সম্প্রীতি

in hive-129948 •  16 days ago 

আসসালামু আলাইকুম,

আশা করি সবাই সুস্থ আছেন। ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আবার নতুন একটি বিষয় নিয়ে পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG-20241205-WA0001.jpg
Source

পতাকা হলো একটি দেশের পরিচয় বাহক। পতাকা দেখে সেই দেশের মানুষকে সম্মান করা হয়। বিশ্বের কাছে পরিচয় পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে পতাকা। পতাকাকে সম্মান করলে নিজে সম্মান পাওয়া যায়।আর পতাকাকে অবমাননা করলে নিজেকে অবমাননা করা হয়।পতাকাকে হেয় করলে নিজের দেশ ছোট হয়ে।

বর্তমান সময়ে বিভিন্ন বিষয় নিয়ে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। যেগুলো আমাদের কারোরই কাম্য নয়। আমরা নিজেদের মধ্যে যদি শান্তি বজায় না রাখি তাহলে নিজেরাও শান্তিতে থাকতে পারবো না এবং আশেপাশের মানুষকেও শান্তি দিতে পারবো না। আমাদের এই সময়ে সবকিছু যেন উল্টো হয়ে গেছে। একটা সময় ছিলাম যখন শিখতাম কিভাবে শান্তিতে থাকতে হয় অন্যদের সাথে হিংসা বিদ্বেষ কাটিয়ে থাকতে হয়। কিন্তু বর্তমান সময়ে মানুষ এমন হয়েছে তারা মনে করে যেন নিজেদের মধ্যে দাঙ্গা নিজেদের মধ্যে অশান্তি আন্দোলন এসব কিছু করলেই আমরা শান্তি ফিরে পাবো। কিন্তু এতে করে এদের শান্তি তো নষ্ট হচ্ছে এ আর আমরা আমাদের নিজেদের ভবিষ্যৎ টা নষ্ট করে ফেলছি। কিছু কিছু সুবিধাবাদী লোকের কারণে আজকে আমাদের কি হয়েছে এটা আমরা কেউই আশা করি না। আশেপাশের প্রতিবেশীদের সাথে সম্প্রীতি বজায় না রাখতে না পারা টা আমাদের সবচেয়ে বড় অপারগতা। এতে যেমন নিজেরা অশান্তিতে থাকি তেমনি প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। যদি নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে না পারি তাহলে আমরা কখনোই ভালো থাকতে পারবো না। প্রতিবেশী দেশ হিসেবে আমরা সবসময় ভারতকে সম্মান করে এসেছি। নিজের দেশকে সম্মান করার পর পরে আমরা ভারতীয় সম্মান করি। সব সময় আমাদের তাই করা উচিত। আমরা নিজের আমি নিজে কখনোই এই ধরনের অশান্তি চাইনা এবং আমি চাইনা। আমার আশেপাশের লোকজনও এই কাজটি করে নিজেদের সম্মান নষ্ট করুক সেটা আমাদের কখনওই কাম্য নয়। এতে করে নিজের দেশের সম্মান নষ্ট হচ্ছে নিজেদের মধ্যে সম্প্রীতির বন্ধন থাকছে না। যেটা আমাদের আমাদের জন্য খুবই ক্ষতিকর। প্রতিবেশী দেশের সাথে শান্তি সুশৃঙ্খলা বজায় রাখলে নিজেদের সুবিধা এবং চেষ্টা করা উচিত যাতে প্রতিবেশী দেশ ভারতের সাথে আমাদের সম্পর্ক সবসময় ঠিক থাকে সে দিকে লক্ষ্য রাখা উচিত। আমাদের দেশের মধ্যে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে আমাদের নিজেদের সেটাই করা উচিত। কিন্তু আমরা সেটা না করে তার উল্টোটা করছি যেটা আমাদের জন্য এবং আমাদের ভবিষ্যতের জন্য মারাত্মক ক্ষতিকর। আমি আমার জায়গা থেকে এর ঘোর বিরোধিতা করছি।

পতাকাকে অপমান করলেই তার সর্বোচ্চ অপমান করা হয়। বর্তমান সময়ে পতাকা কে অবমাননা করি তাহলে আমাদের শিক্ষা কোথায়? আমাদের শিক্ষার প্রকাশ কোথায়? এতে করে আমরা নিজেদেরকে ছোট করছি নিজের দেশকে ছোট করছি. এটা আমরা কখনোই করতে পারি না। আমাদের উচিত সবসময় সবার মধ্যে শান্তি বজায় রাখা।

আমি আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আর সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

আজকের টাস্ক প্রুফ-
Screenshot_20241206_072424.jpg

Screenshot_20241206_072144.jpg
টুইটার লিংক-[https://x.com/RituAmin56700/status/1864844931963158838?t=c7zgu2-fI6bEUDfmTYIFkA&s=19]

image.png

প্রতিহিংসা কখনো ভালো কিছু বয়ে আনতে পারে না। প্রতিহিংসা সব সময় বিপদ নিয়ে আসে। আমাদের এই দেশের সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া মানেই, বাঙালি জাতির সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া। আমরা চাই আমাদের এই সম্পর্ক সব সময় অটুট থাকুক।আর এই সম্পর্ক অটুট রাখার জন্য আমাদের মাঝে সম্প্রীতি বজায় রাখতে হবে।

আপনি একদম ঠিক কথা বলেছেন।অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

পতাকার অবমাননা কেউ মেনে নিতে পারে না। পতাকার অবমাননা করার মতো এমন নিকৃষ্ট কাজ করা মোটেই উচিত হয়নি। সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। যাইহোক হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ভারত এবং বাংলাদেশ আবারও একসাথে পথ চলা শুরু করবে,সেই কামনা করছি। আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে উভয় দেশের জন্যই ভালো। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।