পেন্সিল রঙ দিয়ে অসাধারণ সুন্দর পাহাড়ি মেয়ে অংকন [10% beneficiary to @shy-fox]

in hive-129948 •  2 years ago 

আসসালামুয়ালাইকুম,

সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মেহেরবানীতে সবাই ভালো আছেন।

চলে এসেছি আপনাদের মাঝে আবারও একটি পেন্সিল রঙ দিয়ে অসাধারণ একটি পাহাড়ি মেয়ের অংকন নিয়ে।

20221030_220638_mfnr.jpg

আমার অংকন করতে বেশ ভালো লাগে, এইসব অংকন আঁকতে হলে, মনোযোগ এবং দক্ষতার সাথে অংকন করতে হয়।আর এই অংকন গুলো করতে অনেক সময় লাগে।আমার বাবুর জন্য অংকন গুলো করতে একটু সমস্যা হয়।অংকনের মধ্যেই দেখছেন রং দিয়ে এঁকে দিয়েছে। যাই হোক না কেন ওর সাথে বসে অংকন করতে কিন্তু বেশ ভালো লাগে। সব সময় খেয়াল করে আমি কিভাবে অংকন করি সেই অনুসারে ও কাজ করতে চাই।প্রতিটা শিশু সব কিছু তার মায়ের থেকে শিখে।

আজকে আমি একটি অঙ্কন শেয়ার করব, অংকন টি আমি পেন্সিল রঙ দিয়ে এঁকেছি।আর এই অংকনটি আমার খুব পছন্দের একটি অংকন।অনেক দিন ধর এই অংকন আঁকার জন্য ট্রাই করছি। কিন্তু অংকন টি খুবই কঠিন লাগছিল আমার কাছে।খুব ভালো লাগছে আমার কাছে আজকে পুরোপুরি ভাবে অংকনটি আঁকতে পেরে।

যাই হোক অনেক কথা বলে ফেলেছি চলুন তাহলে, পেন্সিল রঙ দিয়ে অসাধারণ সুন্দর একটি পাহাড়ি মেয়ে অঙ্কন করেছি কিভাবে।তা আপনাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করি।

20221101_184025_mfnr.jpg

পেন্সিল রঙ দিয়ে অসাধারণ সুন্দর পাহাড়ি মেয়ে অংকন করার উপকরণসমূহ
সাদা কাগজ
পেন্সিল
সাইন পেন
সবুজ রং
খয়রি রং
হালকা নীল রং
হলুদ রং
পোলাপি রং
কালো রং

20221030_215705_mfnr.jpg

১ম ধাপ
20221030_214153_mfnr.jpg20221030_214318_mfnr.jpg

20221030_214531_mfnr.jpg

প্রথমে আমি মেয়েটির মুখের আকৃতি এঁকে নিব।মুখের আকৃতি আঁকা হলে, মাথার চুল, কান এবং মাথার উপরের পাতার ডিজাইন এঁকে নিলাম।

২য় ধাপ
20221030_214605_mfnr.jpg20221030_214712_mfnr.jpg

20221030_214723_mfnr.jpg
মেয়েটির চুলের উপরে পাতার ডিজাইন আঁকা হলে,এবার পাতার সাথে ফুলের কলি এঁকে নিলাম। এখন মেয়েটির চোখের চোখ, নাক ঠোঁট এঁকে নিব।

৩য় ধাপ
20221030_214830_mfnr.jpg20221030_215231_mfnr.jpg

20221030_215240_mfnr.jpg

মেয়েটির মুখের অংশ আঁকা হলে,এবার আমি মেয়েটির শরীরে নিচের অংশ এবং কাপড় এঁকে নিলাম। এবার সাইন পেন দিয়ে অংকনটি পুরোটা এঁকে নিব।

৪র্থ ধাপ
20221030_215600_mfnr.jpg20221030_215729_mfnr.jpg

20221030_215838_mfnr.jpg

সাইন পেন দিয়ে পাহাড়ি মেয়েটি আঁকা হয়ে গেলে, এবার আমি খয়রি এবং হলুদ রং দিয়ে মেয়েটির মুখ এঁকে নিব।

৫ম ধাপ
20221030_220045_mfnr.jpg20221030_220112_mfnr.jpg20221030_220149_mfnr.jpg

20221030_220229_mfnr.jpg

মেয়েটির মুখ এবং শরীর রং করা হলে,এবার আমি মাথার উপরের কাপড় নীল রং পাতার রং সবুজ এবং হালকা সবুজ রং দিয়ে এঁকে নিব। এবার সাইন পেন দিয়ে মেয়ের চোখের ভ্রু এঁকে নিব।

৬ষ্ঠ ধাপ
20221030_220339_mfnr.jpg20221030_220424_mfnr.jpg20221030_220458_mfnr.jpg

20221030_220626_mfnr.jpg

মাথার পিছনের চুল খয়েরি রং দিয়ে রং করে নিব।এবার পোলাপি রং দিয়ে মেয়েটির ঠোঁট এবং চোখের উপরে এবং নিচের দিকে রং করে নিব।সবুজ এবং নীল রং দিয়ে মেয়েটির কাপড়ের রং এঁকে নিয়ে আমার অংকনটি আমি সম্পূর্ণ করব।

20221030_220638_mfnr.jpg

বন্ধুরা,আমার অংকন করা পেন্সিল রং দিয়ে সাধারণ সুন্দর পাহাড়ি মেয়ের অংকনটি আপনাদের কেমন লেগেছে?
যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আপনাদের কমেন্ট আপনাদের ভালোবাসা ভালো কাজ করার উৎসাহ যোগায়।

ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।।

ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপানার দেখছি আমার মতো সমস্যা। আমি অংকন করতে বসলেই ঈলমা অংকনের খাতা নিয়ে বসে যায়। তখন আমি যেটা দিয়ে অংকন করি ওর সেটাই প্রয়োজন হয়ে পরে, এরপর ঠেলা ঠেলি করেই অনেকটা অংকন শেষ করি। যাক আপনার অংকনটি কিন্তু বেশ সুন্দর হয়েছে। পাহাড়ি সুন্দরী মেয়ের মুখের আকৃতি ফুটে উঠেছে। আপনি ঠিক বলেছেন, এই কাজগুলো করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়।

ছেলে মেয়ে তো মা বাবা সাথে একটু দুষ্টুমি করবে।আপনার মন্তব্য গুলো অনেক ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

image.png

পেন্সিল দিয়ে পাহাড়ি মেয়ে
এঁকেছ বেশ দারুন,
আমার কাছে বেশ লেগেছে
অন্য কথা ছাড়ুন।
♥♥

অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।

দারুন তো মা এবং ছেলে দুজনে একসাথে বসে ড্রইং করেছেন, ছোট মানুষ আপনার কাছ থেকে দেখে দেখে আস্তে আস্তে এসেও ড্রইং শেখা যাবে, আপনি খুবই সুন্দরভাবে ধাপে ধাপে পাহাড়ি মেয়ের একটি চমৎকার ছবি তৈরি করেছেন আমার খুব ভালো লেগেছে।

আমার চিত্ত অংকনটি আপনার কাছে ভালো লেগেছে এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন আমি যেন সামনে আর নতুন নতুন অংকন আপনাদের মাঝে উপহার দিতে পারি।

পেন্সিল রঙ দিয়ে পাহাড়ি মেয়ের ছবি দারুণ ভাবে অঙ্কন করেছেন আপনি আপু। অনেকদিন পর আমি আপনার আর্ট দেখতে পেলাম। আপনি বরাবরই অনেক সুন্দর সুন্দর আর্ট করেন। আজো তার ব্যাতিক্রম নয়। অনেক সুন্দর হয়েছে আজকের অঙ্কনটি। শুভকামনা রইলো আপনার জন্য।

দোয়া করবেন আমি যেন আরো সুন্দর সুন্দর আর্ট করতে পারি।ভাইয়া আপনার মন্তব্য গুলো সত্যি অনেক ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপু বাবু একদিন বড় আর্ট মেন হবে ৷ খুব সুন্দর পাহাড়ি মেয়ের চিত্র অংকন করেছেন ৷ হুম যাই বলুন পাহাড়ি মেয়েগুলো সত্যি দেখতে অনেক সুন্দর বিশেষ করে তাদের রং টা ৷ যেমন আমাদের বাংলাদেশের ক্ষুদ্র নৃগোসষ্ঠি যে আছে ৷ তাদের গায়ের আকার অন্য রকম ৷
ভাবছি বিয়ে করলে পাহাড়ি মেয়েকেই বিয়ে করবো ৷ কিন্তু ঘটক তো লাগবে কোথায় পাই ৷ হিহি হিহি
সুন্দর ছিল আপু চিত্রটি অংকন টি ৷

বাহ আপনি খুব সুন্দর করে পেন্সিলের সাহায্যে একটি মেয়ের চিত্র আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। আসলে পাহাড়ি মেয়েটি দেখতে বেশ কিউট লাগছে। আপনার আর্টিস্ট এর দক্ষতা অনেক বেশি দেখে বুঝা যাচ্ছে। এত চমৎকার আর্টিস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

আসলে সত্যি পাহাড়ের মেয়েগুলো দেখতে অনেক সুন্দর হয়। তাই আমি চেষ্টা করেছি আমার চিত্র অংকনের মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য। এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

পেন্সিল রঙ দিয়ে পাহাড়ি মেয়ের খুব সুন্দর ও ইউনিক একটি চিত্র অঙ্কন করেছেন। চিত্র অংকনের কালার কম্বিনেশন টাও দেখতে অনেক ভালো লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি চিত্র অংকন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

আপনি রঙিন পেন্সিল দিয়ে পাহাড়ি মেয়ে দারুন ছবি অংকন করেছেন। অনেক দিন পরে একটি ব্যতিক্রম একটা আর্ট আমি দেখতে পেলাম। আপনি বরাবরি অনেক সুন্দর অঙ্কন করেন। আজও তার ব্যতিক্রম নয়। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।

দেখো পাহারি মেয়ের ছবি ওহ দেখী পাহারিয়া মেয়ের ছবি।আসলে অনেক দারুন হয়েছে আপু।খুব সুন্দর করে আপনই একেছেন পেন্সিল এবং রঙ্গ ব্যবহার করে।ধন্যবাদ শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।

আপনার মত আমারও অংকন করতে খুব ভালো লাগে।আপনি ঠিকই বলেছেন, এইসব অংকন আকতে হলে মনোযোগ ও দক্ষতার সাথে অংকন করতে হয়। আপনিও চিত্রাংকন টি অনেক দক্ষতার সাথে এঁকেছেন। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

দোয়া করবেন আমি যেন আরো নতুন নতুন চিত্র অংক আপনাদের মাঝে উপহার দিতে পারি।এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

পেন্সিল রঙ দিয়ে অসাধারণ সুন্দর পাহাড়ি মেয়ে অংকনটি সম্পন্ন করেছেন যা দেখে বেশ ভালো লেগেছে। আর্ট গুলো বেশি সময় নিয়ে করলে সুন্দর ফুটে ওঠে। নাকটা আরেকটু সুন্দর করে দিলে বেশ ভালো লাগতো। তাছাড়া সবমিলিয়ে ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

এটা সত্যি আর্ট গুলো বেশি সময় নিয়ে করলে অনেক সুন্দর হয়ে ফুটে ওঠে।অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।

সাধারণত পেন্সিল রং দিয়ে আপনি অনেক সুন্দর একটি মেয়ের চিত্র তৈরি করেছেন। যেটা দেখতে আমার কাছে অনেক সুন্দর লেগেছে। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

আপনার মন্তব্য গুলো অনেক সুন্দর হয়েছে ভাইয়া।আপনাকে অসংখ্য ধন্যবাদ।