#🎌গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ডেঙি নৌকা বাইচ প্রতিযোগিতা||( ১০% লাজুক খ্যাকের জন্য)

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ডেঙি নৌকা বাইচ প্রতিযোগিতা।
  • ০৪, অক্টোবর ,২০২১
  • সোমবার

আপনার সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে গ্রাম বাংলার ঐতিহ্য বাহী নৌকা বাইচ প্রতিযোগিতা উপস্থাপন করার চেষ্টা করবো। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



IMG_20211004_163842-01.jpeg


ডেঙি নৌকা বাইচ
Device: A20s
অবস্থান:https://w3w.co/saucepans.evermore.flan


আজ অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছি। গতকাল থেকে হালকা জ্বর ও ঠান্ডা লেগেছে। সারাদিন বাড়িতে ঘুম এবং বসে কাটিয়ে দিয়েছি। বাড়িতে বসে থাকতে থাকতে বড়িং লাগছিল। গতকাল থেকে বাড়ির পাশে ডেঙি নৌকা বাইচের মেলা লেগেছে। তাই চিন্তা করলাম একটু মেলায় থেকে ঘুরে আসি।বিকেল চারটায় বাড়ি থেকে বের হলাম মেলা দেখার উদ্দেশ্য।

IMG_20211004_160326-01.jpeg

IMG_20211004_160309-01.jpeg


খেলনার দোকান পাট
Device: A20s
অবস্থান:https://w3w.co/saucepans.evermore.flan


এলাকার কয়েকজন বন্ধু মিলে গেলাম মেলায়। ছোট একটি নদী পাড়ের মেলা লেগেছে। মেলায় গিয়ে দেখি অনেক লোকজন এর সমাগম। অনেক গুলো দোকান পাট বসেছে মেলায়। ছোট বাচ্চাদের খেলার জিনিস নিয়ে হাজির হয়েছে। গ্রামের ছেলেমেয়েরা সেখানে এসে ভীড় জমিয়েছে। তারা খেলনা জিনিস কিনতে ব্যস্ত।

IMG_20211004_160647-01.jpeg

IMG_20211004_163451-01.jpeg


খেলনার দোকান পাট
Device: A20s
অবস্থান:https://w3w.co/saucepans.evermore.flan


আবার কেউ বন্দুক দিয়ে বেলুন ফোটাতে ব্যস্ত।বিভিন্ন ভাবে আনন্দ করছে মানুষ। সেগুলো দেখতে পেরে খুবই ভালো লেগেছে আমার কাছে। আমি মেলার সমস্ত জায়গায় ঘুরেঘুরে দেখছি আর উপভোগ করছিলাম। সারাদিন পরে একটু ভালো সময় কাটালাম। আবার কেউ সপ্রাইট এর বোতলে রিং পড়ানো খেলার আয়োজন করেছে। অনেকে পড়াতে পারছে আর বেশির ভাগই মিস করছেন।

IMG_20211004_160305-01.jpeg


চপের দোকান
Device: A20s
অবস্থান:https://w3w.co/saucepans.evermore.flan


তারা বাজার থেকে দোকান এনে মেলায় বসেছেন।চপ ভাজি করায় তারা ব্যস্ত। করোনা ভাইরাস সংক্রমণের কারণে দেশে কোন আনন্দ উল্লাস হয় না। লকডাউন শেষে দেশে এই আনন্দ মুহূর্ত কাটানো হয়নি।

IMG_20211004_163845-01.jpeg

IMG_20211004_160928-01.jpeg


বাইচের নৌকার কুচকাওয়াজ
Device: A20s
অবস্থান:https://w3w.co/saucepans.evermore.flan


নদীর পাড়ে দাঁড়িয়ে দেখি ডেঙি নৌকা গুলো কুচকাওয়াজ করছে। আমার খুবই ভালো লাগছিল নৌকা গুলো দেখে। বাইচের নৌকা মেলায় উপস্থিত হয়েছে। তারা বইঠা টেনে বাইচ প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি সেগুলো উপভোগ করছিলাম।

IMG_20211004_164316-01.jpeg


বাইচের জন্য প্রস্তুতি
Device: A20s
অবস্থান:https://w3w.co/saucepans.evermore.flan


নৌকা বাইচ এর একটি নৌকা মঞ্চের সামনে এসে অবস্থান নিয়েছে বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য। আর কিছুক্ষণের মধ্যে বাইচ প্রতিযোগিতায় যাবে। নৌকার সকল বৈঠা চালকেরা প্রস্তুত হচ্ছেন।

IMG_20211004_165826-01.jpeg

IMG_20211004_165822-01.jpeg


টান টান উত্তেজনা
Device: A20s
অবস্থান:https://w3w.co/saucepans.evermore.flan


অবশেষে নৌকা গুলো প্রতিযোগিতার মাথায় গিয়ে পৌঁছে গেল।নদীর পারে সকলেই তাকিয়ে আছে সেই দিকে। আর কিছুক্ষণের মধ্যে নৌকা বাইচ ধরে চলে আসবে।তারা অপেক্ষায় রয়েছে বাইচ দেখার জন্য। আমিও অপেক্ষায় ছিলাম কখন নৌকা বাইচ ধরে আসবে।টান টান উত্তেজনা চলছে।



টান টান উত্তেজনা চলছে
Device: A20s
অবস্থান:https://w3w.co/saucepans.evermore.flan


আজকে দুইটা টান হবে।তার মধ্যে একটি অতিবাহিত হতে চলেছে। প্রথমে যে দুটো নৌকার টান হবে তার মধ্যে মায়ের দোয়া বনাম সোনার বাংলা। সবার মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করছে। অবশেষে বাইচ প্রতিযোগিতা শেষ হলো। দুইটি নৌকাই প্রতিযোগিতার দারপ্রান্তে একসাথে পৌঁছেছে।দুইটি নৌকাই সমান পয়েন্ট পেয়েছে।


টান টান উত্তেজনা চলছে
Device: A20s
অবস্থান:https://w3w.co/saucepans.evermore.flan


আবার দ্বিতীয় প্রতিযোগিতার জন্য প্রস্তুতি চলছে। কিছুক্ষণের মধ্যে বাইচ শুরু হয়ে যাবে।আমরা সবাই অপেক্ষায় আছি দ্বিতীয় বাইচটি দেখার জন্য। এটাই শেষ বাইচ।অবশেষে প্রতিযোগিতায় অংশগ্রহণ নৌকা দুটি প্রতিযোগিতার দ্বারপ্রান্তে এসে পৌছালো।এবারও দুটি নৌকা প্রতিযোগিতার শেষ প্রান্তে সমানভাবে এসে পৌঁছছে। এভাবেই আজকের নৌকা বাইচ প্রতিযোগিতা শেষ হয়।

Cc:@rme
@rex-sumon
@shuvo35

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

গ্রাম-বাংলার নৌকাবাইচ দেখতে খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে নৌকাবাইচ এবং মেলার দৃশ্য পটভূমি তুলে ধরেছেন। প্রতিটা ফটোগ্রাফি দেখে বুঝা যাচ্ছে খুব উপভোগ করেছেন নৌকাবাইচ খেলা। ধন্যবাদ ভাইয়া গ্রাম-বাংলার ঐতিহ্য আমাদের মাঝে তুলে ধরার জন‍্য। শুভেচ্ছা ও অভিনন্দন ভাইয়া।

এতো সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

চরম উত্তেজনাময় একটি ঐতিহ্য, যদিও আগের মতো খুব একটা দেখা যায় না এখন। নদীতে আকর্ষন আর তীরে থাকে মেলার স্বাদ, বেশ আনন্দময় কিছু সময় কাটানো যায়। ধন্যবাদ বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

ঠিকই বলেছেন ভাই। আগের মতো আর নৌকা বাইচের মেলা হয় না।মতামত এর জন্য ধন্যবাদ ভাই।

এসব ঐতিহ্য ধরে রাখতে না পারলেও, এই ছবি ও ভিডিও পরের প্রজন্মের জন্য, এভাবেই রেখে যাওয়ার উদ্যোগ আমাদের মাঝে থাকা উচিত ।

ঠিক বলেছেন আপনি।মতামত এর জন্য ধন্যবাদ।

আপনি খুব সুন্দর ভাবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতার চিত্র তুলে ধরেছেন।খুব ভালো লাগছে দেখে।আর আপসোস ও হচ্ছে ইশ যদি আপনার মতো আমিও দেখতে পারতাম কত ভালোই না হতো।আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য

মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

বাহ্! গ্রামবাংলার ঐতিহ্য খুব সুন্দর করে তুলে ধরেছেন। নৌকাবাইচ উপভোগ করতে বেশ মজা লাগে। বিশেষ করে এই সময়ে। এছাড়া বিভিন্ন খেলাধুলা এখানে শেয়ার করেছেন। যা গ্রামের মেলায় দেখতে পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে!

সুমতামতের জন্য ধন্যবাদ ভাই।

গ্রামের নৌকা বাইচ দেখতে খুবই মজা লাগে।কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে।অনেক সুন্দরভাবে তুলে ধরেছেন।ধন্যবাদ ভাইয়া।

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

নৌকাবাইচ খেলা গ্রামে বেশ জনপ্রিয়। অনেক লোকসমাগম ঘটে এ খেলায়।আপনি অনেক সুন্দর মূহুর্ত কাটিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।