আশা করি সবাই ভাল আছেন।আমিও আল্লহর রহমতে অনেক ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে আমাদের লিচু বাগান পরিদর্শন করে দেখাব এবছর কি পরিমান লিচুর ফলন হয়েছে তা দেখাব। আশা করি সকলের ভাল লাগবে।
প্রতি বছরের ন্যায় এবারও আমাদের লিচুর গাছে প্রচুর পরিমানে লিচু হয়েছে।গতবার আমরা আমাদের বাগানের লিচুর গাছ গুলো গাছে লিচু আসার আগেই অন্য জনের কাছে এক বছরের জন্য বিক্রি করে দিয়েছিলাম।কিন্তু এবারে আমরা নিজেরাই লিচু গাছের দেখাশুনা করি এবং বিক্রি করব।তাই লিচুর বাগান দেখার জন্য আমি আর আমার চাচাতো ভাই মিলে গেলাম বাগান দেখতে।
আমাদের বাগানে প্রায় ২০ টি লিচু গাছ রয়েছে।কিছু গাছে প্রচুর পরিমানে লিচু ধরেছে আবার কিছু গাছে তুলনামূলক কম।তবে সব মিলিয়ে ফলাফল মোটামুটি ভাল।বোম্বাই লিচুর ফলন অন্যান্য লিচুর তুলনায় অনেক বেশি হয়ে থাকে।আমার ছবিতে যে লিচুগুলো দেখতে পাচ্ছেন এগুলো বোম্বাই লিচু।
বোম্বাই লিচু ছাড়াও মাদ্রাজি, বেদানা, চায়না-৩ হয়ে থাকে।আমাদের বাগানে ২ টি চায়না-৩ লিচুর গাছ রয়েছে।তবে দুঃখের বিষয় হল এবারে একটি গাছেও চায়না-৩ লিচুর ফলন হয় নি।বোম্বাই লিচুর আকার অন্যান্য লিচুর চেয়ে তুলনামূলক ছোট হয়ে থাকে কিন্তু ফলন অনেক বেশি হয়ে থাকে।দামেও বেদানা এবং চায়না-৩ লিচুর বেশি হয়ে থাকে।
প্রথমে আমি এবং আমার ছোট ভাই মিলে বাগানের এক সাইড দিয়ে বাগানে প্রবেশ করি।বাগানে প্রবেশ করার সাথে সাথেই নিচু দেখে অবাক হয়ে যাই।প্রচুর লিচু সব গাছে এবং আমি সাথে সাথেই কাউকে না জানিয়ে একটি নিচু খেয়ে ফেলি।তারপর আমরা বাগানের চার দিকে ঘুরে ঘুরে দেখতে থাকি যে কোন গাছে বেশি পরিমাণ লিচু ধরেছে।
সবগুলো গাছ ঘুরে দেখার পর আমি আমি এবং আমার ছোট ভাই মিলে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়লাম।ছবি তোলার মাঝে মাঝে আমরা দেখতেছিলাম যে লিচুটি বড় সাথে সাথেই সেটা গাছ থেকে পেড়ে খাচ্ছিলাম।আমি প্রায় ১৫ টির মত নিচু খেয়ে ফেলি।আমার সাথে থাকা ভাইটিও অনেক লিচু খায়।আমারা লিচু খাই,ছবি তুলি আর এদিক সেদিক ঘুরে বেড়াই।
বাগানের লিচুর সাথে আমি একটি সেলফিও তুলি।আমরা প্রায় ১ ঘন্টার মত সেখানে ছিলাম।অনেকক্ষণ থাকার পর আমাদের গ্রামের কিছু লোকজন আসে লিচু বাগানে।তাদের সাথে আমরা কিছুক্ষণ গল্প করি এবং আমি তাদেরকে কিছু লিচু খাওয়ার জন্য বললে তারা না করে।এর আমাদের বাগানে যিনি পাহাড়া দেন তিনি চলে আসেন।হয়তোবা অনেক মানুষজন দেখে এসেছে।
এগুলো হল আমাদের বাগানের লিচু গাছ।এই কয়েকটি গাছে তেমন লিচু ধরেনি। এই কয়েকটি গাছ ছাড়া প্রায় সব গাছেই লিচু ধরেছে।আমি এবং আমার চাচাতো ভাই মিলে আরও অল্প কিছুক্ষণ সেখানে থেকে সঙ্গে করে বাসার জন্য কিছু লিচু নিয়ে আসি।
এই ছিল আমার লিচু বাগান পরিদর্শণের গল্প।আশা করি সকলের ভাল লেগেছে।পরবর্তিতে আরও নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে অততক্ষণ পর্যন্ত আল্লাহ-হাফেজ
Divice | Oppo A5 2020 |
---|---|
Click | @ripon999 |
লোকেশন | https://w3w.co/piteously.scruff.grouting |
আমি মো:তারিকুল ইসলাম রিপন।স্টিমিটে আমার ইউজার আইডি @ripon999.আমি একজন বাংলাদেশি।আমার মাতৃভাষা বাংলা।আমি একজন ছাত্র।দিনাজপুর সরকারি কলেজে অধ্যায়নরত।আমি আর্ট করতে অনেক ভালবাসি।তাছাড়া আমি খাবারের রিভিউ,মুভি রিভিউ,ফটোগ্রাফি করতেও ভালবাসি।
আমার প্রিয় ফল লিচু, খেতে আমি খুবই ভালোবাসি। আমাদের একটি লিচু গাছ রয়েছে, সেই গাছে অনেক লিচু ধরে ছিল। আজকে আপনার লিচুবাগান এর ফটোগ্রাফি দেখতে পেয়ে সত্যিই আমার খুবই ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরেহ বাহ কি চমতকার কিছু ভাই।পুরো বাঙান জুড়ে শুধু কিছু আর লিচু।ভাই আমাদের জন্যেও একটু পাঠায় দিয়েন।কিছু গুলো দেখে মনে হচ্ছে প্রচুর রসালো হবে,আর খেতেও সেইরকম হবে😍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনার ঠিকানাটা দেন তো এখনই আসতেছি নিচু খাবার জন্য হাহাহাহা। বাগান থেকে লিচু পেড়ে খাবার মজাই আলাদা। আসলে সেরকম অর্থে বড় কোন লিচুবাগান এখন পর্যন্ত দেখিনি। ধন্যবাদ আপনার অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত সুন্দর লাল টকটকে রংয়ের লিচুগুলো দেখে খাওয়ার প্রতি ইচ্ছা জেগেছে।২০টি লিচু গাছে তো প্রচুর লিচু ধরেছে কিছু লিচু আমাদের এদিকে পাঠিয়ে দিন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লিচু অনেক লোভনীয় একটি ফল ও বেশ পছন্দের একটি ফল। আর সেই লিচু বাগানে ঘুরে ঘুরে ফটোগ্রাফি করেছেন আমি হলে তো লোভ সামলাতে পারতাম না। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনার এত সুন্দর পোস্ট আমাকে মুগ্ধ করেছে। আমাদের লিচু গাছে অনেক লিচু ধরেছিল তবে এত সুন্দর ভাবে ফটোগ্রাফি করা হয়নি। কাঁচা অবস্থায় কিছু করেছিলাম কিন্তু পাকা অবস্থায় পর্যন্ত যেতে পারেনি। যাহোক খুব সুন্দর পোস্ট আপনাদের মাঝে শেয়ার করেছেন। ফলগুলো দারুন রসালো । সব মিলিয়ে বলবো লোভনীয় একটি ফলের পোস্ট শেয়ার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit