ছোট ভাইয়ের বিয়ে পর্ব-২

in hive-129948 •  2 months ago 

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আবারো নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজ আমি আমার ছোট ভাইয়ের বিয়ের কেনাকাটার দ্বিতীয় পর্ব আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে।

IMG_20240613_160122.jpg

বিয়ের কেনাকাটা কি আর এত তাড়াতাড়ি শেষ হয়। বিয়ের কেনাকাটা তো বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত চলতেই থাকে। তারপরও কোন না কোন কোন জিনিস বাকি থেকে যায় যেন শেষে হতে চায় না। আর আমি কেনাকাটার জন্য সব সময় পরিচিত দোকানে যেতে পছন্দ করি। আমি আমার মা আর ছোট ভাই তিনজন মিলে গিয়েছিলাম মেয়ের বাকি কেনাকাটা করতে প্রথম আর মেকআপ আইটেম কিনব এই জন্য আমার এখানকার সবচেয়ে পরিচিত যে দোকান এই দোকানে গিয়েছি। এখানকার সবচেয়ে বড় দোকান এবং এখানে সবচেয়ে ভালো জিনিস পাওয়া যায় এবং চোখ বন্ধ করে কসমেটিসের জিনিসগুলো কিনতে পারি। কারণ কসমেটিক্স অনেক ধরনের নকল ডেড এক্সপায়ার অনেক প্রবলেম থাকে কিন্তু এই দোকান থেকে আমি যত জিনিসই নিয়েছি তেমন কোন প্রবলেম হয়নি। আর তেমন কোন প্রবলেম হলেও আমি কমপ্লেন করলে সাথে সাথে ওরা চেঞ্জ করে দেয়। এজন্য আমার ওদের দোকানে কেনাকাটা করতে খুব ভালো লাগে। এজন্য আমি আমার সকল কেনাকাটা এই দোকান থেকেই করি।

প্রথমে দোকানে গিয়ে মেয়ের বিয়ের কসমেটিক্স এর জন্য যে লিস্ট থাকে সেটা ধরে ধরে আমার যেগুলো জিনিস প্রয়োজন সেগুলো মার্ক করে দিয়েছি। আর এই দোকানে একটা ছেলে আছে যে সব সময় চেষ্টা করে আমাকে ভালো জিনিস দেয়ার এবং সব ভালো মন্দ তা বলে তার উপরে ভরসা করে আমি কেনাকাটার লিস্টটা তার হাতে ধরিয়ে দিয়েছি। আর বিয়ের কনের থেকে জেনে নিয়েছি তার বেসিক যে কসমেটিক্স ইউজ করে সেগুলো আর বাকিগুলো আমি আমার পছন্দে কিনব।

IMG_20240613_160116.jpg

IMG_20240613_160106.jpg

এবার সেই ছেলেটা একে একে প্রতিটা জিনিস বের করে আমাকে দেখাচ্ছিল বলছিল যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি একটা একটা করে জিনিস পছন্দ করে নিচ্ছিলাম। তারপরে বউয়ের জন্য কিছু স্টোন জুয়েলারি নিয়েছি কিছু চুড়ি নিয়েছি। তারপর লাগেজ লাল কালারের নিয়েছি।যেহেতু নতুন বউ সবকিছু লাল লাল হলে দেখতে বেশ ভালই লাগে যদিও এখন সবাই লাল ছাড়া অন্য কালার পছন্দ করে তবে আমার কাছে মনে হয় বিয়ের একটা দিন একটু লাল শাড়ি লাল টুকটুকির সব। এসব কিছুই বেশি ভালো মানায়।

বউয়ের সব কিছু মোটামুটি নেওয়া হলে এরপর আরেকজনের লিস্ট নিয়ে বসেছি। সেটা হচ্ছে আমার মেয়ে তার লিস্ট কম বড় নয়। তার লিস্টে অনেক ধরনের চুড়ি গয়না মেকআপ লিপস্টিক কিনে নিয়েছে। আমার মেয়ে সবকিছু পেয়ে তো খুবই খুশি হয়েছে। আমার মা তাকে সব কিনে দিয়েছে সে যা যা চেয়েছে। আরো অনেক কিছু কেনাকাটা বাকি বউয়ের বউ ওড়না বাকি আছে। পার্স জুতা ব্যাগ অনেক কিছুই বাকি আছে শুধু বেসিক কিছু কসমেটিক আর মেকআপ নিয়ে সেদিনের কেনাকাটা সেখানেই শেষ করেছিলাম। কারণ সন্ধ্যা হয়ে গেছে আর আম্মুও বাসায় চলে যাবে। এজন্য সেদিনের কেনাকাটা সেখানে স্টপ করে দিয়ে আমার বাসায় চলে আসি।

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারো নতুন কোন কিছু নিয়ে আপনাদের সাথে হাজির হব। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPc5qYpuAEDVa8ecZn5PKAG3uEJhVwvJCbU7knKZpw1qqUsW5gqaCV5ZSfUo...6wkwQkCfgMBp99cDXgDf4Y6crq6qWMn7W9DxPauPDeS7ZgtZASdbF2yNAcMTUE5nPfyPDXr1FZfiwgapthw3DtvFuV96LZxQxN79FrMLes383BqaiHn974MC6i.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPh578UPdn5s6unQSptktxRwqw5feY3RFPwzUU3pwJBLZFwYEUoyzum8LEyisg...vmYPXDoXjtWtoQwaFKX68eZxgW6fEVskmpsCZvmrRWGWnvaidyCLkdJbS9qndNCvAYLZNqgRn1xyLVbZshwehFu5fyC2YKPqkD9NLmgBXR55cP2uQXsfq7z2sg.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPnciQaRkD5uWoYmyzVhMEixqY1gVkkAK8cFxPfzhHx2y8SE1nzw1V96hpaLnE...VWvig7zTgmARN88UrRb1Zk5Xqgj4RsrQPLd3WYDX8TzT1N7C3hWgbYTzbEcTT3ZSTMwg96cpXvu25G9mcqaxvQAU3xo36mAtdvNVwzJEtSvhzHexAkjUSBhxsQ.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে কেনাকাটার মুহূর্ত আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি। আপনার এই কেনাকাটার মুহূর্ত দেখে খুব ভালো লাগলো আমার। আসলে ভাইয়ের বিয়ে বলে কথা। পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।

আসলেই বিয়ের কেনাকাটা সহজে শেষ হতে চায় না। ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে তো অনেক কসমেটিকস কিনেছেন দেখছি। বাংলাদেশে অথেনটিক কসমেটিকস পাওয়াটা একটু কষ্টসাধ্য ব্যাপার ই বটে। তাই এই ব্যাপারে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত সবারই। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।