আসসালামু-আলাইকুম সকলকে
আমি @ripon999 বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি
আশা করি সবাই ভাল আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি।আশা করি সকলের ঈদ অনেক সুন্দরভাবে কেটেছে।তাহলে আর দেরি না করে আজকের পোস্ট শুরু করছি।আশা করি সকলের ভাল লাগবে।
⚽ খেলা ⚽ ⚽ খেলা ⚽ ⚽ খেলা ⚽
খেলার জগতে আলোড়ন সৃষ্টিকারী খেলা ফুটবল খেলা।পায়ে বল,মাথায় বল আর হাতে লাগলে হ্যান্ড বল এরই নাম ফুটবল।কোথায় যেন পড়েছিলাম,ফুটবল আবেগের খেলা,অফুরন্ত ভালবাসার খেলা।বিশ্বের প্রায় সকলের কাছেই এই খেলা প্রিয়।আমার কাছেও ফুটবল খেলা একটি প্রিয় খেলা।আর এই প্রিয় খেলা যদি নিজের এলাকায় হয় জমকালো ভাবে তাহলে তো কোন কথাই নেই।আজকে আমি এই ফুটবল খেলা নিয়ে একটি পোস্ট করব আশা করি সকলের ভাল লাগবে।
খেলাটি অনুষ্ঠিত হয় রংপুর জেলার বদরগঞ্জ থানার ঐতিহ্যবাহী বালাডাঙ্গা ফুটবল মাঠে।খেলায় যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেন তারা হল: রংপুর স্পোটিং ক্লাব বনাম দিনাজপুর ব্রাদারস।
রংপুর স্পোটিং ক্লাব | বনাম | দিনাজপুর ব্রাদারস | ||
---|---|---|---|---|
নাম | জার্সি নাম্বার | বনাম | নাম | জার্সি নাম্বার |
রাব্বি | ২১ | -- | রাসেল | ০৫ |
নওশাদ | ৩১ | -- | নবিন | ০৮ |
সজিব | ১০ | -- | লালা | ১০ |
ফারাবি | ০৮ | -- | লালন | ০৭ |
নাফিস(C) | ০১ | -- | জুলফিকার(C) | ১৮ |
হামিদ | ৪৭ | -- | টিটু | ১১ |
নুরুজ্জামান | 0৯ | -- | পল্লব | ০৯ |
লিমন | ১১ | -- | শাওন | ০৮ |
তস্কর | ১৫ | -- | সবুজ | ২৩ |
আহম্মেদ | ০৩ | -- | ইমরান | ০২ |
বুলেট | ০৬ | -- | গোলাম রব্বানি | ১৫ |
রংপুর স্পোটিং ক্লাব | বনাম | দিনাজপুর ব্রাদারস |
---|---|---|
মুরাদ | -- | আল-আমিন |
সুজন | -- | তুহিন |
জাহিদ | -- | শামিম |
সিয়াম | -- | বিজয় |
১.কামরুজ্জামান
২.শিবলি মাহমুদ
৩.মো:ফিরোজ
- মাত্র ১০ টাকা
প্রথমে আমি টিকিট কেটে মাঠের ভিতরে প্রবেশ করেই অবাক হয়ে যাই।কেননা মঠটি অনেক সুন্দর করে সাজানো হয়েছিল এবং মাঠের চারপাশে দর্শকে ভরপুর।তারপর দেখলাম মাঠের ভিতরে খেলোয়াররা একে একে প্রবেশ করছে।কিছুক্ষণ পর তারা মাঠের মধ্যে সজ্জিতভাবে দাড়িয়ে যায়।তারপর খেলোয়ারদের উদ্দেশ্য করে অতিথি বৃন্দ বিভিন্ন বক্তব্য দেন এবং খেলার উদ্বোধন করেন।
খেলা উদ্বোধন করার সময়
অতিথিরা সবাই মাঠের বাইরে গেলে রেফারি খেলা শুরু করে দেয় বিকাল ৪.৩০ মিনিটে।খেলা শুরু হয়ে গেলে আমিও সবার মত মনযোগ দিয়ে খেলা দেখতে থাকি।দুই দল ভাল খেল্লেও প্রথম ৪৫ মিনিট কোন গোল দিতে পারে না।কিন্তু পরের ৪৫ মিনিট দিনাজপুর ব্রাদারস খেলার মোর পাল্টে দিয়ে পর পর দুইটি গোল দিয়ে তারা জয়লাভ করে।
খেলা শুরু হওয়ার আগে মাঠে প্রবেশ
রংপুর স্পোটিং ক্লাব VS দিনাজপুর ব্রাদারস (০২)
নাম | জার্সি নাম্বার | গোল সংখ্যা |
---|---|---|
লালা | ১০ | ০২ |
খেলাটি আমার কাছে অনেক ভাল লেগেছে।কেননা দীর্ঘ প্রায় অনেক বছর পর এই মাঠে এমন খেলা অনুষ্ঠিত হয়েছে।এর আগেও অনেক খেলা হয়েছে এই মাঠে তবে এবারেই প্রথম টিকিট কেটে খেলা অনুষ্ঠিত হল।আর খেলার মধ্যে আমার লালার দেওয়া একটি গোল অসাধারণ লেগেছে আর সেটা সে বাইসাইকেল সুট করে গোলটি করেছে।তবে রংপুর দলও অসাধারণ খেলেছে কিন্তু তারা কোন গোল দিতে পারেনি।
মঞ্চ
আজ এখানেই শেষ করছি।এই ছিল আমার টিকিট কেটে খেলা দেখার অবিজ্ঞতা।পরবর্তিতে আরও কোন খেলা নিয়ে হাজির হব আপনাদের মাঝে।ততক্ষণ পর্যন্ত আল্লাহ-হাফেজ।
(বি.দ্র: খেলার ভিডিও ডিলিট হয়ে যাওয়ার কারনে খেলার কিছু অংশ দেখাতে না পারার জন্য অত্যন্ত দুঃখিত।)
আমি মো:তারিকুল ইসলাম রিপন।স্টিমিটে আমার ইউজার আইডি @ripon999.আমি একজন বাংলাদেশি।আমার মাতৃভাষা বাংলা।আমি একজন ছাত্র।দিনাজপুর সরকারি কলেজে অধ্যায়নরত।আমি আর্ট করতে অনেক ভালবাসি।তাছাড়া আমি খাবারের রিভিউ,মুভি রিভিউ,ফটোগ্রাফি করতেও ভালবাসি।
সত্যি কথা বলতে ফুটবল আমার সবচেয়ে প্রিয় খেলা। নিজের প্রিয় দলের একটা খেলাও বাদ দেয় না। কিন্তু আমি লোকাল পর্যায়ে কখনো টিকিট কেটে খেলা দেখিনি। যদিও দেখছি টিকিটের মূল্য কম ছিল ভাএ দশ টাকা। খেলোয়াদের বিস্তারিত দেওয়া টা আমার কাছে ভালো লেগেছে। এবং খেলোয়াদের ফিটনেসও আছে। ম্যাচটা দারুণ উপভোগ করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফুটবল খেলা দেখতে এবং উপভোগ করতে হবে খুবই ভালোবাসি ।যেটা আমার প্রিয় খেলা আপনি খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করলেন। ফুটবল ম্যাচ দেখার মাধ্যমে সেটা আমাদের মাধ্যমে সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরলেন অনেক ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে ভাল লেগেছে বলে আমি অনেক খুশি হয়েছি।অনেক ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এইরকম খেলা দেখার অভিজ্ঞতা কখনো হয়ে ওঠেনি। আপনি অনেক ভাল একটি অভিজ্ঞতা শেয়ার করেছেন। বিষয়টা আমার কাছে বেশ ভালো লাগলো। আপনার পোস্ট দেখে আমারো ইচ্ছা করতেছে এরকমভাবে খেলা দেখতে। অনেক সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার সাথে সাথে আমিও উপভোগ করতে পারলাম। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময় পেলে গ্রামের এই খেলা গুলো দেখিয়েন আপু অনেক ভাল লাগবে।ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি পড়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চমৎকার উপস্থাপনা।আর এটা বদরগঞ্জ এর কথায় ছিল।আর খেলায় দেখছি বেশ ভালই দর্শক সমাগম।আসলে প্রান্তিক পর্যায়ে মানুষ এখনো ফুটবল অনেক ভালোবাসে এটা তারই প্রমাণ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা বদরগঞ্জ থানার বালাডাংগা মাঠ বলে।আপনি ঠিকই বলেছেন প্রান্তিক পর্যায়ে মানুষ এখনও খেলা দেখে।আপনাকে অনেক ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফুটবল আমাদের গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি খেলা। ফুটবল খেলার এই দৃশ্যগুলো দেখে আমার মনে হচ্ছিল যেন আমি মাঠে বসে খেলা দেখছি। আজকে আপনি আমাদের মাঝে খুবই চমৎকার ভাবে ফুটবল খেলার পুরো দিনের মুহূর্ত গুলো খুবই সুন্দরভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। খেলা অনুযায়ী টিকিটের মূল্য কিন্তু অনেক কম ছিল ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি খেলা অনুযায়ী টিকিটের মূল্য অনেক কম।কেননা তারা খেলাকে ভালবাসে বলেই টিকিটের পরিমানটা বাড়ায় নি।আবার টিকিট করেছে বিধাউ খেলার মূল্যটাও বেড়েছে।আপনাকে ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে এর আগের বারও বলা হয়েছে এবং সবকিছু ঠিক হওয়ার পর আপনি বলেছেন নিয়মিত পোস্ট করবেন কিন্তু তিন দিন হয়ে গেল আপনি এখনো কোনো পোস্ট করছেন না, আপনার সমস্যাটা কি ভাই বলুন তো!!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আমি দুঃখিত আমাদের গ্রামে বিদ্যুতের সমস্যা হয়েছিল তাই এই কয়েক দিন স্টিমিটে ঢুকতে পারিনি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit