ওয়ালমেট !! রঙিন কাগজের ওয়ালমেট !! @shy-fox 10% beneficiary

in hive-129948 •  3 years ago 

আসসালামুয়ালাইকুম,

রঙিন কাগজের ওয়ালমেট

আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির ইভেন্টে DIY( Do It Yourself) এসো নিজে করি। এখানে আমি প্রথম পোস্ট করে অংশগ্রহণ করেছি। আমি কমিউনিটির সবাইকে অসংখ্য ধন্যবাদ জানায় এত সুন্দর একটি ইভেন্ট দেয়ার জন্য। আজকে আমি আমার প্রথম পোস্ট করতে পেরে সত্যি খুব আনন্দ লাগছে। আমি চেষ্টা করেছি আমার নিজের দক্ষতা দিয়ে নিজের মতো করে কিছু তৈরি করার।

20211012_020911.jpg

আমি রঙ্গিন কাগজ দিয়ে বিভিন্ন রকমের ফুল এবং ওয়ালমেট তৈরি করে থাকি।এটা আমার একটি অভ্যাস বলতে পারেন।আমার ঘরে যখন কেউ আসে অনেকেই বলে থাকে এত সুন্দর সুন্দর ওয়ালমেট আপনি কিভাবে তৈরি করেন।
সময় পান কিভাবে? আসলে সত্যি কথা কি সখের কাজ করতে সময় লাগলোও তারপরে ওই জিনিসটি করার জন্য মনে আগ্রহ থেকে যায়। এই আগ্রহ থেকেই ওয়ালমেট অথবা রঙ্গিন কাগজ দিয়ে ফুল তৈরি করা।

আমি ওয়ালমেট তৈরি করার জন্য দুই দিন যাবত চেষ্টা করছি কারণ এই ওয়ালমেট তৈরি আমার নিজেই একা করতে হবে।
সব কাজ করে এই ওয়ালমেট নিয়ে বসি একটু তৈরি করা হলে আবার কাজ করতে হয় কারন আমার একটি 9 মাসের বেবি আছে তাকে সামলাতে হয় এবং ঘরের কাজ করতে হয় তাই একটু কষ্ট হয়েছে। তারপরও আমি চেষ্টা করেছি সুন্দরভাবে ওয়ালমেটি তৈরি করতে। জানিনা আপনাদের পছন্দ হবে কিনা? তবে আমার যতটুকু চেষ্টা এবং দক্ষতা দিয়ে ওয়ালমেট তৈরি করেতে চেয়েছি।

20211012_013954.jpg

এই ঝুলন্ত ওয়ালমেট তৈরি করতে আমার যা লেগেছে"

  • রঙিন কাগজ।

  • সাদা কাগজ

  • আঠা।

  • পেন্সিল।

  • শক্ত কাগজ।

  • কেচি।

20211012_021800.jpg

*প্রথম ধাপ

সত্যি বলতে কি জানেন? রঙিন কাগজের ফুল অথবা ওয়ালমেট বলেন ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে।

প্রথমে একটি শক্ত কাগজ নিলাম।এখন শক্ত কাগজে চারপাশে আঠা লাগিয়ে নিলাম। আঠা লাগানো হলে, এখন আমি সাদা কাগজ শক্ত কাগজের উপরে লাগিয়ে নিলাম।

20211012_023048.jpg

*দ্বিতীয় ধাপঃ

শক্ত কাগজটির উপরে সাদা কাগজে লাগানো হয়ে গেলে, পেন্সিলের সাহায্যে আমি লাভ আইকন আঁকবো। লাভ আইকন আঁকা হয়ে গেলে এখন কেচির সাহায্যে আমি কেটে নেব খুব সাবধানে।
20211012_023450.jpg

তৃতীয় ধাপঃ

লাভ আইকনটি তৈরি হয়ে গেলে,এখন আমি গোলাপি রঙ্গের কাগজে গোল বৃত্ত এঁকে নেব এবং কেঁচির সাহায্যে গোল করে কেটে নিব এভাবে।
20211012_025110.jpg

চতুর্থ ধাপ

চতুর্থ ধাপে আমি রঙিন কাগজ এবং সাদা কাগজের গোল টুকরোগুলো মুড়িয়ে আঠা লাগিয়ে ফুলের মতো করে তৈরি করে নিলাম।কিছু আমি মাঝারি আকারের ফুল তৈরি করব আবার কিছু ছোট আকারের ফুল তৈরি করব।
20211012_111555.jpg

পঞ্চম ধাপঃ

আমি কাগজ দিয়ে যে লাভ আইকনটি তৈরি করেছি। সেটিতে কাগজের ফুল গুলো একসাথে বসিয়ে দিব। প্রথমে গোলাপি রংগের কাগজের ফুল বসিয়ে দিব।
20211012_112405.jpg

ষষ্ঠ ধাপ

ষষ্ঠ ধাপে এবার আমি সাদা কাগজের ফুল গুলো গোলাপি কাগজের ফুলের মাঝে আটা দিয়ে লাগিয়ে দিব।
![20211012_112447.jpg](

সপ্তম ধাপ

এবার আমি সাদা কাগজ এবং গোলাপী কাগজ চিকন এবং লম্বা করে কেটে নিব।কাগজ কাটা হলে অলমেটের পিছনে আঠা দিয়ে এই কাগজগুলোর লাগিয়ে নেব।সাদা কাগজ এবং গোলাপী কাগজ লাগানো হলে।আমি সাদা কাগজে গোলাপি ফুল আঠা দিয়ে লাগাবো এবং গোলাপী কাগজে সাদা ফুল আঠা দিয়ে লাগিয়ে আমার ওয়ালমেট তৈরি করা শেষ করব।
20211012_130944.jpg

বন্ধুরা,দেখতে পারছেন আমার তৈরি করা রঙিন কাগজ ওয়ালমেটি অনেক সুন্দর লাগছে। জানি তা আপনাদের কাছে কেমন লাগবে?
20211012_132916.jpg
আমার তৈরি করা রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি আপনাদের ভালো লাগে।অবশ্যই কমেন্ট করে জানাবে

ধন্যবাদ

@rita135

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার ঘরে যে ওয়ালমেট গুলো লাগাইছেন, সেগুলো শুধু আত্মীয় রা দেখেছে। এখন থেকে যেটাই বানাবেন সেটাই আমাদের সাথেও শেয়ার করে দিবেন। তাহলে শত শত মানুষ দেখবে। যাইহোক , আপনার বানানো ওয়ালমেট টা দারুন হইছে।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য 💐

আপনার তৈরি ওয়ালমেট অসাধারণ হয়েছে। লালের সাথে সাদা কালার ভালো মানিয়েছে।আপনি ধাপে ধাপে বনর্ণা করেছেন যা আমাদের বুঝতে সহজ হয়েছে। শুভকামনা রইলো আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া "

রঙিন কাগজের ওয়ালমেটটি দেখতে অনেক সুন্দর লাগছে। এ ধরনের ওয়ালমেট করতে ধৈর্যের প্রয়োজন হয়। আপনার ধৈর্য্য অনেক বেশি। ওয়ালমেটটি সম্পর্কে সুন্দর ভাবে বিশ্লেষণ করার জন্য ধন্যবাদ। শুভকামনা রইল আপু।

ধন্যবাদ ভাইয়া💐

অনেক সুন্দর হয়েছে আপু, বেশ দারুণ লাগছে দেখতে। কাগজ দিয়ে ওয়ালমেট বানানোটা খুব সহজ না এটা আমি জানি। তবে আপনি খুব সুন্দর করে তৈরী করেছেন, আশা করছি আরো ভালো কিছু আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য

ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে,ওয়ালমেট তৈরি করতে কষ্ট হলেও আপনাদের ভালোবাসা এবং উৎসাহ পেয়ে সে কষ্ট আর মনে নেই।আপনাদের ভালোবাসা এবং উৎসাহ পেলে আমি আরও ভালো কাজ করতে পারবো। ধন্যবাদ

আপু আপনার বানানো কাগজের তৈরি ওয়ালমেট টি খুবি সুন্দর হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার জন্য শুভকামনা রইল।

এ ধরনের ওয়ালমেট করতে ধৈর্যের প্রয়োজন হয়। আপনার ধৈর্য্য অনেক বেশি। ওয়ালমেটটি সম্পর্কে সুন্দর ভাবে বিশ্লেষণ করার জন্য ধন্যবাদ। শুভকামনা রইল আপু।

আপু আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি কাগজ দিয়ে এত সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন এত দক্ষতা। এত সময় দিয়ে আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন যা ছিল দেখার মতো। পরিবেশনা তো অপরূপ ছিল এত সুন্দর ভাবে মার্জিত ভাষায় আপনি আমাদের মাঝে পরিবেশন করেছেন খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল

বাহ আপু অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। দেখেই বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে এটি তৈরি করেছেন। অনেক অনেক অভিনন্দন

ভাইয়া অনেক অনেক অনেক ধন্যবাদ"💐