আমার লেখা কবিতা " ঘুম পাড়ানি" (Poem of my writing " Sleep Parani ")||(১০% লাজুক খ্যাকের জন্য)

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • ঘুম পাড়ানি
  • ১৩,মে ,২০২২
  • শুক্রবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার লেখা কবিতা শেয়ার করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



নিজের কিছু অনুভূতির কথা


প্রতিটা মানুষের জীবন বাস্তবতার শামিল। জীবনের সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে হয় সেই চলার পথে পিছনের অতীত গল্প হয়ে থাকে। যেগুলো শুধুই স্মৃতি ঠিক তেমনি ছোটবেলার স্মৃতি বিজড়িত গল্প বা জীবনের ইতি যেগুলো কখনো ভুলবার নয়। ছোটবেলা সবাই কমবেশি বাবা-মায়ের ঘুম পাড়ানি গান শুনে ঘুমিয়ে গিয়েছেন। বড় হয়ে ওঠার সাথে সাথে সেগুলো স্মৃতি হয়ে রয়ে গেছে। হয়তো কখনো সেগুলো নিয়ে একবার ভাবা হয়নি। বাবা মায়ের সেই ভালবাসার মূল্য টুকু আমরা মনে রাখিনি। এই বৃষ্টিময় দিনে অতীতের অনেক স্মৃতি বিজড়িত কথা স্মরণ হয়ে ওঠে। স্মৃতিগুলো তখনই ভেসে ওঠে যখন আপনি একা এবং নিরব নিস্তব্ধ পরিবেশ এর মধ্যে বিরাজমান থাকবেন। সেই ছোটবেলায় রাতে ঘুমানোর মুহূর্তের অনুভূতি প্রকাশ ঘটিয়েছি আমার লেখা কবিতার মধ্যে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

tea-time-3240766__480.webp.jpg

Source

ঘুম পাড়ানি

তোমার মতো কেউ আর আমায় ,
ঘুম পাড়ানি গান শোনায় না ,
সকলে জানো তো ... ঘুম পাড়ানি গান কে শোনায় ?
জানারই কথা !
কিন্তু আমার জীবনে ঘুম পাড়ানি গানের মমতা
বয়ে এনেছিলেন আমার বাবা ।

ধরণীর মুখ দেখবার পর কেউই ছিল না আমার ; শুধু তুমিই ছিলে সব সময়ের মত আমার পাশে ।
যখন শুধুমাত্র তুমি ছিলে পৃথিবীর সবছিল আমার
এখন স্পষ্টরূপে বুঝতে পারি ।
কিন্তু কেবলই এখন ?
তোমায় যখন আমি হাজার প্রশ্ন করতাম ,
এত সব তুচ্ছ প্রশ্নের মাঝেও
একটিবারের জন্যও তোমার চোখে মুখে কখনোই
বিরক্তির ছাপটুকু আমি দেখতে পাইনি
তোমায় আমি এত যন্ত্রণা , বিরক্তি দিয়ে
আজীবন ত্যক্ত করে এসেছি ।

কিন্তু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত
এত অপরাধ করা সত্ত্বেও কেবল হাসিমুখে সব মেনে নিয়েছিলে যেখানে আমি তোমার এতটুকু বোঝ নিতে সক্ষম হয়নি ।
কেন বাবা কেন ? কেবল আমার বাবা বলে ?
আজ চিৎকার করে বুক ফেটে কাঁদতে ইচ্ছা করে ।
এপারে কি কোন অনুতাপ আছে ?
প্রতিবারের মতই তুমিই এসে বলে দাও না আমায় ।
একবার ...

আজ আমি নিঃস্ব ... কেউই নেই আমার পাশে ,
যাদের আপন ভেবে পর করেছিলাম তোমায় ,
সকলে মিলে আজ দূর দূর করে তাড়িয়ে দিল আমায় ।
আজ আমি সকলের কাছে ,
পৃথিবীর সকলের কাছে ঘৃণার পাত্র !
আমার বুঝতে আর বাকি নেই , সবই যে পাপের পরিণাম । আজ আমি দুরারোগ্য মরণব্যাধিতে আক্রান্ত ।
আমি জানি কেউ না থাকলেও আজ তুমি থাকতে পাশে ।
কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস !

আমি আজও সেখানে দাঁড়িয়ে আছি , যেখানে তোমায় আমি শেষবারটির মত রেখে গিয়েছিলাম ।
তুমি কেবল আমার দিকে চেয়ে হেসেছিলে ,
যেমনটি করতে সব সময় , যখন আমি ভুল করতাম ।
তোমার সে হাসি আমি যে ভুলতে পারি না বাবা ,
আমি সে হাসি শেষ বারের মতই দেখেছিলাম ।

কিন্তু তুমি যখন আমায় শেষবারটির মত
দেখতে চেয়েছিলে , তোমার এই অযোগ্য সন্তান
তোমার সে শেষ ইচ্ছাটিও পূরণ করতে পারেনি ।
আজ আমি শুধুই একা ;
সে জায়গাটিতেই , যেখানে তুমি
জীবনের শেষ দিনগুলো অতিবাহিত করেছিলে ।
সেখানেই আমিও আমার শেষ দিনগুলোই গুনছি ।
আজ ক্ষমা প্রার্থনা করেও কোন লাভ নেই ।
ক্ষমা চাইবারও অযোগ্য ;
এই অধম আমি ।

বাবা , তুমি কী এমন কোন ঘুম পাড়ানি গান জান ? যে গান শুনে মানুষ চিরকালের মত ঘুমিয়ে যায় ।
জান , আমার খুব শুনতে ইচ্ছা করে , একবার গাওনা বাবা । তোমার মুখে সেই ঘুম পাড়ানি গান শুনতে শুনতে
আমি ঘুমিয়ে যেতে চাই , জেগে উঠতে চাই না কখনোই .. সীমাহীন বিস্তৃত দৃষ্টি মেলে চেয়ে আমি ,
কেবলমাত্র একটি জিনিসের অপেক্ষায় ।
তুমি কী জান বাবা তা কী ?
তা হলো মরণ
শুধু এই মরণের অপেক্ষায় ...


আমার লেখা কবিতা সমূহ:
কবিতা : আমার লাইব্রেরী
source
কবিতা:স্বাধীনতা
source
কবিতা: আংকেল মাংকেল
source
কবিতা: আমি আমার
source
চাইলে আপনারা এখানে ক্লিক করে কবিতা গুলো পড়ে আসতে পারেন।


আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন

বিবরণ
বিভাগকবিতা ।
বিষয়পদ্য - "ঘুম পাড়ানি"@ripon40
পদ্য তৈরি করার অবস্থানলিংক

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDGMy52wVotParwf9eYo99FhcDG9yRVNaQxotVf91vSjAbxytemWEpH4UCMBVKo32iMz6Mc3c23ZDcBfZ1ESGR5dcG9hmK3xvsmcahC4GSPabbvtjdepn.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমি প্রথমে ভাবলাম ঘুমপাড়ানি কবিতা টি মা শোনাবে ।কিন্তু আপনার কবিতা পড়ে বুঝলাম এটি বাবা‌ বলতো। যাই হোক খুব ভালো লাগলো আজকের এই কবিতাটি ।আমাদের মাঝে এটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ঘুম পাড়ানি গান বেশিরভাগ সময়ে মা ঘুম পাড়ায় তার বাচ্চাদেরকে কিন্তু সবার ক্ষেত্রে এক রকম হয় না খুব সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

আপনার কবিতার মধ্যে কিছুটা ক্ষোভের প্রকাশ ঘটেছে এবং তার মধ্যেও রয়েছে যথেষ্ট শিক্ষণীয় কিছু বিষয়। আমি খুব গভীর মনোযোগ সহকারে পাঠ করে বুঝতে পারলাম। এমন সুন্দর সুন্দর কবিতা আমাদের জন্য একান্তই কাম্য।

এই জন্যই আপনাকে আমার খুবই ভালো লাগে আপনি কবিতার অন্তর্নিহিত বিষয় ভাবমূর্তি ভালোই বুঝতে পেরেছেন এটাই অনেক বড় পাওয়া ভাই ধন্যবাদ। ❤️❤️

ঘুম পাড়ানি গান গাওয়া মানুষ টাএ নিয়ে কখনো এভাবে ভাবিনি। আপনার কবিতা টা আমার চোখ খুলে দিয়েছে। কবিতা টা যেন হৃদয়ে লাগল।

যাদের আপন ভেবে পর করেছিলাম তোমায় ,
সকলে মিলে আজ দূর দূর করে তাড়িয়ে দিল আমায়

পৃথিবীর সব মানুষ পর হতে পারে কিন্তু ঐ মানুষটা কখনোই না। অসাধারণ লিখেছেন কবিতা টা ভাই। অনেক ভালো লাগল।।

হৃদয় থেকে সাড়া জাগিয়েছে আপনাকে জেনে ভাল লাগল আসলে কিছু বিষয় মানুষের হৃদয় থেকে জাগ্রত হয় ধন্যবাদ।

সব মায়েরাই তার সন্তানদেরকে ঘুম পাড়ানি গান শুনিয়ে ঘুম পাড়ায়। আপনি আজকে ঘুমপাড়ানি একটি সুন্দর কবিতা লিখেছেন কবিতাটি পড়ে আসলে অনেক ভালো লাগছে। প্রতিটি লাইনে আমাকে মুগ্ধ করেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল আপনার জন্য

চেষ্টা করেছি ভাই মনের অন্তর্নিহিত কথা কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলার যেটা আপনারা উপলব্ধি করতে পেরেছেন ধন্যবাদ।

আপনার ঘুম পারানি কবিতা শুনে ভালো লাগলো। হ্যা আমরা সবাই জানি আমাদের মায়েরা আমাদের ঘুম পাড়ানি গান শোনাতো ।কিন্তু আপনার ক্ষেত্রে তা ভিন্ন ছিল আপনার বাবা আপনাকে ঘুম পাড়ানি গান শোনাত বিষয়টা জেনে খুবই ভালো লাগলো। এছাড়াও আপনি খুব সুন্দর ভাবে কবিতাটা আমাদের মাঝে তুলে ধরেছেন। কবিতার প্রতিটি লাইন আমাকে মুগ্ধ করেছে। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

হ্যাঁ আপু আমার ক্ষেত্রে একটু ভিন্নতা দেখতে পেলেন সবার ক্ষেত্রে এক রকম হয় না আপনার কাছে ভাল লেগেছে জেনে খুবই ভালো লাগলো আপু।

তোমার মতো কেউ আর আমায় ,
ঘুম পাড়ানি গান শোনায় না ,
সকলে জানো তো ... ঘুম পাড়ানি গান কে শোনায় ?

এই কবিতা টি মতো আমি একটি কবিতা ছোট্ট বেলায় পড়ছিলাম। আজকে ভাইয়া আপনার কবিতাটি পড়ে আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেল। সত্যি অনেক সুন্দর লিখছেন ভাইয়া। আপনার কবিতাটি পড়ে খুব ভালো লাগলো।আপনার জন্য শুভেচ্ছা রইল ভাইয়া।

আমার কবিতাটি পড়ে আপনার পুরনো দিনের স্মৃতিচারণ হয়েছে জেনে ভালো লাগলো সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। কবিতাটি পড়ে আমি অনেক কিছু জানতে পেরেছি। ছোটবেলায় মা আমাদের কি ঘুমপাড়ানি গান শুনিয়ে ঘুমিয়ে দিত। আপনার কবিতাটি পড়ে বুঝতে পারলাম বাবা আপনাকে ঘুমপাড়ানি বলি শুয়ে দিয়েছে। বাবা অনেক আদর করে সন্তানকে। আপনাকে অনেক ধন্যবাদ।

হ্যাঁ ছোটবেলায় মা ঘুম পাড়ানি গান গেয়ে তার বাচ্চাদের ঘুম পাড়াতো যেটা সবারই জানা কিন্তু আমার ক্ষেত্রে আলাদা এবং ভিন্নতা দেখা দিয়েছে।

বাবা , তুমি কী এমন কোন ঘুম পাড়ানি গান জান ? যে গান শুনে মানুষ চিরকালের মত ঘুমিয়ে যায় ।

ঘুম পাড়ানি কবিতাটি অনেক ভাল লিখেছেন আপনি। প্রথমে ভেবেছিলাম মায়ের কথা হয়তো লিখবেন। কিন্তু কবিতা পড়ে বুঝলাম বাবাকে নিয়ে অনেক চমৎকার আবেগ মিশিয়ে লাইনগুলো লিখেছেন। ভাল লেগেছে অনেক। কবিতার ইংরেজি নামটা ভাল ছিল 😁। ভালবাসা আপনার জন্য

আপনি কবিতার ভাবমূর্তির দারুন কিছুটা উপলব্ধি করতে পেরেছেন এটাই অনেক বড় পাওয়া ছিল ভাই এভাবেই মন্তব্য করে পাশে থাকবেন সেটাই কামনা করি।

কবিতাটি পড়ে চোখে পানি চলে আসলো। বাবা মায়ের চেয়ে আপন এই পৃথিবীতে আর কিছু নেই। বাবা মায়ের চেয়ে এই পৃথিবীতে আমাদেরকে আর কেউ বেশি ভালবাসতে পারবেনা। কিন্তু আমরা কখনই বাবা মায়ের ভালোবাসার মর্ম বুঝি না। যখন বুঝি তখন হয়তো সেই সময়টা আর থাকে না।

আমি আজও সেখানে দাঁড়িয়ে আছি , যেখানে তোমায় আমি শেষবারটির মত রেখে গিয়েছিলাম ।
তুমি কেবল আমার দিকে চেয়ে হেসেছিলে ,
যেমনটি করতে সব সময় , যখন আমি ভুল করতাম ।
তোমার সে হাসি আমি যে ভুলতে পারি না বাবা ,
আমি সে হাসি শেষ বারের মতই দেখেছিলাম ।

চোখে পানি চলে আসার মতো কবিতা। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, সারা জীবন যেন সুখে থাকে পৃথিবীর সকল বাবা-মা।

মনের আবেগ অনুভূতি দিয়ে কবিতার অন্তর্নিহিত বিষয় উপলব্ধি করতে পারাটাই অনেক বড় পাওয়া। সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকবেন সেটাই কামনা করি।

আমি ঘুমিয়ে যেতে চাই , জেগে উঠতে চাই না কখনোই .. সীমাহীন বিস্তৃত দৃষ্টি মেলে চেয়ে আমি ,
কেবলমাত্র একটি জিনিসের অপেক্ষায় ।
তুমি কী জান বাবা তা কী ?
তা হলো মরণ
শুধু এই মরণের অপেক্ষায় ....

মাঝে মাঝে আমারও খুব ইচ্ছে হয় একেবারের জন্য ঘুমিয়ে যেতে।
কিন্তু আমি আপনি আমরা চাইলেই তা পারিনা।
কবিতাটির মধ্যে আপনার অনেক আবেগ লুকিয়ে আছে কবিতাটি পড়েই সেটা বুঝা যাচ্ছে।
অনেক ভালো লাগলো ভাইয়া কবিতাটি।

হ্যাঁ সেটা চাইলেই পাওয়া সম্ভব নয় সুন্দর একটি মন্তব্য করেছেন ভালো লাগলো।

তুমিই ছিলে সব সময়ের মত আমার পাশে ।
যখন শুধুমাত্র তুমি ছিলে পৃথিবীর সবছিল আমার এখন স্পষ্টরূপে বুঝতে পারি ।

ভাই অসাধারণ হয়েছে আপনার কবিতায় অনেক কিছু জানার আছে বোঝার আছে। আমার কাছে খুবই ভাল লাগেছে এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।

আপনি কবিতা পড়ে অনেক কিছু জানতে এবং বুঝতে পেরেছেন সেটাই অনেক বড় পাওয়া ছিল ভাই এভাবে মন্তব্য করে পাশে থাকবেন ধন্যবাদ।