বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের রিভিউ

in hive-129948 •  28 days ago 

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজের আজকে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হোলো। এ পর্যন্ত অনুষ্ঠিত হওয়া চারটি ম্যাচেই বাংলাদেশ জিতেছে। তবে আজকের ম্যাচটিতে জিম্বাবুয়ে অত্যন্ত ভালো খেলেছে। প্রথমে টসে জিতে জিম্বাবুয়ে বোলিং এর সিদ্ধান্ত নেয়। তবে জিম্বাবুয়ে ক্যাপ্টেনের সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করে বাংলাদেশের দুই ওপেনার দুর্দান্ত সূচনা এনে দেয়। মাত্র ১১ ওভারে বাংলাদেশ স্কোরবোর্ডে ১০০ রান তুলতে সমর্থ হয়। তবে দলীয় ১০১ রানের সময় ইনফর্ম ব্যাটসম্যান তানজিদ তামিম ৩৭ বলে ৫২ রান করে আউট হয়ে যান।


Screenshot_20240510_230809.jpg

স্ক্রিন শট নেয়া হয়েছে Cricket Expert চ্যানেল থেকে

তার কিছুক্ষণ পর দলীয় ১০৮ রানে অপর ওপেনার সৌম্য সরকারও আউট হয়ে যান। আউট হওয়ার আগে সৌম্য সরকার ৩৪ বলে ৪১ রান করেন। তারপরে বাংলাদেশ দলে শুরু হয় আসা যাওয়ার মিছিল। পরবর্তীতে আর একজন ব্যাটসম্যান ও তেমন উল্লেখযোগ্য কোনো রান করতে পারেনি। যে দল ১১ ওভারে বিনা উইকেটে ১০০ রান সংগ্রহ করেছিলো। তারা শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১৪৩ রানেই থেমে যায়। মিডল অর্ডার এবং টেইলেন্ডার ব্যাটসম্যানদের ভয়াবহ বাজে ব্যাটিং এর জন্য বাংলাদেশ মাত্র ১৪৩ রান করতে সমর্থ হয়।


১৪৪ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। তবে যেহেতু রান দরকার ছিলো তাদের কম তাই নিয়মিত বিরতিতে উইকেট হারানোর পরেও তাদের একটা জয়ের সম্ভাবনা রয়েই যাচ্ছিলো। কারণ লো স্কোরিং এই ম্যাচগুলোতে যে কোন একটা ব্যাটসম্যান মাত্র কয়েক ওভারের ভিতরেই ম্যাচে ব্যবধান গড়ে দিতে পারে। এই ম্যাচেও তেমনটাই হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিলো। ১০৩ রানে সাত উইকেট হারানোর পরেও জিম্বাবুয়ে শেষ পর্যন্ত ম্যাচটি প্রায় জিতেই যাচ্ছিলো। ফারাজ আকরাম এবং ওয়েলিংটন মাসাকাদজার দুটো ছোট্ট কিন্তু কার্যকর ইনিংসের কল্যাণে জিম্বাবুয়ে ম্যাচ জয়ের কাছাকাছি চলে গিয়েছিলো।


কিন্তু শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ ম্যাচটি পাঁচ রানে জিতে যায়। আর এই ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজে ৪-০ তে এগিয়ে গেলো। তবে দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষেও বাংলাদেশের এমন পারফরমেন্স সমর্থকদের কপালে নিশ্চিত দুশ্চিন্তার ভাজ ফেলবে। কারণ আর কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে বাংলাদেশকে মোকাবেলা করতে হবে বিশ্বের সব বড় বড় দলকে। জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে যখন দলের এমন পারফরমেন্স তখন বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা কেমন থাকে সেটা সহজেই বোঝা যাচ্ছে।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসলে সত্যি কথা বলতে বাংলাদেশের খেলা দেখতে ভয় করে। তবে জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের ম্যাচটি আমার দেখা হয়নি হাইলাইট দেখার চেষ্টা করব। বাংলাদেশের খেলা দেখলে বুকের ভিতর ধুকবুকানি শুরু হয়ে যায় বাংলাদেশ বলে তো বিশ্বাস নেই, তাই হোক আপনার এই খেলাটা রিভিউ করছেন দেখে আমার অনেক ভালো লাগলো।

বাংলাদেশ ক্রিকেট দল বেশিরভাগ সময় এমনটাই করে। তারা উড়ন্ত সূচনা করার পরেও,দলীয় স্কোর বড় করতে পারে না। এই ম্যাচেও একই অবস্থা হয়েছে। কিন্তু বেশিরভাগ দল উড়ন্ত সূচনা করলে, দলীয় স্কোর অনেক বড় করতে সক্ষম হয়। যাইহোক এই ম্যাচে বাংলাদেশ শেষ পর্যন্ত জয় পেয়েছে, এটা জেনে খুব ভালো লাগলো। এতো চমৎকারভাবে এই ম্যাচের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।