আমার লেখা কবিতা "হারিয়ে যাবে একদিন" (Poem of my writing "WILL BE LOST ONE DAY ")||(১০% লাজুক খ্যাকের জন্য)

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • হারিয়ে যাবে একদিন
  • ১১, ডিসেম্বর ,২০২১
  • শনিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার লেখা কবিতা শেয়ার করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

lonely-5122894_1280.jpg

Source

হারিয়ে যাবে একদিন

হারিয়ে যাবে একদিন
হারিয়ে যাবে সব,
হারিয়ে যাবে এই পৃথিবীর
সকল কলরব।
হারিয়ে যাবে স্রোতের ধারা
হারিয়ে যাবে ছন্দ,
হারিয়ে যাবে হানাহানি
সকল দ্বিধা দ্বন্দ্ব
হারিয়ে যাবে সকল কর্ম
হারিয়ে যাবে আশা,
হারিয়ে যাবে সকল স্মৃতি
থাকবে না ভালোবাসা।
হারিয়ে যাবে এই পৃথিবী
টানবে সবাই ইতি,
থাকবে শুধু দো'জাহানের
মহান অধিপতি।


  • পৃথিবীর কোন কিছুই চিরস্থায়ী নয়।পৃথিবীর চলমান গতি হয়তো বা একসময় থাকবে নাহ।পৃথিবী আপেক্ষিক ভাবে স্থিতিশীল থাকলেও বাস্তবতা কিন্তু ভিন্ন। এই পৃথিবীতে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী দ্বারা বেষ্টিত। প্রত্যকে উদ্ভিদ ও প্রাণী নির্দিষ্ট সময় পর অস্তিত্বহীন হয়ে পড়ে। সবকিছুর মুলে রয়েছে মহান অধিপতি সৃষ্টিকর্তা।তিনিই একমাত্র সবকিছু নিয়ন্ত্রণ করছে।এটাই পৃথিবীর লীলাখেলা যা আর একসময় থাকবে নাহ।সেই বিষয়টি কবিতার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অসাধারণ একটি কবিতা রচনা করেছেন । প্রত্যেকটি চরন আমার কাছে খুব ভালো লেগেছে ।বারবার পড়েছি। আপনার কবিতাটি অর্থবহ। এটা ঠিকই কথা বলেছেন ,একদিন সবকিছু হারিয়ে যাবে ।কোন কিছুই থাকবে না পৃথিবীতে ।শুধুমাত্র একমাত্র মহান অধিপতি সৃষ্টিকর্তাই থাকবেন । এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

আপনার সুগঠিত মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। 😍

সুন্দর একটি কবিতা লিখেছেন ভাই। কবিতার প্রতিটি লাইনের ছন্দ বেশ ভালই মিলিয়েছেন। কবিতার অর্থ পুরোপুরি বাস্তব। আসলেই যদি কোন কিছু চিরস্থায়ী নয়, সবকিছুই ক্ষণিক সময়ের জন্য। এত সুন্দর একটি কবিতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

হ্যাঁ কবিতাটিতে বাস্তবিক বিষয় তুলে ধরা হয়েছে। আপনার মন্তব্য করার জন্য ধন্যবাদ। ❤️❤️

বাহ ভাই কবিতা টা দারুণ ছিল। কি সুন্দর ছন্দে ছন্দে পৃথিবীর একটি নির্দিষ্ট পরিণতির কথা গুলো ব‍্যাখ‍্যা করেছেন। বাক‍্য অর্থ এবং শব্দচয়ন অসাধারণ ছিল। সবমিলিয়ে পোস্ট টা খুবই সুন্দর হয়েছে।

আপনার সুগঠিত মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। ❤️❤️

আপনার কবিতাটি পড়তে অনেক ভালো লেগেছে আমার কাছে।কারণ ছন্দ গুলো খুব সুন্দর ভাবে মিলিয়েছেন।আপনার কবিতায় দুনিয়ার জীবনের ক্ষণস্থায়ী জীবন ধারাকে বুঝিয়েছেন।খুব সুন্দরভাবে সবকিছু বর্ণনা করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

আপনার এতো সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ। ❤️❤️

ভাই আপনি দারুণ একটা কবিতা লিখছেন।প্রতিটি লাইনের মধ্যে একটি বিষয় অর্থ দ্বারা আবৃতো।আসলে আমরা মানব জাতি পৃথিবীতে রয়েছি কয়কদিনের জন্য ,

image.png

মহানসৃষ্টিকর্তা ছাড়া আর কেউ আমরা থাকবো না।অনেক সুন্দর হয়েছে কবিতাটি।অনেক ধন্যবাদ ভাইয়া,এতে সুন্দর একটা কবিতা শেয়ার করার জন্য্।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুগঠিত মতামত এর জন্য। আপনার জন্য শুভকামনা রইল। ❤️❤️