সরিষা ফুলের মাঠে সুন্দর একটি বিকেল ||by ripon40

in hive-129948 •  last year 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • সরিষা ফুলের মাঠে সুন্দর একটি বিকেল
  • ১৯, ডিসেম্বর ,২০২৩
  • মঙ্গলবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি সরিষা ফুলের মাঠে সুন্দর একটি বিকেলের দৃশ্য পটভূমি শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



_1702908586350-01.jpeg


Device : Redmi Note 11
বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষা ফুল
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



তাহলে চলুন গল্পটি শুরু করি


সময়ের সাথে সাথে প্রকৃতি তার রূপ বদলায়। বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য ধারা চারিপাশে ঘেরা থাকে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে সত্যিই অনেক ভালো লাগে। শীতকালীন সময়ে আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাই। শীতকালীন সময়ের এই সৌন্দর্য প্রতিবছরই উপভোগ করা হয়ে থাকে। শীতের সময় মাঠে মাঠে সরিষা ফুল ফুটতে দেখতে পাই ।সরিষা ফুলেরই সৌন্দর্য সত্যি উপভোগ্য হয়ে থাকে। সেই সৌন্দর্য আমরা কিছুদিনের জন্য প্রতিবছর এই সময় উপভোগ করে থাকি।

IMG_20231205_160346-01.jpeg

IMG_20231205_160340-01.jpeg

IMG_20231205_154753-01.jpeg

IMG_20231205_154749-01.jpeg

IMG_20231205_153916-01.jpeg

IMG_20231205_153911-01.jpeg


Device : Redmi Note 11
চারিদিকে শুধু সরিষা ফুল দৃশ্যমান
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



শীতকালীন সময়ে বাড়ির পাশে যে মাঠ রয়েছে সেখানে ভিন্ন এক পরিবেশ বয়ে আনে। এই জায়গাটির দৃশ্যপট সময়ের সাথে সাথে পরিবর্তিত। সুন্দর মুহূর্ত গুলো আপনাদের সাথে অনেকবারই শেয়ার করা হয়েছে। আজকে যে ফটোগ্রাফি গুলোর মাধ্যমে সরিষা ফুলের দৃশ্যমান বিষয়টি তুলে ধরেছি। সেখানে বর্ষাকালীন সময়ে পানি থৈথৈ করত। সেই সময় নদীতে কাটানো মুহূর্তগুলো আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি। আবার শীতকালের সময় ভিন্ন এক পরিবেশ। বর্ষার শেষে নদীতে পানি শুকিয়ে যায় ।কৃষকেরা ব্যস্ত হয়ে পড়ে চাষাবাদ জমিগুলো ফসল ফলানোর জন্য।

IMG_20231205_153832-01.jpeg

IMG_20231205_153600-01.jpeg

IMG_20231205_153423-01.jpeg

IMG_20231205_153401-01.jpeg

IMG_20231205_153352-01.jpeg

IMG_20231205_152818-01.jpeg


Device : Redmi Note 11
ছোট্ট একটি নদী পানি শুকিয়ে গেছে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



প্রতিবছর সরিষা ফুলেরই সুন্দর দৃশ্য উপভোগ করে থাকি এবারও তার ব্যতিক্রম হয়নি। ছবিতে চারিদিকে হলুদের সমাহার দ্বারা বেষ্টিত। সরিষা ফুলের দৃশ্য সত্যি উজ্জ্বল নক্ষত্রের মতো ভিন্ন এক সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। বন্ধু জসিম বাড়িতে এসেছিল। সে আবার মাঠে ঘুরাঘুরি করতে খুবই পছন্দ করে। ফাঁকা জায়গাগুলোতে ঘুরতে গেলে মন ফ্রেশ হয়ে যায় । এইরকম সুন্দর পরিবেশ উপভোগ করতে কেনা পছন্দ করে। আগে থেকেই দুজনের মধ্যে কথা হয়েছিল বাড়িতে এসে দুপুর টাইমে মাঠের দিকে ঘুরতে যাব। কারণ বিকেল মুহূর্তে গেলে কিছু সময় পরই সন্ধ্যা হয়ে যায় কারণ দিনটি এখন খুবই ছোট। মাঠের প্রবেশ পথে ই চারিদিকে সরিষা ফুলের এই সৌন্দর্য মনকে আকর্ষণ করে। দুজন দুপুর দুইটার দিকে বেরিয়ে পড়লাম মাঠের উদ্দেশ্যে। বাড়ি থেকে সেখানে হেঁটে যেতে পাঁচ মিনিট সময় লাগে। দিনটি একটু মেঘলা ছিল তা না হলে যে ছবিগুলো তুলেছি আরো ফুটে উঠতো ।

IMG_20231205_152737-01.jpeg

IMG_20231205_145817-01.jpeg

IMG_20231205_145814-01.jpeg

IMG_20231205_145717-01.jpeg

IMG_20231205_145712-01.jpeg

IMG_20231205_145650-01.jpeg


Device : Redmi Note 11
যেদিকেই তাকাই সরিষা ফুল
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আমার কাজ যেখানেই যাই চেষ্টা করি ফটোগ্রাফি করার। সরিষার মাঠে গিয়ে শুরু করে দিলাম ফটোগ্রাফি। নিজেদের কিছু ছবি তুলেছিলাম। যখন মাঠের মাঝে অবস্থান করলাম চারিদিকে সরিষা ফুল কি সুঘ্রান। সত্যিই এই মনোমুগ্ধকর পরিবেশ সরিষা ফুলের সুগন্ধি সবমিলিয়ে দারুন একটা দিন ছিল। মাঝে উঁচু জায়গা মাঠের সেখানে কলা চাষ করা হয়েছে। সেটা অতিক্রম করার পর ছোট্ট একটি নদী।সেখানে পানির পরিমাণ কম একদমই শুকিয়ে গেছে । জেলেদের নৌকা গুলো সেখানে রয়েছে পড়ে। বিভিন্ন ধরনের চ্যাওলা ঘাস মরে নৌকার উপর শুকিয়ে আছে । সেই ছোট্ট নদী অতিক্রম করার পর আবার চারিদিকে সরিষা ফুল । এরকম সুন্দর দৃশ্য উপভোগ করতে কার না ভালো লাগে দেখলেই মন ভরে যায়। বিকেল মুহূর্তে সব মিলিয়ে দারুন একটা মুহূর্ত পার করলাম। মৌমাছি সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করছে। এরকম দিনটি আবার আমাদের মাঝে ফিরে আসুক সেটাই কামনা করি।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শীতের সময় আসলেই বেশিরভাগ জায়গায় সরিষা ক্ষেতের মাঠ দেখা যায়। আর বড় বড় সরিষা ক্ষেতগুলো দেখলেই মনটা একেবারে ভরে যায়। আমার নিজেরও সরিষা ক্ষেতে যাওয়া হয়। সরিষা ফুলের মাঠে বেশ ভালোই ঘুরাঘুরি করেছিলেন দেখছি। আপনার ঘুরাঘুরি করার মুহূর্তটা বেশ ভালোই উপভোগ করলাম আমি। সুন্দর মুহূর্তটা সবার মাঝে অনেক সুন্দর করেই ভাগ করে নিয়েছেন আপনি। সব মিলিয়ে অসম্ভব দারুন ছিল পুরোটা।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

বিকেল বেলা ঘুরতে খুবই ভালো লাগে।তবে আপনি সরিষা ক্ষেতের ফটোগ্রাফি দারুণ ভাবে ক্যামেরা বন্দী করছেন। এইরকম সুন্দর একটা জায়গা প্রাকৃতিক সৌন্দর্য বাহ্ ভাবতেই আমাকে ভালো লাগতেছে। সরিষা ক্ষেতের ঘ্রাণ টা আমাকে খুবই ভালো লাগে।যাইহোক আপনারা দুইজন ভালোই একটা মূহুর্ত অতিক্রম করেছেন।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পোস্ট টি শেয়ার করার জন্য।

নদীর দুপার দিয়ে বিস্তীর্ণ মাঠে যতদূর চোখ যায় শুধু সরিষা খেয়ে। হলুদ আর সবুজের চাদরে মোড়ানো। আসলে এরকম প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিছুটা সময় পার করা ভাগ্যের ব্যাপার।
আর বিকেলের সময় টা হলে তো কোন কথাই নেই।
ফটোগ্রাফি এবং বর্ণনা পড়েই বুঝতে পারছি আপনারা অনেক সুন্দর সময় পার করেছেন।

Posted using SteemPro Mobile

শীতকালে সরিষা ফুলের সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যায় না। তাছাড়া ঠিকই বলেছেন ভাইয়া শীতকালে প্রাকৃতিক সৌন্দর্য আসলেই মুগ্ধ করে। অনেক বছর হল এরকম সরিষা খেতে যাওয়া হয়না। শীতের দিকে গ্রামে খুব কম যাওয়া হয়। আপনি সরিষা ক্ষেতে গিয়ে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। তাছাড়া নৌকার ফটোগ্রাফিটাও অসম্ভব ভালো লেগেছে আমার কাছে। তাছাড়া আকাশ মেঘলা থাকলেও ফটোগ্রাফি গুলো কিন্তু ভালো লাগছে দেখতে। আপনারা ভালো সময় কাটিয়েছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

শীতকালের খুবই ভালো লাগার একটা জিনিসের নাম হচ্ছে সরিষা ফুল। শীতের বিকেল হলেই যেন সরিষা ফুলের মধ্যে ঘুরতে যাবার ধুম লেগে যায়। আমিও ভাবছি সরিষা ফুলের মধ্যে ঘুরতে যাব কিন্তু সুযোগ হচ্ছে না।

image.png

আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। বোঝাই যাচ্ছে আপনি খুব সুন্দর একটি বিকেল কাটিয়েছেন। প্রকৃতির সৌন্দর্য সম্পর্কে বলে শেষ করা যায় না। সরিষা ফুলের ক্ষেত আসলে সবার কাছে খুবই জনপ্রিয় একটি ফুলের ক্ষেত। আমার কাছে বিশেষ করে ক্ষেতের এবং নৌকার ছবিগুলো বেশি ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি বিকেলের মুহূর্ত ‌শেয়ার করার জন্য।

শীতকালে প্রত্যেকটা জায়গায় একটা করে সরিষার ক্ষেত থাকে। আর শীতকালে বিকেলবেলা সরিষা ক্ষেত হাঁটতে যেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি খুবই সুন্দর সময় কাটিয়েছেন সরিষা খেতে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

বিকেল বেলায় এরকম একটা জায়গাতে গিয়েছেন, এটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রকৃতির এরকম অপরূপ সৌন্দর্যময় দৃশ্য উপভোগ করলে মনটা একেবারে ভরে যায়। বিকেল বেলায় এরকম জায়গাতে গেলে খুব ভালো সময় কাটানো যায়। দুপুর দুইটার দিকে বেরিয়ে পড়েছিলেন দেখে ভালোই লেগেছে। সরিষার মাঠে গিয়ে ফটোগ্রাফি করা শুরু করে দিয়েছিলেন। যা আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বুঝতে পারছি।

আমাদের প্রকৃতিতে কত সুন্দর সেটা প্রকৃতির কাছে গেলে বোঝা যায়। আমাদের পৃথিবীটা খুব সুন্দর করে সাজানো যদি প্রকৃতির স্বাদ নিতে হয় তাহলে প্রকৃতির সাথে ভাব তৈরি করতে হবে। অনেকদিন পর সরিষার খেত দেখে চোখ জুড়িয়ে গেল এমনটা সাধারণত দেখা যায় না। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

প্রতি বছর আসলে আমরা এই সৌন্দর্য উপভোগ করতে পারি। তবে আপনাদের থেকে আমি কমই উপভোগ করতে পারি। সরিষা ফুলের এত বড় জমি কখনো এভাবে দেখা হয়নি। আমি যদি সেখানে যাই তাহলে সেই সৌন্দর্য ছেড়ে একদমই আসতে ইচ্ছে করবে না। এত সুন্দর পরিবেশে বিকালের সময় কাটাতে খুব ভালো লাগে। বেশি ভালো লাগে যখন মৌমাছিরা দল বেঁধে ফুল থেকে মধু সংগ্রহ করতে আসে। ধন্যবাদ এত সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।