ট্রাভেল: সাঙ্গু নদী দিয়ে যাওয়ার পথে রাজা পাথরের সাক্ষাৎ পর্ব-৯ // by ripon40

in hive-129948 •  6 days ago  (edited)

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • সাঙ্গু নদী দিয়ে রেমাক্রি যাওয়ার পথে
  • ১৮, নভেম্বর ,২০২৪
  • সোমবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি সাঙ্গু নদী দিয়ে রেমাক্রি যাওয়ার পথে রাজা পাথরের সাক্ষাৎ শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



1000056594-01.jpeg


Device : Redmi Note 11
রাজা পাথরের দৃশ্য পটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..





তাহলে চলুন গল্পটি শুরু করি


জানুয়ারি মাসে ১৮ তারিখে আমরা বান্দরবান এবং কক্সবাজারের উদ্দেশ্যে বেরিয়েছিলাম ঘুরতে। আমরা কোথাও ঘুরতে যাওয়ার আগে অনেক প্ল্যান করি। বর্তমান সবাই অনেক ব্যস্ত কেউ বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছে। সেজন্য সবার একসঙ্গে হওয়াটা অনেক কষ্টকর। অনেক প্ল্যান পরিকল্পনা শেষে আমরা ১৮ তারিখে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেই। বান্দরবান পাহাড়ি অঞ্চলে ঘোরাঘুরি করার জন্য যে সকল প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন সেগুলো আমরা আগেই কিনেছিলাম। আমাদের কুষ্টিয়া থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে বিকেল পাঁচটার দিকে রওনা হওয়ার পর আমরা কমলাপুর রেলস্টেশনে গিয়ে পৌঁছাই নয়টার দিকে। আমরা যখন বান্দরবন শহরে পৌঁছায় তখন সকাল 11 টা বাজে। অনেক পথ জার্নি করার মাধ্যমে সবাই ক্লান্ত ছিলাম। যাইহোক আপনাদের সাথে ধারাবাহিকভাবে বান্দরবান ঘুরাঘুরি মুহূর্তের দৃশ্যপট পর্ব আকারে শেয়ার করে চলেছি।

IMG_20240120_145853-01.jpeg

IMG_20240120_145924-01.jpeg

IMG_20240120_150339-01.jpeg

IMG_20240120_150340-01.jpeg

IMG_20240120_150401-01.jpeg


Device : Redmi Note 11
পাহাড়ি মানুষের কর্ম ব্যস্ততা
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



এর আগের পর্বে আপনাদের সাথে সাঙ্গু নদী দিয়ে যাওয়ার সময় চারিপাশের দৃশ্যপটভূমি শেয়ার করেছিলাম। আসলে আমাদের এই ছোট্ট দেশে পার্বত্য অঞ্চলে অনেকগুলো জায়গাতে ঘুরাঘুরি করেছি কিন্তু নদীপথে পার্বত্য অঞ্চলে কোথাও যাওয়া হয়নি। প্রথম সাঙ্গু নদী দিয়ে যাওয়ার সময় ভিন্ন এক অনুভূতির সাক্ষী হয়েছিলাম। সেখানকার মানুষের জীবন যাত্রার মান কেমন। তারা পাহাড়ি অঞ্চলে কিভাবে বসবাস করে। তাদের দৈনন্দিন জীবনের সুযোগ সুবিধা এবং কষ্টময় মুহূর্ত গুলো কেমন সেটা ভালই উপলব্ধি করতে পেরেছি। এই নদী পথ দিয়ে যাওয়ার সময় তাদের দৃশ্যমান অনেক বিষয়ই চোখে পড়েছিল। যেগুলো গত পর্বে শেয়ার করার চেষ্টা করেছি। ফেসবুক কিংবা ইউটিউবে যখন সাঙ্গু নদী দিয়ে যাওয়ার ট্রাভেলিং ব্লগ গুলো দেখতাম অনেক ভালো লাগতো। যখন নিজে সাক্ষী হলাম সেই অনুভূতিটা একদমই আলাদা ছিল।

IMG_20240120_150440-01.jpeg

IMG_20240120_150445-01.jpeg

IMG_20240120_150454-01.jpeg

IMG_20240120_150623-01.jpeg


Device : Redmi Note 11
উঁচু পাহাড়ের দৃশ্য পটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



সাঙ্গু নদী দিয়ে যত গভীরে যাচ্ছিলাম তত বড় বড় পাহাড় দেখতে পাচ্ছিলাম। ছোট্ট নৌকার উপর বসে সেই দৃশ্যগুলো দেখতে এবং ভাবতে দুটোই ভালো লাগছিল এত উচু পাহাড়। প্রথমে যে বিষয়টি ভাবনায় চলে আসে সেটা হল যদি এই পাহাড়গুলো ভেঙে পড়ে তাহলে কি হবে আমার আবার যে কোন বিষয়ের পজিটিভ থেকে নেগেটিভ চিন্তা ভাবনা একটু বেশি কাজ করে আপনাদের ক্ষেত্রে কেমন সেটা হয়তো জানি না আমরা কয়েকজন বন্ধু একই নৌকায় ছিলাম সেই বিষয় নিয়ে কথা বলছিলাম । যেটা পোস্ট লেখার সময় মনে পড়লো। রেমাক্রি খুব কাছাকাছি পৌঁছানোর আগেই নদীপথের মাঝে অনেকগুলো পাথরের সাথে সাক্ষাৎ। যেগুলো উঁচু পাহাড় থেকে ভেঙে পড়েছে। এই পাহাড়গুলো বর্ষাকালীন সময়ে ভেঙে পড়ে সেই সময় প্রচন্ড বৃষ্টিপাত হয়। তখন পাহাড় ধস দেখতে পাওয়া যায়।

IMG_20240120_150629-01.jpeg

IMG_20240120_150714-01.jpeg

IMG_20240120_150748-01.jpeg

IMG_20240120_151217-01.jpeg

IMG_20240120_151221-01.jpeg


Device : Redmi Note 11
রাজা পাথরের সাক্ষাৎ
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আমরা নৌকা চালকের কাছে জিজ্ঞেস করলাম এর মধ্যে কোনটা রাজা পাথর। তিনি আমাদের দেখালেন সেখানে নৌকা চালানো কঠিন ছিল। ছোট বড় অনেক ধরনের পাথর রয়েছে তার মাঝ দিয়ে নৌকা চালানো খুবই কঠিন। অনেক জায়গা আমাদের নামতে হয়েছিল। কারণ ঝুঁকিপূর্ণভাবে যাওয়াটা ঠিক নয়। তারা আমাদেরকে আগেই সতর্ক করে বলেছিল সাবধানে যাওয়ার। আমরা নৌকা থেকে নেমে সেখানকার পাথরের অনেকগুলো ছবি তুলেছিলাম। নদীর কিনারা দিয়ে সেই পাথরগুলো পার হয়ে সামনের দিকে এগোতে থাকলাম। অনেক বড় বড় পাথর সেখানে ভেঙে পড়ে আছে । তাদের কাছে জিজ্ঞাসা করলাম যখন পাথরগুলো ভেঙে পড়ে কেমন শব্দ হয়? তারা বলল প্রচন্ড শব্দ হয় যেটা ভয়ানক। আশা করি আপনাদের কাছে এই পর্বটি অনেক ভালো লাগবে যারা এই জায়গাতে যাননি তাদের জন্য রাজা পাথরের দৃশ্যমান বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম।

পোস্ট বিবরণ

শ্রেণীরাজা পাথরের দৃশ্যপটভূমি
ডিভাইসRedmi note 11
ফটোগ্রাফার@ripon40
লোকেশনবান্দরবান

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

আমাদের $PUSS কয়েনকে প্রমোট করতে যে টাস্ক গুলো কমপ্লিট করা প্রয়োজন সেগুলোর স্ক্রিনশট:

Screenshot_2024-11-18-14-45-50-135_com.android.chrome.jpg

Screenshot_2024-11-18-14-37-44-279_com.android.chrome.jpg

Screenshot_2024-11-18-14-37-19-854_com.android.chrome.jpg

Screenshot_2024-11-18-14-34-03-629_com.android.chrome.jpg

Screenshot_2024-11-18-14-33-13-991_com.coinmarketcap.android.jpg

Screenshot_2024-11-18-14-31-19-422_com.coinmarketcap.android.jpg

বেশ রোমাঞ্চকর পোস্ট করেছেন আপনি আজ। ছবিগুলো যেমন সুন্দর তেমনি বিবরণ পড়েও আটকে থাকার মত। মানে গুছিয়ে না পড়লে সবটা ঠিক ঠিক বোঝা যাবে না। রাজা পাথরের কথা পড়লাম আর এও জানলাম ওপর থেকে পাথর পড়লে ভয়ানক শব্দ হয়। বাংলাদেশের এমন প্রাকৃতিক দৃশ্য চোখে লেগে থাকার মতন। ভালো লাগলো।

আপনার বেড়ানোর পোস্ট দারুণ সুন্দরভাবে আমাদের সঙ্গে শেয়ার করলেন। সাঙ্গু নদীটি ভীষণ সুন্দর এবং এর প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মোহিত করে তুলেছে। যত এগিয়েছেন ততো পাহাড়ের সঙ্গে দেখা হয়েছে। আর সেই পাহাড়গুলি ছবি আমার দুর্দান্ত লেগেছে। ভীষণ মনোরম পরিবেশের মধ্যে আপনি সময় কাটিয়েছেন ভাই।

বাহ! খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আসলে এই সাঙ্গু নদীর কথা আমি অনেক শুনেছি৷ তবে এই রাজা পাথরের কথা আমার কখনো শোনা হয়নি৷ আজকে আপনার কাছ থেকে এই বিষয়টি সম্পর্কে জানতে পারলাম৷ ফটোগ্রাফির মাধ্যমেও এটি দেখতে পেলাম৷ ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷