আমার একটা খারাপ গুন আছে 😊❤️

in hive-129948 •  8 days ago 

rule-1752412_1920.jpg

Source

প্রত্যেকটা মানুষ চায় নিজেদের খারাপ দিকগুলো কিংবা খারাপ অভ্যাসগুলো যেন অন্যের সামনে চলে না আসে। তবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমাদের জীবনে এমন কিছু বন্ধু দরকার যেসব বন্ধুরা চোখে আঙ্গুল দিয়ে আমাদের খারাপ কাজ গুলো আমাদেরকে দেখিয়ে দিবে এবং সেসব খারাপ কাজগুলো থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি সেজন্য আপনার বিপক্ষে গিয়েও কথা বলতে সে দ্বিতীয়বার ভাববে না। এরকম বন্ধু পাওয়া সত্যিই অনেক সৌভাগ্যের বিষয়। আমার জীবনেও এরকম দুজন বন্ধু রয়েছে যাই হোক আজকে সেসব বিষয়ে যাচ্ছি না। তবে আমার বর্তমানে জানেন আমি খুব সহজেই অন্যের কথাই বিশ্বাস করে ফেলি, মানুষকে বিশ্বাস করে ফেলি এবং যার কারণে প্রতিনিয়তই আমাকে ধোঁকা খেতে হচ্ছে এবং বিভিন্ন জায়গায় লস খেতে হচ্ছে।

কিছুদিন আগে ছোট দাদা একটি হ্যাংআউটে একটি কথা বলেছিল। যে কথাটা আমার মনের মাঝে এমন ভাবে গেথে গেছে সেই কথাটা কে আমি সারা জীবন মনে রাখতে পারব। তিনি বলেছিলেন আমাদের এই ছোট্ট জীবনে বেঁচে থাকতে গেলে কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে, বিশ্বাসেরর উপরেই আমাদের এই পৃথিবী চলছে তাহলে। আমরা কেন মানুষকে অবিশ্বাস করব? কিন্তু দিন শেষে এসব চিন্তাধারা খুব বেশি একটা মানুষের মাঝে দেখা যায় না. যার কারণে আমাদের এই সমাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপকর্ম দেখা দিচ্ছে, যেটা আসলে কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয়।

তবে আমি এটাও বিশ্বাস করি যেসব মানুষেরা বিশ্বাসঘাতকতা স্বীকার হয়েছে যেসব মানুষেরা অন্যদেরকে সাহায্য করতে গিয়ে নিজেই বিপদে পড়েছেন সেসব মানুষেরা সব সময় ভালো থাকবে।
কারণ তাদের কারণেই বর্তমানে আমাদের এই সমাজকে টিকিয়ে রাখছেন। তাদের ভালোবাসা এবং বিশ্বাসের কারণেই আমরা আজও একে অপরের প্রতি বিশ্বাস আনতে পারি কিন্তু অপর প্রান্তে যেসব মানুষেরা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে আমাদের সরলতার সুযোগ নিয়ে নিজেই লাভবান হচ্ছে সেসব মানুষেরা জীবনে কখনোই মনের দিক থেকে শান্তি পাবে না। এই বিষয়টা আমি ব্যক্তিগতভাবেও অনেকবার অবজারভেশন করেছি এবং এটা শতভাগ সঠিক হয়েছে। যাই হোক আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Your post is manually
rewarded by the Steem-Bingo

Try out the new games on Steem 2.jpg

STEEM-BINGO, a new game on Steem
Good luck and have fun playing Steem-Bingo!

How to join, read here

Prize pool:
Minimum Guaranteed 45 Steem for each draw