(বর্তমান অথবা বিলুপ্ত প্রায় স্থানীয় লোকসংস্কৃতির ঐতিহ্য। ( ১০% লাজুক খ্যাকের জন্য বরাদ্দ)

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • স্থানীয় লোকসংস্কৃতির ঐতিহ্য
  • 13,সেপ্টেম্বর , ২০২১
  • মঙ্গলবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে বিলুপ্ত প্রায় স্হানীয় লোকসংস্কৃতি ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করবো। আপনারা পুরনো ঐতিহ্য দেখে অতীতের সকল স্মৃতি মনে পড়ে যাবে।

আমি প্রথমেই ধন্যবাদ জানাই moh.arif ভাইকে এতো সুন্দর প্রতিযোগিতা আমাদের মাঝে তুলে ধরার জন্য।



20210501_114725-01.jpeg


বিলুপ্ত প্রায় স্থানীয় লোকসংস্কৃতির ঐতিহ্য
Device: A20s


আজ আমি আপনাদের সামনে গ্রাম বাংলার বিভিন্ন ধরনের লোকসংস্কৃতির ঐতিহ্য তুলে ধরবো। বর্তমান অথবা বিলুপ্ত প্রায় স্থানীয় এই লোকসংস্কৃতির ঐতিহ্য। দশ থেকে পনেরো বছর আগে যেসব ঐতিহ্য অনেক বেশি প্রচলন ছিল। যা বর্তমানে খুব কমই দেখা যায়।


20210503_064405-01.jpeg

20210503_064543-01.jpeg


বাইচের নৌকা
Device: A20s


  • বর্তমান নৌকা বাইচের মেলা খুবই কম দেখা যায়। বছর দশেক আগে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে প্রচুর নৌকা বাইচের মেলা হতো। আমরা যখন ছোট ছিলাম তখন অনেক মেলায় গিয়েছি।বিভিন্ন এলাকা থেকে নৌকা আসতো প্রতিযোগিতা করার জন্য। এগুলো সম্পন্ন কাঠের তৈরি নৌকা। বর্তমান কিছু কিছু অঞ্চলে দেখা যায় এসব নৌকা বাইচ।যা এখন বিলুপ্তির পথে।

দেখা যায় না।খুবই মজাদায়ক একটি খেলা।**

20210126_110708-01.jpeg

20210126_105613-01.jpeg


মহিষের গাড়ি
Device: A20s


  • মহিষের গাড়ির প্রচলন প্রায় সব এলাকাতেই আছে। আমাদের এলাকায়ও অনেক মহিষের গাড়ি দেখেছি বর্তমান এখন খুব কম দেখা যাচ্ছে। ভবিষ্যতে বিলুপ্তির পথের দিকে এগোচ্ছে। বিভিন্ন ধরনের ফসল বহনের জন্য মানুষ মহিষের গাড়ি ব্যবহার করা হতো।এখন অনেক ইঞ্জিন চালিত গাড়ির আধিক্য বেশি থাকায় মহিষের গাড়ির সংখ্যা কমে গিয়েছে।

20210515_130123-01.jpeg

20210515_130145-01.jpeg


ঘোড়ার গাড়ি
Device: A20s


  • আগে ঘোড়ার গাড়ির প্রচলন বেশি ছিল।এখন তেমন একটা ঘোড়ার গাড়ির দেখা যায় না। ঘোড়ার গাড়িতে চড়ে মানুষ বিভিন্ন জায়গায় যাতায়াত করতো।বিয়ে বাড়িতে ঘোড়ার গাড়িতে করে যাওয়া হতো।মালামাল বহনের ক্ষেত্রেও ঘোড়ার গাড়ি ব্যবহৃত হতো।আবার অনেক মানুষ শখ হিসেবে ঘোড়া চালাতেন। এখন এসব ঘোড়ার গাড়ি বিলুপ্তির পথে।

20210503_094929-01.jpeg

20210503_094856-01.jpeg


বিয়ারিং এর তৈরি গাড়ি
Device: A20s


  • আমি ছোট বেলায় বিয়ারিং এর তৈরি গাড়ি দিয়ে অনেক খেলেছি। বিয়ারিং এর গাড়ি অনেক শব্দ করে। বড়দের কাছে অনেক দৌড়ানি খেয়েছি। তবুও বিয়ারিং চড়তে বাদ দিইনি।এসব স্মৃতি কখনো ভুলবার নয়।

বিভিন্ন ধরনের লোকসংস্কৃতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  ·  3 years ago (edited)

গ্রামীণ সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কিছু বিষয় আপনি তুলে ধরেছেন। আসলেই এই জিনিসগুলি আমাদের গ্রামীণ সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে। এগুলি আমাদেরকেই টিকিয়ে রাখতে হবে। সেজন্য চাই জনসচেতনতা এবং সরকারি পদক্ষেপ। আপনি লোকেশন কোড দেননি। এটা ব্যবহার করার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে।

@rex-sumon ভাই উনার প্রথম ছবি দুটো একটু চেক করে দেখেন। আমার কাছে মনে হচ্ছে কোথাও থেকে ডাউনলোড করে দিয়েছে। কিন্তু সোর্স উল্লেখ করেনি। কপিরাইট কোন কিছু আছে কিনা একটু চেক করে দেখেন।

ভাই আমার প্রথম দুটো ছবি আমাদের জেলার পৌরসভার ভবনে অনেক সুন্দর আকানো ছবি। সেখান থেকে ছবি দুটো তোলা হয়েছে। আপনারা চেক করতে পারেন।

নৌকা বাইচ প্রতিযোগিতাটি গ্রামবাংলা এখনও মাঝে মধ্যে দেখা যায় কিছুটা এখনো রয়ে গেছে কিন্তু আগের মত আর নাই। সুন্দরভাবে সবকিছু তুলে ধরেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

শৈশবের দারুন স্মৃতি অনুভব করতে পারছি ভাই।ছোট বেলায় আমি বিয়ারিং অনেক খেলেছি।মাঝে মাঝে বিয়ারিং খেলতে গিয়ে রাস্তা থেকে রাস্তার বাহিরে চলে গিয়েছি।এরকম কত স্মৃতি ছিল।কিন্তু এখন আর এগুলো দেখা যায় না খুব একটা।

অনেক সুন্দর হয়েছে ভাই আপনার জন্য শুভকামনা রইলো।

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

গ্রামগঞ্জের ঐতিহ্যগুলো খুব ভালোভাবে তুলে ধরেছেন।

image.png
এই খেলাকে আমরা ইচিং বিচিং খেলা বলতাম। ছোটবেলা অনেক খেলেছি। আজ আপনার পোস্ট থেকে আবার পুরানো স্মৃতি মনে পড়ে গেল।
এবং নৌকা বাইচ বাংলার এক ঐতিহ্যবাহী খেলা ছিল। কিন্তু যতই দিন যাচ্ছে এটা যেন বিলুপ্ত হচ্ছে।

আপনার সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

দেওয়াল থেকে তোলা প্রথম দুইটা ছবি রিমুভ করুন।

আচ্ছা ভাই

Hi, @ripon40,

Your post has been supported by @sm-shagor from the Steem Greeter Team.

Thank you