চাল কুমড়া দিয়ে রুই মাছের ঝোল রেসিপি

in hive-129948 •  2 months ago 

আসসালামু আলাইকুম,

কেমনে আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি।আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে।

2024-10-21 22-48-35.png

চাল কুমড়া দিয়ে যেকোনো মাছের ঝোল আমার কাছে খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝে এ ধরনের রেসিপি করে থাকি। আজ রুই মাছ দিয়ে রান্না করেছি সেই রেসিপি টি আপনাদের সাথে শেয়ার করলাম।

উপকরণ সমূহ

1729530104936.png

  • রুই মাছ
  • লবণ
  • হলুদ
  • পেঁয়াজ কুচি
  • মরিচ কুচি
  • জিরা বাটা

1729529092446.png

  • প্রথম চাল কুমড়া পাতলা চারকোণা করে কেটে নিয়েছি।কেটে রাখা চাল কুমড়াগুলো পাতিলে করে সিদ্ধ করে নিয়েছি।তারপর পানি থেকে তুলে রেখেছি।

1729529009179.png

  • এরপর রুইমাছগুলোতে লবণ,হলুদ মাখিয়ে নিয়েছি।

1729529066519.png

  • এবার ফ্রাইংপেনে তেল গরম করে তাতে রুইমাছ গুলো দিয়ে হালকা ভেজে তুলে নিয়েছি।

1729529134296.png

  • এরপর কাড়াইয়ে পেঁয়াজ মরিচ কুচি হালকা ভেজে নিয়েছি।

1729529160056.png

  • পেঁয়াজ মরিচ কুচি ভাজা হয়ে এলে তাতে লবণ,হলুদ,জিরা বাট দিয়েছি।সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি।

1729529183784.png

  • এবার কষানো মশলার সাথে সিদ্ধ করা চাল কুমড়া দিয়েছি।তারপর ভেজে রাখা মাছগুলো দিয়েছি।

1729529221628.png

  • এরপর সবকিছু ভালো ভাবে মিশিয়ে অনেকটা সময় কষিয়ে নিয়েছি। কষানো হয়ে এলে ঝোল দিয়েছি।

1729529256475.png

  • সব কিছু ভালোভাবে কষিয়ে ঝোল কমে এলে নামিয়ে নিয়েছি।

2024-10-21 22-48-35.png

  • সবশেষে বাটিতে ঢেলে পরিবেশন করেছি।
এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের কাছে ভালো লাগলে মন্তব্য করে জানাবেন অবশ্যই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।ধন্যবাদ সবাইকে।❤️❤️

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPnciQaRkD5uWoYmyzVhMEixqY1gVkkAK8cFxPfzhHx2y8SE1nzw1V96hpaLnE...VWvig7zTgmARN88UrRb1Zk5Xqgj4RsrQPLd3WYDX8TzT1N7C3hWgbYTzbEcTT3ZSTMwg96cpXvu25G9mcqaxvQAU3xo36mAtdvNVwzJEtSvhzHexAkjUSBhxsQ.png

EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5GPaniH2XLfayK4zMgAZAmwE2y1gGVJ8h7J4xgBybGGgWrcABBj2G22t9614XqFBaaSB7Mm9ZwUUUJBFMvAjQnMG1nUkrGb38D7ce6Z2v.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রুই মাছের সুস্বাদু রেসিপি তৈরি করেছেন। রুই মাছের পরিবেশন দেখে আমার খুবই ভালো লাগলো। আমিও আজকে রুই মাছের রেসিপি তৈরি করেছিলাম।

image.png

রুই মাছের সুস্বাদু রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। এত মজাদার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ। চাল কুমড়া দিয়ে তৈরি করার কারণে রেসিপিটা আরো বেশি মজাদার মনে হচ্ছে।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ভাবে একটি মন্তব্য করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

চাল কুমড়া দিয়ে রুই মাছের ঝোল রেসিপি বেশ কয়েকবার খেয়েছিলাম। আসলে চাল কুমড়া দিয়ে যে কোন মাছ রেসিপি তৈরি করলে অনেক বেশি মজাদার হয়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে চাল কুমড়া দিয়ে রুই মাছের ঝোল রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

আমার কাছেও রেসিপিটি অনেক বেশি ভালো লাগে তাই মাঝে মাঝে রান্না করে থাকি। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর ভাবে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

চাল কুমড়ো দিয়ে চমৎকার সুন্দর করে রুই মাছের ঝোল করেছেন। ভীষণ চমৎকার সুন্দর হয়েছে আপনার রুই মাছ ও চাল কুমড়োর ঝোল রেসিপিটি।ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর চাল কুমড়ার ঝোল রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

যেকোনো রকমের রেসিপি দেখলেই একেবারে লোভ লেগে যায়। আপনি তো আজ একেবারে আমার ফেভারিট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলেন। এই রেসিপিটা আমার কত বেশি পছন্দের, এটা বলে বোঝাতে পারবো না। এরকম মজাদার রেসিপিগুলো ছোট বড় সবাই খুব ভালোবাসে খেতে। গরম গরম খাবারগুলো খেতে আমি একটু বেশি পছন্দ করি। এই মজাদার খাবারটাও কিন্তু গরম গরম খেতে অনেক ভালো লাগবে। দেখেই বুঝতে পেরেছি আপু, এই মজাদার রেসিপিটা সবাই অনেক মজা করে খেয়েছিলেন।

ঠিক বলেছেন ভাইয়া গরম গরম এই রেসিপিটি খেতে অনেক বেশি মজার। আপনার এই রেসিপিটি পছন্দ আমারও অনেক বেশি পছন্দের। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে চাল কুমড়া দিয়ে রুই মাছের ঝোল রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে আপু। এমনিতেই মাছ দিয়ে যেকোন সবজি রান্না করলে খেতে বেশ সুস্বাদু লাগে। এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে আমাদের মাঝে পর্যায়ক্রমে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করে আমার পাশে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

আপু আপনি দারুণ একটি রেসিপি শেয়ার করছেন। চাল কুমড়ো দিয়ে এই ভাবে রুই মাছের ঝোল করে খাওয়া হয়নি। আপনার রেসিপির কালার ও পরিবেশন দেখে বোঝা যাচ্ছে রান্না টি সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপু এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

এই রেসিপিটি একবার খেলে মুখে লেগে থাকবে, একদিন খেয়ে দেখবেন। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যটি করার জন্য।

চাল কুমড়া এবং রুই মাছের খুব মজার একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রুই মাছ দিয়ে এরকম সবজিগুলো রান্না করলে বেশ মজা হয়। আপনার রেসিপিটা দেখে মনে হচ্ছে সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু এই রেসিপি শেয়ার করার জন্য।

রেসিপিটি খেতে আসলে অনেক মজা হয়েছিল আপু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য। শুভকামনা আপনার জন্য

অসাধারণ একটি রেসিপি। রুই মাছ আমার কাছে বেশ ভালো লাগে । চাল কুমড়া দিয়ে রুই মাছের রেসিপিতৈরি করেছেন।যা দেখতে খুবই লোভনীয় লাগছে। ধন্যবাদ আপু রেসিপিটি তৈরির প্রত্যেকটি ধাপ আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু চমৎকার একটা মন্তব্য করার জন্য।

চাল কুমড়া দিয়ে রুই মাছের ঝোল তৈরি করলে রেসিপি টা অনেক বেশি মজাদার হয়। আর এই রেসিপিটা আমার অনেক বেশি পছন্দের। কয়েকদিন আগে আমিও চাল কুমড়া রান্না করেছিলাম। তবে রুই মাছের দিয়ে রান্না করা হয়নি। চাল কুমড়া যে কোনোভাবে রান্না করলে মজাদার হয়। নিশ্চয়ই মজা করে খেয়েছেন।

চাল কুমড়া আমার খুবই প্রিয়। আর এত সুন্দর করে রান্না করেছেন দেখেই তো খেতে ইচ্ছে করছে আপু। মাছের সাথে চাল কুমড়া খেতে অনেক ভালো লাগে। অনেক লোভনীয় লাগছে কালারটা। মনে হচ্ছে খেতেও দারুন ছিল।

ঠিক বলেছেন আপু খেতেও অনেক মজা হয়েছিল। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

চাল কুমড়া যে কত কাজে লাগে সে কথা ভাবি। চাল কুমড়া দিয়ে মাছের ঝোল বিষয়টা অত্যন্ত স্বাস্থ্যকর। চাল কুমড়ায় প্রচুর পরিমাণে জল থাকে। এবং কাঁচা অবস্থায় চাল কুমড়ার শরবত করে খেলে সেটি শরীরকে ডিটক্সও করে। আপনি আজকে আমাদের কাছে স্বাস্থ্যকর একটা রান্না নিয়ে এসছেন। দারুণ। আর আপনিও রান্না করেছেন বেশ ঘরোয়া ভাবে৷

আসলে চাল কুমড়ো দিয়ে যে কোন মাছের তরকারি আমার অনেক বেশি প্রিয়। কেননা এই ধরনের তরকারি খেতে আমাদের সবার খুব ভালো লাগে। আজ আপনি দারুন একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন এবং এই রেসিপি তৈরির প্রত্যেকটা ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

চাল কুমড়ো খেতে আমার কাছে অনেক ভালো লাগে। কিন্তু বেশ কিছু দিন হলো চাল কুমড়ো খাওয়া হয়না। আমি চিংড়ি মাছ দিয়ে বেশি রান্না করি। তবে আপনার রুই মাছ দিয়ে চাল কুমড়ো রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

চাল কুমড়া মসুর ডাল দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে চাল কুমড়া দিয়ে রুই মাছের ঝোল রেসিপি তৈরি করেছেন। দেখে মনে হচ্ছে রেসিপি বেশ দুর্দান্ত হয়েছে। এই ধরনের খাবার বেশ মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে । আপনি রন্ধন প্রক্রিয়া খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।

রুই মাছ দিয়ে চাল কুমড়ার ঝোল অনেক সুন্দর ভাবে আপনি রেসিপিটি রান্না করেছেন। দেখেই মনে হচ্ছে খেতে অনেক ভালো হয়েছে।রান্নার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন ।

রুই মাছের রেসিপি দুর্দান্ত হয়েছে আপু। চাল কুমড়া দিয়ে যেকোনো মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

আপনিও এই রেসিপিটি খেতে পছন্দ করেন জেনে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

রুই মাছ খেতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনার চাল কুমড়া দিয়ে রুই মাছের ঝোল রেসিপি করেছেন। তবে রুই মাছের সাথে যে কোন কিছু রান্না করলে খেতে বেশ মজাই লাগে। আর চাল কুমড়া খেত আমার কাছে বেশ ভালো লাগে। মজার রেসিপিটি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

চাল কুমড়া দিয়ে যে কোন মাছ রান্না করে খেতে অনেক ভালো লাগে। তবে আমার কাছে রুই মাছ ছিল এটা দিয়ে রান্না করেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

চাল কুমড়া দিয়ে রুই মাছের রেসিপিটি সুন্দর হয়েছে আপু।মাঝে মাঝেই এমন ঝোল রেসিপি খেতে খুবই ভালো লাগে।আর এটি শরীরের জন্য খুবই উপকারী।আমরা অবশ্য সবজির সেদ্ধ করা জল ফেলে দিইনা,যাইহোক মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে।ধন্যবাদ আপু।

চাল কুমড়ো দিয়ে রুই মাছের মজাদার একটা রেসিপি তৈরি করেছেন আপনি। মাছ দিয়ে চাল কুমড়ো দিয়ে রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। চাল কুমড়ার তরকারি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার রেসিপিটা দেখেও খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

মাছ খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কমই রয়েছে। ব্যক্তিগতভাবে আমি মাছ খেতে খুব ভালোবাসি। আর রুই মাছ আমার সব থেকে প্রিয়। তবে চাল কুমড়ো দিয়ে রুই মাছ আমি আগে কখনো ট্রাই করিনি। আপনার রেসিপিটা অনেক ভালো লাগলো আমি অবশ্যই বাড়িতে ট্রাই করবো।