Canva দ্বারা তৈরি করা হয়েছে
এই বৃদ্ধ লোকটা তার মাদকসেবি ছেলেকে ফেরানোর অনেক চেষ্টা করেছে। কিন্তু তাতে কোন কাজ হয়নি। বরং দিন দিন মাদক সেবী ছেলের অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে উঠেছিলো। শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে ছেলেকে সে হত্যা করে। আমরা আমাদের চারপাশে অনেক রকম সমস্যার কথা বলি। কিন্তু আমার মনে হয় মাদকের থেকে বড় কোন সমস্যা আর হতে পারে না। এই মাদকের কারণে আমাদের পুরো একটা জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে। আশেপাশে তাকালে বেশিরভাগ ছেলে পেলেকে দেখতে পাই কোন না কোন মাদকে আসক্ত। আবার এই মাদকাসক্ত হওয়ার জন্য যে তারা অনুতপ্ত হবে ব্যাপারটা তেমন নয়। তারা বরং এটাকে এনজয় করে। আর আমাদের দেশে মাদক এত সহজলভ্য হয়ে গিয়েছে যে কেউ চাইলেই এখন অতি সহজে মাদক পেয়ে যায়। এমনকি মাদক কেনার জন্য আপনাকে ঘর থেকেও বাইরে যেতে হবে না। আপনি ঘরে বসে ফোন দিলে মাদক ব্যবসায়ীরা আপনার ঘরে পৌঁছে দেবে। আমাদের এলাকার ছেলেপেলেদের দেখি এদের ভিতর বড় একটা অংশ মাদকসেবী হয়ে গিয়েছে। শুধু যে মাদক সেবী হয়েছে তা নয় তারা মাদক ব্যবসার সাথেও জড়িয়ে পড়েছে।
আমাদের দেশে দুই ধরনের মাদক এখন বেশি চলে। একটা হচ্ছে মায়ানমার থেকে আসা ইয়াবা এবং ইন্ডিয়া থেকে আসা ফেনসিডিল। এই দুটো মাদকের ছোবলে পুরো দেশের কিশোর, যুবক, তরুণ সবাই আক্রান্ত। এখনই এই মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান না নিলে আস্তে আস্তে আমাদের দেশ ভয়াবহ একটা ঝুঁকির দিকে এগিয়ে যাবে। এই মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। সেই সাথে সরকারকেও তৎপর হতে হবে মাদক মুক্ত দেশগড়ার জন্য। সীমান্তগুলো ভালোভাবে নজরদারির আওতায় আনতে হবে যাতে আর কোন মাদক দেশে না ঢুকে। আর যারা ইতিমধ্যে মাদকাসক্ত হয়ে পড়েছে তাদেরকে চিকিৎসার আওতায় নিয়ে আসতে হবে। এখনই যদি এই পদক্ষেপগুলো বাস্তবায়ন করা না হয় তাহলে আমরা সামনে ভয়াবহ সমস্যার সম্মুখীন হবো। এখন দেখা যাক দেশের কর্তা ব্যক্তিরা এটা অনুধাবন করতে পারে কিনা।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।