টাকি মাছ ভর্তা রেসিপি || ১০% বেনিফিশিয়ারি @shy-fox এবং ৫% @abb-school এর জন্যl

in hive-129948 •  2 years ago 

আসলামুআলাইকুম।কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন । আমিও আল্লাহর অশেষ রহমতে ভাল আছি। আজ বৃষ্টির দিন তাই ভাবলাম আপনাদের সাথে একটি ভর্তার রেসিপি শেয়ার করি।

IMG_20220604_143544.jpg

ভর্তা এমন একটি খাবার যা আমাদের সকাল-দুপুর-রাত তিন বেলা খেতে খুব ভালো লাগে। কারণ ভর্তা আমাদের খাবার রুচি আরো দ্বিগুন বাড়িয়ে দেয়। আর ভর্তা যদি হয় মাছ ভর্তা তাহলে তো কথাই নেই। মাছ ভর্তা মধ্যে একটি মাছ ভর্তা আমি বেশি করে থাকি আর সেটি হচ্ছে টাকি মাছ ভর্তা তাই আমার বাংলা ব্লগে আজ আমি টাকি মাছ ভর্তা রেসিপি শেয়ার করব চলুন তা হলে দেখে আসি আমার রেসিপিটি।

উপকরণ

GridArt_20220604_175538792.jpg

ক্রমিক নম্বরউপকরণের নাম
টাকি মাছ
পেয়াজ কুচি
রসুন
মরিচ
লবণ
হলুদ

ধাপ-১

IMG_20220604_134154.jpg

IMG_20220604_134130.jpg

প্রথমে টাকি মাছ গুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি।তারপর তাতে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম।

ধাপ-২

IMG_20220604_134430.jpg

এরপর চুলায় কড়াই গরম করে তাতে তেল দিয়ে তার মধ্যে মাছগুলোকে দিয়েছি ভাজার জন্য।

ধাপ-৩

IMG_20220604_134923.jpg

মাছগুলো অর্ধেকের মতো সিদ্ধ হয়ে এলে কাঁটাচামচ দিয়ে মাছের কাঁটা গুলোকে বেছে ফেলে দিয়েছি।

ধাপ-৩

IMG_20220604_135646.jpg

IMG_20220604_135500.jpg

কাটা গুলো ফেলে দেয়ার পর মাছগুলোকে আর কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে নিয়েছি।

ধাপ-৪

IMG_20220604_135724.jpg

এবার আবার কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি রসুন ও মরিচ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি।

ধাপ-৫

IMG_20220604_140031.jpg

IMG_20220604_140152.jpg

পেঁয়াজ-মরিচ গুলো ভাজা হয়ে গেলে ভেজে রাখা মাছগুলোকে আবারও পিয়া দু মিনিটের মধ্যে দিয়ে দুই মিনিট ভেজে নিয়েছি।

ধাপ-৬

IMG_20220604_142617.jpg

এরপর ভেজে রাখা পেঁয়াজ মরিচ মাছগুলোকে একটু ঠান্ডা হয়ে গেলে শিলপাটায় বেটে নিয়েছি।আমার কাছে মনে হয় কোন মিকচার বা ব্লেন্ডারে যেকোনো ভর্তা করলে তারচেয়ে যদি শিলপাটায় ভর্তা করা যায় তাহলে তার স্বাদ দ্বিগুণ হয়।আমি চেষ্টা করি বিশেষ করে মাছ ভর্তাটা শিলপাটা করার।

IMG_20220604_143544.jpg

এই ছিল আমার টাকি মাছ ভর্তা রেসিপি।টাকি মাছ ভর্তা রেসিপি টি আপনাদের কাছে কেমন লেগেছে মন্তব্য করে জানাবেন অবশ্যই। আজ এ পর্যন্তই পরবর্তীতে আবারও নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আপনাদের সামনে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ! চমৎকার রেসিপি করেছেন। টাকি মাছের ভর্তা রেসিপি কখনো খাওয়া হয় নি। রেসিপিটি বাসায় তৈরি করে দেখব। আপনি প্রতিটি ধাপ সহজ ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। তাতে আমার তৈরি করতে বেশি সময় লাগবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

একদিন ট্রাই করে দেখতে পারেন আপু আশা করি ভালো লাগবে। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

ওয়াও আপু অনেক ভালো লাগলো আপনার রেসিপি দেখে। টাকি মাছের ভর্তা খেতে আমার অনেক ভালো লাগে। এর স্বাদ অতুলনীয়। অনেক সুস্বাদু একটি খাবার। আপনার ভর্তা তৈরি প্রসেস গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

আমার রেসিপিটি আপনার কাছে ভাল লেগেছে জেনে খুব ভালো লাগলো। আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আপনার রেসিপির কি বর্ণনা দেব দেখেই তো জিভে জল পড়ে যাচ্ছে, আমার সবচেয়ে প্রিয় ভর্তা। প্রতিদিন না খেলেও অন্তত আমি চেষ্টা করি সপ্তাহে দুই তিন দিন ভর্তা খাওয়ার জন্য। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন ভর্তা খাবারের রুচি দ্বিগুণ বাড়িয়ে দেয়। এবং কি তুলনামূলক একটি বেশি খাওয়া যায়। টাকি মাছের ভর্তা আপনি অসাধারণ করেছে। আপনার রেসিপিটি খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

আপনার উৎসাহমূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অনেকের কাছে শুনেছি টাকি মাছের ভর্তা নাকি অনেক সুস্বাদু ও মজাদার হয়ে থাকে আজকে আপনার টাকি মাছের ভর্তা রেসিপি দেখে আমার খুব ভালো লাগলো কারণ এই রেসিপিটি আমি কোনদিন কখনোই করিনি।কারন আমি নিজেও মাছ খাই না এবং মাছ হাতেও ধরিনা।আপনার রেসিপি দেখে বাসায় ট্রাই করবো।
♥♥

জেনে খুব ভাল লাগছে আপু যে আপনি আমার রেসিপি দেখে বাসায় ট্রাই করবেন। আপনার উৎসাহ মূলক মন্তব্যটি আমার কাজের উৎসাহ বাড়িয়ে দিয়েছে।ধন্যবাদ আপু।

অন্য কোন মাছের ভর্তা থেকে আমি মনে করি টাকি মাছের ভর্তা সবথেকে বেশি সুস্বাদু। আমাদের বাসায়ও মাঝে মাঝে টাকি মাছের ভর্তা বানানো হয় তবে সেটি সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে। তবে আপনার টাকি মাছের ভর্তা বানানোর ধরনটাও আমার কাছে বেশ ভালো লেগেছে।

আমার রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আপনার মূল্যবান মন্ত্যবের জন্য অসংখ্য ধন্যবাদ।

টাকি মাছের ভর্তা আসলে খেতে খুবই মজা। যদিও টাকি মাছ আমি খাই না কিন্তু টাকি মাছের ভর্তা আমার কাছে খেতে বেশ ভালো লাগে। আপনি আজকে খুবই লোভনীয় ভাবে টাকি মাছের ভর্তা রেসিপি করেছেন দেখে খেতে ইচ্ছে করছে। অনেক ধন্যবাদ আপনাকে এই মজার রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার কাছে মনে হয় সব মাছ ভর্তার সেরা হল টাকি মাছ ভর্তা। আপনার মূল্যবান মন্তব্যটির জন্য অসংখ্য ধন্যবাদ।

আমার কাছে যে কোনো ধরনের ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। আর টাকি মাছের ভর্তার মধ্যে অন্য রকমের একটা ব্যাপার আছে। আপনি আজকে অনেক সুন্দর ভাবে টাকি মাছের ভর্তা করেছেন। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগলো। মনে হচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু। শুভকামনা রইল।

টাকি মাছের ভর্তা আমার খুবই প্রিয় বিশেষ করে দুপুরবেলা গরম ভাতে খেতে সব থেকে বেশি ভালো লাগে। আপনার টাকি মাছের ভর্তা টিপ দেখেই লোভ হচ্ছে খেতে নিশ্চয় খুব মজা হয়েছিল

ভর্তািট আমর কাছে ভালো লেগেছে ভাইয়া।আপনার সুন্দর মন্তব্যটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভর্তা আমাদের খাবার রুচি আরো দ্বিগুন বাড়িয়ে দেয়। আপনার এই কথাটি একদম সঠিক ভাইয়া। কেননা তিন বেলায় যদি ভিন্ন ভিন্ন ধরনের ভর্তা রেসিপি খেতে পাওয়া যায় তাহলে দারুন হয়। আমারতো ভর্তা রেসিপির প্রতি আলাদা দুর্বলতা। বিশেষ করে বাদাম ও টাকি মাছের ভর্তা আমার কাছে খুবই প্রিয়। আর আপনি তো দেখছি আমার ভালোলাগার টাকি মাছের ভর্তা খুবই সুস্বাদু করে তৈরি করেছেন। বিশেষ করে শিলপাটায় বেটে ভর্তি করার জন্য মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। এখন তো আমরা বেশিরভাগ সময়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তা রেসিপি তৈরি করে থাকি। খুবই সুস্বাদু করে টাকি মাছের ভর্তা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আপনার সুন্দর উৎসাহমূলক মন্তব্যটি আমার কাজের গতিকে আরো বাড়িয়ে দিয়েছে।আপনার মূল্যবান মন্তব্যটির জন্য ধন্যবাদ।

টাকি মাছ ভর্তা রেসিপি শেয়ার করেছেন দারুন হয়েছে। টাকি মাছের ভর্তা খেতে অনেক মজা লাগে। আপনার রেসিপি দেখে তো খেতে ইচ্ছা করছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে।

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনি একদম ঠিক কথাই বলেছেন। ভর্তা যেকোনো বেলায় ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর টাকি মাছ দিয়ে ভর্তা তৈরি করা হলে সেটি এমনিতেই সুস্বাদু হয় ।টাকি মাছের ভর্তা সব সময়ই অনেক মজা লাগে।আমরা তো টাকি মাছের ভর্তা হলে সেদিন খুব তৃপ্তি করে খাবার খেয়ে থাকি। খুব সুন্দর করে রেসিপি তৈরি করেছেন।

আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আপনি টাকি মাছ ভর্তা রেসিপিটা অসাধারণ ভাবে তৈরি করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল।

ওয়াও আপনিতো টাকি মাছ দিয়ে খুব চমৎকার ভর্তা তৈরি করলেন। এমনিতেই তো যে কোন ভর্তা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু আজকে প্রথম টাকি মাছের ভর্তা দেখলাম। দেখে তো মনে হচ্ছে খুব ইয়াম্মি হয়েছে। অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ

আপু আপনার টাকি মাছের ভর্তা রেসিপি দেখে জিভে জল চলে এলো। টাকি মাছের ভর্তা অথবা ভূনা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি আজ আমার পছন্দের রেসিপি তৈরি করেছেন। প্রতিটি ধাপ অনেক সুন্দর ছিল আপু।

আমার রেসিপি আপনার কাছে এতটা ভাল লেগেছে জেনে খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপু।

ভর্তা এমন একটি খাবার যেটার প্রতি কখনোই অনীহা আসেনা। আপনি একদম ঠিক বলেছেন ভর্তা খাবারের রুচি দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর মাছ ভর্তা হলে তো কথাই নেই।
আমাদের বাসাতেও টাকি মাছ আনলে ভর্তা করে খাওয়া হয়। যদিও আমাদের ভর্তা করার পদ্ধতি একটু অন্যরকম।
ধন্যবাদ আপু টাকি মাছ ভর্তা করার পদ্ধতি গুছিয়ে উপস্থাপন করার জন্য।

সুন্দর মন্তব্যটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

টাকি মাছের ভর্তা আমি বেশিক্ষণ সময় করে থাকি আপু মনি, টাকি মাছ আমারও খুবই প্রিয়, আপনার টাকি মাছের ভর্তা এতো সুন্দর হয়েছে সেটা বলে বুঝানোর মত না, এভাবে টাকি মাছের ভর্তা করলে খুবই সুস্বাদু হয়, আর আপনি এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ সেই সাথে অনেক অনেক শুভকামনা রইলো।

সুন্দর মন্তব্যটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

টাকি মাছের ভর্তা আমার কাছে ভীষণ ভালো লাগে। সত্যি কথা বলতে আপনার টাকি মাছের ভর্তা রেসিপি দেখে জিভে জল চলে আসলো। গ্রামের বাড়িতে গেলে টাকি মাছের ভর্তা অনেক খাওয়া হয়। খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন আপনি। প্রতিটি ধাপের বর্ণনা শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি টাকি মাছের ভর্তা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার মূল্যবান মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

টাকি মাছের ভর্তা আমার খুবই পছন্দ। যেকোনো ভর্তা আমার খুব পছন্দ। কিন্তু টাকি মাছের ভর্তা একটু স্পেশাল আমার কাছে। আমার আম্মু মাঝে মাঝে টাকি মাছ দিয়ে ভর্তা করে। আপনাকে ধন্যবাদ আপু এত সুন্দর করে টাকি মাছের ভর্তা রেসিপি টা আমাদের মাঝে শেয়ার করার জন্য ।আপনার জন্য শুভেচ্ছা রইল।

গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল।

টাকি মাছের ভর্তা একদিন খেয়েছিলাম। অনেক স্বাদের হয়। আজকে আপনার টাকি মাছ ভর্তার রেসিপি দেখে এখন আবার খুব খেতে ইচ্ছে করছে। আমার জন্য বাসায় এক বাটি পাঠিয়ে দেন।

আমার খুবই পছন্দের একটি খাবার তৈরি করছেন আপনি। টাকি মাছ ভর্তা আমার কাছে ভীষণ ভালো লাগে বিশেষ করে গরম ভাতের সঙ্গে খেতে। আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন আপনার জন্য শুভকামনা রইল।

আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

ঠিকই বলেছেন আপু যেকোনো ধরনের ভর্তা জাতীয় জিনিস খেতে ভালোই লাগে। গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। টাকি মাছের ভর্তা আমার কাছেও সবচেয়ে বেশি ভালো লাগে এই মাছের ভর্তাটাই বেশি করে খাওয়া হয়। আপনি খুব সুন্দর করে টাকি মাছের ভর্তাটি শেয়ার করেছেন। প্রতিটি ধাপে ধাপে ভর্তা করা পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল।

টাকি মাছ ভর্তা আমার কাছে অনেক মজা লাগে। একটু পেঁয়াজকুচি বেশি দিয়ে টাকি মাছ ভর্তা করে গরম ভাতের সাথে খাওয়ার মজাই আলাদা। আপনার এই পোস্ট দেখে সকাল-সকাল টাকি মাছ ভর্তা খাওয়ার প্রতি লোভ লেগে গেলো আপু।

সুন্দর মন্তব্যটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে টাকি মাছ ভর্তা রেসিপি শেয়ার করেছেন ।টাকি মাছ ভর্তা রেসিপি আমার কাছে অনেক বেশি সুস্বাদু লাগে। মাঝে মাঝে এক ধরনের রেসিপি দেখলে নিজেকে কন্ট্রোল করা কষ্টসাধ্য হয়ে পড়ে। এত মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

টাকি মাছ ভর্তা রেসিপি টা আমার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। শুভকামনা রইলো ভাইয়া।

টাকি মাছ ভর্তা রেসিপি খেতে আমার কাছে দারুন লাগে ।যেটা মাঝে মাঝেই এই রকম ভর্তা রেসিপি তৈরি করে খাওয়া হয়। অনেক ভালো লাগলো আপনার টাকি মাছের ভর্তা রেসিপি দেখে।

আমার রেসিপিটি আপনার কাছে ভাল লেগেছে জেনে খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভকামনা আপনার জন্য।

টাকি মাছ ভর্তা মানেই মুখে লেগে থাকার মতো স্বাদ। আপনার রেসিপি দেখে সত্যি অনেক লোভ হচ্ছে আপু। আশা করি আমিও বাসায় তৈরি করে খাবো। দোয়া কইরেন যাতে মজা হয়।

অবশ্যই মজা হবে ভাইয়া।আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যটি করার জন্য।

টাকি মাছ ভর্তা বেশ লোভনীয় লাগছে দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য

আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

ভর্তা আমাদের খাবার রুচি আরো দ্বিগুন বাড়িয়ে দেয়।

আপনি একদম ঠিক কথা বলেছেন আপু ভর্তা আমাদের খাবারের রুচি আরো বাড়িয়ে দেয়। ব্যক্তিগতভাবে টাকি মাছ ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে। আপনিও অনেক চমৎকার ভাবে টাকি মাছ ভর্তা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে লোভ লেগে যাচ্ছে।

আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।