টমেটো দিয়ে মাগুর মাছ ভুনা রেসিপি

in hive-129948 •  last month 

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আবারও আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে আজ রয়েছি। আশা আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করব টমেটো দিয়ে মাগুর মাছের ভুনা রেসিপি।

IMG_20250118_141548.jpg

শীতকালে টমেটো খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি শীতের দিনে প্রায় সব কিছুতেই টমেটো খাই। অনেকে খেতে পছন্দ করেন কিনা। তবে আমার টমেটো খেতে খুবই ভালো লাগে। যে কোন মাছ যে কোন সবজি ভাজিতেই টমেটো খাই। আমার কাছে কেন যেন মনে হয় শীতকালে টমেটো না খেলে জমে উঠে না। আজ অনেকদিন পর টমেটো দিয়ে মাগুর মাছ ভুনা করেছি। সেই রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।

উপকরণ সমূহ

1737216542630.png

  • মাগুর মাছ
  • টমেটো
  • জিরা বাটা
  • পেঁয়াজ কুচি
  • মরিচ কুচি
  • লবণ
  • হলুদের গুড়া

1737216710071.png

  • প্রথমে কাড়াইয়ে তেল গরম করে তাতে পেয়াজ মরিচ কুচি দিয়েছে এবার পেঁয়াজ কুচি গুলোকে হালকা আঁচে ভেজে নিয়েছি।

1737216808371.png

  • মরিচ কুচি গুলো ভাজা হয়ে গেলে তাতে সব মসলাগুলো পরিমাণ মতো দিয়েছি।

1737217112950.png

  • এবার সব মসলাগুলোকে অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে তাতে টমেটো কুচিগুলো দিয়েছি।

1737217142798.png

  • এবার টমেটোগুলো একটু নাড়াচাড়া করে তার মধ্যে মাছ গুলো দিয়েছি।সব মসলার সাথে মাছগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি।

1737217170495.png

  • মাছের সাথে টমেটো গুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার ঝোল দিয়েছি সবকিছু সিদ্ধ হওয়ার জন্য।

IMG_20250118_140243.jpg

  • এবার ঝোল কমে এলে সবকিছু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়েছি।

IMG_20250118_141548.jpg

  • সবশেষে মাটিতে নামিয়ে নিয়ে পরিবেশন করেছি।

এই ছিল আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

()

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি আজকে টমেটো দিয়ে মাগুর মাছের চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন। যদিও আমি মাগুর মাছ খাই না, কিন্তু আপনার রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে আপু। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে, খেতে ও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল।

আজকের টাস্ক প্রুফ

Screenshot_20250118_222859.jpg

Screenshot_20250118_222037.jpg

টুইটার লিংক

আসলে পুরো শীতকালে প্রচুর টমেটো খাওয়া হয়, টমেটোতে প্রচুর ভিটামিন রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মাগুর মাছ বহুদিন খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে লোভ সামলাতে পারছি না আপু। দেখি বাজারে পাওয়া যায় কিনা 😋

image.png

টমেটো খেতে আমারও অনেক ভালো লাগে ।আপনি দেখছি মাগুর মাছ দিয়ে অনেক সুন্দর ভাবে টমেটো রান্না করেছেন।যেটি দেখে মনে হচ্ছে অনেক মজার হয়েছে ।মাগুর মাছে পচুর পরিমাণ রক্ত পাওয়া যায় যেটা আমাদের শরীরের জন্য অনেক উপকার।

আপু আপনার রেসিপির ফাইনাল আউটপুট দেখে মনে হচ্ছে তরকারি ঠান্ডা হওয়ার পর তার উপরে মোটা আবরণ জমা হয়েছে। শীতের সময়ে অতিরিক্ত ঠান্ডায় এমন হয় আর আমার কাছে সেটা খেতে দারুণ লাগে। ঠিক বলেছেন আপু শীতের সময়ে টমেটো খেতে খুব ভালো লাগে। আপনি টমেটো দিয়ে মাগুর মাছের খুবই মজাদার রেসিপি তৈরি করেছেন। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

শীতের সবজির মধ্যে টমেটো বেশ মজা লাগে যেকোনো রেসিপির সাথে টমেটো যুক্ত করলে রেসিপিটার টেস্ট বেড়ে যায়। মাগুর মাছের সাথে টমেটো যুক্ত করে রেসিপি তৈরি করেছেন অনেক লোভনীয় লাগছে আপু বিশেষ করে পরিবেশন করা রেসিপির ছবি দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

মাছের রেসিপির মধ্যে এখন পর্যন্ত কোন দিন টমেটো ব্যবহার করে খাওয়া হয়নি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে টমেটো দিয়ে মাগুর মাছ ভুনা রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

শীতের টমেটো দিয়ে যে কোন মাছ রান্না করলেই অনেক ভালো লাগে। তবে আমি কখনো মাগুর মাছ খাই না। আমি শিং মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করে খেয়েছি অনেক ভালো লাগে। আজ আপনার মাগুর মাছ দিয়ে টমেটোর রান্না রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল।

আপু আপনি আমার অনেক পছন্দের একটা রেসিপি শেয়ার করছেন।মাগুর মাছ আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার রান্না দেখে বোঝা যাচ্ছে রান্না টি অসাধারণ হয়েছে। নিশ্চয় খেতে দারুণ হয়েছিল?
ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন শীতকালের টমাটো না খেলে জমে উঠে না। আপনি দেখছি টমেটো দিয়ে মাগুর মাছের রেসিপি করেছেন। আর টমেটো দিয়ে যেকোন রেসিপি করলে খেতে এমনিতে অনেক মজা লাগে। তবে আপনার রেসিপি কালার দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু আছে। সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত মজার রেসিপি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

মাগুর মাছ আমার খুব পছন্দের। মাগুর মাছ ভুনা খেতে খুব ভালো লাগে। আপনার টমেটো দিয়ে মাগুর মাছ ভুনা রেসিপি তৈরি করেছেন বেশ দুর্দান্ত হয়েছে। আপনার রন্ধন প্রক্রিয়া খুবই অসাধারণ হয়েছে। দেখে মনে হচ্ছে বেশ মজাদার এবং সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে টমেটো দিয়ে মাগুর মাছ ভুনা রেসিপি পোস্ট শেয়ার করার জন্য।

শিং কিংবা মাগুর মাছ এভাবে ভুনা করলে খেতে দারুণ লাগে। তবে টমেটো অবশ্যই দিতে হয় এবং একটু ঝাল ঝাল হলে, গরম গরম ভাতের সাথে খেতে আরও বেশি সুস্বাদু লাগে। আপনার রেসিপিটা দেখতে বেশ লোভনীয় লাগছে আপু। এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।