিড় জমায় খেজুরের রস এবং গুড় খাওয়ার জন্য। রাস্তার পাশ দিয়ে সারি সারি খেজুরের গাছ সেখান থেকে গাছিরা খেজুরের রস সংগ্রহ করে এভাবে জ্বালিয়ে গুড় তৈরি করে। তারই এক দৃষ্টান্ত ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরলাম।


IMG_20230219_140618-01.jpeg

IMG_20230219_140705-01.jpeg

IMG_20230219_140600-01.jpeg


Device : Redmi note 11
শীতের সময় জেলেদের মাছ ধরার দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



বর্ষাকালীন সময়ে নদীতে ভরপুর পানি থাকে। আপনারা ছবিতে নদীর যে দৃশ্যমান বিষয়টি দেখতে পাচ্ছেন বর্ষাকালে এখানে শুধু পানি থই থই করে। এখন সেটা শুকিয়ে গেছে কিন্তু জেলেদের মাছ ধরা বন্ধ হয়নি। অল্প পানি থাকলেও এখানে প্রচুর মাছ পাওয়া যায় । তারা বিভিন্ন ধরনের জাল দিয়ে মাছ ধরে থাকে। সকালবেলা নদীর তীরে এসে যেটা ভালোই উপভোগ করেছি। তাদের মাছ ধরার বিষয় ফটোগ্রাফি করে রেখেছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করব বলে। শীতের সকালের এই সৌন্দর্য সত্যিই অনেক সুন্দর ছিল।


IMG_20230111_072213-01.jpeg

IMG_20221223_143541-01.jpeg

IMG_20221223_142947-01.jpeg


Device : Redmi note 11
সরিষা ফুলের সৌন্দর্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



শীতকাল আসলে মাঠে মাঠে হলুদের সমারোহ ধারা বেষ্টিত থাকে। শীতের সময় মাঠের সেরা সৌন্দর্য হল সরিষা ফুলের দৃশ্য। যেটা সবাই উপভোগ করতে পছন্দ করে। এই সরিষা ফুল দেখতে এতটাই সুন্দর লাগে জোনাকি পোকার মত কি দারুন দৃশ্য। কিন্তু এখনো তেমন একটা সেই সরিষা ফুল ফুটে ওঠেনি ।আর কিছুদিনের মধ্যেই তার সৌন্দর্য উপভোগ করতে পারব। কিছু কিছু জায়গায় সরিষা ফুল ফুটতে শুরু করেছে সেখান থেকে কয়েকটি ফটোগ্রাফি করেছি।

IMG_20230211_115005-01.jpeg

IMG_20230211_115038-01.jpeg

IMG_20230211_115052-01.jpeg


Device : Redmi note 11
কাটা গাধলে ফুল
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



মাঠের ফসলি জমিতে এই ধরনের গাছ বেশি দেখা যায় ।পাতা থেকে শুরু করে সমস্ত অঙ্গে কাটা রয়েছে। এই গাছটির শীতের এই সময়ে সুন্দর ফুল ফুটে এর সৌন্দর্য দেখতে পাওয়া যায়। মৌমাছি এবং বিভিন্ন ধরনের পোকামাকড় এই গাছ থেকে মধু সংগ্রহ করে। গ্রাম অঞ্চলের ভাষায় এটিকে কাটা গাধলে বলে। যেটা ওষুধি গাছও বটে। তার ফটোগ্রাফি খুব সুন্দর মধু সংগ্রহের দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি এই ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লাগবে।


IMG_20230106_065555-01.jpeg

IMG_20230111_072306-01.jpeg


Device : Redmi note 11
শিশির ভেজা ঘাসের দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



শীতকালীন সময়ের ভিন্ন একটি রূপ হল শিশির ভেজা সকালের দৃশ্য। সবুজের উপর জমে থাকা শিশির বিন্দু সবুজ অরণ্যের ভিন্ন একটি রূপে সজ্জিত করায়। সেই সৌন্দর্য উপভোগ করতে সবাই পছন্দ করে ।্ঘাসের উপরে জমে থাকা শিশির বিন্দুগুলো দেখতে এতটাই সুন্দর লাগছে যেটা শীতের শুরুতে শীতকালীন সময়ের প্রাকৃতিক সৌন্দর্যের আগমনী বার্তা। প্রতিবছর এই সময়ে সেই শিশির জমা সৌন্দর্য উপভোগ করতে পারে সবাই পছন্দ করে। যেটা এবার আমিও ভালোই উপভোগ করেছি।


IMG_20230114_153946-01.jpeg

IMG_20241218_163930-01.jpeg


Device : Redmi note 11
ঘোড়া ও মহিষের গাড়ির দৃশ্যপটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



শীতের সময় গ্রামীণ পরিবেশে মাঠের বিভিন্ন প্রান্তে ফসল গড়ে ওঠানোর জন্য দুই ধরনের গাড়ি বেশি ব্যবহার করা হয়। ঘোড়ার গাড়ি এবং মহিষের গাড়ি কাদামাটির রাস্তায় এই গাড়ি খুব সহজে চলাচল করতে পারে । যেটার প্রচলন অনেকটা কমে গিয়েছে তবুও গ্রাম অঞ্চলের বিরল ঐতিহ্য সেই দৃশ্যপট সবসময় ফটোগ্রাফি করার চেষ্টা করি । আশা করি এই দুটো ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লাগবে। শীতকালীন সময়ে তাদের কর্মব্যস্ততা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।


20220208_114101-01.jpeg

20220208_114102-01.jpeg


Device : Redmi note 11
ইঞ্জিন দিয়ে পানি উত্তোলন
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



হয়তো এই ভাবে পানি উত্তোলন প্রক্রিয়া খুবই কম দেখা যায়। এখন যেসব অঞ্চলে মাঠে প্রান্তে বিদ্যুৎ সংযোগ পৌঁছায়নি সেখানে এই ধরনের পানি উত্তোলনের প্রক্রিয়া চলমান রয়েছে। হয়তো এই পদ্ধতি আস্তে আস্তে হারিয়ে যাবে। যেটা কৃষকের ফসলে সেচ দেয়ার কাজে ব্যবহার করা হয়। তারই ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG_20241218_161352-01.jpeg

IMG_20241218_161356-01.jpeg


Device : Redmi note 11
ফসলি জমিতে পানি সেচ
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



কৃষকেরা সবসময় ব্যস্ত থাকে তাদের কৃষিকাজে । বিশেষ করে এই সময় বিভিন্ন নদী অঞ্চলে পানি শুকিয়ে যায়। বিভিন্ন ধরনের ফসল চাষাবাদে তারা ব্যস্ত হয়ে পড়ে। এই সময়টি সবচেয়ে বেশি ব্যস্ত থাকে ভুট্টা ফসলের জমিতে পানি সেচ দেওয়া হচ্ছে। পড়ন্ত বিকেলে তাদের এই কর্মব্যস্ততা ভালই উপভোগ করেছি। আরো অনেক সুন্দর মুহূর্তের দৃশ্য ছিল যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই এই ফটোগ্রাফিটি তুলে ধরার চেষ্টা করলাম।


IMG_20241201_064550-01.jpeg

IMG_20241201_064539-01.jpeg


Device : Redmi note 11
পাতাবিহীন গাছের দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



শীতকালীন সময়ে প্রকৃতি তার নতুন রূপে সেজে ওঠে। নতুন যাত্রা যেন শুরু করে বিভিন্ন গাছের পাতা ঝরা দৃশ্যটি চোখে পড়ে। সেই সময়ের সৌন্দর্য আমার কাছে খুবই ভালো লাগে। একটি গাছের পাতা ঝরে পড়েছে সেই দৃশ্যটি খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। পড়ন্ত বিকেলে এরকম সৌন্দর্য সত্যিই মুগ্ধ করে যেটা দেখতে দারুন ছিল। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

IMG_20241201_064026-01.jpeg

IMG_20241201_064022-01.jpeg


Device : Redmi note 11
শীতকালীন সময়ে সূর্যাস্তের মুহূর্ত
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



একটি দিনের সেরা মুহূর্তগুলো বিকেলের মুহূর্ত। বিশেষ করে বিকেলের শেষ মুহূর্তে সন্ধ্যা নেমে আসে সূর্য অস্ত যায়। লালচে আকার ধারণ করে সেই মুহূর্তের দৃশ্যটি উপভোগ করতে খুবই ভালো লাগে আমার কাছে। যেটা প্রতিনিয়ত উপভোগ করা হয়ে থাকে। বিশেষ করে শীতকালীন সময়ে সূর্যাস্তের মুহূর্তটা বেশি সুন্দর হয়। খোলা আকাশের নিচে সেই সৌন্দর্যতা এতটাই ফুটে ওঠে শুধু তাকিয়ে থাকতে মন চায় কিন্তু সাময়িক সময়ের জন্য এটা দেখতে পাওয়া যায় ।সন্ধ্যা শেষে অন্ধকার নেমে আসে একটি দিনের দারুন মুহূর্ত।

পোষ্টের বিবরণ


বিভাগফটোগ্রাফি
বিষয়শীতকালীন ফটোগ্রাফি ।
ক্যামেরাRedmi Note 11, f/1.8 1/100s ISO65 4.8mm no flash
পোস্টের কারিগর@ripon40
অবস্থানখোকসা, কুষ্টিয়া ।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

Screenshot_2024-12-19-11-07-44-395_com.android.chrome.jpgScreenshot_2024-12-19-11-05-37-040_com.coinmarketcap.android.jpg
Screenshot_2024-12-19-11-04-54-266_com.twitter.android.jpgScreenshot_2024-12-17-23-09-05-368_com.peak.jpg

বাহ্ , বেশ চমৎকার কিছু শীতকালীন ফটোগ্রাফি শেয়ার করেছেন ৷ আপনার তোলা এসব ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো ৷ প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে ৷ প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনার ফটোগ্রাফিতে বেশ চমৎকার ভাবে ফুটে তুলেছেন ৷ ভীষণ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে ৷ ধন্যবাদ

পুরো মাঠ জুড়ে সরিষা ফুল এটা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। এরকম দৃশ্য সামনাসামনি কখনো দেখা হয়নি। আপনি বরাবরই চমৎকার ফটোগ্রাফি ক্যাপচার করেন। আজকের প্রত্যেকটা ফটোগ্রাফি ও ভীষণ সুন্দর হয়েছে। তবে আমার কাছে সরিষা ফুলের ফটোগ্রাফি এবং সূর্যাস্তের ফটোগ্রাফি অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে মনোমুগ্ধকর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার ফটোগ্রাফি সব সময় অনেক সুন্দর হয়। আর এরকম ফটোগ্রাফি দেখলে খুব ভালো লাগে। ঠিক তেমনি এই ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর লেগেছে দেখতে। শীতকালীন সেরা ফটোগ্রাফির এই প্রতিযোগিতায় আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে অংশগ্রহণ করলেন। আমার কাছে সবগুলো ফটোগ্রাফি দেখতে ভালোই লেগেছে। আপনার অংশগ্রহণ দেখে আমার অনেক ভালো লাগলো।

সব কটা ছবিই অসাধারণ। তবে শেষের দুটো চোবি থেকে চোখ সরানো যাচ্ছিল না৷ অসাধারণ লেগেছে৷ এছাড়াও সরষাক্ষেতের ছবিও দারুণ ছিল।

ফটোগ্রাফি গুলো অসাধারণ সুন্দর ছিল এক কথায় শীতকালের কিছু চোখ ধাঁধানো সৌন্দর্য যেন ফটোগ্রাফিতে লক্ষ্য করলাম। শীতের সকালের অপরূপ সৌন্দর্য সেই সাথে বিকেল বেলার সূর্য হেলে পড়ার দৃশ্যটাও বেশ ভালো লেগেছে। চমৎকার ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

কুয়াশচ্ছন্ন শীতের সকাল দিগন্ত বিস্তৃত সরিষা ক্ষেত। আহ এ যেন স্বর্গীয় দৃশ্য। অন্য ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল ভাই। অসাধারণ করেছেন শীতকালীন ফটোগ্রাফি গুলো। আপনি যেন শীতকালে বাংলার গ্রামীণ প্রকৃতি টাই পুরোপুরি তুলে ধরলেন।