আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি যদিও খুব বেশি ভালো নেই।তবে ভালো থাকার চেষ্টা করছি। কেন ভালো নেই সেই ব্লগটা শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
ঠিক কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। গত ৩০ শে সেপ্টেম্বর আমার ফুফাতো বোন ইন্তেকাল করেছেন।ফুফাতো বোন বলতে অনেক খারাপ লাগে কারন সে আমার নিজের বোনের চেয়ে অনেক বেশি ছিল। হয়তো নিজের বোনদের মধ্যেও এতো ভালো সম্পর্ক থাকে না। আপুর সাথে আমার যতটা ভালো সম্পর্ক ছিল। আমার বয়সের সাথে আপুর বয়সের ডিফারেন্স অনেকটা। কিন্তু ছোট বোন হিসেবে এত বেশি ভালবেসে ছিল বোনদের ভালোবাসা এরকমই হয়। আপুর নিজের বোন ছিল তারপরও আমাকে অনেক বেশি ভালোবাসতো।আপুর বিশেষত্বই ছিল এরকম সে মানুষের মনের ভিতরে ঢুকতে পারতো।এতো মায়া নিয়ে কথা বলতো যে কেউ তাকে ভালবাসতে বাধ্য।
আপুকে নিয়ে এর আগেও অনেক ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। সেসব ব্লগে শেয়ার করেছিলাম যে আমার আপু অনেক অসুস্থ তার ক্যান্সার হয়েছে। আপু মোটামুটি ভালই ছিল অনেকটা বিশ্বাস নিয়েছিলাম যে আপু হয়তো আরো কয়েকটা বছর বাঁচবে বাচ্চাগুলো আরও একটু বড় হবে।মৃত্যু সবার জন্যই অবধারিত কিন্তু ক্যান্সার হলে একটা ঘন্টি বাঁচতে থাকে মৃত্যুর। আপুর সাথে শেষ দেখা হয়েছিল প্রায় আট মাস আগে আপু যখন গাইবান্ধা এসেছিল। ছেলেমেয়েগুলোকে ঘুরানোর জন্য আপু প্রত্যেক বছরে আমাদের গাইবান্ধায় আসতো। এখানে ঘুরতে এসতে অনেক বেশি পছন্দ করত মাঝখানে কয়েকটা বছর আসতে পারছিল না আপুর অসুস্থতার জন্য।এ বছর এসেছিল বলছিল আমার গাইবান্ধা গেলে মনটা ভালো হয়ে যাবে আমি অনেকটা সুস্থ হয়ে যাব। অনেকটা রিস্ক নিয়ে আপুকে নিয়ে এসেছিল আমাদের এখানে বেড়াতে। আপুকে সময় দেয়ার চেষ্টা করেছি আমার ছেলেটা তো তখন অনেক বেশি ছোট ছিল তারপর ও অনেক সময় দেয়ার চেষ্টা করেছি।
সত্যি কথা বলতে আপু আমার মনের শক্তি ছিল যে কথা কাউকে বলতে পারতাম না সে কথানির্ধায় আপুর সঙ্গে শেয়ার করতে পারতাম। আপু কয়েকদিন ধরেই বেশ অসুস্থ ছিল খাওয়া-দাওয়ার রুচি ছিল না হসপিটালে ভর্তি ছিল। কিন্তু এভাবে হঠাৎ করে চলে যাবে বুঝতেও পারেনি। ডাক্তার বলছিল দুদিন পরেই আপুকে ছেড়ে দিবে।কিন্তু হঠাৎ করে সন্ধ্যা বেলায় কি যে হয়েছে তারপরে আপুকে আইসিইউতে নেয়া হয়েছে। রাত বারোটার আগেই আপু মারা গিয়েছে। এভাবে আমার মনের খোরাক যোগানোর মানুষটা আমাকে ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবে আমি বিশ্বাসই করতে পারছি না আমার মনে হয় আপু ঠিক বাসায় আছে ভিডিও কলে আবারও দেখতে পারবো। কিন্তু সারা জীবনে এই মানুষটার সঙ্গে আর কখনো কথা হবে না এটা বিশ্বাস করতেই আমার খুব কষ্ট হচ্ছে আর এক সীমাহীন কষ্ট এসে বুকের উপর ভর করে বসছে। আপনারা সবাই আমার বোনটার জন্য দোয়া করবেন সে যেন অনেক ভালো থাকে তার বাচ্চারা অনেক ছোট।তারা যেন ভালো থাকে সুস্থ থাকে আপুকে নিয়ে আবার কোন একদিন অনেক কথা শেয়ার করব আজ আর কোন কথাই মনে আসছে না।সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মনের মধ্যে এমন কিছু কথা থাকে যে কথাগুলো সব সময় সবার কাছে ব্যক্ত করা যায় না তবে মনের মত কোন মানুষ থাকলে তার কাছে শেয়ার করা যায়। ঠিক তেমনি আপনি তার কাছে কথাগুলো শেয়ার করতেন এবং হালকা হতেন এবং সুপার আমার সাথে প্রেম কিন্তু হঠাৎ তার চলে যাওয়াটা মেনে নিতে পারেননি। কিন্তু কিছু করার নেই জীবন এটাই। কখন কার কিভাবে মৃত্যু হয় তার ঠিক নেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit