ভাইয়ার বাসায় কিছু সুন্দর স্মৃতি

in hive-129948 •  last month 

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল সদস্যগণ কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের তো আজ ও আমি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে।

IMG_20241101_090904.jpg

গত দিনের পোস্টে আমি বলেছিলাম আমি ঢাকায় ভাইয়ার বাসায় উঠেছি। এখানে আমরা মোটামুটি তিন দিনের মতো ছিলাম। তিন দিনে অনেক ভালো ভালো স্মৃতি পাতায় জমা হয়েছে। কিছু সুন্দর মুহূর্ত কিছু সুন্দর সময় এই সময় গুলো আসলে ভোলার মত নয়। এই বাসাটা আমার কাছে সব চেয়ে বেশি ভালো লাগে এই কারণে বাসাটা এত সুন্দর করে সাজানো থাকে এতো পরিপাটি সবকিছু। অনেক সুন্দর সুন্দর স্মৃতি কে সংরক্ষণ করে রেখেছে যা আমার কাছে খুবই ভালো লেগেছে। ভাইয়া ভাবি আমার ফুপা ফুপুর ব্যবহৃত অনেক জিনিস অনেক ছবি রেখেছে। ছোটবেলায় ফুপুর বাসায় গিয়ে যে শোপিস গুলো দেখতাম আজ সেই ছবিগুলো ভাইয়ার বাসার ড্রয়িং রুমে দেখে এত ভালো লাগে যা বলার মত না। আসলে বাবা মাকে সম্মান করা বাবা মাকে ভালবাসা তাদের স্মৃতিকে ধরে রাখা এগুলোর মধ্যেও একটা ভালো লাগা কাজ করে।

IMG_20241101_090645.jpg

আরো একটা বিশেষত্ব আছে এই বাসায় সেটা হচ্ছে এই একই বাসায় দুই ভাইয়া থাকে এবং তাদের পরিবার থাকে। তারা কিন্তু জয়েন ফ্যামিলি তাদের ছেলেমেয়েরা দের মধ্যেও খুব আন্তরিকতা।বর্তমান সময়ে শহর অঞ্চলে তো এরকম জয়েন ফ্যামিলি খুব কমই দেখা যায় থাকলেও তাদের মধ্যে আন্তরিকতার অনেক অভাব থাকে। কিন্তু এখানে আন্তরিকতার কোন অভাব নেই।

IMG_20241102_180959.jpg

এই ছবিতে যাদেরকে দেখতে পাচ্ছেন মাঝখানে আমার বড় ভাইয়া ভাবী এবং দু'পাশে আমার ফুপা ফুপু।ভাবি তার বেডরুমে এই ছবির ফ্রেমটি রেখেছে। পুরা বাসাতেই যেন অনেক মায়া দিয়ে সাজানো।

IMG_20241101_165942.jpg

বিড়ালটিকে আমার ছোট ভাইয়ের বড় মেয়ের।বিড়ালটি এত বেশি ভালো আমার মেয়ে যাওয়ার পরে তো ওকে সারাক্ষণ কোলে নিয়ে বসে ছিল। আর আমার ছেলে এতো শক্ত করে ধরে যে ও ছটফট করে।এই বাসা থেকে চলে আসার সময় বিড়ালটির জন্য খুব খারাপ লাগছিল। দু তিন দিন এই বিড়ালটার প্রতি অনেক মায়া পড়ে গিয়েছিল।

IMG_20241101_090740.jpg

IMG_20241101_090635.jpg

IMG_20241101_090624.jpg

বলেছিলাম না বাসাটা অনেক সুন্দর পরিপাটি করে গোছানো। কয়েকটি ছবি আপনাদের সাথে শেয়ার করলাম আসলেই সুন্দর মন না থাকলে এত সুন্দর একটি বাড়ি সাজানো যায় না। সত্যিই অনেক ভালো লেগেছে বাড়ির প্রতিটি জিনিস।

এই ছিল আমার আজকের আয়োজন। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।

EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5GPaniH2XLfayK4zMgAZAmwE2y1gGVJ8h7J4xgBybGGgWrcABBj2G22t9614XqFBaaSB7Mm9ZwUUUJBFMvAjQnMG1nUkrGb38D7ce6Z2v.png

2a3UdQyEPLqLr918wJSTZ9TNrdv221pEKYsihXSb7EY9jcomUhKoLZYnNgXvWxZkDig4F62iTUQTYyTfTufuipho1e3w3NTkcnE3Zrwjsq...9D5NaGMwfEaZYxixhfXfy7oP93kya29mqLQbn3z4cDdLe1ZQ2aXsrpqbip3dh4vYZKcKj1hw67bZCFURqQBWdn7d7GvJUouL5uPYREt5RyGY4xkiXJjx3J1w4H.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

বাড়িটি সত্যিই ভীষণ পরিপাটি করে গোছানো আপু। আপনার ভাইয়া এবং ভাবীদের ঘর সাজানোর ধারণা ভীষণ সুন্দর। তাই এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন। দেয়ালে ঝাড়লন্ঠন থেকে শুরু করে সমস্ত ছবি লাগানোর আদব কায়দা আমার ভীষণ ভালো লাগলো। এমন সুন্দর পরিপাটি বাড়ির ছবি তুলে আমাদের সঙ্গে পোস্ট করলেন বলে ধন্যবাদ।

আমার কাছে অনেক ভালো লেগেছে বলেই আপনাদের সাথে শেয়ার করেছি।আপনাদের কাছেও এতটা ভালো লাগবে বুঝতে পারি নি।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

বাসাটা সত্যিই অনেক সুন্দর গোছানো এবং পরিপাটি। প্রত্যেকটা জিনিস দেখে মনে হচ্ছে তারা বেশ সৌখিন। আসলেই তাই সুন্দর একটা মন না থাকলে এত সুন্দর ভাবে ঘর সাজানো যায় না। মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

আপনাকে অনেক ধন্যবাদ আপু চমৎকার একটা মন্তব্য করে পাশে থাকার জন্য।

বাসাটি আসলে অনেক সুন্দর। আবার বাসা সুন্দর পরিপাটি করে গুছানো না থাকলেও সেখানে ভালো লাগে না। ফটোগ্রাফি গুলা অনেক সুন্দর ভাবে ক্যাপচার করেছেন ধন্যবাদ আপনাকে।

অনেক ধন্যবাদ ভাইয়া আমার পোস্টে এতো সুন্দর মন্তব্য করার জন্য।

বিগত দুই সপ্তাহ যাবত বলা হচ্ছে সবার ট্রন এড্রেস লিংক আপ করার জন্য, কিন্তু আপনি এখনো সেটা করেন নাই, তাই আপনার কিউরেশন বন্ধ আছে। দ্রুত আপনার ট্রন এড্রেস লিংক আপ করুন, নিচে টিউটোরিয়াল লিংক দেয়া হলো।
https://steemit.com/hive-129948/@moh.arif/tron-address-link-up

এতো দিন না করার জন্য অত্যন্ত দুঃখিত ভাইয়া। আমি আজি করার চেষ্টা করছি।

আসলেই ঢাকা শহরে এখন যৌথ পরিবার খুবই কম দেখা যায়। যাইহোক আপনার ভাইয়ার বাসাটা আসলেই খুব সুন্দর করে সাজানো হয়েছে। বেশ ভালো লাগলো দেখে। আপনার ভাইয়ার বাসায় সবমিলিয়ে দারুণ সময় কাটিয়েছেন তাহলে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া,এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।