বন্ধুদের সাথে ইফতার পার্টি(এসএসসি ব্যাচ ২০১৬) || ( ১০%লাজুক খ্যাকের জন্য) by ripon40 by ripon40

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • বন্ধুদের সাথে ইফতার পার্টি
  • ২২, এপ্রিল ,২০২৩
  • শনিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি বন্ধুদের সাথে ইফতার পার্টি মুহূর্তের দৃশ্য পটভূমি শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



_1682108079175-01.jpeg


Device : Redmi Note 11
বন্ধুদের সাথে ইফতার পার্টি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



তাহলে চলুন গল্পটি শুরু করি


আজকের এই সুন্দর দিনটির মাধ্যমে পবিত্র মাহে রমজান শেষ করে ফেললাম। একটি মাস রোজা রাখার মাধ্যমে তৃপ্তি ভালো লাগা কাজ করে। এবার রমজান মাসে প্রচন্ড গরম সহ্য করে সিয়াম পালন করতে হয়েছে সবাইকে। তবুও রোজা থাকার মধ্যে আলাদা একটা তৃপ্তি আছে। অন্যান্য দিনের তুলনায় আজকের এই দিনটি ঠান্ডা এবং খুব সুন্দর ছিল। রমজানের শেষ দিন টা অনেক ভালো গিয়েছে সবার। হয়তো এই রমজান মাস আমাদের জন্য পরীক্ষা স্বরুপ ছিল। যাই হোক প্রতিবছর এই দিনে বন্ধুদের সাথে ইফতার পার্টির আয়োজন করা হয়।

IMG_20230421_182106-01.jpeg

IMG_20230421_181500-01.jpeg


Device : Redmi Note 11
বন্ধুদের সাথে ইফতার পার্টি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



বন্ধু হলো জীবনের বড় একটি অংশ। যেটা ছাড়া জীবন অচল বন্ধুদের সাথে কাটানোর সকল মুহূর্তগুলোই সবসময় বেস্ট হয়ে থাকে। যেমন এই রমজান মাসে আজকের দিনে কাটানো মুহূর্তটা সত্যিই সেরা ছিল। আমি তো বন্ধু ছাড়া কোথাও চলতেই পারি না যে কোন জায়গায় গেলে বন্ধুদের সাথে না গেলে ভালো লাগেনা। আর এরা হলো আমার স্কুল জীবনের বন্ধু। তাদের সাথে রয়েছে আমার কত স্মৃতি বিজড়িত গল্প কাহিনী। যেগুলো কখনো ভুলবার নয় যখনই তাদের সাথে আড্ডায় বসে যাই তখন সেই স্মৃতিগুলো ভেসে ওঠে যেটা অতীত হয়ে গিয়েছে। রোজার শেষ সময়ে সব জায়গাতেই বন্ধুরা মিলে এভাবে ইফতার পার্টির আয়োজন করে থাকে। সত্যিই এই বন্ধন আজীবন থাকুক সেটাই কামনা করি।

IMG_20230421_180708-01.jpeg

IMG_20230421_180520-01.jpeg


Device : Redmi Note 11
বন্ধুদের সাথে ইফতার পার্টি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



যাইহোক, এই সুন্দর ইফতার পার্টির আয়োজনের প্ল্যান ছিল আমার প্রিয় বন্ধু জসিমের। আমাদের ফেসবুক গ্রুপ আছে যেটা এসএসসি ব্যাচ যারা আমরা একসাথে পরীক্ষা দিয়েছিলাম তাদের সাথে সেই গ্রুপে কথা হয় সেখানেই প্রতিবছর এই সময়ে ইফতার পার্টি আয়োজনের প্ল্যান করা হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি হয়তো অনেকের উপস্থিত থাকার কথা ছিল কিন্তু তাদের ব্যস্ততার কারণে কয়েকজন অনুপস্থিত ছিল। যে কোন ক্ষেত্রে কয়েকজন বন্ধুই সব ধরনের উদ্যোগ গ্রহণ করে। তেমনি আমরা কয়েকজন মিলে সবাই চাঁদা দিয়ে সুন্দর একটি ইফতার পার্টির আয়োজন করি। আমাদের ইফতার পার্টির আয়োজন করা হয় স্কুল মাঠে কিন্তু স্কুল মাঠ চাষ দেওয়ায় আমরা তারই পাশে কলেজে ইফতার পার্টি আয়োজন করার সিদ্ধান্ত নেই। এই স্থানটি আমার কাছে খুবই প্রিয় এখানে অনেক আড্ডা দিয়েছি সময়ের সাথে সাথে নিজের জীবনের লক্ষ্য অনুযায়ী এগোতে হলে একসময় নিজেকে স্থান পরিবর্তন করতেই হবে।

IMG_20230421_181749-01.jpeg

IMG_20230421_181726-01.jpeg

IMG_20230421_181747-01.jpeg


Device : Redmi Note 11
বন্ধুদের সাথে ইফতার পার্টি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



দুপুর টাইমে আমরা ইফতারের যে মেনুগুলো করেছিলাম সেগুলো মোটরসাইকেল নিয়ে গিয়ে কয়েকজন বন্ধু মিলে কিনে নিয়ে আসি। ইফতারের মেনু ছিল কাচ্চি বিরিয়ানি এবং কয়েক ধরনের ফল। তারপর কলেজ মাঠে এসে সবাই একত্রিত হই গোল হয়ে মাঠের মাঝে বসে পড়ি। কিছু বন্ধু ইফতারের আয়োজন নিয়ে ব্যস্ত ছিল আবার অনেকে গল্পে মেতে উঠেছিল । আমিও তাদের সাথে গল্পে মেতে উঠি এবং পুরনো দিনের গল্প গুলো আবার ভেসে ওঠে। অনেকদিন পর সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগছিল। আসলে এই রমজান মাসে ঈদের আগে এইভাবে বন্ধুদের সাথে একত্রিত হতে পেরে সত্যিই ভালো লাগে। স্কুলের গণ্ডি পেরিয়ে সবাই বিভিন্ন জায়গায় অবস্থান করায় হয়তো এখন আর একত্রিত হতে পারিনা কিন্তু ঈদের সময় সবাই বাড়িতে আসায় একত্রিত হতে পেরে সত্যিই অনেক ভালো লাগলো। রমজানের শেষ দিনটি সত্যিই অনেক ভালো ছিল সব সময় চাই এই দিনটি আবার ফিরে পাই বন্ধুদের সাথে ইফতার পার্টির মাধ্যমে আনন্দে মেতে উঠি।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDGMy52wVotParwf9eYo99FhcDG9yRVNaQxotVf91vSjAbxytemWEpH4UCMBVKo32iMz6Mc3c23ZDcBfZ1ESGR5dcG9hmK3xvsmcahC4GSPabbvtjdepn.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

এটা আপনি একদম ঠিক কথা বলেছেন ভাইয়া বন্ধু হচ্ছে আমাদের জীবনের সবথেকে বড় একটা অংশ। তাদের সাথে যেকোনো কাজে অংশগ্রহণ করতে খুবই ভালো লাগে। খুবই ভালো লাগলো এটা দেখে যে আপনারা সকল বন্ধুরা মিলে ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছেন।

ঈদ মোবারক
এসএসসি ব্যাচ সকল বন্ধুদের সাথে একসাথে এবারের শেষ ইফতার পার্টি দেখে দারুন লাগলো ৷ আসলেই তাই বন্ধু হলো জীবনের একটা অংশ৷ যাদের কে ছাড়া জীবন চলেই না ৷ ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য ৷

ভাই আপনি অনেক ভালো বরকতময় রমজান মাসে ইফতারের উদ্দেশ্যে বন্ধুদের সাথে ইফতার পার্টি। দেখে অনেক ভালো লাগলো এই পার্টি মহান আল্লাহতালা যেন কবুল করে নেন সেই দোয়া কামনাই করি। সত্যিই এটা দেখে আমার অনেক ভালো লাগলো যে আপনার এসএসসি ব্যাচ বন্ধুরা মিলে ইফতারের পার্টি করেছেন। ধন্যবাদ দোয়া কামনা করি এই দিনগুলো যেন আমরা আবারো সামনের রমজানে পাই ভাইয়া।

একদম ঠিক কথা বলেছেন বন্ধু হচ্ছে জীবনের অংশ। আসলে আমাদের যেকোনো কাজ করার ক্ষেত্রে বন্ধুর অবশ্যই প্রয়োজন রয়েছে। আর তার মধ্যে স্কুলের বন্ধুদের তো তুলনা হয়না। তারা যেন সারা জীবন মনে থেকে যায়। আপনারা সবাই মিলে খুব সুন্দর ভাবে মাঠের মধ্যে ইফতার করেছেন দেখে ভালো লাগলো। আমারও খোলা আকাশের নিচে এরকম ইফতার করার ইচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত পারি নাই। অবশ্য আপনারা তো ছেলে এইজন্য আপনাদের জন্য সুবিধা বেশি। তবে সবাই মিলে দিনটাকে অনেক আকর্ষণীয় করে তুলেছেন।

আপনারা বন্ধুরা মিলে খুব সুন্দর করে ইফতারি আয়োজন করেছেন। তবে পুরানো বন্ধু গুলো একসাথে হলে অনেক মজাই লাগে। তবে আপনি ঠিক বলেছেন বন্ধু হচ্ছে জীবনের একটি অংশ। যদিও দুপুর বেলা আপনারা ইফতারি মেনু দেখে ইফতারগুলো রেডি করেছেন। কেউ রেডি করছে আর কেউ গল্প করতেছে। এই সুযোগে আপনি মনে হয় পুরানো বন্ধুদের সাথে খুব ভালোই গল্প করলেন। সত্যিই আপনার পোস্টটি দেখে আমার নিজেরও স্কুল জীবনের বান্ধবীদের কথা মনে পড়ে গেল। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

এই ইফতার পার্টি দেখে আমার খুবই ভালো লেগেছে। আপনাদের বন্ধুত্বের বন্ধন টিকে থাকা আজীবন সেই দোয়া ও শুভকামনা রইল। আশা করি ঈদের দিন টা বন্ধুদের সাথে খুব আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে অতিক্রম করেছেন। প্রতিবারে যেন ফিরে আসে এমন আনন্দঘন মুহূর্ত সে দোয়া রইল।