আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আবার আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সাথে আমার একটি ভালো লাগার মূহুর্ত শেয়ার করব।আশা করি আপনাদের ও ভালো লাগবে।
আমাদের স্বপ্নজয়ী কন্যা হচ্ছে অর্থি। যদিও আমাদের কমিউনিটির বৌদির ছোট মেয়ে মানে @bristichaki এর মেয়ে।এই মেয়ের অনেক গুণ আছে।তবে বৌদির ছোট মেয়ে শুধু নয় বড় মেয়ে অনেক গুণবতী। তবে দুজনের গুণগুলো ভিন্ন ধরনের। কেউ রান্না করতে ভালোবাসে।কেউ ঘর গোছাতে ভালোবাসে। তবে আজ আমি বৌদির ছোট মেয়ের কথাই বলছি। পাশাপাশি ফ্লাইটে না থাকলে আসলে বুঝতে পারতাম না আসলে মানুষের কাছাকাছি না থাকলে তার সম্বন্ধে তেমন কোন কিছুই জানা বা বোঝা যায় না বলে আমি মনে করি। আমরা একই বাসায় থাকি অনেক দিন তবে লাস্ট দেড় বছর ধরে আমরা পাশাপাশি ফ্ল্যাটে আছি। খুব অল্প সময়ের মধ্যে বৌদি ও বৌদির মেয়ের সাথে খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে। আর আমরা দুজন যেহেতু একই কমিউনিটিতে কাজ করি এতে করে আমাদের মধ্যে সারাদিন নিজেদেরকে নিয়েই কথা বলা হয় অন্যদেরকে নিয়ে কথা বলা তেমন সুযোগ হয় না।
আমরা আমাদের মধ্যে প্রায় সব ধরনের কথাই দুজন বৌদি আর আমি দুজন দুজনের সাথে শেয়ার করি। বৌদির মেয়েদেরকে নিয়ে বৌদির অনেক স্বপ্ন যদিও সব বাবা-মারই তাদের সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন থাকে। আমারও আমার সন্তানদেরকে নিয়ে অনেক স্বপ্ন আছে। তেমনি বৌদি অনেক স্বপ্ন দেখে তার মেয়েরা একদিন অনেক বড় হবে অনেক ভালো কিছু করবে। আর এতে করে বৌদির যা করতে হয় বৌদি তাই করবে তাকে যতটা পরিশ্রম করতে হয় তাও করতে রাজি।যদিও বৌদি মেয়েদের পিছনে অনেক সময় দেয় তাদেরকে গান শেখাতে নিয়ে যায় কোচিং করাতে নিয়ে যায় তাদেরকে স্কুলে নিয়ে যায় নিয়ে আসে । বৌদির সঙ্গে একদিন বসে গল্প করতে করতেই ফেসবুকে আমার এক ভাইয়ের ছেলের একটি সাফল্য দেখে আমার মনে দাগ কেটে গিয়েছিল।আমার ভাইয়ের ছেলেটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে গিয়ে সেকেন্ড হয়েছিল। আমি সাথে সাথে বৌদির সঙ্গে আলোচনা করেছিলাম মূলত এটি একটি ম্যাথ কোচিং যেখানে বাচ্চাদেরকে গণিত খুব সুন্দর ও নির্ভুল সহজ উপায়ে শেখানো হয় অ্যাবাকাসের মাধ্যমে। কোচিংটির নাম হচ্ছে ALOHA। যেখানে জটিল গাণিতিক সমস্যার সমাধান যার সাথে ইংলিশ স্পিকিং কোর্স করানো হয়। আমার ভাইয়ের ছেলে সাফল্যে বৌদি বলেছিল এরকম বাচ্চাদেরকে নিয়ে গর্ব করা যায় শুনলে ভালো লাগে।বিশ্বের প্রায় ১৭ টি দেশে শাখা প্রশাখা রয়েছে। বৌদি এটাও বলে আফসোস করছিল যে আমরা যে উপজেলায় থাকি এখানে তো এরকম কোন কোচিং বা কোর্স করানোর কোন উপায় নেই। আমরা চাইলেও বাচ্চাদেরকে সবকিছু শিখাতে পারি না।
তার প্রায় এক দুই সপ্তাহ পর আমি আমার মেয়েকে নিয়ে স্কুল থেকে আসছিলাম আসার পথে দেখি স্কুলের ঠিক পাশে Aloha কোচিং এর একই শাখা খুলেছে।আমি তো দেখে এসে সাথে সাথে বৌদিকে বলেছিলাম বৌদি শুনে খুব উৎসাহী এখানে ভর্তি করানোর জন্য। আমার কথা শুনে বৌদি কোচিং এ যায় এবং ভর্তি সম্পর্কে নানা তথ্য জেনে বাসায় আসে। সেই সপ্তাহে বৌদি অর্থিকে ওই কোচিং এ ভর্তি করিয়ে দেয়। প্রত্যেক সপ্তাহে একদিন করে ক্লাস করতে হয়।ভর্তি হওয়ার পর অ্যাবাকাস ব্যাগ বই অনেক কিছুই দিয়েছিল কোচিং থেকে। এসব কিছু পেয়ে অর্থিও থেকে অনেক বেশি খুশি হয়েছিল ওর মধ্যে আলাদা একটা আনন্দ দেখেছিলাম। আমি খেয়াল করতাম কোচিং থেকে যে হোমওয়ার্ক গুলো দেয় সেগুলো ও খুব মনোযোগ সহকারে করছিল আমিও শেখার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি।
আপনার মত এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit