উড়িয়া মাছের চচ্চড়ি রেসিপি

in hive-129948 •  last month 

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

2024-10-06 19-25-30.png

উড়িয়া মাছ আমার সব সময় অনেক বেশি পছন্দের। এই মাছ আমাদের এলাকার উড়িয়া বলেই জানি। অন্য এলাকায় কি বলে আমি ঠিক জানিনা। ছোট মাছের মধ্যে এই মাছটি আমার সবচেয়ে বেশি পছন্দের। এই মাছ আমি বেশিরভাগ সময় হাতে মেখে রান্না করি।আমার মা বলে ছোট মাছ হাতে মেখে রান্না করলে নাকি বেশি মজা লাগে। আমার কাছে তাই মনে হয়। একটু ঝাল বেশি করে ছোট মাছ হাতে মেয়েকে রান্না করলে গরম ভাতের সাথে আর কিছু লাগেনা। সেই রেসিপি টি আজ আপনাদের সাথে শেয়ার করব।

উপকরণ সমূহ

1728220981272.png

  • উড়িয়া মাছ
  • আলু
  • পেঁয়াজ কুচি
  • মরিচ কুচি
  • লবণ
  • হলুদ
    -জিরা বাটা
  • ধনিয়া গুড়া

IMG_20240923_112039.jpg

  • যে পাত্রে রান্না করব সেটাতে প্রথমে পেঁয়াজ মরিচ কুচি একটু বেশি করে নিয়েছি।

IMG_20240923_112103.jpg

  • এরপর একে একে সব মসলা পরিমাণ মতো দিয়েছি।একটু রান্না তেলও দিয়েছি।

IMG_20240923_112125.jpg

  • এবার হাত দিয়ে খুব ভালোভাবে সবকিছু মেখে নিয়েছি।

IMG_20240923_112241.jpg

IMG_20240923_112214.jpg

  • এবার কুচি করে রাখা আলুগুলো দিয়েছি এবং সব মসলার সাথে আলু গুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি।

IMG_20240923_112334.jpg

IMG_20240923_112351.jpg

  • এরপর উড়িয়া মাছ গুলো মাখানো আলুর সাথে মিশিয়ে নিয়েছি।

IMG_20240923_112412.jpg

IMG_20240923_112431.jpg

  • এবার পরিমাণ মতো পানি দিয়েছি সবকিছু সিদ্ধ হওয়ার জন্য। তারপর ঢাকনা দিয়ে চিলায় বসিয়ে দিয়েছি।

IMG_20240923_113719.jpg

  • ঝোল মোটামুটি কমে এলে ও সিদ্ধ হলে নামিয়ে নিয়েছি।

IMG_20240923_133133.jpg

  • সবশেষে বাটিতে ঢেলে পরিবেশন করেছি।
এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো মন্তব্য করে জানাবেন অবশ্যই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovfEfMUsxphK2C94MUmPesRzxucV6L5C5WztC1e4L1hqcx2mH3BcV9oEFqiwTsErcMQNvVa4puc9hxr4N1FcnerVs.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

উড়িয়া মাছের চচ্চড়ি রেসিপি দেখে লোভে পড়ে গেলাম। আলু দিয়ে মাছের চচ্চড়ি রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। ছোট মাছ খেতে আমিও অনেক পছন্দ করি। রন্দন প্রণালীর প্রতিটি ধাপ সুন্দর করে শেয়ার করেছেন আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ লোভনীয় রেসিপি আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য।

ছোট মাছের মধ্যে উড়িয়া মাছ আমার খুবই প্রিয় একটি মাছ। তবে এই উড়িয়া মাছকে আমাদের এলাকায় বাঁশপাতারি মাছ বলে থাকে। যাইহোক আপনি অত্যন্ত যত্নের সাথে উড়িয়া মাছের চচ্চড়ি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তাছাড়া আপনার রন্ধন প্রণালী এবং পরিবেশন দেখে মনে হচ্ছিল উড়িয়া মাছের চচ্চড়ি রেসিপিটা অনেক সুস্বাদু হয়েছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এরকম একটা সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপু আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে উড়িয়া মাছ আলু দিয়ে একসাথে চচ্চড়ি করে রেসিপি তৈরি করেছেন। আজকে প্রথম আমি এই মাছের নাম শুনলাম এর আগে কখনো এই মাছের নাম শুনিনি। এত সুন্দর ভাবে ইউনিক মাছের রেসিপি তৈরি করে আমাদের মাঝে পর্যায়ক্রমে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

আলু ও ছোট মাছের সমন্বয়ে অনেক সুন্দর রেসিপি তৈরি করে দেখিয়েছেন আপনি। আপনার চমৎকার এই রেসিপি দেখে বেশ ভালো লেগেছে আমার। এক কথায় অসাধারণ ছিল আপনার তৈরি করার রেসিপি। এমনিতে আলু ভাজি ছোট মাছের সাথে করলে অনেক ভালো লাগে। দারুন রেসিপি উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

এমন ছোট মাছের রেসিপিগুলো আমার কাছে বেশ ভালো লাগে। মাঝেমধ্যে আলুর সাথে ভাজি করতে পারলে খেতেও যেমন ভালো লাগে পরিবারের সদস্যরাও পছন্দ করে থাকে। ঠিক তেমনি সুন্দর একটি রেসিপি তৈরি করে দেখিয়েছেন আপনি। আশা করি অনেক অনেক সুস্বাদু হয়েছে আপনার এই রেসিপি।

আজ আপনি আমাদের মাঝে উড়িয়া মাছ নিয়ে দারুন একটা রেসিপি তৈরি করে দেখালেন। আসলে এই ছোট মাছ এবং আলু দিয়ে তৈরি করার রেসিপিটা খুব ভালো হয়েছে আমার মনে হচ্ছে। এছাড়াও আপনি এই রেসিপি তৈরি প্রত্যেকটা বর্ণনা আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

উড়িয়া মাছের নাম আগে শুনিনি আপু। আজ প্রথম শুনলাম। মাছের রেসিপি চমৎকার হয়েছে। আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি করলে খেতে দারুন লাগে। এই খাবারগুলো আমার খুবই পছন্দের খাবার।

আপনি খুবই মজাদার উডিয়া মাছের চচ্চড়ি রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপিটা দেখে খুব ভালো লেগেছে। তৈরি করার প্রতিটি ধাপও আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।