আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
মানুষ মাত্রই ভুল। অর্থাৎ আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভুল করে থাকি। এই ব্যাপারগুলো একেবারে স্বাভাবিক। কারণ যেহেতু আমরা মানুষ হয়ে জন্মেছি। সেহেতু আমরা নানা ধরনের ভুল করবো। ভুল থেকে আবার শিক্ষা নিবো।এই ব্যাপার গুলো যথেষ্ট স্বাভাবিক।
আসলে এমন অনেক ভুল হয়ে থাকে। যেগুলো আমরা অনেক সময় হয়ে থাকে যে ভুলবশত করি। অর্থাৎ সব সময় সব ভুলগুলো যে নিজের মনের অন্যমনস্কতার কারণে হয় কিংবা গাফিলতির কারণে হয়, যা সব সময় ই অন্যায়। কিন্তু ব্যাপারগুলো এমন হয় না। অর্থাৎ এমন অনেক ভুল হয় যেগুলো মানুষের নিজের অজান্তেই হয়ে যায়।
কিন্তু কিছু কিছু ভুল রয়েছে, যেগুলোর জন্য আমরা নিজেরাই পুরোপুরি ভাবে দোষী বলেই আমি মনে করি। এবং তার মধ্যে অন্যতম হলো আমাদের অজ্ঞতার কারণে যে ভুলগুলো হয়। অর্থাৎ গাফিলতির কারণে যদি কোনো ভুল হয়। সেটা যেমন অন্যায় ঠিক তেমনটাই আমাদের অজ্ঞতার কারণে যদি আমাদের কোনো ভুল হয়। সেটাও আমাদের দোষ। কারণ হলো কোনো কাজ করার আগে সেই বিষয় সম্পর্কে অবশ্যই খুব ভালোভাবে ধারণা থাকতে হবে। শুধু তাই নয়, এমনভাবে সবকিছু বিবেচনা করতে হবে। যাতে কোনো কাজ করার আগে ওই বিষয় সম্পর্কে ন্যূনতম জ্ঞান হলেও আমরা রাখি। কারণ কোনো কাজ করার আগে সেই বিষয় সম্পর্কে যদি আমরা না জানি। তাহলে স্বাভাবিকভাবে সেই কাজটি আমরা ঠিকঠাক ভাবে করতে পারবো না এবং নিজেদের না চাওয়া সত্ত্বেও বিভিন্ন রকমের ভুল হবে এবং আমরা ভুল পথে চলে যাবো।
অর্থাৎ আমি এমন অনেক মানুষ দেখেছি। যারা শুধুমাত্র নিজেদের অজ্ঞতার কারণে বিভিন্ন রকম ভুল পদক্ষেপ নেয়। বিভিন্ন রকম ভুল পথে চলে যায়। যেগুলো অনেক ভয়ঙ্কর ব্যাপার। কারণ কিছু কিছু ব্যাপার রয়েছে। যেগুলো শুধরানো কখনো যায় না। অর্থাৎ ওই ভুল সারা জীবনের জন্য কান্না হয়ে যায়।