আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- জীবনের ভাবনা
- ০৮, আগস্ট ,২০২৩
- মঙ্গলবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি " জীবনের ভাবনা " গল্প শেয়ার করছি । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
মানুষের জীবনকে নিয়ে অনেক কিছু শেখার এবং ভাবার আছে। আসলে জীবনের শুরুটা যেমন সুন্দর শেষটা যদি সুন্দর হয় তাহলেই জীবন অনেক বড় স্বার্থক। এই জীবনটা আসলেই একটি চলমান রাস্তার সাথে তুলনা করা যায়। একটি রাস্তায় চলতে গেলে একই গতিতে চলতে পারা যায় না ঠিক মানুষের জীবনটাও একই রকম কখনো গতিশীল কখনো স্থির। পৃথিবীতে একমাত্র ঘড়ির কাঁটা এবং সময় তার নির্দিষ্ট নিয়মমাফিক চলতে পারে। সেই সময়ের সাথে আমরা পাল্লা দিতে গিয়ে কখনো হেরে যাই আবার কখনো জিতে যাই। আর এই হারা জিতার মাধ্যমে জীবনটা একসময় শেষ হয়ে যায়।
শৈশবের কথা আপনাদের সাথে কিছুটা শেয়ার করব ভাবছি। ছোট্টবেলা যখন হাঁটতে শিখেছি তখন অনেক দৌড়াদৌড়ি করেছি। ছোট্টবেলা কখনো ভাবিনি অনেক বড় হব নিজেকে কিছু করতে হবে জীবনকে নিয়ে ভাবতে হবে। জীবনেরও শেষ সমাপ্তি হবে এটা কখনো ভাবার চেষ্টাও কেউ করিনি। সেই বয়সে এই ধরনের চিন্তাভাবনা আসে না। সেজন্য আমি মাঝে মাঝেই বলি জীবনটা আসলেই ুঅদ্ভুত রহস্য দিয়ে ঘেরা।
আমি ছোট্টবেলা অনেক দুষ্টু প্রকৃতির ছিলাম। অনেক দুষ্টামি করতাম মনে যা আসতো তাই করার চেষ্টা করতাম। সেই সময়ের দুষ্টামি সাহসিকতা এতটাই বেশি ছিল ভাবতাম না পিছনের কথা। সেই সময় সমবয়সী দের সাথে অনেক খেলা করে বেড়াতাম তাদের সাথে কখনো দুষ্টামি মারামারি আবার তাদের সাথে মিলেমিশে খেলাধুলা করা। এই মুহূর্তগুলো এখন শুধুই অতীত চাইলেও পিছনে ফিরে যেতে পারবো না। সেই দিনগুলোর ভাবনা সেই অতীত জীবনের মুহূর্ত এভাবেই সময়ের সাথে সবকিছু পাল্টে দিয়েছে।
সেই সময়ের ভাবনা এমন ছিল হয়তো জীবন এভাবেই চলে যাবে। এভাবেই সকল ধরনের দুষ্টামিতে মেতে থাকবো। বাবা-মায়ের এবং পরিবারের সকল সাহসিকতার পরিচয় দিয়ে এই পৃথিবীকে জয় করব। ছোট্টবেলা যখন স্কুলে গিয়েছি পথের ফাঁকে ফাঁকে অনেক দুষ্টামি অনেক মারামারি কিভাবে যে সেই সময়গুলো হারিয়ে গেল বুঝতেই পারলাম না। এই পৃথিবীতে প্রতিটা মানুষ জন্মগ্রহণের পর তার শৈশবের বেড়ে ওঠা তার সেই সময়ের পদচরণ যখন ভাবনার জগতে নিয়ে আসে মনে হয় আবার ফিরে যাই সেই দিনগুলোতে ।
জীবনের এই পদার্পণেে অনেক মানুষের সাক্ষাৎ অনেক মানুষকে হারানো । এখনো সেই জীবনের সংগ্রামে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে ক্রমবর্ধমান এগিয়ে চলা। মনের সকল চাওয়ার সফলতার খোঁজে হয়তো কখনো ভুলে যাই এই জীবনের সমাপ্তি এক সময় সকল চাওয়া পাওয়া রেখে শেষ হবে। এভাবেই এই পৃথিবীর নিয়ম তান্ত্রিক চাওয়া গুলোর কাছে জীবন হার মানবে। এই ভাবনাগুলো তখনই আসে যখন সকল জরতার মধ্যে জীবন বিরাজমান তখন সকল সুখের অন্তিম এই মুহূর্তগুলোর প্রাপ্তি এনে দেয়।
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিকই বলেছেন ভাইয়া আপনি মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত যদি সবকিছু ভালো যায় তাহলে সেই একমাত্র সফল এবং সার্থক মানুষ। মানুষ মানুষের কিছু স্বার্থপরই কাজের জন্য হিংসা প্রতিহিংসার সৃষ্টি হয় যার কারণে এই সমাজটাই অনৈতিক কার্যক্রম ঘটে। আপনার পোস্ট পড়ে অনেক কিছু বোঝার আছে শেখার আছে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাই ,জীবনকে একটি চলমান রাস্তার সাথে তুলনা করা যেতে পারে। সব সময় সমান গতিতে তা চলে না। চললে হয়তো ,ভালো - খারাপ, সুখ- দুঃখ ,বলে কথাগুলোও থাকত না। যাইহোক ছোটবেলার জীবন অনেক সুখের আর শান্তির তখন আমাদের মনে এই ভাবনাগুলো ছিল না কারণ তখন আমাদের বাস্তব জীবন সম্পর্কে কোন ধারণা ছিল না ।ছোটবেলার জীবনে বড় হওয়ার পর আমরা প্রায় সকলেই আবার ফিরে যেতে চাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ভাই জীবনের শুরুটা আর শেষটা যদি সুন্দর হয় ,সব সময় যদি একই গতিতে জীবন চলতে থাকে ,তাহলে আমরা জীবনের এই গতিশীলতাই অনুভব করতে পারব না। বয়সের সাথে সাথে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয় আমাদের। তখন আমাদের মধ্যে নানা রকমের চিন্তাভাবনা আপনা আপনিই চলে আসে। আর এই ভাবনাগুলো থেকেই আমাদের বর্তমান জীবনের থেকে অতীত জীবন অর্থাৎ ছোটবেলার মুহূর্ত গুলোকে অনেক বেশি সুন্দর বলে মনে হয়। আর সেখানে ফিরে যেতে মন চায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আমাদের জীবনের পদার্পনে আমরা যদি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তখন অনেক মানুষের সাথে সাক্ষাত হবে আমাদের। আর সে সময় আমরা অনেক মানুষকে কাছে পাবো, আবার অনেক মানুষকে হারিয়ে ফেলবো। আসলে ছোটবেলায় আমরা কেউই ভাবতাম না একদিন আমরা নিজেদের জীবন নিয়ে এভাবে ভাবতে হবে। আমাদের প্রত্যেকের ছোটবেলার টা কেটে ছিল একেবারে অন্যরকম। অনেক সুন্দর করে লিখেছেন দেখে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি বিষয় নিয়ে পোস্ট লিখে শেয়ার করেছেন। আপনার লেখাগুলো পড়ে আমি সত্যি মুগ্ধ হয়েছি। আমি আপনার কথায় একমত জীবনকে একটি চলমান রাস্তার সাথে তুলনা করলে কোন দিক থেকেই ভুল হবে না। আসলে মানুষ ছোটবেলায় কোন চিন্তাধারা ছাড়াই বেড়ে উঠতে থাকে। কিন্তু যখন সে বুঝতে শেখে তখন আবারও সেই শৈশবে ফিরে যেতে চায় কিন্তু সে সময় আর কেউ ফিরে পায় না। ধন্যবাদ ভাই দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি বলতে যখন ছোট ছিলাম তখন মনে হতো যে কবে বড় হব। আর এখন বড় হয়ে চিন্তা করি ছোটই ভালো ছিলাম। এখন বয়সের সাথে সাথে যুগের পরিবর্তনে অনেক চিন্তা ভাবনা এবং নিজেকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে দিকে ভাবতে ভাবতে নিজের অবস্থা খারাপ। আর ছোটবেলায় কতই না শান্তিতে ছিলাম আর এখন চাইলেও সেখানে ফিরে যাওয়া সম্ভব না। চমৎকার একটি বিষয় নিয়ে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবনের ভাবনা নিয়ে দারুন কিছু কথা শেয়ার করলেন ভাইয়া। খুব ভালো লাগলো।আসলে জীবনটা কখনও এক নিয়মে চলে না।অনেক সুখ দুঃখের সংমিশ্রণে এই জীবন।এই জীবনে অনেক মানুষের দেখা মেলে। আবার অনেকে হারিয়েও যায়।সবকিছুর মাঝে এই পথচলা।এই জীবন তাইতো সেই ছেলেবেলায় হারিয়ে যেতে চায়।তখন না ছিল ভাবনা, না ছিল চাওয়া-পাওয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit