ছোট ভাইয়ের বিয়ে- পর্ব -১

in hive-129948 •  3 months ago 

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আবারো নতুন এটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG_20240613_124058.jpg

ছোট ভাইয়ের বিয়ে নিয়ে অনেক রকমের স্বপ্ন দেখে এসেছি। আমার বিয়ের পর থেকে অনেক ধরনের আফসোস ছিল। সবার বিয়ের কিছু না কিছু আফসোস থেকে যায় আমরা যতটা প্ল্যান করে ঠিক ততটা সেভাবে করে ওঠা হয়ে ওঠেনা। তো আমার বিয়েতে অনেক কিছুই করা হয়নি। আর নিজের বিয়েতে তো নিজের মতো করে সবকিছু করা হয়ে ওঠে না। এজন্য আমার অনেক প্ল্যান ছিল যে আমার ছোট ভাইয়ের বিয়েতে অনেক কিছু করবো। আমার যেগুলো অপূর্ণতা ছিল যেগুলো করতে পারিনি সেগুলো আমার ছোট ভাইয়ের বিয়েতে করবো। সবচেয়ে বড় কথা এটাই আমাদের শেষ বিয়ে। আমার তো আর ভাই বোন নেই তাই আর বিয়ে শাদী ও নেই।

IMG_20240613_124035.jpg

কেনাকাটার জন্য অনেক প্ল্যান ছিল বিয়ে ঠিক হওয়ার পর থেকে আমার মা আর ভাই বলে রেখেছিল মোটামুটি একটা একটা লিস্ট বানিয়ে রাখতে কিভাবে কি কেনাকাটা হবে।হ্যাঁ ছিল বগুড়ায় গিয়ে ভালোমতো কেনাকাটা করার ছোট বেবি আর এই মেয়ে ছোট বেবিকে নিয়ে বগুড়ায় গিয়ে কেনাকাটা করা সম্ভব না তাই আমরা ঠিক করেছিলাম আমরা গোবিন্দগঞ্জে কেনাকাটা করব। সাথে বৌদিকেও পাব বৌদি মানে ও বৃষ্টি চাকী বৌদি। আর সে তো কেনাকাটা অনেক পারদর্শী তাকে নিয়ে বেশ ভালোভাবে কেনাকাটা করতে পারব এই জন্য আর বগুড়া যাওয়া হয় নি।

বিয়ের কেনাকাটার শুরুতে আমরা প্রথমে বিয়ের শাড়ি কেনার জন্য গিয়েছিলাম। আমাদের বৌদির পরিচিত একটি দোকানে আর সেখান থেকে শাড়িটি নিয়েছিলাম। এখন তো বিয়ের শাড়ি অনেক রকমের বের হয়েছে তবে কালারটা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম আমাদের বাড়ির সবচেয়ে ছোট বউ তাকে লাল টুকটুকে শাড়িতেই দেখব। আর সেই লাল শাড়িটি আমি কিনব ভেবেছি। লাল শাড়ি অনেক রকমের দেখেছি অনেক নতুন ধরনের শাড়ি বের হয়েছে কিন্তু আর সবার মতামত নিয়ে বেনারসি কেনা হয়েছে। লাল বেনারসি বিশেষ করে লাল বেনারসি এটি মানুষ যখন তখন করতে পারে। বেনারসি তো কোন সময় অচল হয় না।

এই ভেবেই বেনারসি কেনা হয় পছন্দ করার সময়। আবার দেখছিলাম একটু যেন ইউনিক ডিজাইন হয়। আমাদের বউ এর যেন পছন্দ হয়। সবার মতামত নিয়ে একটা শাড়ি পছন্দ করা হয়। আর সেই শাড়িটি সবারই খুব পছন্দ হয়েছিল।এরপর বউয়ের আরো কিছু শাড়ি নেওয়া হয়। আমাদের বউ আবার খুবই শুকনা ওজন অনেক কম। এজন্য যেকোনো শাড়ি পছন্দ করার আগে একটু ভেবেচিন্তে নিতে হয় যাতে সে পড়ে স্বাচ্ছন্দ্য বোধ করে।

এবার বউয়ের শাড়ি কেনা শেষ হলে আমিও একটি বেনারসি নিয়েছিলাম। আমার বেনারসি নেওয়ার কোন প্ল্যান ছিল না আমার মায়ের ইচ্ছেতে নেওয়া হয় বেনারসি।সেই বেনারসিটি আমার মা কিনে দিয়েছিল আমার ভাইয়ের বিয়ে উপলক্ষে। সেই শাড়িটি পরে সবার এত বেশি পছন্দ হয়েছে আমি তো প্রথমে নিতে চাইনি। কিন্তু পরে সবাই বলছিল অনেক সুন্দর হয়েছে বেনারসিতে। আমার বিয়ের বেনারসি ছাড়া পরবর্তীতে আর কোন বেনারসি হয়নি তাই ভাইয়ের বিয়ে উপলক্ষে বেনারসি নিলাম। আর আমি ভাইয়ের বিয়ের দিনই সে বেনারসিটি পড়েছিলাম। তবে আমার বেনারসিটি লাল নয়। আমার লাল কালার বেনারসি আছে এজন্য আমি অন্য একটি কালার বেনারসি নিয়েছি। পরবর্তীতে আপনাদের সাথে সেই ছবিগুলো শেয়ার করব।
কেনাকাটা শেষের দিকে হলে দোকান থেকে আমাদের সবার জন্য লাচ্ছি দেওয়া হয়। আর লাচ্ছি দেখে আমার কাছে কি যে ভালো লাগছিল। অনেকক্ষণ ধরে কেনাকাটা করতে করতে অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম লাচ্ছিটা খেয়ে অনেক সতেজ লাগছিল। কেনাকাটা সেদিনই শেষ করেছিলাম পরবর্তীতে বাকি কেনাকাটার জন্য পরের দিন গিয়েছিলাম। সেগুলো অন্য দিন শেয়ার করব। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...MHv3w7VxjkyjsCq93AGBRKdJvUDckiCn5Bi4X9PoVnE5EWdAdzbeVkhbJeoNBCvJeVxgXn64VKXqDqc5zAtEYcjVCpDPqNwqmJzcR62ny1kmLqJAK3qWzkMesp.png

2a3UdQyEPLqLr918wJSTZ9TNrdv221pEKYsihXSb7EY9jcomUhKoLZYnNgXvWxZkDig4F62iTUQTYyTfTufuipho1e3w3NTkcnE3Zrwjsq...9D5NaGMwfEaZYxixhfXfy7oP93kya29mqLQbn3z4cDdLe1ZQ2aXsrpqbip3dh4vYZKcKj1hw67bZCFURqQBWdn7d7GvJUouL5uPYREt5RyGY4xkiXJjx3J1w4H.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

আসলে বাড়িতে যখন কোন বিয়ের অনুষ্ঠান থাকে তখন আমরা খুব আনন্দে থাকি। আর বিয়ের অনুষ্ঠানটা যদি ভাইয়ের হয় তাহলে তো আর কোন কথাই নেই। যাইহোক আপনার কেনাকাটার কিছু অনুভূতি আমরা আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম। বাকি পর্বগুলো আসার জন্য আমরা অপেক্ষায় রইলাম।

ডঠিক বলেছেন ভাইয়া বিয়ে মানে অনেক আনন্দ অনেক অনুভূতি অনেক ভালোলাগা সবকিছু মিলিয়ে খুব ভালো একটা সময়। সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

আসলে আপু বিয়ের অনুষ্ঠানের সবথেকে মজাদার বিষয় হলো কেনাকাটা। আর এটা শুনে খুব ভালো লাগলো যে, নিজের বিয়ের সময় যে জিনিসগুলো অপূর্ণ থেকে গেছে সেগুলো আপনার ভাইয়ের বিয়েতে পরিপূর্ণ করার চেষ্টা করছেন। তাছাড়া বিয়ের সব থেকে প্রধান আকর্ষণ হল লাল বেনারসি। আপনারা যে শাড়িটা কিনেছেন, এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগলো। যাই হোক, আপনার ভাইয়ের জন্য অনেক অনেক আশীর্বাদ রইলো।