স্পোর্টস : উয়েফা নেশনস লীগ (জার্মানি ^ হাঙ্গেরি )//by ripon40

in hive-129948 •  yesterday 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • উয়েফা নেশনস লীগ (জার্মানি ^হাঙ্গেরি)
  • ২১, নভেম্বর ,২০২৪
  • বৃহস্পতিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ফুটবল ম্যাচ দেখার অভিজ্ঞতা শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।





IMG_20241121_004836.jpg

ছবিঃ Krira TV থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

ম্যাচের পরিসংখ্যান:


জার্মানিহাঙ্গেরি
মোট শট-১২মোট শট-১৬।
টার্গেটের শট-০৩টার্গেটের শট-০৬।
দৈর্ঘ্য৯০ মিনিট ।
বল পজিশন -৭২%বল পজিশন -২৮%
পাস করে -৬৮৮পাস করে -২৬০
পাস নির্ভুলতা-৮৭%পাস নির্ভুলতা-৭৩%
ফাউল-১২ফাউল-১৭
হলুদ কার্ড- ০৩হলুদ কার্ড - ০২
রেড কার্ড- ০০রেড কার্ড-০০
অফসাইডস-০০অফসাইডস-০১
কোণ-০৫কোণ- ০৭
সময়কাল রাত ১.৪৫ টায়২০.১১.২০২৪ইং
ফলাফল :জার্মানি-০১ হাঙ্গেরি -০১

ম্যাচের সারসংক্ষেপ




আমার কাছে খেলাধুলা খুবই ভালো লাগে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আলাদাভাবে নেশাটা রয়েই গেছে। এখনো সময় পেলে ছোট ভাই ব্রাদারের সাথে এলাকায় খেলাধুলার মেতে ওঠা। যেটা অনেক বড় একটি নেশা খেলাধুলা শরীরের পক্ষে যেমন ভালো তেমনি মানসিক সকল ধরনের অবসাদ দূর করে দেয়। ছোট্টবেলার সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো ফিরে যেতে মন চায়। আসলে সেই স্বাধীন মুহূর্ত চাইলে যখন তখন খেলাধুলা নিয়ে মেতে উঠতাম এখন আর পারি নাহ। মাঝে মাঝে ছোট্ট বাচ্চাদের খেলাধুলা গুলো দেখে সেই দিনগুলোর কথা স্মরণ করি আর খেলাধুলা এখন নিয়মিত না করা হলেও রাত জেগে খেলা দেখার অভ্যাসটা এখনো রয়েই গেছে।

Screenshot_2024-11-21-00-45-23-065_com.google.android.youtube.jpg


দীর্ঘদিন ক্লাব ফুটবল বিরতি শেষে আবার জাতীয় দলের খেলা শুরু হতে চলেছে। এই সময় ক্লাবের ফুটবল খেলা বিরতি থাকে দলের খেলা শুরু হয়ে যায়। ক্লাব মৌসুমীর কয়েক মাস পর পর বিরতি হয়। তার মধ্যে জাতীয় দলের খেলা শুরু হয়ে যায় ইউরোপের নেশনস লীগ ল্যাটিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের খেলা চলমান রয়েছে। ২০২৬ সালের বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক বছর বাকি ।মনে হলো সেদিন বিশ্বকাপ শেষ হলো। দেখতে দেখতে ২০২৬ সালের বিশ্বকাপের সময় চলে আসছে এর মধ্যে জাতীয় দলের বিশ্বকাপ বাছাই পর্বের খেলা চলমান রয়েছে গতকাল অনেকগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত ১ঃ৪৫ এ উয়েফা নেশনস লীগের খেলা অনুষ্ঠিত হয় জার্মানি এবং হাঙ্গেরি মধ্যে।

Screenshot_2024-11-21-00-45-38-099_com.google.android.youtube.jpg


ফুটবল এমন একটি খেলা বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেলা যে খেলাটি দেখার জন্য সকল মানুষ মুখিয়ে থাকে। আমিও অনেক বড় ফুটবল ভক্ত রাত জেগে ফুটবল খেলা দেখার অভ্যাস এখনো রয়েছে বর্তমানে ইউরো কোপা বড় দলের সবগুলো খেলায় দেখা হয়েছে। এবারের ইউরো কাপে কয়েকটি দল সবচেয়ে বেশি ভালো ফুটবল খেলেছে ।স্পেন জার্মানি ফ্রান্স ইংল্যান্ড তাদের মধ্যে বেটার ফুটবল খেলেছে। ২০২৪ সালের ইউরো কাপ জেতার সম্ভাবনায় সবচেয়ে বেশি এগিয়েছিল স্পেন তারপর জার্মানি দীর্ঘ দুইটি বিশ্বকাপ তাদের এমন বাজে অবস্থায় গিয়েছে। যেটা দল হিসেবে কখনোই কাম্য ছিল না। বর্তমান তাদের অবস্থান খুবই শক্তিশালী আগের রূপে ফিরে এসেছে। জার্মানের ভয়ে অনেক দল ছন্দময় খেলা হারিয়ে ফেলত। সেই দলের বেহাল অবস্থা পুরো বিশ্বকে হতাশ করেছে।

Screenshot_2024-11-21-00-45-48-079_com.google.android.youtube.jpg


বর্তমান উয়েফা নেশনস লীগ এর গ্রুপ পর্বের খেলা চলমান রয়েছে। গতকাল রাতে জার্মানি বনাম হাংগীরের মধ্যে গ্রুপ পর্বের খেলা শুরু হয়। রাত ১ঃ৪৫ মিনিটে যে খেলাটি দেখার জন্য অপেক্ষায় ছিলাম ইউরোপের প্রত্যেকটা দলই শক্তিশালী কে হারবে কে জিতবে নির্ধারণ করা খুবই কঠিন। সেজন্য ইউরোপের প্রত্যেকটা দলের খেলা দেখতে খুবই ভালো লাগে ফুটবলের স্বর্গ বলা হয় ইউরোপ কে। ফুটবলের ভিত্তি এখনো ঠিকই রেখেছে ইউরোপের দলগুলো। ইউরোপের সেরা তারকারা মনে করে বিশ্বকাপ থেকে ইউরো জেতা সবচেয়ে কঠিন আসলেই কথাটি অনেক অংশ সত্য। অনেকদিন হলো জাতীয় দলের খেলা উপভোগ করা হয় না। এই খেলাটি দেখার জন্য অপেক্ষায় ছিলাম। অনেক রাতে খেলা তবুও চেষ্টা করেছি খেলাটি উপভোগ করতে।

Screenshot_2024-11-21-00-46-08-152_com.google.android.youtube.jpg


এই ম্যাচটি স্বাভাবিকভাবে জার্মানি জিতে যাবে সেটাই প্রত্যাশা করেছিলাম। তবুও একটি জায়গায় আপনাকে থমকে দেবে ইউরোপের প্রতিটা দল জেতার জন্য খেলে। খেলার শুরুতে দুইটি দল আক্রমণত ফুটবল খেলা শুরু করে। জার্মানি আক্রমণ করলে পাল্টা প্রমাণ করে হাঙ্গেরি সত্যিই এই ধরনের খেলা গুলো উপভোগ করতে সবচেয়ে বেশি ভালো লাগে। আক্রমণের উপর আক্রমণ চলতে থাকে। যদিও বল পজিশনে জার্মানি অনেকটাই গিয়েছিল আক্রমণের দিক দিয়ে হাঙ্গেরি এগিয়েছিল বিশেষ করে মিডিল অর্ডারের উপর টেকেন সবচেয়ে বেশি ধরে রেখেছিল হাঙ্গেরি। প্রথমার্ধের খেলায় অনেকগুলো আক্রমণ হওয়া সত্ত্বেও কোন দল গোল দিতে এবং হজম করতে পারেনি। অনেকগুলো আক্রমণ হয় জার্মানি অনেকগুলো সুযোগ পায় যেটা মিস করে।

Screenshot_2024-11-21-00-46-15-490_com.google.android.youtube.jpg


নির্দিষ্ট টাইমের বিরতি শেষে খেলা আবার শুরু হয়ে যায়। দুই দল নিজেদের ডিফেন্স শক্তিশালী করে খেলার চেষ্টা করে। যেহেতু পয়েন্ট টেবিলে সবার উপরে আছে জার্মানি এই ম্যাচটি তাদেরও করলেও চলবে কিন্তু হাঙ্গেরির ক্ষেত্রে ভিন্ন তাদেরকে ম্যাচটি জিততে হবে তাহলেই তারা গ্রুপ পর্বের টেবিলে দ্বিতীয় অবস্থানে থেকে রাউন্ড অফ সিক্সটিনে যাওয়ার সুযোগ পাবে। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছিল জার্মানিকে পাল্টা আক্রমণ করে গোল দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু প্রথমার্ধেক কোন দলে গোল করতে পারেনি। নির্দিষ্ট টাইমের বিরতি শেষে আবার খেলা শুরু হয় দুই দল আক্রমণে ফুটবল খেলতে শুরু করে। খেলার ছিয়াত্তর মিনিটে দারুন একটি সুযোগ পায়। জার্মান সেই সুযোগটি কাজে লাগাতে মিস করেনি। জার্মানি এক শূন্য গোলে এগিয়ে যায় অন্যদিকে হাঙ্গেরি এক শূন্য গোলে পিছিয়ে পড়ে।

Screenshot_2024-11-21-00-47-02-089_com.google.android.youtube.jpg


খেলা প্রায় শেষের দিকে আর মাত্র কয়েক মিনিট বাকি তখন ধরে নিয়েছিলাম খেলাটি শেষ হয়ে যাবে কিন্তু হাঙ্গেরি অনেকগুলো কাউন্টার অ্যাটাক করে। তাদের এই ম্যাচটি জিততেই হবে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায় ম্যাচটিকে নিজেদের আয়ত্তে নিয়ে আসার জন্য। খেলাফেরা শেষের দিকে ধরে নিয়েছিলাম ম্যাচটি জার্মানি জিতে যাবে। খেলা গড়ায় অতিরিক্ত টাইমে যে টাইমে অনেক দলকে হারতে এবং জিততে দেখেছি অতিরিক্ত টাইম এর শেষ সময় হাঙ্গেরি দারুন একটি আক্রমণ করে সেখান থেকে একটি পেনাল্টি আদায় করে। যেটা তাদের হেরে যাওয়ার হাত থেকে রক্ষা করেছে। সেই পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরায় নির্দিষ্ট টাইমের খেলা শেষ হওয়ার পর অতিরিক্ত টাইম শেষ হয়ে যায় জার্মানি এবং হাঙ্গেরি এক এক সমতায় খেলাটি শেষ করে।

ম্যাচের সংক্ষিপ্ত ভিডিওর লিংক সমূহ


ধন্যবাদ সবাইকে




আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

Screenshot_2024-11-21-09-32-44-513_com.coinmarketcap.android.jpg

Screenshot_2024-11-21-09-31-34-073_com.twitter.android.jpg

Screenshot_2024-11-20-14-50-42-346_com.android.chrome.jpg