ধুন্দল দিয়ে চিংড়ি মাছ ভাজি||[10%beneficary @Shy-fox]

in hive-129948 •  2 years ago  (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আবারও নতুন একটি রেসিপি শেয়ার করব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ধুন্দল দিয়ে চিংড়ি মাছ ভাজি। এই ভাজি টি খুব কম সময়ে বানানো যায়। কারণ ধুন্দল খুব নরম হওয়ার কারণে তাড়াতাড়ি সিদ্ধ হয়।আমি কিভাবে ধুন্দল দিয়ে চিংড়ি মাছ ভাজি করি তার প্রতিটি ধাপ শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।


ধুন্দল দিয়ে চিংড়ি মাছ ভাজি


GridArt_20221021_184350531.jpg


উপকরণ সমূহ


GridArt_20221021_190121513.jpg

  • চিংড়ি মাছ
  • ধুন্দল
  • পেঁয়াজ কুচি
  • মরিচ কুচি
  • জিরা বাটা
  • লবন
  • হলুদ
  • পাঁচফোড়ন


ধাপ-১


GridArt_20221021_191213173.jpg

  • ধুন্দল গুলো এভাবে পাতলা গোল করে কেটে নিয়েছি।

    ধাপ-২


GridArt_20221021_191301138.jpg

  • এবার কাড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে ভেজে নিয়েছি।

ধাপ-৩


GridArt_20221021_191346387.jpg

  • এরপর পাঁচফোড়ন দিয়ে তাতে লবণ,হলুদ, জিরা বাটা দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি।


ধাপ-৪


GridArt_20221021_191422172.jpg

  • মশলাগুলো কষিয়ে নিয়ে তাতে চিংড়ি মাছ গুলো দিয়েছি।


ধাপ-৫


GridArt_20221021_191459033.jpg

  • এরপর ধুন্দল গুলো দিয়ে নাড়াচাড়া করেছি।চিংড়ি মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি।

    ধাপ-৬


GridArt_20221021_192453083.jpg

  • এরপর নাড়াচাড়া করে ঝোল কমিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি।

পরিবেশন

IMG_20221020_134110.jpg

IMG_20221020_134052.jpg


ধুন্দল দিয়ে চিংড়ি মাছ ভাজি রেসিপিটি খুব ভালো লেগেছে আমার কাছে। আপনারা ইচ্ছা করলে তৈরি করে খেতে পারেন। আপনাদের কাছে কেমন লাগলো মন্তব্য করে জানাবেন অবশ্যই।সবাই ভালো থাকবেন।ধন্যবাদ সবাইকে। 🌺🌺🌺


EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5GPaniH2XLfayK4zMgAZAmwE2y1gGVJ8h7J4xgBybGGgWrcABBj2G22t9614XqFBaaSB7Mm9ZwUUUJBFMvAjQnMG1nUkrGb38D7ce6Z2v.png

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ3hpsmoj15mmztu6xAp1uYqepUBz9ZLy6c2CAuuUCLy64p2REDu9P9ehHG6rH...Xb8dAZvrpjAYtqC66r4AtimBK7MufjYUZLQavMScAp8tZoUGCJ74n9kkU4prh1pFMTZYufwf5GrhxEqKjpmSiRCmtqDoNFfaperGNPXzcpuwDJAX3yGYCCn5ED.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

চিংড়ি মাছ দিয়ে ধুন্দল ভাজি খেতে বেশ ভালই লাগে ।আমিও মাঝেমধ্যে রান্না করি কিন্তু আপনি এতে জিরা বাটা ও পাঁচফোড়ন দিয়েছেন, এটি আমার কাছে একেবারে অন্যরকম লেগেছে। এভাবে কখনো খেয়ে দেখিনি ।তবে আপনার রেসিপিটি দেখতে বেশ ভালো হয়েছে মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে।

আপু পাঁচফোড়ন দিলে সুন্দর ফ্লেভার আসে।আপনার সুচিন্তিত মতামতের জন্য অনেক ধন্যবাদ।

আপনি ঠিকই বলেছেন এই ধুন্দুল খুব কম সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যায় এবং সে সাথে কিন্তু পরিমাণেও কমে যায়। এই ধরনের রেসিপি গুলো আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে। দেখতে যেমন খুব অসাধারণ খেতেও নিশ্চয় অনেক সুস্বাদু হয়েছে? অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন ভাইয়া খেতে অনেক মজা হয়েছিল।আপনার জন্য অনেক শুভকামনা রইল।

ধুন্দল দিয়ে চিংড়ি মাছের ভাজি কখনও খাওয়া হয়নি। তাই এটার স্বাদ সম্পর্কে খুব একটা ধারনা নেই। তবে রেসিপিটির কালার দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছিল।তাছাড়া ধুন্দলে রয়েছে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন এবং ভিটামিন সি। যা ক্যান্সারের জীবাণু থেকে শরীরকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।অসংখ্য ধন্যবাদ আপু, এত সুস্বাদু ও মজাদার করে ধুন্দল দিয়ে চিংড়ি মাছের ভাজি রেসিপিটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধুন্দল দিয়ে চিংড়ি মাছ রান্না করার খুবই চমৎকার একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আমি মনে করি এই ধরনের রান্না গুলো করার ক্ষেত্রে রান্নার মসলাটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনি দেখছি রান্না টি করার জন্য পাঁচফোড়ন ব্যবহার করেছেন। চিংড়ি মাছ আমার প্রিয় হবার কারণে আপনার রেসিপিটি দেখেই খেতে ইচ্ছা করছে।

আমার রেসিপি দেখে আপনার খেতে ইচ্ছা করছে জেনে খুশি হলাম। অনেক ধন্যবাদ।

ধুন্দল খেয়েছি কিন্তু ধুন্দল দিয়ে চিংড়ি মাছ কখনো খাওয়া হয়নি।দেখে মনে হচ্ছে অনেক সাধ হয়েছে। কিন্তু আপনি যদি ধুন্দল এর মধ্যে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেন, তাহলে খেয়ে দেখবেন অনেক বেশি সুস্বাদু হবে।

আপনি চিংড়ি দিয়ে ধুন্দল ভাজি খেয়ে দেখবেন খুব ভালো লাগে।আপনার জন্য অনেক শুভকামনা রইল।

আপনি ঠিক বলেছেন আপু ধুন্দল ভাজি করতে অনেক সহজ।তাছাড়া ধুন্দল ভাজির মধ্যে যদি চিংড়ি মাছ দেওয়া হয় তাহলে স্বাদ আরও দ্বিগুন বেড়ে যায়।নরম হাওয়াই বাজি গুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরকম ভাজি গরম ভাতের সাথে অথবা রুটি পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে।আপনার তৈরি করা ধুন্দল ভাজির প্রতিটা ধাপ অনেক চমৎকার ভাবে বুঝিয়েছেন।

আপনার সুচিন্তিত মতামতের জন্য অনেক ধন্যবাদআপু। ভালো থাকবেন।

ধুন্দুল ভাজি করলে খেতে অনেক মজা লাগে আর এই ধুন্দুল ভাজির টেস্ট বৃদ্ধি করার জন্য সাথে চিংড়ি মাছ দিলে সেটা মন্দ হয় না। রেসিপিটা অনেক লোভনীয় সেই সাথে চিংড়ি মাছ গুলো রেসিপিটার লোভনীয়তা আরো বাড়িয়ে তুলেছে। এমন লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

এই রেসিপিটি আসলেই অনেক মজার। আপনার জন্য অনেক শুভকামনা রইল।